সাতবাড়িয়া ইউনিয়ন, নাঙ্গলকোট

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন

সাতবাড়িয়া বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন

সাতবাড়িয়া
ইউনিয়ন
১৬নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ
সাতবাড়িয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সাতবাড়িয়া
সাতবাড়িয়া
সাতবাড়িয়া বাংলাদেশ-এ অবস্থিত
সাতবাড়িয়া
সাতবাড়িয়া
বাংলাদেশে সাতবাড়িয়া ইউনিয়ন, নাঙ্গলকোটের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩′৪৩″ উত্তর ৯১°১৬′১৮″ পূর্ব / ২৩.০৬১৯৪° উত্তর ৯১.২৭১৬৭° পূর্ব / 23.06194; 91.27167 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলানাঙ্গলকোট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৮৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

জনসংখ্যা সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

সাতবাড়ীয়া জায়গাটি মোগল আমল থেকেই একটি জনপ্রিয় এলাকা ছিলো। এটি ব্রিটিশ শাসনের সময় হোমনাবাদ পরগণার অন্তর্ভুক্ত ছিলো। এই অঞ্চলে শাসন ব্যবস্থার সুবাদে অনেক ইংরেজ উর্ধতন কর্মকর্তাদের যাতায়াত গঠেছিলো। এটি চৌদ্দগ্রাম থানার অন্তর্ভুক্ত ছিলো যেটি প্রশাসনিক ভাবে ১৬ নং সাতবাড়ীয়া ছিলো৷ সাতবাড়ীয়া ইউনিয়ন বোর্ড সর্বপ্রথম ১৯৯৯ সালে বর্তমান সাতবাড়ীয়া ও বক্সগঞ্জ ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছিলো। তখন ইউনিয়ন বোর্ড এর সর্বোচ্চ পদমর্যাদা ছিলো প্রেসিডেন্ট (বর্তমান চেয়ারম্যান সমমর্যাদা)। এই ইউনিয়ন বোর্ডের প্রথম প্রেসিডেন্ট ছিলেন অষ্টগ্রাম মানিকগংগা ভূঁইয়া বাড়ীর তৎকালীন তালুকদার জনাব মনোহর আলী ভূঁইয়া (চৌধুরী মিঞা)। তিনি ৩ বছর মেয়াদে টানা ৩ বার অর্থাৎ দীর্ঘ ১২ বছর এই দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বারো ভূঁইয়া উপ বংশের সদস্য এবং বক্সগঞ্জ যার নামে নামকরণ করা হয় সেই বিখ্যাত ব্যক্তিত্ব জায়গীরদার বক্স আলী ভূঁইয়ার বংশধর। যুগে যুগে এই সাতবাড়ীয়ায় জন্ম নিয়েছে অনেক জ্ঞানী গুনিজন। মহান মুক্তিযুদ্ধের সময় সাতবাড়ীয়ার ভূমিকা ছিলো অবিস্মরণীয়। বীরপ্রতীক মরহুম মেজর এনামুল হক সাহেব(টাইগার) ছিলেন মুক্তিযোদ্ধাদের মাঝে অন্যতম। যুগের পরিক্রমায় ঐতিহাসিক সাতবাড়ীয়া এখনো সমাজের বিভিন্ন স্তরে তার অবদানের সাক্ষর রেখে চলেছেন।

অবস্থান ও সীমানা সম্পাদনা

নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ-পূর্বাংশে সাতবাড়িয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে ঢালুয়া ইউনিয়ন, পশ্চিমে বক্সগঞ্জ ইউনিয়ন, দক্ষিণে বক্সগঞ্জ ইউনিয়নফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন এবং পূর্বে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নগুণবতী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

সাতবাড়িয়া ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ১৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • সাতবাড়িয়া
  • তপোবন
  • নাইয়ারা
  • শাজাহানপুর

পূর্বে আকদিয়া এই ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে এটিকে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়। তাছাড়াও স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বর্তমান বক্সগঞ্জ ইউনিয়ন এই সাতবাড়ীয়ার অংশবিশেষ ছিলো। স্বাধীনতা পরবর্তী সময়ে বক্সগঞ্জ একটি স্বাধীন ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করলে এই সাতবাড়ীয়া বর্তমান ভৌগোলিক স্থানের মালিক হয়।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

  • সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়
  • উত্তর সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাইয়ারা প্রাথমিক বিদ্যালয়
  • হলি চাইল্ড কিন্টারগার্ডেন স্কুল
  • মনিং সাইন কিন্টারগার্ডেন স্কুল
  • সাতবাড়িয়া উত্তরপাড়া আল হানিফ আশরাফুল উলুুম মাদরাসা
  • তপোবন নুর জাহান হাসেম রেজিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

খাল ও নদী সম্পাদনা

নদী- ডাকাতিয়া নদীর পাশে অবস্থিত

হাট-বাজার সম্পাদনা

  • বাজার স্থান - সাতবাড়িয়া মেইন রোড
  • বাজার দিন - শনিবার ও বুধবার

দর্শনীয় স্থান সম্পাদনা

নেই পর্যটন এর জন্য সাতবাড়িয়া ও অস্ট্রগ্রাম এর মাঝামাঝি সেতু।

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: কাজী ইয়াছিন

আরও দেখুন সম্পাদনা

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা