জওহরলাল নেহেরু স্টেডিয়াম, দিল্লি
দিল্লিতে অবস্থিত স্টেডিয়াম , ভারতবর্ষ
জওহরলাল নেহেরু স্টেডিয়াম নতুন দিল্লি শহরের তথা ভারতের অন্যতম প্রধান স্টেডিয়াম। ফুটবলের পাশাপাশি অ্যাথলেটিক্স গেমসের জন্য এই স্টেডিয়াম ব্যবহৃত হয়।
![]() | |
![]() | |
অবস্থান | নতুন দিল্লি, দিল্লি, ভারত |
---|---|
মালিক | ভারতীয় ক্রীড়া সংস্থা |
ধারণক্ষমতা | ৬০,০০০ |
উপরিভাগ | ঘাস; সঙ্গে একটি অলিম্পিক শ্রেণীর অ্যাথলেটিক ট্র্যাক |
নির্মাণ | |
উদ্বোধন | ১৯৮৩ |
পুনঃসংস্কার | ২০১০ |
ভাড়াটে | |
ভারত জাতীয় ফুটবল দল(২০১১-) |
পরিকাঠামোগত মানসম্পাদনা
এই মাঠ আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন মান অনুযায়ী তৈরী করা হয়েছে।
সংস্কারের পূর্বে আয়োজিত টুর্নামেন্টসম্পাদনা
১৯৮৯ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপসম্পাদনা
ভারত প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজন করে।
২০১০ সালের কমনওয়েলথ গেমসসম্পাদনা
২০১১ সাফ চ্যাম্পিয়নশিপসম্পাদনা
২০১১ সালে টুর্নামেন্টের মূল ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়।