আলকরা ইউনিয়ন

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন

আলকরা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন

আলকরা
ইউনিয়ন
১৪নং আলকরা ইউনিয়ন পরিষদ
আলকরা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
আলকরা
আলকরা
আলকরা বাংলাদেশ-এ অবস্থিত
আলকরা
আলকরা
বাংলাদেশে আলকরা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪′২০″ উত্তর ৯১°১৯′২২″ পূর্ব / ২৩.০৭২২২° উত্তর ৯১.৩২২৭৮° পূর্ব / 23.07222; 91.32278 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাচৌদ্দগ্রাম উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৯.৬৪ বর্গকিমি (৭.৫৮ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৫,১৮৬
 • জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৮৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

আলকরা ইউনিয়নের আয়তন ১৯.৬৪ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা সম্পাদনা

আলকরা ইউনিয়নের জনসংখ্যা ৩৫,১৮৬ জন। এর মধ্যে পুরুষ ১৬,৪৭৯ জন এবং মহিলা ১৮,৭০৭ জন।

অবস্থান ও সীমানা সম্পাদনা

চৌদ্দগ্রাম উপজেলার সর্ব-দক্ষিণে আলকরা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে জগন্নাথদীঘি ইউনিয়নগুণবতী ইউনিয়ন; পশ্চিমে গুণবতী ইউনিয়ননাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন; দক্ষিণে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নধর্মপুর ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

আলকরা ইউনিয়ন চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চৌদ্দগ্রাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • পদুয়া
  • লাটিমী
  • আলকরা
  • পূর্ব ডেকরা
  • পশ্চিম ডেকরা
  • বুড়নকরা
  • ভাজনকরা
  • আশফালিয়া
  • বাকগ্রাম
  • বান্দেরজলা
  • ছিনাইমুড়ি
  • দামারপাড়া
  • দত্তসা
  • ধোপাখিলা
  • পোটকরা
  • গোলাইকরা
  • উত্তর কাইচ্ছুটি
  • মধ্যম কাইচ্ছুটি
  • দক্ষিণ কাইচ্চুটি
  • কেন্দুয়া
  • কুলাশার
  • মনিপুর
  • লক্ষীপুর
  • জঙ্গলপুর
  • কুঞ্জশ্রীপুর
  • নারায়ণকুরি
  • সাতচর
  • সাহেবনগর
  • শিলরী
  • সোনাইচা

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

আলকরা ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫%। এ ইউনিয়নে ১টি মহিলা কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানঃ

★ কলেজঃ
  • আকছিরে জাহান চৌধুরী মহিলা কলেজ।
★ উচ্চ বিদ্যালযঃ
  • আলকরা হাফিজুল ইসলাম চৌধুরী উচ্চ বিদ্যালয।
  • ধোপাখিলা উচ্চ বিদ্যালয়।
  • পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়।
  • বাকগ্রাম কাজী আহমদ আলী উচ্চ বিদ্যালয়।
  • লক্ষীপুর উচ্চ বিদ্যালয়।
★ মাদ্রাসাঃ
  • কাইচ্ছুটি মিসবাহুল উলুম নুরানী মাদ্রাসা।
  • উত্তর লাটিমি মাদ্রসায়ে সালমান ফারসি (রাঃ)।
  • ঘিনগাজি ইসলামীয়া মাদ্রাসা।
  • দক্ষিন কাইচ্ছুটি মাঈনুল উলুম মাদ্রাসা ও হিফজখানা।
  • কুলাসার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা।
  • কেন্দুয়া রাণীর বাজার তা'লিমুল কুরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা।
  • দারুস সালাম মহিলা দাখিল মাদ্রাসা।
  • পদুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা।
  • পশ্চিম শিলরী লতিফিয়া কমপ্লেক্স মহিলা দাখিল মাদ্রাসা।
  • বাকগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
  • শিলরী হোছাইনিয়া দাখিল মাদ্রাসা।
  • পদ্ম পুকুর ফার্ড মহিলা মাদ্রাসা।
  • দত্তসার রহমানিয়া মাদ্রাসা।
  • পশ্চিম ডেকরা দাখিল মাদ্রাসা।
  • ভাজনকরা কারণদীঘির পাড় দারুল উলুম মাদ্রাসা।
★ প্রাথমিক বিদ্যালয়ঃ
  • কাইচ্ছুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • উত্তর লাটিমী রফিক ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কিশলয় ধোপাখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কুঞ্জশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • দক্ষিণ লাটিমী কাজী রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • ভাজনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পোটকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • বান্দের জলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

সড়কপথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথা অথবা পদুয়া রাস্তার মাথা হয়ে আলকরা ইউনিয়নে যোগাযোগ করা যায়। এছাড়া গুণবতী রেলস্টেশন হয়ে রেলপথেও এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।

খাল ও নদী সম্পাদনা

আলকরা ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে ছোট ফেনী নদী

হাট-বাজার সম্পাদনা

আলকরা ইউনিয়নে ৫টি হাট-বাজার রয়েছে।যেমনঃ

  • আলকরা বাজার
  • কেন্দুয়া রাণীর বাজার
  • পদুয়া বাজার
  • ঘিনাগাজি বাজার
  • লক্ষ্মীপুর বাজার
  • নোয়াজ্জা দৈনিক বাজার
  • মোল্লার গাটা বাজার

জনপ্রতিনিধি সম্পাদনা

• বর্তমান চেয়ারম্যানঃমাইনুউদ্দিন ভুঁইয়া

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা