সূরা মারইয়াম
কুরআন শরীফের ১৯তম সূরা
(সুরা মরিয়ম থেকে পুনর্নির্দেশিত)
সূরা মারইয়াম (আরবি ভাষায়: سورة مريم) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১৯ নম্বর সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৯৮ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৬। সূরা মারইয়াম মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির প্রথমে হযরত জাকারিয়া এর প্রার্থনার কথা, পরে বিবি মরিয়ম এবং পুত্র হযরত ঈসা-এর সম্পর্কে বলা হয়েছে।
![]() | |
শ্রেণী | মাক্কী সূরা |
---|---|
নামের অর্থ | বিবি মরিয়ম (নবী ঈসা-এর মাতা) |
পরিসংখ্যান | |
সূরার ক্রম | ১৯ |
আয়াতের সংখ্যা | ৯৮ |
পারার ক্রম | ১৬ |
রুকুর সংখ্যা | ৬ |
সিজদাহ্র সংখ্যা | ১ (৫৮ নং আয়াতে) |
শব্দের সংখ্যা | ৯৭২ |
অক্ষরের সংখ্যা | ৩৮৩৫ |
← পূর্ববর্তী সূরা | সূরা আল-কাহফ |
পরবর্তী সূরা → | সূরা ত্বোয়া-হা |
আরবি পাঠ্য · বাংলা অনুবাদ |
নামকরণসম্পাদনা
এই সূরাটির ষোড়শ আয়াতের وَاذْكُرْفِيالْكِتَابِمَرْيَمَ বাক্যাংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থ্যাৎ এটি সেই সূরা যাতে بِمَرْيَمَ শব্দটি আছে।[১]
নাযিল হওয়ার সময় ও স্থানসম্পাদনা
মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের প্রাক্কালে এই সূরাটি নাযিল হয় [২]।
বিষয়বস্তুর বিবরণসম্পাদনা
হাদিস অনুসারেসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "সূরার নামকরণ"। www.banglatafheem.com। তাফহীমুল কোরআন, ২০ অক্টোবর ২০১০। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ সূরা মরিয়ম
বহিঃসংযোগসম্পাদনা
- ডিজিটাল 'আল কোরআন' - ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ।
- কোরআন শরীফ.অর্গ।
ইংরেজি ভাষার উইকিসংকলনে এই নিবন্ধ বা অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক রচনা রয়েছে: |