ইকুয়েডরীয় ফুটবল ফেডারেশন
ইকুয়েডরীয় ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Ecuatoriana de Fútbol, ইংরেজি: Ecuadorian Football Federation; এছাড়াও সংক্ষেপে এফইএফ নামে পরিচিত) হচ্ছে ইকুয়েডরের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২ বছর পর ১৯২৭ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ইকুয়েডরের রাজধানী কুইতোয় অবস্থিত।
কনমেবল | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯২৫[১] |
সদর দপ্তর | কুইতো, ইকুয়েডর |
ফিফা অধিভুক্তি | ১৯২৬[১] |
কনমেবল অধিভুক্তি | ১৯২৭ |
সভাপতি | ফ্রান্সিস্কো এগাস |
সহ-সভাপতি | হাইমে এস্ত্রাদা |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি ইকুয়েডরের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ইকুয়েডরীয় সেরি আ, ইকুয়েডরীয় সেরি বি, কোপা ইকুয়েডর এবং সুপারকোপা ইকুয়েডরের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইকুয়েডরীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ফ্রান্সিস্কো এগাস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন গুস্তাবো সিলিকোভিচ।
কর্মকর্তা
সম্পাদনা- ১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | ফ্রান্সিস্কো এগাস |
সহ-সভাপতি | হাইমে এস্ত্রাদা |
সাধারণ সম্পাদক | গুস্তাবো সিলিকোভিচ |
কোষাধ্যক্ষ | মারিসোল কোরাল |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | সিন্থিয়া বারাতাও |
প্রযুক্তিগত পরিচালক | ফের্নান্দো বোকা |
ফুটসাল সমন্বয়কারী | দিমাস পালমা |
জাতীয় দলের কোচ (পুরুষ) | |
জাতীয় দলের কোচ (নারী) | এমিলি লিমা |
রেফারি সমন্বয়কারী | মারিও সানচেস |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (স্পেনীয়)
- ফিফা-এ ইকুয়েডরীয় ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ জুলাই ২০১১ তারিখে (ইংরেজি)