২৮ এপ্রিল

তারিখ
(এপ্রিল ২৮ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  

২৮ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৮তম (অধিবর্ষে ১১৯তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৭ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।
  • ১৫৫৫ - জার্মানীর অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়।
  • ১৭০১ - ব্রিটেনের জন মরিস মোগল সম্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন।
  • ১৭৭০ - ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন।
  • ১৭৮৯ - ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়।
  • ১৯১৯ - লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।
  • ১৯২০ - পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯২০- আজারবাইজান কে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।
  • ১৯৫২ - জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৬৫ - মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায়।
  • ১৯৬৯ - ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ।
  • ১৯৯২ - রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৯২ - সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা।
  • ১৯৯২ - সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে আফগান মুজাহিদদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে ।
  • ১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
  • ২০০১- ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন।
  • ২০০৪ - মার্কিন একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ঔষধ আবিষ্কার করেন ।
  • ০০৩২ - ওঠো, রোমান সম্রাট।
  • ১৪৪২ - চতুর্থ এডওয়ার্ড, ইংল্যান্ড রাজা।
  • ১৭১২ - ফরাসী দার্শনিক জাঁ জ্যাক রুশো।
  • ১৭৫৮ - জেমস মন্‌রো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।
  • ১৭৯৫ - চার্লস স্টুর্ট, অস্ট্রেলিয়ার আবিষ্কারক।
  • ১৮৩৮ - টবিয়াস আসের, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ আইনজীবী ও পণ্ডিত।
  • ১৮৪৮ - উৎকল-গৌরব মধুসূদন দাস ওড়িশার প্রথম স্নাতক ও আইনজীবী।(মৃ.০৪/০২/১৯৩৪)
  • ১৮৬৯ - দিনে ফ্রান্সিস মেরি হককিন, নিউজিল্যান্ডের চিত্রশিল্পী।
  • ১৮৭৮ - লিওনেল ব্যারিমোর, আমেরিকান অভিনেতা এবং পরিচালক। (মৃ. ১৯৫৪)
  • ১৮৮৯ - অ্যান্টনিও ডি অলিভিয়ার সালাজার, পর্তুগাল অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং পর্তুগালের ১০০তম প্রধানমন্ত্রী। (মৃ. ১৯৭০)
  • ১৯০০ - হেনরিক মুলার, ভাইমার প্রজাতন্ত্রনাৎসি জার্মানি উভয় দেশের অধীন জার্মান পুলিশ কর্মকর্তা। (মৃ. ১৯৪৫)
  • ১৯০৬ - কুর্ট গ্যডল, মার্কিন যুক্তিবিদ, গণিতবিদ।
  • ১৯০৮ - জ্যাক ফিঙ্গলটন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, সাংবাদিক এবং স্পোর্টসকাস্টার। (মৃ. ১৯৮১)
  • ১৯২৪ - কেনেথ কাউন্ডা, জাম্বিয়ার শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
  • ১৯২৮ - বিশিষ্ট বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী নীলিমা সেন।(মৃ.১৯৯৬)
  • ১৯৩০ - ক্যারোলিন জোন্স, আমেরিকান অভিনেত্রী। (মৃ. ১৯৮৩)
  • ১৯৩০ - আল্ফ ভ্যালেন্টাইন, বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার
  • ১৯৩৬ - তারেক আজিজ, ইরাকের রাজনীতিবিদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী (১৯৮৩-১৯৯১), উপ-প্রধানমন্ত্রী (১৯৭৯-২০০৩) এবং সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের ঘনিষ্ট সহযোগী ও পরামর্শদাতা। (মৃ. ২০১৫)
  • ১৯৩৭ - সাদ্দাম হুসাইন, ইরাকের সাবেক রাষ্ট্রপতি।
  • ১৯৪১ - কার্ল ব্যারি শার্পলেস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
  • ১৯৪৬ - উজ্জ্বল, বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা।
  • ১৯৪৭ - হুমায়ুন আজাদ, বাংলাদেশী লেখক।
  • ১৯৫৩ - রবার্ত অবলানো, চিলির লেখক ও কবি।
  • ১৯৫৪ - শহীদ শেখ জামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র।
  • ১৯৬০ - ওয়াল্টার যেঙ্গা, সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।
  • ১৯৬৮ - অ্যান্ডি ফ্লাওয়ার, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জন্মগ্রহণকারী জিম্বাবুয়ে দলের সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৭৪ - পেনেলোপে ক্রুজ সানচেজ, স্প্যানিশ অভিনেত্রী ও প্রযোজক।
  • ১৯৭৬ - শেন জার্গেনসেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
  • ১৯৮২ - কোয়েল মল্লিক, ভারতীয় বাংলার বিখ্যাত অভিনেত্রী।
  • ১৯৮৭ - সামান্থা আক্কিনেনি, ভারতীয় অভিনেত্রী এবং মডেল।
  • ১৯৮৮ - হুয়ান ম্যানুয়েল মাতা গার্সিয়া, স্প্যানিশ ফুটবলার।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা
  • জাতীয় আইনগত সহায়তা দিবস (বাংলাদেশ)
  • জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস (বাংলাদেশ)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নিম্নবর্গের ইতিহাস সাধনার অন্যতম পথিকৃৎ রণজিৎ গুহের জীবনাবসান"। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৯  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা