বক্সগঞ্জ ইউনিয়ন
এই নিবন্ধে অপর্যাপ্ত তথ্য রয়েছে অনেকেই নিবন্ধটির বিষয়বস্তু সম্পর্কে অপরিচিত।(আগস্ট ২০২৩) |
বক্সগঞ্জ বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন।
বক্সগঞ্জ | |
---|---|
ইউনিয়ন | |
১৫নং বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বক্সগঞ্জ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৭′১০″ উত্তর ৯১°১৪′১৪″ পূর্ব / ২৩.১১৯৪৪° উত্তর ৯১.২৩৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | নাঙ্গলকোট উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আব্দুর রশিদ ভূঁইয়া |
আয়তন | |
• মোট | ১৩.৫ বর্গকিমি (৫.২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৩,০৩০ |
• জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৯.২০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮৩ |
ওয়েবসাইট | boxgonjup |
বক্সগঞ্জ থান্ডার স্পোর্টিং ক্লাব
ইতিহাস
সম্পাদনাবক্সগঞ্জ ইউনিয়নটি ইতিপূর্বে সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের অংশ ছিলো। বক্সগঞ্জ নামটি বারো ভুঁইয়ার বংশধর তৎকালীন জায়গীরদার, বক্স আলী ভূঁইয়ার নামানুসারে গড়ে উঠে। এই বক্সগঞ্জ ছিলো একসময় হোমনাবাদ পরগণার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। পরবর্তীতে এটি সাতবাড়ীয়া ইউনিয়ন বোর্ডের অন্তর্ভুক্ত ছিলো স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত। তৎকালীন সময়ে সাতবাড়ীয়া (১৬ নং) ছিলো চৌদ্দগ্রাম থানার অধীনস্থ। এই ইউনিয়ন বোর্ড ১৯১৯ সালে গঠিত হয়। প্রথম প্রেসিডেন্ট ছিলেন অষ্টগ্রাম মানিগংগা নিবাসী তৎকালীন তালুকদার মনোহর আলী ভূঁইয়া যিনি চৌধরী মিঞা নামে পরিচিত ছিলেন। তারপর মোবারক উল্ল্যাহ ভূঁইয়া, আতু মিয়া মাষ্টার, মফিজুর রহমান সাহেব, ছিদ্দিক মজুমদার এই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বক্সগঞ্জ ইউনিয়ন সাতবাড়ীয়া থেকে আলাদা হয়ে একটি স্বাধীন ইউনিয়ন হিসেবে আত্ম প্রকাশ করে। যার প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নজির আহমেদ ভূঁইয়া।
নামকরণ
সম্পাদনাএই ইউনিয়নটি বিখ্যাত জায়গীরদার, বারো ভূঁইয়ার উপ বংশের সদস্য জায়গীরদার বক্স আলী ভূঁইয়ার নামানুসারে গঠিত হয় বক্সগঞ্জ বাজারের নামানুসারে যা আনুমানিক ১৭৫০ সালে গঠিত হয়।
অবস্থান ও সীমানা
সম্পাদনানাঙ্গলকোট উপজেলার দক্ষিণ-পূর্বাংশে বক্সগঞ্জ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে সাতবাড়িয়া ইউনিয়ন, উত্তরে ঢালুয়া ইউনিয়ন, পশ্চিমে দৌলখাঁড় ইউনিয়ন এবং দক্ষিণে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়ন ও ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবক্সগঞ্জ ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- কোকালী
- মদনপুর
- শুভপুর
- আজিয়ারা
- বাগরা
- আলিয়ারা
- বাকিহাটি
- গণ্ডাপুর
- বড়কালী
- মলংচর
- চনুয়া
- তেতৈয়া
- বোড়রা
- বানাবাড়িয়া
- অষ্টগ্রাম(৮ টি পাড়া নিয়ে গঠিত গ্রাম)
- কাকিরপাড়
- চান্দপুর
- বাসডাঙ্গা
- কদমতলী
- টেঙ্গার পাড়
- মানিকগঙ্গা ( বক্সগঞ্জ যার নামানুসারে প্রতিষ্ঠিত সেই বিখ্যাত ব্যক্তিত্ব, জায়গীরদার বক্স আলী ভূঁইয়ার গ্রাম)
- বক্সগঞ্জ
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারী অনুসারে বক্সগঞ্জ ইউনিয়নের জনসংখ্যা ২৩,০৩০ জন।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাবক্সগঞ্জ ইউনিয়নের সাক্ষরতার হার ৩৯.২০%। এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকলেজ
- বক্সগঞ্জ মডেল কলেজ।
- মাদ্রাসা
- বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা
- শুভপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
- স্কলার্স মাধ্যমিক বিদ্যালয়
- অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়
- [[আজিয়ারা উচ্চ বিদ্যালয়
- বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়
- বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড়কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বানাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাএই এলাকার বেশিরভাগ সড়কই পাকা। গণপরিবহন - সিএনজি, অটো রিকশা, রিকশা।
খাল ও নদী
সম্পাদনাএই ইউনিয়নের বুক চিরে প্রবাহমান ডাকাতিয়া নদীর শাখা।
হাট-বাজার
সম্পাদনাবক্সগঞ্জ ইউনিয়নের প্রধান ৪টি হাট-বাজার রয়েছে।
- ১: বক্সগঞ্জ বাজার।
- ২: অষ্টগ্রাম মিয়ার বাজার।
- ৩: আজিয়ারা বাজার।
- ৪: শুভপুর বাজার।
দর্শনীয় স্থান
সম্পাদনা- বক্সগঞ্জ বাজার কাদের রহম ভূঁইয়া কেন্দ্রীয় জামে মসজিদ। প্রতিষ্ঠাকাল ১৭৯০ সাল। প্রতিষ্ঠাতাঃ তালুকদার কাদের রহম ভূঁইয়া।
- বক্সগঞ্জ বাজার (এটি বারো ভূঁইয়ার উপ বংশের সদস্য জায়গীরদার বক্স আলী ভূঁইয়ার নামানুসারে ১৭৫০ সালে গঠিত হয়)
তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো ২৩ জুন ২০১৩ সালের ইতিহাস ও ঐতিহ্য পাতা থেকে সংগ্রহীত।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: আব্দুর রশিদ ভূঁইয়া
বর্তমান ইউনিয়ন সদস্য:৭নং ওয়ার্ড : Saker Hossain Miajee
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |