কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার
জার্মান পদার্থবিজ্ঞানী
কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার[টীকা ১] (জার্মান: Carl Friedrich von Weizsäcker; ২৮শে জুন, ১৯১২ - ২৮শে এপ্রিল, ২০০৭) একজন জার্মান পদার্থবিজ্ঞানী এবং দার্শনিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে ভের্নার কার্ল হাইজেনবের্গ এর নেতৃত্বে যারা নিউক্লীয় অস্ত্র নির্মাণ প্রকল্পে কাজ করেছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি। এই প্রকল্পের সদস্যদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি কাল বেচে ছিলেন। তিনি এবং প্রকল্পের অন্যান্য সদস্যবৃন্দ স্বেচ্ছায় জার্মানির জন্য নিউক্লীয় বোমা তৈরির চেষ্টা করছিলেন কি-না তা নিয়ে সংশয় রয়েছে।
কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার | |
---|---|
জন্ম | ২৮শে জুন, ১৯১২ |
মৃত্যু | ২৮ এপ্রিল ২০০৭ | (বয়স ৯৪)
মাতৃশিক্ষায়তন | গ্যটিঙেন বিশ্ববিদ্যালয়, Leipzig University |
পুরস্কার |
|
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান, দর্শন |
ডক্টরাল উপদেষ্টা | ফ্রিডরিখ হুন্ড |
গ্রহ গঠনতত্ত্ব
সম্পাদনাভাইৎস্যেকার জেরার্ড কাইপারের সাথে মিলে একটি সম্পূর্ণ গ্রহ গঠনতত্ত্ব প্রবর্তন করেছিলেন।[১]
পাদটীকা
সম্পাদনা- ↑ এই জার্মান ব্যক্তিনাম বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় জার্মান শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ The Creation of the Universe - George Gamow. বঙ্গানুবাদ - জগত ও মহাজগত, মোহাম্মদ আবদুল জব্বার। পৃষ্ঠা - ৫