ধরখার ইউনিয়ন
ধরখার বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন।
ধরখার | |
---|---|
ইউনিয়ন | |
২নং ধরখার ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ধরখার ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫০′৫″ উত্তর ৯১°৯′১৮″ পূর্ব / ২৩.৮৩৪৭২° উত্তর ৯১.১৫৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | আখাউড়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মো. সফিকুল ইসলাম |
আয়তন | |
• মোট | ৩৩.১২ বর্গকিমি (১২.৭৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৪,২২১ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫০.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৫০ |
আয়তন
সম্পাদনাধরখাড় ইউনিয়নের আয়তন ৮,১৮৩ একর (৩৩.১২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধরখার ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৪,২২১ জন। এর মধ্যে পুরুষ ১৬,২৮৮ জন এবং মহিলা ১৭,৯৩৩ জন। মোট পরিবার ৬,০৭৮টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,০৩৩ জন।[২]
ইতিহাস
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনাআখাউড়া উপজেলার সর্ব-পশ্চিমে ধরখার ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মোগড়া ইউনিয়ন ও মনিয়ন্দ ইউনিয়ন, দক্ষিণে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন ও বাদৈর ইউনিয়ন, পশ্চিমে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন এবং উত্তরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাধরখাড় ইউনিয়ন আখাউড়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আখাউড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
- ছতুরা শরীফ
- তন্তর
- ভাটামাথা
- চাঁন্দপুর
- রাণীখার
- ঘোলখার
- রুডি
- নোয়াপাড়া
- মধুপুর
- নূরপুর
- তোলাতালা
- ইদিলপুর
- আদিলপুর
- ঝিঘুটিয়া
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধরখার ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৫%।[১] এ ইউনিয়নে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, ৫টি উচ্চ বিদ্যালয় রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদী বিধৌত আখাউড়া উপজেলা সদর হইতে প্রায় ৮/১০ কি.মি. দূরে আখাউড়া ধরখার ইউনিয়ন অবস্থিত। আখাউড়া উপজেলা সদর হইতে এই ইউনিয়নের অভ্যন্তরে যাতায়াতের মাধ্যম হচ্ছে সড়কপথ ও নৌপথ।
খাল ও নদী
সম্পাদনাধরখার ইউনিয়নে অনেক নদী, খাল ও বিল রয়েছে। এ ইউনিয়েনের উত্তর দিকে প্রবাহিত তিতাস নদী। পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়েছে বিজনী নদী।
হাট-বাজার
সম্পাদনাধরখার ইউনিয়নে ৭টি হাটবাজার রয়েছে।[৪]
- উল্লেখযোগ্য হাটবাজার
- তন্তর চক বাজার
- তন্তর গরুর বাজার
- ঘোলখার গরুর বাজার
- ঘোলখার চক বাজার
- চান্দপুর চক বাজার
- রানীখার সড়ক বাজার
- রুটি চক বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনা- ছতুরা মাজার শরীফ
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- প্রফেসর আব্দুল খালেক (রহ) – কুদওয়াতুছ ছালেকীন, জুবদাতুল আরেফিন,কুতুবুল ইরশাদ।
- মোহাম্মদ জাহাঙ্গীর ওসমান – বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সাংসদ।
- শহিদুল হক ভূঁইয়া - বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- এড. এ,কে,এম এমদাদুল বারী— বীর মুক্তিযোদ্ধা,ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সাংসদ সদস্য।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মো. সফিকুল ইসলাম
- চেয়ারম্যানগণের তালিকা[৫]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মাহাবুব আলম চৌধুরী | |
০২ | হুমায়ুন আহাম্মদ | |
০৩ | শেখ সিরাজুল ইসলাম | |
৪ | আলী হোসেন ভুইয়া | |
৫ | সাহেদ মিয়া | ভারপ্রাপ্ত |
৬ | শফিকুল ইসলাম | |
৭ | বাছির মো : আরিফুল হক | |
৮ | মো. সফিকুল ইসলাম | ২০২১-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "গ্রামসমূহের তালিকা - ধরখার ইউনিয়ন"। dharkharup.brahmanbaria.gov.bd।
- ↑ "হাট-বাজারের-তালিকা - ধরখার ইউনিয়ন"। dharkharup.brahmanbaria.gov.bd।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যান বৃন্দ - ধরখার ইউনিয়ন"। dharkharup.brahmanbaria.gov.bd।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |