১৯৮৯ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
১৯৮৯ সালে বাংলাদেশে ৭৭টি চলচ্চিত্র মুক্তি পায়।[১]
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রসমূহ
সম্পাদনামুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
জুন | ৯ | বেদের মেয়ে জোসনা | তোজাম্মেল হক বকুল | ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, মিঠুন, শওকত আকবর, প্রবীর মিত্র | রোমান্স, লোককাহিনী | বাংলাদেশের সর্বাধিক বাণিজ্যসফল চলচ্চিত্র | [২] |
ব্যাথার দান | কামাল আহমেদ | শাবানা, আলমগীর, দিলারা | সামাজিক, রোমান্স | ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
রাঙা ভাবী | মতিন রহমান | শাবানা, আলমগীর, নূতন | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
সত্য মিথ্যা | এ জে মিন্টু | আলমগীর, শাবানা, নূতন, গোলাম মোস্তফা, রাজিব | সামাজিক | কলকাতায় একই পরিচালকের চলচ্চিত্রটির পুনঃনির্মাণ নির্মিত হয় ৫টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
[৩] | ||
ক্ষতিপূরণ | মালেক আফসারি | আলমগীর, রোজিনা, দিলারা, আহমেদ শরীফ | সামাজিক, অ্যাকশন | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
বিরহ ব্যাথা | চাষী নজরুল ইসলাম | রাজ্জাক, ববিতা, চম্পা, সোহেল চৌধুরী, এটিএম শামসুজ্জামান, আনোয়ারা | সামাজিক | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিষবৃক্ষ উপন্যাস অবলম্বনে নির্মিত ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
|||
বীরঙ্গনা সখিনা | মতিন রহমান | উজ্জ্বল, ববিতা, দিতি | লোককাহিনী | ময়মনসিংহের বিখ্যাত লোককাহিনী অবলম্বনে নির্মিত | |||
জীনের বাদশা | রাজ্জাক | বাপ্পারাজ, রঞ্জিতা, খলিল, এটিএম শামসুজ্জামান | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
এক্সিডেন্ট | জামসেদুর রহমান | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | ||||
চেতনা | ছটকু আহমেদ | অমিত হাসান, অরুণা বিশ্বাস | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
ভাইজান | রায়হান মুজিব | শাবানা, জসিম, অঞ্জনা রহমান | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
বোনের মত বোন | দারাশিকো | ইলিয়াস কাঞ্চন, সুনেত্রা, মিস্টি | সামাজিক | ||||
আইন আদালত | কাজী হায়াৎ | সামাজিক | |||||
নবাব সিরাজউদদৌলা | প্রদীপ দে | প্রবীর মিত্র, বুলবুল আহমেদ, ইনাম আহমেদ | ইতিহাস, যুদ্ধ | ||||
বজ্রমুষ্টি | শহীদুল ইসলাম খোকন | সোহেল রানা, সুচরিতা, রুবেল | অ্যাকশন |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "History of Bangladeshi Film [বাংলা চলচ্চিত্রের ইতিহাস]"। চলচ্চিত্র.কম। ৫ অক্টোবর ২০০৭। ১৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- ↑ "বেদের মেয়ে জোসনার সিলভার জুবলীতে অভিনন্দন"। ঢালিউড.ইনফো। জুন ২০১৪। ১৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- ↑ রাশেদ শাওন (অক্টোবর ২৪, ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।