এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ
(Asian Athletics Championships থেকে পুনর্নির্দেশিত)
এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ হল এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ও নিয়ন্ত্রিত একটি ক্রীড়া প্রতিযোগিতা।
১৯৭৭ সালে এ প্রতিযোগিতা নিয়ে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারশেনের সাথে বিতর্ক ঘটে যখন রাজনৈতিক লড়াইয়ের উত্থ্যানের ফলে ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। ১৯৭৭ সালের আসরটি বাতিল করা হয়েছিল এবং ১৯৭৯ থেকে ১৯৮৯ পর্যন্ত প্রতিযোগিতামূহ অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারশেন কর্তৃক অনুমোদিত ছিল না, এর ফলস্বরুপ এটি এশিয়ান ট্রাক অ্যান্ড ফিল্ড মিটিং নামে পরিচিত ছিল। ইসরায়েল ইউরোপিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনে যোগ দেওয়ার পর সমস্যাটির সমাধান হয়েছিল।[১]
সংস্করণসম্পাদনা
সর্বকালীন পদক তালিকাসম্পাদনা
অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | চীন (CHN) | ৩০৮ | ২০৬ | ১১৩ | ৬২৭ |
২ | জাপান (JPN) | ১৫১ | ১৯১ | ২১২ | ৫৫৪ |
৩ | ভারত (IND) | ৮৫ | ১০১ | ১২৪ | ৩১০ |
৪ | কাতার (QAT) | ৬১ | ৩৮ | ৩৮ | ১৩৭ |
৫ | কাজাখস্তান (KAZ) | ৩৩ | ৩২ | ৪২ | ১০৭ |
৬ | সৌদি আরব (KSA) | ২৮ | ২১ | ১২ | ৬১ |
৭ | দক্ষিণ কোরিয়া (KOR) | ২৭ | ৫৮ | ৬৪ | ১৪৯ |
৮ | থাইল্যান্ড (THA) | ২৩ | ৩০ | ২৪ | ৭৭ |
৯ | বাহরাইন (BHR) | ২১ | ২০ | ১২ | ৫৩ |
১০ | শ্রীলঙ্কা (SRI) | ১৯ | ১৪ | ১৯ | ৫২ |
১১ | ইরান (IRI) | ১৭ | ১৫ | ২১ | ৫৩ |
১২ | চীনা তাইপেই (TPE) | ১৬ | ৩৮ | ৬১ | ১১৫ |
১৩ | উজবেকিস্তান (UZB) | ১৬ | ২৭ | ১৯ | ৬২ |
১৪ | কুয়েত (KUW) | ১৫ | ১৫ | ৭ | ৩৭ |
১৫ | উত্তর কোরিয়া (PRK) | ১২ | ১১ | ২৩ | ৪৬ |
১৬ | ফিলিপাইন (PHI) | ১২ | ১১ | ১৭ | ৪০ |
১৭ | কিরগিজস্তান (KGZ) | ৮ | ২ | ৫ | ১৫ |
১৮ | মালয়েশিয়া (MAS) | ৬ | ১৬ | ২৬ | ৪৮ |
১৯ | সংযুক্ত আরব আমিরাত (UAE) | ৬ | ৪ | ৩ | ১৩ |
২০ | ইরাক (IRQ) | ৫ | ৯ | ৯ | ২৩ |
২১ | ভিয়েতনাম (VIE) | ৫ | ৬ | ৬ | ১৭ |
২২ | তাজিকিস্তান (TJK) | ৪ | ২ | ১ | ৭ |
২৩ | মিয়ানমার (MYA) | ৩ | ২ | ৪ | ৯ |
২৪ | ইসরায়েল (ISR) | ৩ | ১ | ৪ | ৮ |
২৫ | পাকিস্তান (PAK) | ২ | ৩ | ২ | ৭ |
২৬ | সিরিয়া (SYR) | ২ | ২ | ৬ | ১০ |
২৭ | ইন্দোনেশিয়া (INA) | ১ | ৮ | ৯ | ১৮ |
২৮ | হংকং (HKG) | ১ | ৫ | ১ | ৭ |
২৯ | ওমান (OMA) | ১ | ২ | ৩ | ৬ |
৩০ | জর্ডান (JOR) | ১ | ১ | ২ | ৪ |
৩১ | আজারবাইজান (AZE) | ১ | ১ | ১ | ৩ |
৩২ | তুর্কমেনিস্তান (TKM) | ১ | ১ | ০ | ২ |
৩৩ | সিঙ্গাপুর (SIN) | ০ | ৮ | ৫ | ১৩ |
৩৪ | লেবানন (LIB) | ০ | ২ | ২ | ৪ |
৩৫ | মঙ্গোলিয়া (MGL) | ০ | ১ | ০ | ১ |
৩৬ | কম্বোডিয়া (CAM) | ০ | ০ | ২ | ২ |
নেপাল (NEP) | ০ | ০ | ২ | ২ | |
মোট (৩৭টি জাতি) | ৮৯৪ | ৯০৪ | ৯০১ | ২৬৯৯ |
চ্যাম্পিয়নশিপের রেকর্ডসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Asian Championships. GBR Athletics. Retrieved on 2010-02-21.