মূলগ্রাম ইউনিয়ন, কসবা
মূলগ্রাম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন। ২০১৭ সালে মূলগ্রাম ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়।[১]
মূলগ্রাম | |
---|---|
ইউনিয়ন | |
১নং মূলগ্রাম ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মূলগ্রাম ইউনিয়ন, কসবার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৭′৫৯″ উত্তর ৯১°৫′৪০″ পূর্ব / ২৩.৭৯৯৭২° উত্তর ৯১.০৯৪৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | কসবা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনামূলগ্রাম ইউনিয়নের আয়তন ৫,২০৫ একর (২১.০৬ বর্গ কিলোমিটার)।[২]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মূলগ্রাম ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১,৯৪৩ জন। এর মধ্যে পুরুষ ১৪,৬২৯ জন এবং মহিলা ১৭,৩১৪ জন। মোট পরিবার ৫,৯৯৫টি।[২] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৫১৬ জন।[৩]
ইতিহাস
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনাকসবা উপজেলার সর্ব-উত্তরে মূলগ্রাম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে বাদৈর ইউনিয়ন ও মেহারী ইউনিয়ন; পশ্চিমে নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন, উত্তরে নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন, তিতাস নদী ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন; উত্তর-পূর্বে তিতাস নদী ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন এবং পূর্বে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনামূলগ্রাম ইউনিয়ন কসবা উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মূলগ্রাম ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৪%।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাচারগাছ নুরুল ইসলাম ভূঁইয়া ডিগ্রি কলেজ(১৯৭৩), চারগাছ নুরুল ইসলাম ভূঁইয়া উচ্চ বিদ্যালয়(১৯৪৪), চারগাছ আফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়(১৯৯১), মূলগ্রাম উচ্চ বিদ্যালয়(১৯৭৪), রাইতলা লাল মিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়(১৯৭১), শ্যামবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা(১৯৯৭) মূলগ্রাম আলহাজ্ব আব্দুল মজিদ ভূঞা- মোঃ তাহের উদ্দীন ভূঞা কারিগরি দাখিল মাদ্রাসা(২০০৭)
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাখাল ও নদী
সম্পাদনাঅদের খাল (চারগাছ বাজারের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহমান)।
হাট-বাজার
সম্পাদনাচারগাছ বাজার, মূলগ্রাম বাজার(পুরাতন নামঃ কেরানীর বাজার)
দর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিশেষ অর্জন - কসবা উপজেলা"। kasba.brahmanbaria.gov.bd। ২০২১-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৪।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |