কাইতলা উত্তর ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন

কাইতলা উত্তর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন

কাইতলা উত্তর
ইউনিয়ন
Government Seal of Bangladesh.svg ৮নং কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ
কাইতলা উত্তর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কাইতলা উত্তর
কাইতলা উত্তর
কাইতলা উত্তর বাংলাদেশ-এ অবস্থিত
কাইতলা উত্তর
কাইতলা উত্তর
বাংলাদেশে কাইতলা উত্তর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫২′১৩″ উত্তর ৯১°৪′৪৮″ পূর্ব / ২৩.৮৭০২৮° উত্তর ৯১.০৮০০০° পূর্ব / 23.87028; 91.08000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলানবীনগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা (২০১১)
 • মোট১৬,৫১৭
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪১৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র

আয়তনসম্পাদনা

কাইতলা উত্তর ইউনিয়নের আয়তন ২,২১১ একর (৮.৯৫ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্তসম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাইতলা উত্তর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৬,৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৭,৪৯১ জন এবং মহিলা ৯,০২৬ জন। মোট পরিবার ২,৯৪২টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৮৪৬ জন।[২]

ইতিহাসসম্পাদনা

এটি পূর্বে কাইতলা ইউনিয়ন নামে পরিচিত ছিল। পরবর্তীকালে বৃহত্তর কাইতলাকে ভেঙ্গে কাইতলা দক্ষিণ ইউনিয়ন এবং কাইতলা উত্তর ইউনিয়ন নামে ২টি পৃথক ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয়।

অবস্থান ও সীমানাসম্পাদনা

নবীনগর উপজেলার দক্ষিণ-পূর্বাংশে কাইতলা উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে নাটঘর ইউনিয়ন; পশ্চিমে শিবপুর ইউনিয়নবিটঘর ইউনিয়ন; দক্ষিণে কাইতলা দক্ষিণ ইউনিয়নকসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন এবং পূর্বে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন, তিতাস নদীব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামোসম্পাদনা

কাইতলা উত্তর ইউনিয়ন নবীনগর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নবীনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৭নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • ব্রাহ্মণহাতা
  • কোনাউর
  • নারুই
  • নোয়াগাঁও
  • শিবনগর

শিক্ষা ব্যবস্থাসম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাইতলা উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৪০.৩%।[১]

শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা

যোগাযোগ ব্যবস্থাসম্পাদনা

খাল ও নদীসম্পাদনা

হাট-বাজারসম্পাদনা

নারুই-ব্রাহ্মণহাতা বাজার নোয়াগাও বাজার কোনাউর বাজার

দর্শনীয় স্থানসম্পাদনা

১//নারুই তিতাস ব্রিজ ২//কোনাউর খাতা শাহ্ (রা) এর মাজার ৩// নোয়াগাঁও অলেক শাহ্ (রা) এর মাজার

জনপ্রতিনিধিসম্পাদনা

চেয়ারম্যান - আল ইমরান ১নং ওয়ার্ড সদস্য - মমিন ২নং ওয়ার্ড সদস্য - মুসা ৩নং ওয়ার্ড সদস্য - হানিফ ৪নং ওয়ার্ড সদস্য - জাকির ৫নং ওয়ার্ড সদস্য - ফোরকান ৬নং ওয়ার্ড সদস্য - মোজাম্মেল ৭নং ওয়ার্ড সদস্য - আবু জামাল ৮নং ওয়ার্ড সদস্য - সেলিম ৯নং ওয়ার্ড সদস্য - আমির

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগসম্পাদনা