২০০৫ ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ

নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপের ১৫ তম সংস্করণ

২০০৫ ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ ছিল ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপের ১৫ তম সংস্করণ। ২০০৫ সালের ১০ই জুন থেকে ২রা জুলাইয়ের মধ্যে নেদারল্যান্ডসে এটি অনুষ্ঠিত হয়।

২০০৫ ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশনেদারল্যান্ডস
তারিখ১০ জুন – ২ জুলাই
দল২৪ (৬টি কনফেডারেশন থেকে)
মাঠ (৬টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (৫ম শিরোপা)
রানার-আপ নাইজেরিয়া
তৃতীয় স্থান ব্রাজিল
চতুর্থ স্থান মরক্কো
পরিসংখ্যান
ম্যাচ৫২
গোল সংখ্যা১৪৩ (ম্যাচ প্রতি ২.৭৫টি)
দর্শক সংখ্যা৫,০২,৬৯৮ (ম্যাচ প্রতি ৯,৬৬৭ জন)
শীর্ষ গোলদাতাআর্জেন্টিনা লিওনেল মেসি (৬ গোল)
সেরা খেলোয়াড়আর্জেন্টিনা লিওনেল মেসি
ফেয়ার প্লে পুরস্কার কলম্বিয়া
দোইতিনচেম এমেন নিশ্চিত করুন
ডি ভিজভারবার্গ বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম আর্কে স্টেডিয়ন
ধারণক্ষমতাঃ ১২,৬০০ ধারণক্ষমতাঃ ৮,৬০০ ধারণক্ষমতাঃ ১৩,২৫০
৫১°৫৭′২০.৮″ উত্তর ০৬°১৮′৩৫.৩″ পূর্ব / ৫১.৯৫৫৭৭৮° উত্তর ৬.৩০৯৮০৬° পূর্ব / 51.955778; 6.309806 (De Vijverberg) ৫২°৪৬′২৮.৯″ উত্তর ০৬°৫৬′৪৪.৮″ পূর্ব / ৫২.৭৭৪৬৯৪° উত্তর ৬.৯৪৫৭৭৮° পূর্ব / 52.774694; 6.945778 (Univé Stadion) ৫২°১৪′১১.৬″ উত্তর ০৬°৫০′১৬.২″ পূর্ব / ৫২.২৩৬৫৫৬° উত্তর ৬.৮৩৭৮৩৩° পূর্ব / 52.236556; 6.837833 (Arke Stadion)
     
২০০৫ ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপের স্থানের অবস্থান
কেরক্রাডে তিলবার্গ ইউট্রেখ্ট‌
পার্কস্ট্যাড লিম্বার্গ স্টেডিয়ন উইলিয়াম দ্বিতীয় স্টেডিয়ন স্টেডিয়ন গ্যালগেনওয়ার্ড
ধারণক্ষমতাঃ ১৯,৯৭৯ ধারণক্ষমতাঃ ১৪,৬৩৭ ধারণক্ষমতাঃ ২৪,৫০০
৫০°৫১′২৫.৪″ উত্তর ০৬°০০′২১.০″ পূর্ব / ৫০.৮৫৭০৫৬° উত্তর ৬.০০৫৮৩৩° পূর্ব / 50.857056; 6.005833 (Parkstad Limburg Stadion) ৫১°৩২′৩৩.৬″ উত্তর ০৫°০৪′০০.৫″ পূর্ব / ৫১.৫৪২৬৬৭° উত্তর ৫.০৬৬৮০৬° পূর্ব / 51.542667; 5.066806 (Willem II Stadion) ৫২°০৪′৪২.১″ উত্তর ০৫°০৮′৪৫.০″ পূর্ব / ৫২.০৭৮৩৬১° উত্তর ৫.১৪৫৮৩৩° পূর্ব / 52.078361; 5.145833 (Stadion Galgenwaard)
     

যোগ্যতা

সম্পাদনা

নিম্নলিখিত ২৪টি দল ২০০৫ ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছে। আয়োজক দেশ নেদারল্যান্ডসকে প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করতে হয়নি।

কনফেডারেশন বাছাইপর্বের প্রতিযোগিতা যোগ্যতা অর্জনকারী
এএফসি (এশিয়া) ২০০৪ এএফসি যুব চ্যাম্পিয়নশিপ   গণচীন
  জাপান
  দক্ষিণ কোরিয়া
  সিরিয়া
সিএএফ (আফ্রিকা) ২০০৫ আফ্রিকান যুব চ্যাম্পিয়নশিপ   বেনিন
  মিশর

  মরক্কো
  নাইজেরিয়া
কনকাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান)
২০০৫ কনকাকাফ অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতা   কানাডা
  হন্ডুরাস
  পানামা
  মার্কিন যুক্তরাষ্ট্র
কনমেবল (দক্ষিণ আমেরিকা) ২০০৫ দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপ   আর্জেন্টিনা
  ব্রাজিল
  চিলি
  কলম্বিয়া
ওএফসি (ওশেনিয়া) ২০০৫ ওএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ   অস্ট্রেলিয়া
উয়েফা (ইউরোপ) আয়োজক দেশ   নেদারল্যান্ডস
২০০৪ উয়েফা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ   জার্মানি
  ইতালি
  স্পেন
   সুইজারল্যান্ড
  তুরস্ক
  ইউক্রেন
১.^ যে দলগুলো তাদের অভিষেক করেছে।

পৃষ্ঠপোষকতা

সম্পাদনা

ফিফা অংশীদার

জাতীয় সমর্থক

ম্যাচ আধিকারিক

সম্পাদনা
কনফেডারেশন রেফারি সহায়করা
এএফসি খলিল আল গামদি (সৌদি আরব) ফাতেহ আরাবাতি (জর্ডান) আইসা গুলুম (সংযুক্ত আরব আমিরাত)
কোওন জং - চুল (দক্ষিণ কোরিয়া) কিম দাই - ইয়ং (দক্ষিণ কোরিয়া) লিউ তিয়েজুন (চীন)
সিএএফ কফি কোডজিয়া (বেনিন) আবুদু আদেরোদজু (বেনিন সেলস্টিন এনটাগুঙ্গিরা (রোয়ান্ডা)
এসাম আবদ এল ফাতাহ (মিশর) বেশর রাশওয়ান (মিশর) লুলসেগেদ বেগাশো (ইথিওপিয়া)
কনকাকাফ রডলফো সিব্রিয়ান (এল সালভাদর) কার্লোস পাস্ত্রানা (হন্ডুরাস রেইনাল্ডো সালিনাস (হন্ডুরাস)
বেনিটো আর্কুন্ডিয়া (মেক্সিকো) জোসে রামিরেজ (মেক্সিকো) পেড্রো রিবোলার (মেক্সিকো)
কনমেবল হোরাসিও এলিজন্ডো (আর্জেন্টিনা) দারিও গার্সিয়া (আর্জেন্টিনা)
অস্কার রুইজ (কলম্বিয়া) এডুয়ার্ডো বোটেরো (কলম্বিয়া) ফার্নান্দো তামায়ো (ইকুয়েডর)
হোর্হে লারিওন্ডা (উরুগুয়ে) ওয়াল্টার রিয়াল (উরুগুয়ে) পাবলো ফান্ডিনো (উরুগুয়ে)
ওএফসি মার্ক শিল্ড (অস্ট্রেলিয়া) নাথান গিবসন (অস্ট্রেলিয়া) - বেন উইলসন (অস্ট্রেলিয়া)
উয়েফা ক্লজ বো লারসেন (ডেনমার্ক) বিল হ্যানসেন (ডেনমার্ক)
তেরজে গেজ (নরওয়ে) স্টেইনার হলভিক (নরওয়ে) ওলে হারমান বোর্গান (নরওয়ে)
লুইস মেডিনা ক্যান্টালেজো (স্পেনীয়) ভিক্টোরিয়ানো গিরালদেজ কারাস্কো (স্পেনীয়ঃ পেদ্রো মেডিনা হার্নান্দেজ)
ম্যাসিমো বুসাক্কা (সুইজারল্যান্ড) ম্যাথিয়াস আর্নেট (সুইজারল্যান্ড) ফ্রান্সেস বুরাগিনা (সুইজারল্যান্ড)
রিজার্ভ এরিক ব্রামহার (নেদারল্যান্ডস)

গ্রুপ পর্যায়

সম্পাদনা

২৪টি দলকে চারটি দলের ছয়টি গ্রুপে ভাগ করা হয়। ছয়টি গ্রুপ বিজয়ী - ছয়টি দ্বিতীয় স্থান অর্জনকারী এবং চারটি সেরা তৃতীয় স্থান অর্জনকারী নকআউট রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট Group stage result
  নেদারল্যান্ডস (H) +৫ নকআউট পর্যায়ে অগ্রসর
  জাপান −১
  বেনিন −১
  অস্ট্রেলিয়া −৩
উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
(H) স্বাগতিক।

গ্রুপ বি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট Group stage result
  গণচীন +৫ নকআউট পর্যায়ে অগ্রসর
  ইউক্রেন +১
  তুরস্ক
  পানামা −৬

গ্রুপ সি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট Group stage result
  স্পেন ১৩ +১২ নকআউট পর্যায়ে অগ্রসর
  মরক্কো +৪
  চিলি −১
  হন্ডুরাস ১৫ −১৫

গ্রুপ ডি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট Group stage result
  মার্কিন যুক্তরাষ্ট্র +২ নকআউট পর্যায়ে অগ্রসর
  আর্জেন্টিনা +২
  জার্মানি +১
  মিশর −৫

গ্রুপ ই

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট Group stage result
  কলম্বিয়া +৬ নকআউট পর্যায়ে অগ্রসর
  সিরিয়া −১
  ইতালি
  কানাডা −৫

গ্রুপ এফ

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট Group stage result
  ব্রাজিল +৩ নকআউট পর্যায়ে অগ্রসর
  নাইজেরিয়া +২
  দক্ষিণ কোরিয়া −২
   সুইজারল্যান্ড −৩

নকআউট পর্যায়

সম্পাদনা

বন্ধনী

সম্পাদনা
 
১৬ দলের পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
২১ জুন
 
 
  গণচীন
 
২৪ জুন
 
  জার্মানি
 
  জার্মানি
 
২১ জুন
 
  ব্রাজিল aet)
 
  ব্রাজিল
 
২৮ জুন
 
  সিরিয়া
 
  ব্রাজিল
 
২২ জুন
 
  আর্জেন্টিনা
 
  কলম্বিয়া
 
২৫ জুন
 
  আর্জেন্টিনা
 
  আর্জেন্টিনা
 
২২ জুন
 
  স্পেন
 
  স্পেন
 
২ জুলাই
 
  তুরস্ক
 
  আর্জেন্টিনা
 
২১ জুন
 
  নাইজেরিয়া
 
  মরক্কো
 
২৪ জুন
 
  জাপান
 
  মরক্কো (পেনা.)২ (৪)
 
২১ জুন
 
  ইতালি২ (২)
 
  মার্কিন যুক্তরাষ্ট্র
 
২৮ জুন
 
  ইতালি
 
  মরক্কো
 
২২ জুন
 
  নাইজেরিয়াতৃতীয় স্থান
 
  নাইজেরিয়া
 
২৫ জুন২ জুলাই
 
  ইউক্রেন
 
  নাইজেরিয়া (পেনা.)১ (১০)  ব্রাজিল
 
২২ জুন
 
  নেদারল্যান্ডস১ (৯)   মরক্কো
 
  নেদারল্যান্ডস
 
 
  চিলি
 

ফাইনাল

সম্পাদনা
আর্জেন্টিনা  ২–১  নাইজেরিয়া
মেসি   ৪০' (পে.)৭৫' (পে.) প্রতিবেদন ওগবুকে   ৫৩'
গালগেনওয়ার্ড স্তাদিওঁ, ইউট্রেখ্ট‌
দর্শক সংখ্যা: ২৪,৫০০
রেফারি: তেরজে হাউজ (নরওয়ে)

বিজয়ী

সম্পাদনা
 ২০০৫ ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ 
 
আর্জেন্টিনা
পঞ্চম শিরোপা

গোলদাতা

সম্পাদনা
 
সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি
৬ গোল
৫ গোল
৪ গোল
৩ গোল
২ গোল
১ গোল

পুরস্কার

সম্পাদনা
সোনার জুতো গোল্ডেন বল ফিফা ফেয়ার প্লে পুরস্কার
  লিওনেল মেসি   লিওনেল মেসি   কলম্বিয়া

চূড়ান্ত র‌্যাঙ্কিং

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা