পূবালী ব্যাংক পিএলসি

বাংলাদেশের ব্যাংক

পূবালী ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। শাখা ও কর্মকাণ্ডের বিচারে, সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর পরেই এটি বাংলাদেশের বৃহত্তম ব্যাংক। ব্যাংকটি সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে 'বাংলাদেশ বিজনেস এওয়ার্ড-২০০৯' পদক অর্জন করেছে।[১]

পূবালী ব্যাংক পিএলসি
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
শিল্পব্যাংকিং, আর্থিক পরিষেবা
প্রতিষ্ঠাকাল১৯৫৯
সদরদপ্তর২৬, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
মনজুরুর রহমান (চেয়ারম্যান)
শফিউল আলম খান চৌধুরী (ব্যবস্থাপনা পরিচালক)
পণ্যসমূহযৌথ ব্যাংকিং
ফাইন্যান্স ও বীমা
কনসুমার ব্যাংকিং
ইনভেস্টমেন্ট ব্যাংকিং
বিনিয়োগ ব্যবস্থাপন
বৃদ্ধি ৩,২৩৩.০৯ কোটি ২০১১
কর্মীসংখ্যা
৬,২১৯
ওয়েবসাইটhttps://www.pubalibankbd.com

ইতিহাস সম্পাদনা

ব্যাংকটি পূর্ব পাকিস্তানের কয়েকজন বাঙালি উদ্যোক্তার উৎসাহে ১৯৫৯ সালে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে এটি পূবালী ব্যাংক নামে সরকারিকরণ করা হয় এবং পুনরায় ১৯৮৩ সালে এটিকে বেসরকারিকরণ করা হয় ও নামকরণ করা হয় পূবালী ব্যাংক লিমিটেড

ব্যাংকটি ২০০৭ সালে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের সাথে ১০০ মিলিয়ন টাকার ঋণ চুক্তি স্বাক্ষর করে। [২]

২০০৯ সালে পূবালী ব্যাংকের রিজার্ভ ছিল প্রায় ৮৮.৮৯ বিলিয়ন টাকা। ব্যাংকটির নন-পারফর্মিং লোন ২০০৪ সালে ১৮.৪০ শতাংশ থেকে কমে ২.৯৬ শতাংশে দাঁড়ায়।[৩]

কার্যক্রম সম্পাদনা

ব্যাংকটি বর্তমানে যেসব কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে রয়েছে:

  • বাণিজ্যিক ব্যাংকিং
  • ইসলামী ব্যাংকিং
  • এসএমই ব্যাংকিং
  • কার্ড পরিসেবা (ডেবিট)
  • ভোক্তা ঋণ
  • এটিএম পরিষেবা (অন্যান্য ব্যাংকের সাথে সংযুক্ত)

শাখা সম্পাদনা

ব্যাংকটির বর্তমানে (২০২২) শাখার সংখ্যা ৪৯৮ টি।[৪]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০১৬-০৩-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১২-২১ 
  2. "Pubali Bank, Uttara Finance ink Tk10cr term loan agreement"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৭-০৯-২৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৭ 
  3. Rahman, Sajjadur (২০১০-০২-১০)। "Pubali Bank to expand horizon"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৭ 
  4. পূবালী ব্যাংক ওয়েব সাইট

বহিঃসংযোগ সম্পাদনা