সুলতানপুর ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া সদর
সুলতানপুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি ইউনিয়ন।
সুলতানপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে সুলতানপুর ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫২′৫৯″ উত্তর ৯১°৭′৫২″ পূর্ব / ২৩.৮৮৩০৬° উত্তর ৯১.১৩১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ২৯.৭০ বর্গকিমি (১১.৪৭ বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪০০ |
আয়তন
সম্পাদনাসুলতানপুর ইউনিয়নের আয়তন ৭,৩৩৬ একর (২৯.৬৯ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুলতানপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩২,১৭০ জন। এর মধ্যে পুরুষ ১৬,০১২ জন এবং মহিলা ১৬,১৫৮ জন। মোট পরিবার ৫,৬৫৯টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,০৮৪ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে সুলতানপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে বাসুদেব ইউনিয়ন ও মাছিহাতা ইউনিয়ন; উত্তরে মাছিহাতা ইউনিয়ন ও রামরাইল ইউনিয়ন; পশ্চিমে রামরাইল ইউনিয়ন, তিতাস নদী, নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন ও কাইতলা উত্তর ইউনিয়ন এবং দক্ষিণে তিতাস নদী ও কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাসুলতানপুর ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৫নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩-এর অংশ।
ওয়ার্ড ভিত্তিক গ্রাম সমূহ:
১ নং ওয়ার্ড- পাতৈরহাতা, উরশীউড়া, ২ নং ওয়ার্ড- উত্তর জাঙ্গাল, দক্ষিণ জাঙ্গাল, ইয়াকুব নগর, ৩ নং ওয়ার্ড- সুলতানপুর (উত্তর অংশ), পূর্ব সুলতানপুর, ৪ নং ওয়ার্ড- সুলতানপুর (দক্ষিণ অংশ) ৫ নং ওয়ার্ড- টানচক-মনাই বাড়ি, সীতাসার, মহিউদ্দিননগর, যুক্কা-টাঙ্গা-পদ্মার পাড়, ৬ নং ওয়ার্ড- হালকাটা, শাহপুর, বিরামপুর (দক্ষিণ), ছোট শাহপুর, রাজকৃষ্ণপুর, ৭ নং ওয়ার্ড- বিরামপুর, ৮ নং ওয়ার্ড- হাবলাউচ্চ, দিঘিরপাড়, মিয়াচাঁনপুর,উত্তর পাড়া। ৯ নং ওয়ার্ড- শিলাউর।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুলতানপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৮%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিরামপুর উচ্চ বিদ্যালয়
- বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়
- হাবলাউচ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়েল একাডেমি(স্কুল & কলেজ)
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকুমিল্লা-সিলেট মহাসড়কের ৪টি বাসস্ট্যান্ড সুলতানপুর ইউনিয়নের আওতায় পড়ে। দক্ষিণ থেকে উত্তরে স্টেশনগুলোর নাম যথাক্রমে: মহিউদ্দিননগর বাসস্ট্যান্ড, পঞ্চবটি বাসস্ট্যান্ড, সুলতানপুর বাসস্ট্যান্ড, রাধিকা বাসস্ট্যান্ড। এ বাসস্ট্যান্ডগুলো থেকে সিএনজি, অটোরিকসা, রিকসা ইত্যাদি যানবাহন দিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লায় যাতায়াত করা যায়।
খাল ও নদী
সম্পাদনাহাওর বিল
সম্পাদনাতিতাস নদীর তীর ঘেঁষে, সুলতানপুর ইউনিয়ন অফিসের পশ্চিমপাশে বুক চিরে বয়ে গেছে ‘গোদের বিল’ নামক একটি শাখা যেটি হালকাটা ও শাহপুর গ্রামকে সুলতানপুর গ্রাম থেকে আলাদা করেছে। কোনো এক সময় এ বিল দিয়ে প্রবাহিত-পানি বয়ে যেত। ব্যবসায় করার জন্য দূর-দূরান্ত থেকে আসা নৌকা ঘাটে দেখা যেত। কালের বিবর্তনে এখন সমতল মাঠের এক ফসলের জমিতে পরিণত হয়েছে। এই শাখাটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে গিয়ে জাঙ্গাল ও হাবলাউচ্চ গ্রাম দুটিকে বিভক্ত করে, ঈশাননগরের পাশ ঘেঁষে সেন্দা ও শিলাউর হয়ে তিতাস নদীতে গিয়ে পতিত হয়েছে।
হাট-বাজার
সম্পাদনা- রাধিকা বাজার
- সুলতানপুর বাজার
- বিরামপুর বাজার
- শিলাউর বাজার
- চান্দপুর বাজার
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |