কাইটাইল ইউনিয়ন

নেত্রকোণা জেলার মদন উপজেলার একটি ইউনিয়ন

কাইটাইল ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার মদন উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৩০.৭২.৫৬.৪২।[২]

কাইটাইল
ইউনিয়ন
বড় খাগুড়িয়া গ্রামের মাঠ
বড় খাগুড়িয়া গ্রামের মাঠ
ডাকনাম: কাইটাইল ইউপি
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলানেত্রকোণা জেলা
উপজেলামদন উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসননেত্রকোণা-৪
সরকার
 • চেয়ারম্যানমো সাফয়েত উল্লাহ রয়েল
আয়তন[১]
 • মোট৩৬.১৮ বর্গকিমি (১৩.৯৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১]
 • মোট২১,০৬৬
 • জনঘনত্ব৫৮০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩২.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ভৌগোলিক অবস্থান ও আয়তন: সম্পাদনা

উত্তর দিকে অবস্থিত আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন ও দক্ষিণে অবস্থিত মদন উপজেলার ৭নাম্বার নায়েকপুর ইউনিয়ন। পূর্বে অবস্থিত নব গঠিত চাঁন গাঁও ইউনিয়ন। পশ্চিমে অবস্থিত আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নকেন্দুয়া উপজেলার নয়াপাড়া ইউনিয়ন। এ ইউনিয়নের মোট আয়তন ৮৯৩৮ একর বা ৩৬.১৮ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

কাইটাইল ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল — কেশজানি, জাওলা, শিবাশ্রম,জয়পাশা, কাইটাইল

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাইতলী ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২১০৬৬ জন[১], যারা ৪৪২৬ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১০৫১৭ জন এবং নারী হল ১০৫৪৯ জন।

শিক্ষা ও সংস্কৃতি: সম্পাদনা

কাইটাইল ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৩২.৮%। তার মধ্যে নারী শিক্ষার হার ৩০.৪% এবং পুরুষ শিক্ষার হার ৩৫.২%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে:

১,কেশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থাপিত:১৮৫০ খ্রীষ্টাব্দ।

২,হাজরা গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়।স্থাপিত:১৯০৬ খ্রীষ্টাব্দ।

৩,বাররি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‌‌

অর্থনীতি ও যোগাযোগ সম্পাদনা

কাইতলী ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ২৭৫। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭ 
  2. "Mymensingh Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা