গুণবতী ইউনিয়ন

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন

গুণবতী উচ্চারণ বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন

গুণবতী
ইউনিয়ন
১২নং গুণবতী ইউনিয়ন পরিষদ
গুণবতী ইউনিয়ন পরিষদ ভবন
গুণবতী ইউনিয়ন পরিষদ ভবন
গুণবতী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
গুণবতী
গুণবতী
গুণবতী বাংলাদেশ-এ অবস্থিত
গুণবতী
গুণবতী
বাংলাদেশে গুণবতী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫′৩০″ উত্তর ৯১°১৮′৩০″ পূর্ব / ২৩.০৯১৬৭° উত্তর ৯১.৩০৮৩৩° পূর্ব / 23.09167; 91.30833 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাচৌদ্দগ্রাম উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২০.৪০ বর্গকিমি (৭.৮৮ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৬,৭৯০
 • জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৮৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

গুণবতী ইউনিয়নের আয়তন ২০.৪০ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

গুণবতী ইউনিয়নের জনসংখ্যা ৩৬,৭৯০ জন।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণাংশে গুণবতী ইউনিয়নের অবস্থান। কুমিল্লা জেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে জগন্নাথদীঘি ইউনিয়ন, পূর্বে আলকরা ইউনিয়ন, দক্ষিণে নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন এবং পশ্চিমে নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নঢালুয়া ইউনিয়ন অবস্থিত।

নামকরণ

সম্পাদনা

ত্রিপুরার মহারাজা গোবিন্দ মাণিক্যের স্ত্রী গুণবতী এর নামানুসারে এ এলাকার নামকরণ করা হয়।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

গুণবতী ইউনিয়ন চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চৌদ্দগ্রাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ এর অংশ। এটি ৩২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ড এবং ২৯ টি গ্রাম রয়েছে। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

১নং ওয়ার্ড

  • রামপুর
  • বিষ্ণুপুর
  • সুবর্ণপুর
  • গজারিয়া

২নং ওয়ার্ড

  • সুরিকরা
  • ঝিকড্ডা
  • আখিরতলা
  • ময়ূরপুর

৩নং ওয়ার্ড

  • পরিকোট
  • ফুলের নাওড়ী
  • বড় খাইয়াজলা
  • ছোট খইয়াজলা

৪নং ওয়ার্ড

  • গদানগর
  • রাজবল্লভপুর (খানজাহাননগর)

৫নং ওয়ার্ড

  • চাঁপাচৌ
  • কর্তাম
  • গুনবতী বাজার

৬নং ওয়ার্ড

  • দশবাহা
  • নারায়ণপুর
  • উত্তর পিরিজকরা

৭নং ওয়ার্ড

  • দক্ষিণ শ্রীপুর
  • দক্ষিণ পিরিজকরা (রামগড়)
  • আকদিয়া

৮নং ওয়ার্ড

  • চাপালিয়াপাড়া
  • বুধড়া
  • কৈতরা

৯নং ওয়ার্ড

  • গুনবতী
  • খাটরা
  • বাগেরঠাম

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

গুণবতী ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি দাখিল মাদ্রাসা ও ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
 
গুণবতী ডিগ্রী কলেজের নতুন প্রশাসনিক ভবন
 
গুণবতী ডিগ্রী কলেজের শহীদ মিনার
কলেজ
মাদ্রাসা
 
সুরিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা
 
গুণবতী রেলস্টেশন
 
গুণবতী রেলস্টেশন ফুটওভার ব্রিজ

গুণবতী ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিকটে হওয়ায় দেশের যে কোন অঞ্চল থেকে সহজে যাতায়াত করা যায়।

রেলযোগেও এ ইউনিয়নে যোগাযোগ করা যায়। সেক্ষেত্রে এ ইউনিয়নের গুণবতী রেলস্টেশনে নামতে হবে।

এছাড়া বর্ষাকালে নৌপথেও এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।

অর্থনীতি

সম্পাদনা
মূল ব্যাংক (শাখা)
  1. জনতা ব্যাংক পিএলসি,[]
  2. শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি,[]
  3. গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি[],
  4. সাউথইস্ট ব্যাংক পিএলসি[],
  5. পূবালী ব্যাংক পিএলসি[],
  6. ঢাকা ব্যাংক পিএলসি
  7. এনআরবিসি ব্যাংক পিএলসি
এজেন্ট ব্যাংক
  1. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (এজেন্ট)
  2. ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি (এজেন্ট)
এনজিও

খাল ও নদী

সম্পাদনা

গুণবতী ইউনিয়ন ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত।

হাট-বাজার

সম্পাদনা

গুণবতী ইউনিয়নের প্রধান হাট-বাজার হল গুণবতী বাজার ও কালিয়াতল বাজার।

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • অলিমান দেওয়ান শাহ্ এর মাজার।
  • আকদিয়া নতুন ব্রীজ
  • শতাব্দী প্রাচীন তুলাগাছ
  • আরবীণা সেন্টার, খাটরা
  • গুণবতী নৌকা ঘাট
  • গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ,
  • গুণবতী রেলস্টেশন
  • ডাকাতিয়া নদী
  • দশবাহা কেন্দ্রীয় জামে মসজিদের সুউচ্চ মিনার
  • পরিকোট রেলওয়ে ব্রীজ
  • ঐতিহ্যবাহী রাজবল্লভপুর সানদিশকরা দিঘি
  • দক্ষিন শ্রীপুর পাক দরবার শরীফ (কাশানায়ে কাদেরীয়া কমপেক্স)

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মোস্তফা কামাল মোস্তফা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জনতা ব্যাংক"। www.janatabank-bd.com। ১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "যায় যায় দিন"। jjdin.com। 
  3. "NRB Global Bank Limited"। www.nrbglobalbank.com। ১০ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Southeast Bank Limited"। www.southeastbank.com.bd। ২১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "Pubali Bank Limited"। www.pubalibangla.com। ২৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

সম্পাদনা