এ. পি. জে. আবদুল কালাম

ভারতীয় বিজ্ঞানী এবং ভারতের একাদশ রাষ্ট্রপতি

আভুল পাকির জয়নুলাবেদিন আবদুল কালাম (বাংলা: [abdul kalam]; তামিল: அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்; ১৫ অক্টোবর ১৯৩১ - ২৭ জুলাই ২০১৫) একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী ছিলেন যিনি ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি (২০০২ - ২০০৭) হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর জন্ম বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফস কলেজ থেকে এবং বিমান প্রযুক্তিবিদ্যা (এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিষয় নিয়ে মাদ্রাজ ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে পড়াশোনা করেছিলেন। চল্লিশ বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন (ডিআরডিও) ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় (ইসরো) বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেন। ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি যুক্ত ছিলেন।[] ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রউৎক্ষেপক যান রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ‘ভারতের ক্ষেপণাস্ত্র মানব’ বা ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয়।[]

এ. পি. জে. আবদুল কালাম
অফিসিয়াল প্রতিকৃতি, ২০০২
ভারতের একাদশ রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
২৫ জুলাই, ২০০২ – ২৫ জুলাই, ২০০৭
প্রধানমন্ত্রীঅটলবিহারী বাজপেয়ী
মনমোহন সিংহ
উপরাষ্ট্রপতিকৃষ্ণ কান্ত
ভৈরোঁ সিং শেখাওয়াত
পূর্বসূরীকে. আর. নারায়ণন
উত্তরসূরীপ্রতিভা দেবীসিংহ পাটিল
ব্যক্তিগত বিবরণ
জন্মআভুল পাকির জয়নুলাবেদিন আবদুল কালাম
(১৯৩১-১০-১৫)১৫ অক্টোবর ১৯৩১
রামেশ্বরম, রামনাথস্বামী জেলা, মাদ্রাজ প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(অধুনা ভারতের তামিলনাড়ু রাজ্যে)
মৃত্যু২৭ জুলাই ২০১৫(2015-07-27) (বয়স ৮৩)
শিলং, মেঘালয়, ভারত
মৃত্যুর কারণহৃদরোগ
জাতীয়তাব্রিটিশ ভারতীয় (১৯৩১-১৯৪৭)
ভারতীয় (১৯৪৭-২০১৫)
প্রাক্তন শিক্ষার্থীসেন্ট জোসেফস কলেজ, তিরুচিরাপল্লি
মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি
জীবিকাঅধ্যাপক
লেখক
বিমান প্রযুক্তিবিদ
ধর্মইসলাম
স্বাক্ষর
ওয়েবসাইটabdulkalam.com

১৯৯৮ সালে পোখরান-২ পরমাণু বোমা পরীক্ষায় তিনি প্রধান সাঙ্গঠনিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক ভূমিকা পালন করেন। এটি ছিলো ১৯৭৪ সালে স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত প্রথম পরমাণু বোমা পরীক্ষার পর দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা।[]

২০০২ সালে কালাম তৎকালীন শাসকদল ভারতীয় জনতা পার্টি ও বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচিত হন। পাঁচ বছর এই পদে আসীন থাকার পর তিনি শিক্ষাবিদ, লেখক ও জনসেবকের সাধারণ জীবন বেছে নেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নসহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন কালাম।তাঁর বিজ্ঞানের কৃতিত্ব ও রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব পালন ভারতের কাছে স্মরণীয়।

প্রথম জীবন ও শিক্ষা

সম্পাদনা

আভুল পাকির জয়নুলাবেদিন আবদুল কালাম ১৯৩১ সালের ১৫ অক্টোবর, বৃহস্পতিবার, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির (অধুনা ভারতের তামিলনাড়ু রাজ্যের) রামেশ্বরমের এক তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।[] তাঁর পিতা আভুল পাকির জয়নুলাবেদিন ছিলেন একজন নৌকামালিক ও স্থানীয় মসজিদের ইমাম এবং মাতা অশিয়াম্মা ছিলেন গৃহবধূ।[][][][] তাঁর পিতা রামেশ্বরম ও অধুনাবিলুপ্ত ধনুষ্কোড়ির মধ্যে হিন্দু তীর্থযাত্রীদের নৌকায় পারাপার করাতেন।[][১০] কালামের পরিবার ছিলো অত্যন্ত গরিব। অল্প বয়স থেকেই পরিবারের ভরণপোষণের জন্য তাকে কাজ করা শুরু করতে হয়।[১১] বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করার পর পিতাকে সাহায্য করার জন্য তাকে সংবাদপত্রে লেখালিখি শুরু করতে হয়।[১১][১২] বিদ্যালয়ে তিনি ছিলেন সাধারণ মানের ছাত্র। কিন্তু তাঁর শিক্ষাগ্রহণের তীব্র বাসনা ছিলো। ঘণ্টার পর ঘণ্টা তিনি পড়াশোনা করতেন ও অঙ্ক কষতেন।[১২]

রামনাথপুরম স্কোয়ার্টজ ম্যাট্রিকুলেশন স্কুল থেকে শিক্ষা সম্পূর্ণ করার পর কালাম তিরুচিরাপল্লির সেন্ট জোসেফস কলেজে ভর্তি হন। ১৯৫৪ সালে সেই কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন।[১৩] পাঠক্রমের শেষের দিকে তিনি পদার্থবিদ্যা সম্পর্কে উৎসাহ হারিয়েছিলেন। পরবর্তীকালে চার বছর ওই বিষয় অধ্যয়ন করেন।

১৯৫৫ সালে তিনি মাদ্রাজে (অধুনা চেন্নাই) চলে আসেন। এখানকার মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে তিনি বিমানপ্রযুক্তি শিক্ষা করেন।[] একটি সিনিয়র ক্লাস প্রোজেক্টে কাজ করার সময় শিক্ষাপ্রতিষ্ঠানের ডিন তাঁর কাজে অগ্রগতি না দেখে অসন্তুষ্ট হন। তিনি ভয় দেখান তিন দিনের মধ্যে কাজ শেষ করতে না পারলে তার বৃত্তি প্রত্যাহার করে নেওয়া হবে। কালাম তিন দিনেই কাজ শেষ করেন। তা দেখে ডিন খুশি হন। পরে তিনি কালামকে লিখেছিলেন, "আমি তোমাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম। তোমাকে এমন সময়ের মধ্যে কাজ শেষ করতে বলেছিলাম যা করা খুব শক্ত।"[১৪] তিনি অল্পের জন্য ফাইটার পাইলট হওয়ার সুযোগ হারান। উক্ত পরীক্ষায় ভারতীয় বিমানবাহিনীর আট জন কর্মীর দরকার ছিলো। তিনি পরীক্ষায় নবম হয়েছিলেন।[১৫]

পেশাজীবন

সম্পাদনা

তিনি ১৯৬০ সালে স্নাতক সম্পন্ন করার পর ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার এরোনটিক্যাল ডেভলপমেন্ট এস্টব্লিশমেন্টে একজন বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। উক্ত প্রতিষ্ঠানে তিনি একটি ছোট হোভারক্রাফটের নকশা তৈরি করে তাঁর কর্মজীবন শুরু করেন।[১৬]

কালাম ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটিতে প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ড. বিক্রম সারাভাইয়ের অধীনে কাজ করতেন।[] ১৯৬৯ সালে আব্দুল কালাম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বদলি হন। সেখানে তিনি ভারতের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী যানের (এসএলভি-III) প্রকল্প পরিচালক ছিলেন যা ১৯৮০ সালের জুলাইয়ে 'রোহিণী' কৃত্রিম উপগ্রহকে তার কক্ষপথে স্থাপন করে। কালাম ১৯৬৫ সালে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় স্বাধীনভাবে একটি বর্ধমান রকেট প্রকল্পের কাজ শুরু করেন।[] ১৯৬৯ সালে তিনি সরকারে অনুমোদন লাভ করেন এবং আরও কয়েকজন প্রকৌশলীকে নিয়ে এই প্রোগ্রামের ব্যপ্তি ঘটান।[১৭]

তিনি ১৯৬৩-৬৪ সালে নাসার ল্যাংলি রিসার্চ সেন্টার, গডার্ড স্পেশ ফ্লাইট সেন্টার এবং ওয়ালোপ্স ফ্লাইট ফেসিলিটি পরিদর্শন করেন।[১৮] তিনি ১৯৭০ থেকে ১৯৯০ সালের মাঝে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) এবং এসএলভি-III গড়ার চেষ্টা করেন। তিনি এই কাজে সফল হয়েছিলেন।

পরবর্তী জীবন

সম্পাদনা

রাষ্ট্রপতি অফিস ছাড়ার পর, কালাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং[১৯], ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ[২০]এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোরে[১৯]ভিজিটিং প্রফেসর হন; ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোরের একজন সাম্মানিক ফেলো; ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি তিরুবনন্তপুরমের চ্যান্সেলর; আন্না বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক; এবং ভারত জুড়ে অন্যান্য অনেক একাডেমিক এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। তিনি হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে তথ্য প্রযুক্তি এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি শিক্ষা দিতেন।

২০১১ সালে, কালাম কুডনকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে তাঁর অবস্থানের জন্য নাগরিক গোষ্ঠীগুলির দ্বারা সমালোচিত হন; তিনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠাকে সমর্থন করেছিলেন এবং স্থানীয় জনগণের সাথে কথা না বলার জন্য অভিযুক্ত হন। প্রতিবাদকারীরা তাঁর সফরের প্রতি বিরূপ ছিল কারণ তারা তাকে একজন প্রো-পারমাণবিক বিজ্ঞানী হিসেবে দেখেছিল এবং প্ল্যান্টের নিরাপত্তা বৈশিষ্ট্যের বিষয়ে তিনি যে আশ্বাস দিয়েছিলেন তাতে তাঁরা একমত হননি।

মৃত্যু

সম্পাদনা

২০১৫ খ্রিষ্টাব্দের ২৭শে জুলাই, সোমবার, মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় প্রমাণ সময় সন্ধ্যা ৬:৩০ নাগাদ হৃদ্‌রোগে আক্রান্ত হন। তাকে বেথানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে সন্ধ্যা ভারতীয় প্রমাণ সময় ৭:৪৫ নাগাদ তাঁর মৃত্যু ঘটে।[২১][২২][২২][২৩][২৪]

কালামের মৃতদেহ ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে শিলং থেকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি সি-১৩০ হারকিউলিস বিমানে নতুন দিল্লির পালাম বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তিন বাহিনীর প্রধান কালামের মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন করেন।[২৫] এরপর জাতীয় পতাকায় ঢেকে কালামের দেহ ১০, রাজাজি মার্গে তাঁর দিল্লির বাসস্থানে নিয়ে যাওয়া হলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবসহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।[২৬]

ভারত সরকার প্রাক্তন রাষ্ট্রপতি কালামের মৃত্যুতে তাঁর সম্মানে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করে।[২৭] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে বলেন যে, “কালামের মৃত্যু দেশের বিজ্ঞান জগৎের জন্য এক অপূরণীয় ক্ষতি, কারণ তিনি ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ও পথ দেখিয়েছিলেন।”[n ১] চতুর্দশ দলাই লামা কালামের মৃত্যুতে শোক জ্ঞাপন ও প্রার্থনা করে বলেন যে, “কালাম শুধুমাত্র একজন বৈজ্ঞানিক, শিক্ষাবিদ বা রাষ্ট্রনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন নিপাট ভদ্রলোক, সরল ও বিনয়ী।”[n ২] ভুটান সরকার দেশের পতাকা অর্ধনমিত রাখার ও ১০০০টি বাতি প্রজ্জ্বলনের নির্দেশ দেয় এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে কালামকে ‘ভারতীয় জনগণের রাষ্ট্রপতি’ বলে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন।[n ৩] ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি সুসিলো বমবাং ইয়ুধোয়োনো ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সিয়েন লুং কালামের প্রতি সম্মান জানান।[৩১]

স্মৃতিসৌধ

সম্পাদনা

তামিলনাড়ুর রামেশ্বরমের দ্বীপ শহর পেই কারুম্বুতে DRDO দ্বারা কালামের স্মরণে ডাঃ এ.পি.জে. আব্দুল কালাম জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। এটি জুলাই ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। প্রদর্শনীতে রকেট এবং ক্ষেপণাস্ত্রের প্রতিলিপি রয়েছে যেগুলো নিয়ে কালাম কাজ করেছিলেন। গণনেতার শত শত প্রতিকৃতির সাথে তাঁর জীবন সম্পর্কে এক্রাইলিক পেইন্টিংগুলিও প্রদর্শিত হয়। প্রবেশপথে কালামের একটি মূর্তি রয়েছে যাতে তাকে বীণা বাজাতে দেখা যাচ্ছে। বসা এবং দাঁড়ানো ভঙ্গিতে নেতার আরও দুটি ছোট মূর্তি রয়েছে।

বই, তথ্যচিত্র এবং জনপ্রিয় সংস্কৃতি

সম্পাদনা
কালামের লেখা
  • এপিজে আব্দুল কালাম এবং রোদ্দাম নরসিমহা দ্বারা তরল মেকানিক্স এবং স্পেস টেকনোলজির উন্নয়ন; ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেস, ১৯৮৮[৩২]
  • ভারত ২০২০: এপিজে আব্দুল কালাম, ওয়াই এস রাজন দ্বারা নতুন সহস্রাব্দের জন্য একটি দৃষ্টিভঙ্গি; নিউ ইয়র্ক, ১৯৯৮।[৩৩]
  • উইংস অফ ফায়ার : এপিজে আবদুল কালাম, অরুণ তিওয়ারির একটি আত্মজীবনী; ইউনিভার্সিটি প্রেস, ১৯৯৯।[৩৪]
  • ইগনিটেড মাইন্ডস : এপিজে আব্দুল কালামের দ্বারা ভারতের মধ্যে শক্তি উন্মোচন করা; ভাইকিং, ২০০২।[৩৫]
  • এপিজে আব্দুল কালাম দ্বারা আলোকিত স্পার্কস; পুণ্য পাবলিশিং প্রাইভেট লিমিটেড দ্বারা ২০০৪ সালে প্রকাশিত।[৩৬]
  • এপিজে আবদুল কালামের মিশন ইন্ডিয়া, মানব গুপ্তের আঁকা ছবি; পেঙ্গুইন বই, ২০০৫[৩৭]
  • এপিজে আব্দুল কালামের অনুপ্রেরণামূলক চিন্তা; রাজপাল অ্যান্ড সন্স, ২০০৭[৩৮]
  • এপিজে আব্দুল কালামের অদম্য আত্মা; রাজপাল অ্যান্ড সন্স পাবলিশিং[৩৯]
  • এ সিভাথানু পিল্লাইয়ের সাথে এপিজে আব্দুল কালামের দ্বারা একটি ক্ষমতাপ্রাপ্ত জাতির কল্পনা করা; টাটা ম্যাকগ্রা-হিল, নয়াদিল্লি[৪০]
  • ইউ আর বর্ন টু ব্লসম: টেক মাই জার্নি বিয়ন্ড বাই এপিজে আবদুল কালাম এবং অরুণ তিওয়ারি; ওশান বুকস, ২০১১।[৪১]
  • টার্নিং পয়েন্টস: এপিজে আব্দুল কালামের চ্যালেঞ্জের মধ্য দিয়ে একটি যাত্রা; হার্পার কলিন্স ইন্ডিয়া, ২০১২।[৪২]
  • এপিজে আব্দুল কালাম এবং সৃজন পাল সিং দ্বারা লক্ষ্য ৩ বিলিয়ন; ডিসেম্বর ২০১১ | প্রকাশক পেঙ্গুইন বই
  • মাই জার্নি: এপিজে আবদুল কালামের দ্বারা স্বপ্নে রূপান্তর; রূপা পাবলিকেশন দ্বারা ২০১৪ সালে প্রকাশিত।[৪৩]
  • পরিবর্তনের জন্য একটি ইশতেহার: এপিজে আব্দুল কালাম এবং ভি পোনরাজের ভারত ২০২০ এর সিক্যুয়েল; হার্পার কলিন্স দ্বারা জুলাই ২০১৪।[৪৪]
  • আপনার ভবিষ্যত তৈরি করুন: এপিজে আবদুল কালামের দ্বারা স্পষ্ট, স্পষ্ট, অনুপ্রেরণামূলক; রাজপাল অ্যান্ড সন্স দ্বারা, ২৯ অক্টোবর ২০১৪।[৪৫]
  • পুনরুজ্জীবিত: এপিজে আব্দুল কালাম এবং সৃজন পাল সিং দ্বারা একটি উজ্জ্বল ভবিষ্যতের বৈজ্ঞানিক পথ; পেঙ্গুইন ভারত দ্বারা, ১৪ মে ২০১৫ সালে প্রকাশিত।[৪৬]
  • অরুণ তিওয়ারির সঙ্গে এপিজে আবদুল কালামের প্রমুখ স্বামীজির সঙ্গে আমার আধ্যাত্মিক অভিজ্ঞতা; হার্পারকলিন্স পাবলিশার্স, জুন ২০১৫ সালে প্রকাশ করে।[৪৭]
  • অ্যাডভান্টেজ ইন্ডিয়া: এপিজে আবদুল কালাম এবং সৃজন পাল সিং দ্বারা চ্যালেঞ্জ থেকে সুযোগ; হার্পারকলিন্স পাবলিশার্স, ১৫ অক্টোবর ২০১৫।[৪৮]
জীবনী
  • ইটারনাল কোয়েস্ট: এস চন্দ্রের লাইফ অ্যান্ড টাইমস অফ ডাঃ কালাম; পেন্টাগন পাবলিশার্স, ২০০২।[৪৯]
  • আর কে প্রুথি দ্বারা রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম; আনমোল পাবলিকেশন্স, ২০০২।[৫০]
  • এপিজে আবদুল কালাম: কে ভূষণ, জি কাত্যালের দ্য ভিশনারি অফ ইন্ডিয়া; এপিএইচ পাব কর্প, ২০০২।[৫১]
  • A Little Dream (documentary film) by P. Dhanapal; Minveli Media Works Private Limited, ২০০৮.[৫২]
  • দ্য কালাম ইফেক্ট: মাই ইয়ার্স উইথ দ্য প্রেসিডেন্ট; হার্পার কলিন্স, ২০০৮।[৫৩]
  • মহাত্মা আব্দুল কালামের সাথে আমার দিনগুলি, ফর এ কে জর্জ দ্বারা; নভেল কর্পোরেশন, ২০০৯।[৫৪]
  • এপিজে আবদুল কালাম: অরুণ তিওয়ারির একটি জীবন; হ্যাপার কলিন্স, ২০১৫।[৫৫]
  • দ্য পিপলস প্রেসিডেন্ট: এস এম খানের ডাঃ এপিজে আব্দুল কালাম; ব্লুমসবারি পাবলিশিং, ২০১৬।[৫৬]
জনপ্রিয় সংস্কৃতি

২০১১ সালের হিন্দি ফিল্ম আই অ্যাম কালাম -এ, কালামকে ছোটু নামে একটি দরিদ্র কিন্তু উজ্জ্বল রাজস্থানী ছেলের উপর ইতিবাচক প্রভাব হিসাবে চিত্রিত করা হয়েছে, যে তার মূর্তির সম্মানে নিজের নাম কালাম রাখে।[৫৭]মাই হিরো কালাম হল শিবু হিরেমাথের ২০১৮ সালের ভারতীয় কন্নড় ভাষার জীবনীমূলক চলচ্চিত্র যা শৈশব থেকে পোখরান পরীক্ষা পর্যন্ত তার জীবন চিত্রিত করে।[৫৮]

পিপলস প্রেসিডেন্ট হল পঙ্কজ ব্যাস পরিচালিত একটি ২০১৬ সালের ভারতীয় ডকুমেন্টারি ফিচার ফিল্ম যা কালামের জীবনকে কভার করে।এটি ভারত সরকারের চলচ্চিত্র বিভাগ দ্বারা প্রযোজনা করা হয়েছিল।[৫৯]

মেগা আইকনস (২০১৮-২০২০), ভারতের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে একটি ডকুমেন্টারি টেলিভিশন সিরিজ যা ন্যাশনাল জিওগ্রাফিক -এ সম্প্রচারিত হয়েছিল, তৃতীয় পর্ব - "এপিজে আব্দুল কালাম" - কালামের জীবন এবং ভারতের রাষ্ট্রপতি পদে তাঁর আরোহণের উপর ভিত্তি করে।[৬০]

২০২০ সালের ভারতীয় বিমান চালনা শিল্প নিয়ে নির্মিত সুরারাই পোত্রু ছবিতে কালাম, শেখ মেইদিনের মতোই তাকে চিত্রিত করেছেন।[৬১]

একজন বিজ্ঞানী হিসাবে ক্যারিয়ার

সম্পাদনা

এটি ছিল আমার প্রথম পর্যায়, যেখানে আমি তিনজন মহান শিক্ষক-ডঃ বিক্রম সারাভাই, অধ্যাপক সতীশ ধাওয়ান এবং ডঃ ব্রহ্ম প্রকাশ-এর কাছ থেকে নেতৃত্ব শিখেছি। এটি আমার জন্য শেখার এবং জ্ঞান অর্জনের সময় ছিল।

এ পি জে আব্দুল কালাম[৬২]

১৯৬০ সালে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক হওয়ার পর, কালাম প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ভারত সরকার দ্বারা পরিচালিত,প্রেস ইনফরমেশন ব্যুরো) অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে যোগ দেন এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস (ডিআরডিএস) এর সদস্য হওয়ার পর বিজ্ঞানী হিসেবে যোগ দেন। তিনি একটি ছোট হোভারক্রাফ্ট ডিজাইন করে তার কর্মজীবন শুরু করেছিলেন, কিন্তু ডিআরডিও-তে চাকরির বিষয়ে তার পছন্দের বিষয়ে অস্বস্তি ছিল।[৬৩]কালাম বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের অধীনে কাজ করা মহাকাশ গবেষণার জন্য ভারতীয় জাতীয় কমিটিরও অংশ ছিলেন।[৬৪]১৯৬৯ সালে, কালামকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে (ইসরো) স্থানান্তর করা হয়েছিল যেখানে তিনি ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ( SLV -III) এর প্রকল্প পরিচালক ছিলেন যা ১৯৮০ সালের জুলাই মাসে <i id="mwkA">রোহিণী</i> স্যাটেলাইটকে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে সফলভাবে স্থাপন করেছিল; কালাম প্রথম ১৯৬৫ সালে ডিআরডিও-তে স্বাধীনভাবে একটি সম্প্রসারণযোগ্য রকেট প্রকল্পে কাজ শুরু করেছিলেন।[৬৫]১৯৬৯ সালে, কালাম সরকারের অনুমোদন লাভ করেন এবং আরও প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করার জন্য প্রোগ্রামটি প্রসারিত করেন।

 
কালাম আইআইটি গুয়াহাটিতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ভাষণ দিচ্ছেন

১৯৬৩ থেকে ১৯৬৪ সালে, তিনি পরিদর্শন করেন ভার্জিনিয়ার হ্যাম্পটনে নাসার ল্যাংলি গবেষণা কেন্দ্র; মেরিল্যান্ডের গ্রিনবেল্টে গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার; এবং ওয়ালপস ফ্লাইট সুবিধা।[৩৪][৬৬]১৯৭০ এবং ১৯৯০ এর দশকের মধ্যে, কালাম পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি) এবং এসএলভি-III প্রকল্পগুলি বিকাশের জন্য একটি প্রচেষ্টা করেছিলেন, উভয়ই সফল প্রমাণিত হয়েছিল।

কালামকে টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি- এর প্রতিনিধি হিসেবে দেশের প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধ দেখার জন্য রাজা রামান্না আমন্ত্রণ জানিয়েছিলেন, যদিও তিনি এর উন্নয়নে অংশ নেননি।১৯৭০-এর দশকে, কালাম দুটি প্রকল্প, প্রজেক্ট ডেভিল এবং প্রজেক্ট ভ্যালিয়েন্টও পরিচালনা করেছিলেন, যা সফল এসএলভি প্রোগ্রামের প্রযুক্তি থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে চেয়েছিল।[৬৭]কেন্দ্রীয় মন্ত্রিসভার অসম্মতি সত্ত্বেও, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কালামের পরিচালকের অধীনে তার বিবেচনার ক্ষমতার মাধ্যমে এই মহাকাশ প্রকল্পগুলির জন্য গোপন তহবিল বরাদ্দ করেছিলেন।[৬৭]কালাম কেন্দ্রীয় মন্ত্রিসভাকে এই শ্রেণীবদ্ধ মহাকাশ প্রকল্পগুলির প্রকৃত প্রকৃতি গোপন করতে রাজি করাতে একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছিলেন।[৬৭]তাঁর গবেষণা এবং শিক্ষাগত নেতৃত্ব ১৯৮০-এর দশকে তাঁকে দারুণ খ্যাতি ও মর্যাদা এনে দেয়, যা সরকারকে তাঁর পরিচালনায় একটি উন্নত ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরু করতে প্ররোচিত করে।[৬৭]কালাম এবং ডক্টর ভিএস অরুণাচলম, ধাতুবিদ এবং প্রতিরক্ষা মন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা, তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী আর. ভেঙ্কটরামনের পরামর্শে কাজ করেছিলেন একের পর এক পরিকল্পিত ক্ষেপণাস্ত্র গ্রহণের পরিবর্তে একযোগে ক্ষেপণাস্ত্রের কম্পন তৈরির প্রস্তাবে।[৬৮]ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (IGMDP) নামে মিশনের জন্য ₹3.88 বিলিয়ন বরাদ্দের জন্য মন্ত্রিসভা অনুমোদন পাওয়ার ক্ষেত্রে আর ভেঙ্কটরামন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কালামকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ করেছিলেন।[৬৮]অগ্নি, একটি মধ্যবর্তী রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পৃথ্বী, কৌশলগত সারফেস-টু-সার্ফেস মিসাইল সহ মিশনের অধীনে অনেকগুলি ক্ষেপণাস্ত্র তৈরিতে কালাম একটি প্রধান ভূমিকা পালন করেছিলেন, যদিও প্রকল্পগুলি অব্যবস্থাপনা এবং ব্যয় এবং সময় বাড়ার জন্য সমালোচিত হয়েছে।[৬৮][৬৯]

কালাম জুলাই ১৯৯২ থেকে ডিসেম্বর ১৯৯৯ পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।এই সময়ের মধ্যে পোখরান-২ পারমাণবিক পরীক্ষা পরিচালিত হয়েছিল যেখানে তিনি একটি নিবিড় রাজনৈতিক ও প্রযুক্তিগত ভূমিকা পালন করেছিলেন।কালাম পরীক্ষার পর্বে রাজাগোপাল চিদাম্বরমের সাথে প্রধান প্রকল্প সমন্বয়কারী হিসাবে কাজ করেছিলেন।[৭০][৭১]এই সময়ের মধ্যে কালামের মিডিয়া কভারেজ তাকে দেশের সেরা পরিচিত পরমাণু বিজ্ঞানী করে তোলে।[৭২]যাইহোক, সাইট টেস্টের ডিরেক্টর কে সানথানাম বলেছেন যে থার্মোনিউক্লিয়ার বোমাটি একটি " ফাজল " ছিল এবং একটি ভুল রিপোর্ট জারি করার জন্য তিনি কালামের সমালোচনা করেছিলেন।[৭৩]কালাম এবং চিদাম্বরম উভয়েই দাবি খারিজ করেছেন।[৭৪]

১৯৯৮ সালে, কার্ডিওলজিস্ট সোমা রাজুর সাথে, কালাম একটি কম দামের করোনারি স্টেন্ট তৈরি করেন, যার নাম "কালাম-রাজু স্টেন্ট"।[৭৫][৭৬]২০১২ সালে, এই জুটি গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবার জন্য একটি শ্রমসাধ্য ট্যাবলেট কম্পিউটার ডিজাইন করেছিল, যার নামকরণ করা হয়েছিল "কালাম-রাজু ট্যাবলেট"।[৭৭]

রাষ্ট্রপতিত্ব

সম্পাদনা

কালাম কে আর নারায়ণনের স্থলাভিষিক্ত হয়ে ভারতের ১১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি ২০০২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ৯২২,৮৮৪ ইলেক্টোরাল ভোটে জয়ী হয়ে লক্ষ্মী সহগালের ১০৭,৩৬৬ ভোটকে ছাড়িয়ে যান।তার মেয়াদ ২৫ জুলাই ২০০২ থেকে ২৫ জুলাই ২০০৭ পর্যন্ত স্থায়ী হয়েছিল।[৭৮]

১০ জুন ২০০২-এ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) যেটি সেই সময়ে ক্ষমতায় ছিল, তারা কালামকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করবে বলে প্রকাশ করেছিল,[৭৯][৮০] এবং সমাজবাদী পার্টি এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি উভয়ই তার প্রার্থীতা সমর্থন করেছিল।[৮১][৮২]সমাজবাদী পার্টি কালামের প্রতি সমর্থন ঘোষণা করার পর, নারায়ণন ক্ষেত্রটি পরিষ্কার রেখে অফিসে দ্বিতীয় মেয়াদে না চাওয়া বেছে নেন।[৮৩]কালাম তার প্রার্থিতা ঘোষণা সম্পর্কে বলেছেন:

আমি সত্যিই অভিভূত. ইন্টারনেট এবং অন্যান্য মিডিয়া উভয় ক্ষেত্রেই, আমাকে একটি বার্তার জন্য বলা হয়েছে। এই মুহূর্তে দেশের মানুষকে কী বার্তা দিতে পারি, ভাবছিলাম।[৮৪]

১৮ জুন, কালাম বাজপেয়ী এবং তার সিনিয়র মন্ত্রিসভার সহকর্মীদের সাথে ভারতীয় সংসদে তার মনোনয়নপত্র জমা দেন।[৮৫]

 
কালাম তার রাষ্ট্রপতি থাকাকালীন ভ্লাদিমির পুতিন এবং মনমোহন সিংয়ের সাথে

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ ১৫ জুলাই ২০০২ তারিখে সংসদ এবং রাজ্যের অ্যাসেম্বলিতে শুরু হয়, মিডিয়া দাবি করে যে নির্বাচনটি ছিল একতরফা ব্যাপার এবং কালামের বিজয় একটি পূর্বনির্ধারিত উপসংহার; জুলাই মাসের ১৮ তারিখ গণনা অনুষ্ঠিত হয়।[৮৬]কালাম একটি সহজ বিজয়ের মাধ্যমে ভারত প্রজাতন্ত্রের ১১ তম রাষ্ট্রপতি হন,[৮৭] এবং ২৫ জুলাই শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি ভবনে চলে যান।[৮৮]কালাম ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি যাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয়েছিল, রাষ্ট্রপতি হওয়ার আগে সর্বপল্লী রাধাকৃষ্ণান (১৯৫৪) এবং জাকির হুসেন (১৯৬৩) ছিলেন ভারতরত্ন প্রাপক যারা পরে ভারতের রাষ্ট্রপতি হন।[৮৯]তিনিই প্রথম বিজ্ঞানী এবং রাষ্ট্রপতি ভবন দখলকারী প্রথম ব্যাচেলর।[৯০]

রাষ্ট্রপতি হিসাবে তার মেয়াদকালে, তিনি স্নেহের সাথে জনগণের রাষ্ট্রপতি হিসাবে পরিচিত ছিলেন,[৯১][৯২][৯৩] বলেছিলেন যে অফিস অফ প্রফিট বিলে স্বাক্ষর করা ছিল তার মেয়াদের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।[৯৪][৯৫][৯৬]কালাম তার মেয়াদকালে তার কাছে জমা দেওয়া ২১টি করুণার আবেদনের মধ্যে ২০টির ভাগ্য নির্ধারণে তার নিষ্ক্রিয়তার জন্য সমালোচিত হয়েছিল।[৯৭]ভারতের সংবিধানের ৭২ অনুচ্ছেদ ভারতের রাষ্ট্রপতিকে ক্ষমা মঞ্জুর করার এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিদের মৃত্যুদণ্ড স্থগিত বা কমানোর ক্ষমতা দেয়।[৯৭][৯৮]কালাম রাষ্ট্রপতি হিসাবে তার পাঁচ বছরের মেয়াদে শুধুমাত্র একটি ক্ষমার আবেদনে কাজ করেছিলেন, ধর্ষক ধনঞ্জয় চ্যাটার্জির আবেদন প্রত্যাখ্যান করেছিলেন, যাকে পরে ফাঁসি দেওয়া হয়েছিল।[৯৭]সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য আবেদনটি ছিল আফজাল গুরুর কাছ থেকে, একজন কাশ্মীরি সন্ত্রাসী যিনি ২০০১ সালের ডিসেম্বরে ভারতীয় সংসদে হামলার ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং ২০০৪ সালে ভারতের সুপ্রিম কোর্ট তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন।[৯৮]যদিও ২০ অক্টোবর ২০০৬-এ সাজা কার্যকর হওয়ার কথা ছিল, তার করুণার আবেদনের বিচারাধীন পদক্ষেপের ফলে তাকে মৃত্যুদণ্ডে বহাল রাখা হয়েছিল।[৯৮][৯৯] ২০০৫ সালে বিহারে রাষ্ট্রপতি শাসন জারি করার বিতর্কিত সিদ্ধান্তও নিয়েছিলেন।

২০০৩ সালের সেপ্টেম্বরে,চণ্ডীগড়ের মেডিকেল শিক্ষা ও গবেষণা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটের একটি ইন্টারেক্টিভ সেশনে, কালাম দেশের জনসংখ্যার কথা মাথায় রেখে ভারতে অভিন্ন সিভিল কোডের প্রয়োজনীয়তাকে সমর্থন করেছিলেন।[১০০][১০১][১০২][১০৩]

তার মেয়াদের শেষে, ২০ জুন ২০০৭-এ, কালাম দ্বিতীয় মেয়াদে অফিসে থাকার কথা বিবেচনা করার জন্য তার ইচ্ছুকতা প্রকাশ করেন যদি ২০০৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার বিজয় সম্পর্কে নিশ্চিত থাকে।[১০৪]যাইহোক, দুই দিন পরে, তিনি আবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি রাষ্ট্রপতি ভবনকে কোনো রাজনৈতিক প্রক্রিয়া থেকে জড়িত এড়াতে চান।[১০৫]নতুন করে ম্যান্ডেট পাওয়ার জন্য তার কাছে বাম দল, শিবসেনা এবং ইউপিএ-এর সাংবিধানিক সমর্থন ছিল না।[১০৬][১০৭]

২৪ জুলাই ২০১২-এ ১২ তম রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি, এপ্রিল মাসে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল যে কালাম তার দ্বিতীয় মেয়াদের জন্য মনোনীত হতে পারেন।[১০৮][১০৯][১১০]প্রতিবেদনের পরে, সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলি তার প্রার্থিতা সমর্থনকারী অনেক লোককে সাক্ষী করেছে।[১১১][১১২]বিজেপি সম্ভাব্যভাবে তার মনোনয়নকে সমর্থন করেছিল, এই বলে যে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস তাকে ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তাব করলে দল তাদের সমর্থন দেবে।[১১৩][১১৪]নির্বাচনের এক মাস আগে, মুলায়ম সিং যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কালামের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন।[১১৫]কয়েকদিন পর, মুলায়ম সিং যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে একাকী সমর্থক হিসাবে রেখে পিছপা হন।[১১৬]১৮ জুন ২০১২-এ, কালাম ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেন।তিনি তা না করার সিদ্ধান্ত সম্পর্কে বলেছিলেন:

অনেকে, অনেক নাগরিকও একই ইচ্ছা প্রকাশ করেছেন। এটা শুধুমাত্র আমার প্রতি তাদের ভালোবাসা ও স্নেহ এবং জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। আমি সত্যিই এই সমর্থন দ্বারা অভিভূত. এটি তাদের ইচ্ছা, আমি এটিকে সম্মান করি। তারা আমার প্রতি যে আস্থা রেখেছেন তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।[১১৭]

রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরবর্তী কর্মকাণ্ড

সম্পাদনা

অফিস ছাড়ার পর, কালাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোরে ভিজিটিং প্রফেসর হন; ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোরের একজন সাম্মানিক ফেলো;[১১৮] ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি তিরুবনন্তপুরমের চ্যান্সেলর; আন্না বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক; এবং ভারত জুড়ে অন্যান্য অনেক একাডেমিক এবং গবেষণা প্রতিষ্ঠানে একজন সহায়ক হিসেবে ভূমিকা পালন করেন।তিনি হায়দরাবাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে তথ্য প্রযুক্তি এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি শিক্ষা দেন।[১১৯]

২০১১ সালে, কালাম কুডনকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে তার অবস্থানের জন্য নাগরিক দলগুলির দ্বারা সমালোচিত হন; তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার সমর্থন করেছিলেন এবং স্থানীয় জনগণের সাথে কথা না বলার জন্য অভিযুক্ত হন।[১২০]প্রতিবাদকারীরা তার সফরের প্রতি বিদ্বেষী ছিল কারণ তারা তাকে একজন পরমাণু-পন্থী বিজ্ঞানী হিসেবে দেখেছিল এবং প্ল্যান্টের নিরাপত্তা বৈশিষ্ট্যের বিষয়ে তিনি যে আশ্বাস দিয়েছেন তাতে তারা মুগ্ধ হয়নি।[১২১]

২০১৩ সালের মে মাসে, কালাম ভারতের যুবকদের জন্য দুর্নীতিকে পরাজিত করার একটি কেন্দ্রীয় থিম সহ হোয়াট ক্যান আই গিভ মুভমেন্ট নামে একটি প্রোগ্রাম চালু করেছিলেন।[১২২][১২৩]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

কালাম পাঁচ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন, তার আগে বড় ছিলেন একজন বোন, আসিম জোহরা (মৃত্যু:১৯৯৭), তার পরে তিনজন বড় ভাই: মোহাম্মদ মুথু মীরা লেব্বাই মারাইকায়ার (৫ নভেম্বর ১৯১৬ - ৭ মার্চ ২০২১),[১২৪][১২৫] মুস্তফা কালাম (মৃত্যু :১৯৯৯ ) এবং কাসিম মোহাম্মদ (মৃত্যু: ১৯৯৫ )।[১২৬]তিনি সারা জীবন তার বড় ভাইবোন এবং তাদের বর্ধিত পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং নিয়মিতভাবে তার পুরোনো সম্পর্কের জন্য অল্প পরিমাণ অর্থ পাঠাতেন, নিজে আজীবন ব্যাচেলর ছিলেন।[১২৬][১২৭]

কালাম তার সততা এবং তার সরল জীবনযাপনের জন্য বিখ্যাত ছিলেন।[১২৮][১২৯]তিনি কখনই একটি টেলিভিশনের মালিক ছিলেন না, এবং তার সকাল ৬:৩০ বা ৭ টার মধ্যে ঘুম থেকে উঠার এবং রাত্র ২ টার মধ্যে ঘুমানোর অভ্যাস ছিল[১৩০]তার কিছু ব্যক্তিগত সম্পদের মধ্যে তার বই, তার বীণা, কিছু পোশাক, একটি সিডি প্লেয়ার এবং একটি ল্যাপটপ অন্তর্ভুক্ত ছিল; তার মৃত্যুতে, তিনি কোন ইচ্ছা রেখে যাননি, এবং তার সম্পত্তি তার বড় ভাইয়ের কাছে চলে যায়, যিনি তাকে লালন-পালন করেছিলেন।[১৩১][১৩২]

ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি

সম্পাদনা

কালামের সারাজীবনে ধর্ম ও আধ্যাত্মিকতা খুবই গুরুত্বপূর্ণ ছিল।[১৩৩]তিনি তাঁর নিজের আধ্যাত্মিক যাত্রাকে তাঁর সর্বশেষ বই নামকরণ করেছেন, ট্রান্সসেন্ডেন্স: মাই স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স উইথ প্রমুখ স্বামীজির[১৩৪][১৩৫]

একজন গর্বিত এবং অনুশীলনকারী মুসলমান, রমজানে দৈনিক নামাজ এবং রোজা কালামের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল।[১৩৬][১৩৭][১৩৮]তার পিতা, তার নিজের শহর রামেশ্বরমের একটি মসজিদের ইমাম, কঠোরভাবে তার সন্তানদের মধ্যে এই ইসলামিক রীতিনীতিগুলি স্থাপন করেছিলেন।[১৩৬]তার বাবাও তরুণ কালামকে আন্তঃধর্মীয় সম্মান এবং সংলাপের মূল্য বুঝিয়েছিলেন।কালাম যেমন স্মরণ করেছেন: "প্রতি সন্ধ্যায়, আমার বাবা এ. পি. জয়নুলাবদিন, একজন ইমাম, পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, রামানাথস্বামী হিন্দু মন্দিরের প্রধান পুরোহিত এবং একজন গির্জার পুরোহিত গরম চা নিয়ে বসতেন এবং দ্বীপ সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করতেন।"[১৩৯][১৪০]এই ধরনের প্রাথমিক প্রকাশ কালামকে নিশ্চিত করেছিল যে ভারতের বহুবিধ সমস্যার উত্তর দেশের ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক নেতাদের মধ্যে "সংলাপ এবং সহযোগিতা" এর মধ্যে রয়েছে।[১৩৭]অধিকন্তু, যেহেতু কালাম বিশ্বাস করতেন যে "অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা" ইসলামের মূল ভিত্তিগুলির মধ্যে একটি, তাই তিনি বলতে পছন্দ করতেন: "মহাপুরুষদের জন্য, ধর্ম হল বন্ধুত্ব করার একটি উপায়; ছোট লোকেরা ধর্মকে যুদ্ধের হাতিয়ার করে তোলে।"[১৪১]

সমন্বয়বাদ

সম্পাদনা

ভারতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কালামের ব্যাপক জনপ্রিয়তার একটি উপাদান, এবং তার উত্তরাধিকারের একটি স্থায়ী দিক হল, ভারতের অনেক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন উপাদানের প্রশংসা করার জন্য তিনি যে সমন্বয়বাদকে নির্বাচিত করেছেন।[১৩৭][১৩৮][১৪২][১৪৩]কোরান এবং ইসলামিক অনুশীলনে তার বিশ্বাস ছাড়াও, কালাম হিন্দু ঐতিহ্যে সুপণ্ডিত ছিলেন; তিনি সংস্কৃত শিখেছিলেন,[১৪৪][১৪৫] ভগবদ্গীতা পড়েছিলেন[১৪৬][১৪৭] এবং তিনি একজন নিরামিষাশী ছিলেন।[১৪৮]কালাম তামিল কবিতা লেখা, বীণা (একটি ভারতীয় স্ট্রিং যন্ত্র[১৪৯] বাজানো এবং প্রতিদিন কর্ণাটিক ভক্তিমূলক সঙ্গীতও উপভোগ করতেন।[১৩৮]২০০২ সালে, রাষ্ট্রপতি হওয়ার পর পার্লামেন্টে তার একটি প্রাথমিক বক্তৃতায়, তিনি আরও অখন্ড ভারতের জন্য তার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছিলেন, এই বলে যে "গত এক বছরে আমি সমস্ত ধর্মের অনেক আধ্যাত্মিক নেতার সাথে দেখা করেছি … এবং আমি চাই আমাদের দেশের বিভিন্ন ঐতিহ্যের মধ্যে মনের ঐক্য আনয়নের জন্য কাজ করার চেষ্টা করা।"[১৪২]কালামকে বৈচিত্র্যময় ঐতিহ্যের একত্রীকরণকারী হিসাবে বর্ণনা করে, কংগ্রেস নেতা শশী থারুর বলেছিলেন, "কালাম ছিলেন একজন সম্পূর্ণ ভারতীয়, ভারতের বৈচিত্র্যের ঐতিহ্যের সারগ্রাহীতার মূর্ত প্রতীক"।[১৩৮]বিজেপি নেতা এল কে আডবানি সম্মত হয়েছেন যে কালাম ছিলেন "ভারতের ধারণার সর্বোত্তম উদাহরণ, যিনি সমস্ত সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে সর্বোত্তম মূর্ত হয়েছিলেন যা বিপুল বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্যকে নির্দেশ করে।এটি তার প্রকাশিত দ্বিতীয় থেকে শেষ বইটিতে সবচেয়ে আকর্ষণীয়ভাবে স্পষ্ট ছিল, যার শিরোনাম ছিল ট্রান্সসেন্ডেন্স: মাই স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স উইথ প্রমুখ স্বামী "।[১৪৩]

গুরুরূপে প্রমুখ স্বামী

সম্পাদনা

আরও সমৃদ্ধ, আধ্যাত্মিক, এবং একীভূত ভারত তৈরিতে সাহায্য করার জন্য কালামের আধ্যাত্মিক নেতাদের সাথে দেখা করার আকাঙ্ক্ষাই প্রাথমিকভাবে তাকে বোচাসনবাসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সম্প্রদায়ের হিন্দু গুরু প্রমুখ স্বামীর সাথে দেখা করতে পরিচালিত করেছিল, যাকে কালাম তার চূড়ান্ত আধ্যাত্মিক শিক্ষক এবং গুরু হিসাবে বিবেচনা করতেন।[১৩৪][১৩৭]কালাম এবং প্রমুখ স্বামীর মধ্যে চৌদ্দ বছরের মেয়াদে আটটি সাক্ষাতের মধ্যে প্রথমটি ৩০ জুন ২০০১, নতুন দিল্লিতে হয়েছিল, যে সময়ে কালাম অবিলম্বে প্রমুখ স্বামীর সরলতা এবং আধ্যাত্মিক বিশুদ্ধতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন বলে বর্ণনা করেছিলেন।[১৫০]কালাম বলেছেন যে তিনি তাদের অসংখ্য মিথস্ক্রিয়া জুড়ে প্রমুখ স্বামীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।বোচাসনবাসি শ্রী অক্ষর পুরুষোত্তম অক্ষরধাম, গান্ধীনগর কমপ্লেক্সে ২০০২ সালের সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পরদিন এরকম একটি ঘটনা ঘটেছিল; প্রমুখ স্বামী সন্ত্রাসীদের সহ সকল মৃত ব্যক্তির স্থানের জন্য প্রার্থনা করেছিলেন এবং পবিত্র জল ছিটিয়েছিলেন, এই দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে যে সমস্ত মানব জীবন পবিত্র।কালাম প্রমুখ স্বামীর সহানুভূতি এবং সমবেদনা দ্বারা অনুপ্রাণিত হওয়ার কথা স্মরণ করেন, এই ঘটনাটিকে ট্রান্সসেন্ডেন্স: মাই স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স উইথ প্রমুখ স্বামীজি লেখার জন্য তাঁর প্রেরণার একটি হিসাবে উল্লেখ করেছেন।[১৫১]তাঁর উপর প্রমুখ স্বামীর প্রভাবের সংক্ষিপ্তসারে কালাম বলেছিলেন যে "[প্রমুখ স্বামী] সত্যিই আমাকে রূপান্তরিত করেছেন।তিনি আমার জীবনে আধ্যাত্মিক আরোহনের চূড়ান্ত পর্যায়ে আছেন।..প্রমুখ স্বামীজি আমাকে ঈশ্বর-সমলয় কক্ষপথে রেখেছেন।আর কোনো কৌশলের প্রয়োজন নেই, কারণ আমি অনন্তকাল ধরে আমার চূড়ান্ত অবস্থানে আছি।"[১৩৭][১৫২]কালামের মৃত্যুর এক মাস পরে তার চূড়ান্ত বই প্রকাশের পর, সহ-লেখক অরুণ তিওয়ারি এই অনুচ্ছেদটিকে সম্ভাব্য ভবিষ্যদ্বাণীমূলক এবং কালামের মৃত্যুর পূর্বাভাস হিসেবে উল্লেখ করেছেন।[১৫৩]

লেখাগুলো

সম্পাদনা
 
এ. পি. জে. আব্দুল কালাম বক্তৃতা দিচ্ছেন

কালাম তার ভারত ২০২০ বইতে, ২০২০ সালের মধ্যে ভারতকে একটি "জ্ঞানের পরাশক্তি" এবং একটি উন্নত জাতি হিসাবে গড়ে তোলার জন্য একটি কর্ম পরিকল্পনার জোরালো পরামর্শ দিয়েছেন।তিনি ভারতের পারমাণবিক অস্ত্র কর্মসূচীর উপর তার কাজকে ভবিষ্যতের পরাশক্তি হিসেবে ভারতের স্থান নিশ্চিত করার একটি উপায় হিসেবে বিবেচনা করেন।[১৫৪]

আমি পাঁচটি ক্ষেত্র চিহ্নিত করেছি যেখানে সমন্বিত পদক্ষেপের জন্য ভারতের মূল যোগ্যতা রয়েছে: (১) কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ; (২) শিক্ষা ও স্বাস্থ্যসেবা; (৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; (৪) দেশের সকল অংশের জন্য অবকাঠামো, নির্ভরযোগ্য এবং মানসম্পন্ন বৈদ্যুতিক শক্তি, ভূপৃষ্ঠের পরিবহন এবং অবকাঠামো; এবং (৫) সমালোচনামূলক প্রযুক্তিতে স্বনির্ভরতা। এই পাঁচটি ক্ষেত্র ঘনিষ্ঠভাবে আন্তঃসম্পর্কিত এবং সমন্বিতভাবে অগ্রসর হলে খাদ্য, অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার দিকে নিয়ে যাবে।

কালাম তার জীবনের একটি "পরিবর্তনমূলক মুহূর্ত" বর্ণনা করেছেন যখন তিনি বিএপিএস স্বামীনারায়ণ সম্প্রদায়ের গুরু প্রমুখ স্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, ভারত কীভাবে উন্নয়নের এই পঞ্চমুখী দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে পারে। প্রমুখ স্বামীর উত্তর- অপরাধ ও দুর্নীতির বর্তমান জলবায়ু কাটিয়ে উঠতে ঈশ্বর এবং আধ্যাত্মিকতার প্রতি বিশ্বাস বিকাশের ষষ্ঠ ক্ষেত্র যোগ করা- পরবর্তী ১৫ বছরের কালামের জীবনের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি হয়ে ওঠে, যা তিনি তার চূড়ান্ত বই, ট্রান্সসেন্ডেন্স: মাই স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্সে বর্ণনা করেছেন। প্রমুখ স্বামীজির সঙ্গে বৈঠকের পর এবং তাঁর মৃত্যুর মাত্র এক মাস আগে প্রকাশিত।[১৫০]

জানা গেছে যে দক্ষিণ কোরিয়ায় তার রচিত বইগুলির অনূদিত সংস্করণের যথেষ্ট চাহিদা ছিল।[১৫৫]

কালাম বায়োমেডিকাল ইমপ্লান্টের উন্নয়নের জন্য একটি গবেষণা প্রোগ্রাম সহ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অন্যান্য উন্নয়নে সক্রিয় আগ্রহ নিয়েছিলেন।তিনি মালিকানাধীন সফ্টওয়্যারের উপর ওপেন সোর্স প্রযুক্তিকে সমর্থন করেছিলেন, ভবিষ্যদ্বাণী করেছিলেন যে বৃহত্তর আকারে বিনামূল্যের সফ্টওয়্যার ব্যবহার তথ্য প্রযুক্তির সুবিধা আরও বেশি লোকের কাছে নিয়ে আসবে।[১৫৬]

কালাম ১৯৯৯ সালে বৈজ্ঞানিক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর দুই বছরে ১০০,০০০ শিক্ষার্থীর সাথে যোগাযোগের লক্ষ্য নির্ধারণ[১২]।তিনি ব্যাখ্যা করেছিলেন, "আমি তরুণদের, বিশেষ করে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি।এখন থেকে, আমি তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে চাই, তাদের কল্পনাকে প্রজ্বলিত করতে এবং তাদেরকে একটি উন্নত ভারতের জন্য কাজ করার জন্য প্রস্তুত করতে সাহায্য করব যার জন্য রাস্তার মানচিত্র ইতোমধ্যেই উপলব্ধ রয়েছে।"তার স্বপ্ন প্রতিটি ছাত্রকে তাদের হৃদয়ের সুপ্ত আগুন ব্যবহার করে বিজয়ের আকাশে আলোকিত করতে দেওয়া।[১৫৭]

পুরস্কার এবং সম্মান

সম্পাদনা

কালাম ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে ৭টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী পেয়েছেন।[১৫৮][১৫৯]ভারত সরকার তাকে ১৯৮১ সালে পদ্মভূষণ এবং ১৯৯০ সালে (আইএসআরও) এবং (ডিআরডিও) এর সাথে কাজ করার জন্য এবং সরকারের একজন বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে তার ভূমিকার জন্য পদ্মবিভূষণে ভূষিত করে।[১৬০]১৯৯৭ সালে, ভারতে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রতিরক্ষা প্রযুক্তির আধুনিকীকরণে অবদানের জন্য কালাম ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, ভারতরত্ন লাভ করেন।[১৬১]২০১৩ সালে, তিনি ন্যাশনাল স্পেস সোসাইটি থেকে "একটি মহাকাশ-সম্পর্কিত প্রকল্পের ব্যবস্থাপনা এবং নেতৃত্বে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়ার জন্য" ভন ব্রাউন পুরস্কার পান।[১৬২]

২০১২ সালে, কালাম আউটলুক ইন্ডিয়ার সর্বশ্রেষ্ঠ ভারতীয়ের জরিপে ২ নম্বর স্থানে ছিলেন।[১৬৩]

তার মৃত্যুর পর, কালাম অসংখ্য শ্রদ্ধা পেয়েছিলেন।তামিলনাড়ু রাজ্য সরকার ঘোষণা করেছে যে তার জন্মদিন, ১৫ অক্টোবর, রাজ্য জুড়ে "যুব রেনেসাঁ দিবস" হিসাবে পালন করা হবে; রাজ্য সরকার আরও প্রতিষ্ঠা করেছে " ড. এ.পি.জে. আব্দুল কালাম পুরস্কার ", যেখানে পুরস্কারপ্রাপ্ত কে একটি ৮-গ্রাম স্বর্ণপদক, একটি প্রশংসাপত্র এবং ৫,০০,০০০ (ইউএস$ ৬,১১১.৬৫) প্রদান করা হয়।২০১৫ সালে শুরু হওয়া, বৈজ্ঞানিক বৃদ্ধি, মানবিক বা শিক্ষার্থীদের কল্যাণে কৃতিত্বের সাথে রাজ্যের বাসিন্দাদের স্বাধীনতা দিবসে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হবে।[১৬৪]

২০১৫ সালে কালামের জন্মবার্ষিকীতে সিবিএসই সিবিএসই এক্সপ্রেশন সিরিজে তার নামের উপর বিষয়গুলি সেট করে।[১৬৫]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ অক্টোবর ২০১৫ তারিখে, কালামের ৮৪তম জন্মবার্ষিকীতে নয়াদিল্লির ডিআরডিও ভবনে আনুষ্ঠানিকভাবে কালামের স্মরণে ডাকটিকিট প্রকাশ করেন।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ( জেপিএল ) গবেষকরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) এর ফিল্টারে একটি নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন এবং প্রয়াত রাষ্ট্রপতি ডঃ এ. পি. জে আব্দুল কালামের নামে Solibacillus kalamii নামকরণ করেন।[১৬৬]

কালামের মৃত্যুর পর তার সম্মানে বেশ কিছু শিক্ষা ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থানের পুনঃনামকরণ বা নামকরণ করা হয়।

  • কেরালা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, তিরুবনন্তপুরমে সদর দফতর যেখানে কালাম বছরের পর বছর বসবাস করতেন, তার মৃত্যুর পর তার নাম পরিবর্তন করে এপিজে আব্দুল কালাম টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি রাখা হয়।
  • কালামের অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে বিহার রাজ্য সরকার কর্তৃক বিহারের কিশানগঞ্জে একটি কৃষি কলেজের নাম পরিবর্তন করে "ড. কালাম কৃষি কলেজ, কিশানগঞ্জ" রাখা হয়।রাজ্য সরকারও ঘোষণা করেছে যে এটি কালামের নামে একটি প্রস্তাবিত বিজ্ঞান শহরের নামকরণ করবে।[১৬৭]
  • ভারতের প্রথম মেডিকেল টেক ইনস্টিটিউটের নামকরণ করা হয়েছে কালাম ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি যা বিশাখাপত্তনমে অবস্থিত।[১৬৮]
  • উত্তরপ্রদেশ রাজ্য সরকার কর্তৃক উত্তরপ্রদেশ টেকনিক্যাল ইউনিভার্সিটি (ইউপিটিইউ) এর নাম পরিবর্তন করে এ. পি. জে আব্দুল কালাম টেকনিক্যাল ইউনিভার্সিটি রাখা হয়।[১৬৯]
  • এ. পি. জে. আব্দুল কালাম মেমোরিয়াল ট্রাভাঙ্কোর ইনস্টিটিউট অফ ডাইজেস্টিভ ডিজিজেস, কেরালার কোল্লাম শহরের একটি নতুন গবেষণা প্রতিষ্ঠান ট্রাভাঙ্কোর মেডিকেল কলেজ হাসপাতালের সাথে সংযুক্ত।[১৭০]
  • কেরালার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের একটি নতুন একাডেমিক কমপ্লেক্স।[১৭১]
  • ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাটনায় ডক্টর এপিজে আব্দুল কালাম সায়েন্স সিটির নির্মাণ শুরু হয়।[১৭২]
  • পুদুচেরির লসপেটে একটি নতুন বিজ্ঞান কেন্দ্র এবং প্ল্যানেটোরিয়াম প্রতিষ্ঠিত হয়।[১৭৩]
  • ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৪ সালের সেপ্টেম্বরে ফুলব্রাইট-কালাম জলবায়ু ফেলোশিপ চালু করেছে।ফেলোশিপের জন্য আবেদনকারীদের প্রথম কল ঘোষণা করা হয়েছিল, ১২ মার্চ ২০১৬, যা ৬ জন ভারতীয় পিএইচডি ছাত্র এবং পোস্ট-ডক্টরাল গবেষককে ৬-১২ মাসের জন্য মার্কিন হোস্ট প্রতিষ্ঠানগুলির সাথে কাজ করতে সক্ষম করবে।ফেলোশিপটি ফুলব্রাইট প্রোগ্রামের অধীনে দ্বিজাতিক ইউএস-ইন্ডিয়া এডুকেশনাল ফাউন্ডেশন (ইউএসআইইএফ) দ্বারা পরিচালিত হবে।[১৭৪]
  • উড়িষ্যার সম্বলপুরের বুর্লাতে ডঃ এপিজে আব্দুল কালাম প্ল্যানেটোরিয়ামের নামকরণ করা হয়েছিল তাঁর নামে।

ওড়িশার একটি জাতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার স্থান হুইলার দ্বীপ, সেপ্টেম্বর ২০১৫ সালে দ্বীপের নাম পরিবর্তন করে আব্দুল কালাম দ্বীপ রাখা হয়েছিল।[১৭৫]

রাস্তা

সম্পাদনা

আগস্ট ২০১৫ সালে নয়াদিল্লির একটি বিশিষ্ট রাস্তার নাম পরিবর্তন করে আওরঙ্গজেব রোড থেকে ডাঃ এপিজে আব্দুল কালাম রোড করা হয়[১৭৬][১৭৭][১৭৮]

বৃক্ষ প্রজাতি

সম্পাদনা

ফেব্রুয়ারি ২০১৮-এ, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা তাঁর সম্মানে ড্রাইপেটস কালামি নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতির নামকরণ করেছিলেন।[১৭৯]

অন্যান্য পুরস্কার এবং সম্মান

সম্পাদনা
পুরস্কার বা সম্মানের বছর পুরস্কার বা সম্মানের নাম পুরস্কার প্রদানকারী সংস্থা
২০১৪ অনারারি প্রফেসর ড বেইজিং বিশ্ববিদ্যালয়, চীন[১৮০]
২০১৪ বিজ্ঞানের ডাক্তার এডিনবার্গ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য[১৮১]
২০১৩ ভন ব্রাউন পুরস্কার ন্যাশনাল স্পেস সোসাইটি[১৮২]
২০১২ আইনের ডাক্তার ( অনারিস কসা ) সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়[১৮৩]
২০১১ আইইইই সম্মানসূচক সদস্যপদ আইইইই[১৮৪]
২০১০ ইঞ্জিনিয়ারিং এর ডাক্তার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়[১৮৫]
২০০৯ অনারারি ডক্টরেট অকল্যাণ্ড বিশ্ববিদ্যালয়[১৮৬]
২০০৯ হুভার মেডেল এএসএমই ফাউন্ডেশন, মার্কিন যুক্তরাষ্ট্র[১৮৭]
২০০৯ আন্তর্জাতিক ভন কারমান উইংস অ্যাওয়ার্ড ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, মার্কিন যুক্তরাষ্ট্র[১৮৮]
২০০৮ ডক্টর অফ সায়েন্স ইউনিভার্সিটি সেন্স মালয়েশিয়া[১৮৯]
২০০৮ ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং ( অনারিস কসা ) নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর[১৯০]
২০০৮ ডক্টর অফ সায়েন্স ( অনারিস কসা ) আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আলীগড়[১৯১][১৯২]
২০০৭ বিজ্ঞান ও প্রযুক্তির সম্মানসূচক ডক্টরেট কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়[১৯৩]
২০০৭ রাজা দ্বিতীয় চার্লস পদক রয়্যাল সোসাইটি, যুক্তরাজ্য[১৯৪][১৯৫][১৯৬]
২০০৭ সায়েন্সের অনারারি ডক্টরেট উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য[১৯৭]
২০০০ রামানুজন পুরস্কার আলওয়ার রিসার্চ সেন্টার, চেন্নাই[১৯৮]
১৯৯৮ বীর সাভারকর পুরস্কার ভারত সরকার[১৯৯]
১৯৯৭ জাতীয় সংহতির জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার ভারতীয় জাতীয় কংগ্রেস[][১৯৮]
১৯৯৭ ভারতরত্ন ভারতের রাষ্ট্রপতি[১৯৮][২০০]
১৯৯৫ অনারারি ফেলো ন্যাশনাল একাডেমি অফ মেডিক্যাল সায়েন্সেস,[২০১]
১৯৯৪ বিশিষ্ট ফেলো ইনস্টিটিউট অফ ডিরেক্টরস (ভারত)[২০২]
১৯৯০ পদ্মবিভূষণ ভারত সরকার[১৯৮][২০৩]
১৯৮১ পদ্মভূষণ ভারত সরকার[১৯৮][২০৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. editor; Ramchandani (২০০০)। Dale Hoiberg, সম্পাদক। A to C (Abd Allah ibn al-Abbas to Cypress).। New Delhi: Encyclopædia Britannica (India)। পৃষ্ঠা 2। আইএসবিএন 978-0-85229-760-5 
  2. Pruthi, R. K. (২০০৫)। "Ch. 4. Missile Man of India"। President A.P.J. Abdul Kalam। Anmol Publications। পৃষ্ঠা 61–76। আইএসবিএন 978-81-261-1344-6 
  3. Sen, Amartya (২০০৩)। "India and the Bomb"। M. V. Ramana and C. Rammanohar Reddy। Prisoners of the Nuclear Dream। Sangam Books। পৃষ্ঠা 167–188। আইএসবিএন 978-81-250-2477-4 
  4. "এ পি জে আবদুল কালাম Archives"। ১০ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২২ 
  5. "Dr Abdul Kalam, People's President in Sri Lanka"Daily News via HighBeam Research। ২৩ জানুয়ারি ২০১২। ১৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১২ 
  6. Kalam, Avul Pakir Jainulabdeen Abdul; Tiwari, Arun (১ জানুয়ারি ১৯৯৯)। Wings of Fire: An Autobiography। Universities Press। আইএসবিএন 978-81-7371-146-6। সংগ্রহের তারিখ ৩ মে ২০১২ 
  7. Jai, Janak Raj (১ জানুয়ারি ২০০৩)। Presidents of India, 1950–2003। Regency Publications। পৃষ্ঠা 296। আইএসবিএন 978-81-87498-65-0। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১২ 
  8. "Bio-data: Avul Pakir Jainulabdeen Abdul Kalam"। Press Information Bureau, Government of India। ১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  9. "APJ Abdul Kalam, the unconventional President who learnt the art of the political"। ২৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫ 
  10. "The greatest student India ever had" 
  11. Sharma, Mahesh; Das, P.K.; Bhalla, P. (২০০৪)। Pride of the Nation : Dr. A.P.J Abdul Kalam। Diamond Pocket Books (P) Ltd.। পৃষ্ঠা 13। আইএসবিএন 978-81-288-0806-7। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১২ 
  12. Bhushan, K.; Katyal, G. (2002). A.P.J. Abdul Kalam: The Visionary of India. New Delhi: A.P.H. Publishing Corporation. pp. 1–10,153. ISBN 9788176483803.
  13. K. Raju; S. Annamalai (২৪ সেপ্টেম্বর ২০০৬)। "Kalam meets the teacher who moulded him"The Hindu। Chennai, India। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১২ 
  14. Dixit, Sumita Vaid (১৮ মার্চ ২০১০)। "The boy from Rameswaram who became President"Rediff.com। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১২ 
  15. "Failed in my dream of becoming pilot: Abdul Kalam in new book"The Hindu। Chennai, India। ১৮ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৩ 
  16. Gopalakrishnan, Karthika (২৩ জুন ২০০৯)। "Kalam tells students to follow their heart"The Times of India। Chennai, India। ২৩ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১২ 
  17. "Avul Pakir Jainulabdeen Abdul Kalam". National Informatics Centre
  18. Educational Foundation for Nuclear Science, Inc. (নভেম্বর ১৯৮৯)। Bulletin of the Atomic Scientists। Educational Foundation for Nuclear Science, Inc.। পৃষ্ঠা 32–। আইএসএসএন 0096-3402। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  19. "ইন্ডিয়ান ইনস্টিটিউটস অব ম্যানেজমেন্ট"উইকিপিডিয়া। ২০২১-০৯-০৯। 
  20. "ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ"উইকিপিডিয়া। ২০২১-০৩-১৪। 
  21. "Abdul Kalam Passed Away"TNP LIVE। Hyderabad, India। ২৭ জুলাই ২০১৫। 
  22. "Abdul Kalam, former president of India, passes away at 84"The Indian Express। ২৭ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৫ 
  23. "Dr APJ Abdul Kalam, former President of India, dies in Shillong"The Times of India। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৫ 
  24. "Former President APJ Abdul Kalam passes away after collapsing during a lecture"Firstpost। Shillong, India। ২৭ জুলাই ২০১৫। 
  25. HT Correspondent, Guwahati (২৮ জুলাই ২০১৫)। "Farewell Kalam! Pranab, Modi lead nation in paying homage"। Hindustan Times। ২৮ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫ 
  26. "Live: Kalam's body at Delhi house for people to pay tribute"। India Today। ২৮ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫ 
  27. "Seven-day state mourning but no holiday"। The Times of India। ২৮ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫ 
  28. "Former President APJ Abdul Kalam has died aged 83"The Guardian। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫ 
  29. Choesang, Yeshe (২৮ জুলাই ২০১৫)। "HH the Dalai Lama expresses sadness over Abdul Kalam's demise"। Tibet Post International। ১ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫ 
  30. "Former Indian President APJ Abdul Kalam passes away"। Kuensel। ২৮ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫ 
  31. Rishi Iyengar (২৮ জুলাই ২০১৫)। "India Pays Tribute to 'People's President' A.P.J. Abdul Kalam"। TIME। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫ 
  32. "Developments in Fluid Mechanics and Space Technology"National Informatics Centre। ৩০ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  33. Kalam, A.P.J. Abdul; Y.S., Rajan (১৯৯৮)। India 2020: A Vision for the New Millennium। New York। আইএসবিএন 978-0-670-88271-7 
  34. Kalam, Avul Pakir Jainulabdeen Abdul; Tiwari, Arun (১৯৯৯)। Wings of Fire: An Autobiography। Universities Press। আইএসবিএন 978-81-7371-146-6। ১৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  35. Kalam, A.P.J. Abdul (২০০২)। Ignited minds: unleashing the power within India। Viking। আইএসবিএন 978-0-670-04928-8 
  36. Kalam, A.P.J. Abdul (২০০৪)। The luminous sparks : a biography in verse and colours। Punya Pub.। আইএসবিএন 978-81-901897-8-1 
  37. Rajan, A.P.J. Abdul Kalam with Y.S. (২০০৫)। Mission India : a vision for Indian youth। Puffin Books। আইএসবিএন 978-0-14-333499-6 
  38. Kalam, A.P.J. Abdul (২০০৭)। Inspiring thoughtsRajpal & Sonsআইএসবিএন 978-81-7028-684-4 
  39. Kalam, A.P.J. Abdul (২০০৬)। Indomitable SpiritRajpal & Sonsআইএসবিএন 978-81-7028-654-7 
  40. Kalam, Avul Pakir Jainulabdeen Abdul; Pillai, A. Sivathanu (২০০৪)। Envisioning an Empowered Nation: Technology for Societal Transformation (ইংরেজি ভাষায়)। Tata McGraw-Hill Publishing Company। আইএসবিএন 978-0-07-053154-3। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০ 
  41. You Are Born To Blossom : Take My Journey Beyond। Ocean Books। আইএসবিএন 81-8430-037-9 [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  42. "Turning Points:A journey through challenges"। Harper Collins India। ১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  43. Kalam, Avul Pakir Jainulabdeen Abdul (২০১৪)। My Journey: Transforming Dreams Into Actions (ইংরেজি ভাষায়)। Rupa Publications India। আইএসবিএন 978-81-291-2491-3। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০ 
  44. "Dr. Abdul Kalam's new Book A Manifesto for Change to release on July 14"। news.biharprabha.com। ৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৪ 
  45. Abdul Kalam, A P J (২৯ অক্টোবর ২০১৪)। Forge Your Future: Candid, Forthright, InspiringRajpal & Sonsআইএসবিএন 978-93-5064-279-5এএসআইএন 9350642794 
  46. Abdul Kalam, A P J; Pal Singh, Srijan (১৪ মে ২০১৫)। Reignited: Scientific Pathways to a Brighter Future। Penguin India। আইএসবিএন 978-0-14-333354-8এএসআইএন 0143333542 
  47. Dr. Abdul Kalam's new Book Transcendence My Spiritual Experiences with Pramukh Swamiji to release on 15 June। Harper Collins India Publication। এএসআইএন 9351774058 
  48. A P J, Abdul Kalam; Srijan, Pal Singh (২০ অক্টোবর ২০১৫)। Advantage India: From Challenge to Opportunityআইএসবিএন 978-9351776451 
  49. Rohde, David (১৯ জুলাই ২০০২)। "Nuclear Scientist, 70, a Folk Hero, Is Elected India's President"The New York Times। ৯ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১২ 
  50. Pruthi, Raj (২০০৩)। President Apj Abdul Kalam। Anmol Publications। আইএসবিএন 978-81-261-1344-6। ৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫ 
  51. Bhushan, K.; Katyal, G. (২০০২)। A.P.J. Abdul Kalam: The Visionary of India। APH Publishing। আইএসবিএন 978-81-7648-380-3। ৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫ 
  52. "Documentary on Kalam released"The Hindu। Chennai, India। ১২ জানুয়ারি ২০০৮। ১১ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০০৯ 
  53. Nair, P. M. (২০০৮)। The Kalam Effect: My Years with the President। HarperCollins Publishers, a joint venture with the India Today Group। আইএসবিএন 978-81-7223-736-3। ২৬ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫ 
  54. Fr A K George (২০০৯)। My Days with Mahatma Abdul Kalam। Novel Corp। আইএসবিএন 978-81-904529-5-3। ১৩ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫ 
  55. Tiwari, Arun (২০১৫)। A.P.J. Abdul Kalam: A Life। Harper Collins। আইএসবিএন 9789351776918। ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৯ 
  56. Khan, S M (২০১৬)। The People's President: Dr A P J Abdul Kalam। Bloomsbury। আইএসবিএন 9789386141521 
  57. "I Am Kalam: Movie Review"The Times of India। ৪ আগস্ট ২০১১। ২৩ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১২ 
  58. "My Hero Kalam (2018)"Indiancine.ma 
  59. "Biopic to be streamed as tribute to Dr APJ Abdul Kalam" (পিডিএফ)filmsdivision.org। ১৫ জানুয়ারি ২০২১। 
  60. "Mega Icons Season 1 Episode 1"Disney+ Hotstar (ইংরেজি ভাষায়)। ১১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১ 
  61. "Actor who played Abdul Kalam in Suriya's Soorarai Pottru"Behindwoods। ১৪ নভেম্বর ২০২০। ৫ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২১ 
  62. "Avul Pakir Jainulabdeen Abdul Kalam"National Informatics Centre। ৯ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  63. Gopalakrishnan, Karthika (২৩ জুন ২০০৯)। "Kalam tells students to follow their heart"The Times of India। Chennai, India। ২৩ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১২ 
  64. "Bio-data: Avul Pakir Jainulabdeen Abdul Kalam"। Press Information Bureau, Government of India। ১ মার্চ ২০১২। ৮ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  65. Ramchandani (২০০০)। A to C (Abd Allah ibn al-Abbas to Cypress).। Encyclopædia Britannica (India)। পৃষ্ঠা 2। আইএসবিএন 978-0-85229-760-5। ২৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৯ 
  66. "Bulletin of the Atomic Scientists"। Educational Foundation for Nuclear Science। নভেম্বর ১৯৮৯: 32। আইএসএসএন 0096-3402। ১১ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫ 
  67. "Missile Chronology, 1971–1979" (পিডিএফ)। James Martin Center for Nonproliferation Studies at Monterey Institute of International Studies, Nuclear Threat Initiative। জুলাই ২০০৩। ২০ নভেম্বর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  68. "The prime motivator"Frontline। ৫ জুলাই ২০০২। ২১ অক্টোবর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১২ 
  69. Pandit, Rajat (৯ জানুয়ারি ২০০৮)। "Missile plan: Some hits, misses"The Times of India। TNN। ১৮ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  70. Kalam, Avul Pakir Jainulabdeen Abdul; Tiwari, Arun (১৯৯৯)। Wings of Fire: An Autobiography। Universities Press। আইএসবিএন 978-81-7371-146-6। ১৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  71. Jerome M. Conley (২০০১)। Indo-Russian military and nuclear cooperation: lessons and options for U.S. policy in South Asia। Lexington Books। পৃষ্ঠা 106। আইএসবিএন 978-0-7391-0217-6। ২৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫ 
  72. ANI (৮ নভেম্বর ২০১১)। "Koodankulam nuclear plant: A. P. J. Abdul Kalam's safety review has failed to satisfy nuke plant protestors, expert laments"The Economic Times। Chennai, India। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১২ 
  73. R., Ramachandran (২৫ সেপ্টেম্বর ২০০৯)। "Pokhran row"Frontline। ৩ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১২ 
  74. Hardnews bureau (আগস্ট ২০০৯)। "Pokhran II controversy needless: PM"। Hard News। ২৫ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  75. "Story of indigenous stents"The Hindu-Businessline। India। ১৫ আগস্ট ২০০১। ২৮ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  76. "The stent man"Rediff-News। India। ১৯ ডিসেম্বর ১৯৯৮। ১৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  77. Gopal, M. Sai (২২ মার্চ ২০১২)। "Now, 'Kalam-Raju tablet' for healthcare workers"The Hindu। India। ২৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১২ 
  78. "Former Presidents, Rashtrapati Bhavan"। ১৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫ 
  79. Times News Network (১১ জুন ২০০২)। "NDA's smart missile: President Kalam"The Economic Times। ২৩ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১২ 
  80. "With him at the helm, there is hope that things might change"। ২৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  81. "SP to support Kalam for President's post"Rediff.com। ১১ জুন ২০০২। ২২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  82. "NCP supports Kalam's candidature for presidentship"Rediff.com। ১১ জুন ২০০২। ২২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  83. "Narayanan opts out, field clear for Kalam"Rediff.com। ১১ জুন ২০০২। ১৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  84. "Overwhelmed by response: Kalam"Rediff.com। ১৩ জুন ২০০২। ১৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  85. "Presidential nominee Abdul Kalam files nomination papers"Rediff.com। ১৮ জুন ২০০২। ১৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  86. "Polling for presidential election begins"Rediff.com। ১৫ জুলাই ২০০২। ১৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  87. Ved, Mahendra (২৬ জুলাই ২০০২)। "Kalam is 11th President in 12th term"The Times of India। ৩০ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১২ 
  88. "Abdul Kalam elected President"The Hindu। Chennai, India। ১৮ জুলাই ২০০২। ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  89. "List of Bharat Ratna Awardees" (পিডিএফ)। Ministry of Home Affairs, India। ২০১০। পৃষ্ঠা 2। ৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৩ 
  90. "A P J Kalam is sworn in as India's eleventh President"Rediff.com। ২৫ জুলাই ২০০২। ৩০ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  91. Tyagi, Kavita; Misra, Padma (২৩ মে ২০১১)। Basic Technical Communication। PHI Learning Pvt. Ltd.। পৃষ্ঠা 124। আইএসবিএন 978-81-203-4238-5। ৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৫ 
  92. "APJ Abdul Kalam is people's president: Mamata Banerjee"CNN-IBNPress Trust of India। ১৯ জুন ২০১২। ২০ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১২ 
  93. Perappadan, Bindu Shajan (১৪ এপ্রিল ২০০৭)। "The people's President does it again"The Hindu। Chennai, India। ২৫ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  94. "My toughest decision as president was returning the Office of Profit Bill to Parliament"। ৩১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  95. "how a 110 years old became friend of APJ Kalam"। ১৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  96. "Signing office of profit bill was toughest decision: A P J Kalam"The Economic Times। Coimbatore। ১৮ জুলাই ২০১০। ১১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১২ 
  97. "The journey of a mercy plea"The New Indian Express। ২১ মে ২০১০। ২৮ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১২ 
  98. V., Venkatesan (এপ্রিল ২০০৯)। "Mercy Guidelines"Frontline। ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১২ 
  99. "APJ Abdul Kalam: The People's President"NDTV। ২৭ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫ 
  100. "President Kalam votes for uniform civil code"। ৩০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  101. "Kalam calls for uniform civil code"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  102. "Uniform Civil Code essential: Kalam"। ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  103. "Puri seer rallies for uniform civil code"। ৯ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৮ 
  104. "Kalam not to contest presidential poll"Rediff.com। ২২ জুন ২০০৭। ১৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১২ 
  105. "Kalam not to contest Presidential polls"The Times of India। ২২ জুন ২০০৭। ২৩ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১২ 
  106. "Kalam not to contest Presidential polls"The Times of India। ২২ জুন ২০০৭। ২৩ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১২ 
  107. "Talks under way on Presidential election"The Hindu। Chennai, India। ১০ মে ২০০৭। ১৭ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১২ 
  108. Prafulla Marapakwar (২৩ এপ্রিল ২০১২)। "Next President should be apolitical: Pawar"The Times of India। ১৬ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১২ 
  109. Raj, Rohit (২৩ এপ্রিল ২০১২)। "Virtual world seeks second term for Abdul Kalam"Deccan Chronicle। ২৩ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১২ 
  110. NDTV Correspondent (২৩ এপ্রিল ২০১২)। "Race for Rashtrapati Bhawan: APJ Abdul Kalam a good choice, says SP; backs Pawar"NDTV। ২৪ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১২ 
  111. Azeez, Parwin (৮ মে ২০১২)। "Kalam for President clicks on social networks"The Times of India। ১৬ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১২ 
  112. "Netizens campaign for second term to Kalam"Deccan Herald। ২৬ এপ্রিল ২০১২। ১৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১২ 
  113. "President poll: BJP rejects Pranab Mukherjee, Hamid Ansari, may back Kalam"CNN-IBN। New Delhi। ৩০ এপ্রিল ২০১২। ৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১২ 
  114. Press Trust of India (PTI) (৩০ এপ্রিল ২০১২)। "Presidential polls: We will not support Pranab Mukherjee, BJP says"The Times of India। New Delhi। ১৭ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১২ 
  115. "Prez poll: Mulayam, Mamata suggest APJ Kalam, Manmohan Singh, Somnath Chatterjee"DNA India। ১৩ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১২ 
  116. "Mamata turns to Facebook, seeks support for Kalam"The Times of India। Kolkata, India। Press Trust of India। ১৬ জুন ২০১২। ১৭ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১২ 
  117. Karthick S (১৮ জুন ২০১২)। "Abdul Kalam not to contest presidential poll 2012"The Times of India। Chennai, India। ২২ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১২ 
  118. "Honorary Fellowship of IISc"। Iisc.ernet.in। ২৭ মে ২০০৮। ৯ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৩ 
  119. Kalam, A. P. J. Abdul (২২ জুন ২০১২)। Turning Points: A Journey Through Challenges। HarperCollins Publishers (প্রকাশিত হয় ৫ সেপ্টেম্বর ২০১২)। পৃষ্ঠা 48, 69। আইএসবিএন 978-9350295434। ১৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৫ 
  120. "Dr Kalam's 'assurance' on nuclear power plants draws flak"Financial Magazine। ৭ নভেম্বর ২০১১। ৮ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১১ 
  121. "Kalam bats for Kudankulam but protesters unimpressed"The Times of India। ৭ নভেম্বর ২০১১। ২৩ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১২ 
  122. "About us"। What Can I Give। ২২ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  123. Mallady, Shastry (২৬ জুন ২০১১)। "Take part in movement against corruption: Kalam"The Hindu। Chennai, India। ১১ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  124. "Kalam's elder brother dies at 104"The Hindu (ইংরেজি ভাষায়)। ৭ মার্চ ২০২১। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২১ 
  125. "Abdul Kalam's elder brother turns 100 and APJ had bought a gift for him"India Today। ৫ নভেম্বর ২০১৬। ১০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৭ 
  126. "We thought he would be with us for another decade: Kalam's nephew"Mid-Day। ২৯ জুলাই ২০১৫। ৩১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৫ 
  127. "Man of integrity, Kalam insulated family from trappings of power"The Times of India। ৩১ জুলাই ২০১৫। ৩ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৫ 
  128. "Man of integrity, Kalam insulated family from trappings of power"The Times of India। ৩১ জুলাই ২০১৫। ৩ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৫ 
  129. Scott, D. j Walter (৪ নভেম্বর ২০১৬)। "Kalam's brother turns 100, says takes life as it comes"The Hindu (ইংরেজি ভাষায়)। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০Kalam never accepted gifts when he attended functions and when Uttar Pradesh Chief Minister Akilesh Yadav offered the perfumes, he accepted saying his brother was fond of perfumes and he would gift the box on his 100th birthday. Kalam paid a token sum before accepting the gift from Mr. Yadav 
  130. "Kalam Tribute: Sir Never Had a TV at Home, Recalls Secretary of 24 Years"। NDTV.com। ২৮ জুলাই ২০১৫। ৩১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৫ 
  131. "Kalam had no property"The Hindu। ৩ আগস্ট ২০১৫। ২২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৫ 
  132. "Guru Kalam's assets, royalties to go to elder brother"OneIndia.com। ৩ আগস্ট ২০১৫। ৫ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৫ 
  133. Lama, The Office of His Holiness the 14th Dalai। "News | The Office of His Holiness The Dalai Lama"www.dalailama.com। ৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫ 
  134. Kalam, A.P.J. Abdul (২০১৫)। Transcendence: My Spiritual Experiences with Pramukh Swamiji। HarperCollins India। পৃষ্ঠা ix–xi। আইএসবিএন 978-93-5177-405-1 
  135. "Transcending boundaries with Swamiji – Ahmedabad Mirror -"। ১৭ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫ 
  136. "APJ Abdul Kalam speaks to Editorial Director M.J. Akbar about presidential elections 2012 : INTERVIEW – India Today"indiatoday.intoday.in। ৩১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  137. "Dr Kalam, India's Most Non-Traditional President"। ২০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  138. Shashi Tharoor (২৮ জুন ২০১৫)। "Abdul Kalam: People's president, extraordinary Indian"BBC। ৩০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫ 
  139. Kalam, A.P.J. Abdul (২০১৫)। Transcendence: My Spiritual Experiences with Pramukh Swamiji। HarperCollins India। পৃষ্ঠা ix–xi। আইএসবিএন 978-93-5177-405-1 
  140. "Ramzan & Rameswaram: His ties with the island – The Times of India"The Times of India। ২৩ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫ 
  141. "APJ Abdul Kalam: Not Hindu, Not Muslim – Death of an 'Indian'"। ২৭ জুলাই ২০১৫। ৩০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫ 
  142. "Remembering Kalam: Greatly beloved, but he maybe missed being truly great – Firstpost"। ২৮ জুলাই ২০১৫। ৩১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫ 
  143. "Kalam served India till last breath: Advani"। ২৮ জুলাই ২০১৫। ১৪ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫ 
  144. "Abdul Kalam or Abul Kalam- the message is same"। ২৪ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৫ 
  145. "Kalam on why Sanskrit is important"। ১০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০০৭ 
  146. "rediff.com Special: Muslims react to A P J Abdul Kalam's candidature for President"www.rediff.com। ৩০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  147. "Three books that influenced APJ Abdul Kalam deeply – Firstpost"। ২৮ জুলাই ২০১৫। ৩০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫ 
  148. "Of Rasam and Rice: The Humble Lifestyle of Former President Dr. APJ Abdul Kalam – NDTV Food"। ৩০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫ 
  149. "India's A.P.J. Abdul Kalam"Time। ৩০ নভেম্বর ১৯৯৮। ২৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  150. Kalam, A.P.J. Abdul; Tiwari, Arun (২০১৫)। Transcendence: My Spiritual Experiences with Pramukh Swamiji। HarperCollins India। পৃষ্ঠা 3–6। আইএসবিএন 978-93-5177-405-1 
  151. Kalam, APJ Abdul; Tiwari, Arun (২০১৫)। Transcendence: My Spiritual Experiences with Pramukh Swamiji। HarperCollins India। পৃষ্ঠা 14–18। আইএসবিএন 978-93-5177-405-1 
  152. Kalam, APJ Abdul; Tiwari, Arun (২০১৫)। Transcendence: My Spiritual Experiences with Pramukh Swamiji। HarperCollins India। পৃষ্ঠা 50আইএসবিএন 978-93-5177-405-1 
  153. "Did Kalam sense his end was near? Arun Tiwari suspects"The Hindu। ৩০ জুলাই ২০১৫। আইএসএসএন 0971-751X। ২২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫ 
  154. Kalam, A.P.J. Abdul (১ অক্টোবর ২০১১)। "IDG Session Address" (পিডিএফ)। ১৪ মার্চ ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৫ 
  155. "Kalam, the author catching on in South Korea"Outlook magazine। ৯ ফেব্রুয়ারি ২০০৬। ১১ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১২ 
  156. Becker, David (২৯ মে ২০০৩)। "India leader advocates open source"CNET। ১৭ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১২ 
  157. Bhushan, K.; Katyal, G. (২০০২)। A.P.J. Abdul Kalam: The Visionary of India। A.P.H. Publishing Corporation। পৃষ্ঠা 1–10,153। আইএসবিএন 978-81-7648-380-3 
  158. "Dr.Kalam's Page"। abdulKalam.com। ২৪ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  159. Dayekh, Ribal (১৬ এপ্রিল ২০১১)। "Dr Abdul Kalam former President of India arrives to Dubai"Zawya। ৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১২ 
  160. "Kalam receives honorary doctorate from Queen's University Belfast"Oneindia.in। ১১ জুন ২০০৯। ১৫ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১২ 
  161. "Bharat Ratna conferred on Dr Abdul Kalam"Rediff.com। ২৬ নভেম্বর ১৯৯৭। ১৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১২ 
  162. National Space Society, NSS Von Braun Award ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে. retrieved 10 February 2015
  163. Sengupta, Uttam (২০ আগস্ট ২০১২)। "A Measure of the Man"outlookindia.com/ 
  164. "Award in Kalam's name, birthday to be observed as 'Youth Renaissance Day'"Economic Times। ৩১ জুলাই ২০১৫। ২৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৫ 
  165. "APJ Abdul Kalam.pdf" (পিডিএফ)। CBSE। ১৬ অক্টোবর ২০১৫। পৃষ্ঠা 1, 4–6। ১৪ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৫ 
  166. "NASA pays tribute to APJ Abdul Kalam by naming new species after him"International Business Times। ২১ মে ২০১৭। ২১ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৭ 
  167. "Bihar govt names college, science city after 'People's President' APJ Abdul Kalam"The Hindu। ৩০ জুলাই ২০১৫। ২ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৫ 
  168. "India's first medical tech institute"pharmabiz.com। ২৬ জুলাই ২০১৭। ১৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৮ 
  169. "UPTU is now APJ Abdul Kalam Tech University"Times of India। ১ আগস্ট ২০১৫। ৫ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৫ 
  170. "Institute to be named after Kalam"The Hindu। ৩১ জুলাই ২০১৫। ২২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৫ 
  171. "Complex to be named after Abdul Kalam"The Hindu। ৪ আগস্ট ২০১৫। ২২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৫ 
  172. Rumi, Faryal (২৪ ফেব্রুয়ারি ২০১৯)। "Work on APJ Abdul Kalam Science City to begin this month | Patna News – Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। ২৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  173. "Science centre-cum-planetarium named after Abdul Kalam"The Hindu। ১৬ আগস্ট ২০১৫। ২২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৫ 
  174. "India, US Launch Fulbright-Kalam Climate Fellowship"Ndtv.com। ১২ মার্চ ২০১৬। ১৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭ 
  175. "Odisha's Wheeler Island to be renamed after APJ Abdul Kalam"Hindustan Times। ৪ সেপ্টেম্বর ২০১৫। ৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৫ 
  176. "Delhi exits 'cruel' Aurangzeb Road for 'kind' Abdul Kalam"। ২৯ আগস্ট ২০১৫। ১ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৮ 
  177. Nath, Damini (৪ সেপ্টেম্বর ২০১৫)। "Aurangzeb Road is now Abdul Kalam Road"The Hindu। ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৮ 
  178. "Aurangzeb Road Renamed After APJ Abdul Kalam, Arvind Kejriwal Tweets 'Congrats'"। ২৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৮ 
  179. Pacha, Aswathi (২৪ ফেব্রুয়ারি ২০১৮)। "New plant species from West Bengal named after former President Abdul Kalam"The Hindu। ৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৮ 
  180. "印度前总统卡拉姆博士接受北京大学名誉教授称号,入选"大学堂"顶尖学者讲学计划"। University of Beijing। ১৪ নভেম্বর ২০১৪। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৯ 
  181. "Ex-President of India Abdul Kalam visits the Forum"। University of Edinburgh। ২৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৪ 
  182. "NSS Wernher Von Braun Memorial Award"National Space Society। ৩ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০ 
  183. "Honorary Degrees – Convocation"। Simon Fraser University। ১৭ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১২ 
  184. "IEEE Honorary Membership Recipients" (পিডিএফ)। IEEE। পৃষ্ঠা 1। ২৯ জুন ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১১ 
  185. "Yet another honorary doctorate for Kalam"Rediff.com। ৬ অক্টোবর ২০১০। ৭ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১২ 
  186. "A.P.J Abdul Kalam – Honorary Degree, 2009"। Oakland University। ৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  187. "Former President Kalam chosen for Hoover Medal"The Times of India। New York। ২৭ মার্চ ২০০৯। ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১০ 
  188. "Caltech GALCIT International von Kármán Wings Award"। galcit.caltech.edu। ৩০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  189. "A.P.J Abdul Kalam – Honorary Degree, 2008" (পিডিএফ)। Universiti Sains Malaysia। ১৭ অক্টোবর ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  190. "Dr Abdul Kalam, former President of India, receives NTU Honorary Degree of Doctor of Engineering"। Nanyang Technological University। ২৬ আগস্ট ২০০৮। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১১ 
  191. "AMU to honour Kalam with doctorate"The Economics Times। ১ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৫ 
  192. "AMU to honour Kalam with doctorate"Articles.economictimes.indiatimes.com। ৫ জুন ২০০৮। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৭ 
  193. "Carnegie Mellon University Awards Honorary Doctorate To Former India President A.P.J. Abdul Kalam"cmu.eduCarnegie Mellon University। ২৬ অক্টোবর ২০১৫। ৬ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫ 
  194. "King Charles II Medal for President"The Hindu। Chennai, India। ১২ জুলাই ২০০৭। ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  195. "King Charles II Medal for Kalam"The Economic Times। India। ১১ জুলাই ২০০৭। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  196. "Royal Society King Charles II Medal"Royal Society। ৩ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১২ 
  197. "Kalam conferred Honorary Doctorate of Science"The Times of India। India। ২৩ অক্টোবর ২০০৭। ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  198. "Dr. Abdul Kalam's Diverse Interests: Prizes/Awards"Indian Institute of Technology Madras। ২৮ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  199. "Bio-data: Avul Pakir Jainulabdeen Abdul Kalam"। Press Information Bureau, Government of India। ১ মার্চ ২০১২। ৮ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  200. "List of recipients of Bharat Ratna" (পিডিএফ)Ministry of Home Affairs, Government of India। ৩১ জানুয়ারি ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  201. "List of Fellows – NAMS" (পিডিএফ)। National Academy of Medical Sciences। ২০১৬। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬ 
  202. "List of Distinguished Fellows"Institute of Directors। ১০ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৪ 
  203. "Bharat Ratna conferred on Dr Abdul Kalam"Rediff.com। ২৬ নভেম্বর ১৯৯৭। ১৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 

পাদটীকা

সম্পাদনা
  1. his [Kalam's] death is a great loss to the scientific community. He took India to great heights. He showed the way.[২৮]
  2. an irreparable loss. He was not only a great scientist, educationist and statesman, but also above all a real gentleman. Over the years, I had the opportunity to meet and interact with him on many occasions, and always admired his down-to-earth simplicity and humility. I used to enjoy our discussions on a wide range of subjects of common interest, but mainly concerned with science, spirituality and education.[২৯]
  3. was a leader greatly admired by all people, especially the youth of India who have referred to him as the people’s President.[৩০]

আরও দেখুন

সম্পাদনা
পূর্বসূরী
কে. আর. নারায়ণন
ভারতের রাষ্ট্রপতি
২০০২–২০০৭
উত্তরসূরী
প্রতিভা পাটিল

বহিঃসংযোগ

সম্পাদনা