শিবপুর ইউনিয়ন, নবীনগর
শিবপুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন।
শিবপুর | |
---|---|
ইউনিয়ন | |
১০নং শিবপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে শিবপুর ইউনিয়ন, নবীনগরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫২′১৩″ উত্তর ৯১°১′১৬″ পূর্ব / ২৩.৮৭০২৮° উত্তর ৯১.০২১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নবীনগর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | এমআর মুজিব |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪১০ |
ওয়েবসাইট | shibpurup |
আয়তন
সম্পাদনাশিবপুর ইউনিয়নের আয়তন ৬,২২৮ একর (২৫.২০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শিবপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,৫৫১ জন। এর মধ্যে পুরুষ ১৫,৬৬১ জন এবং মহিলা ১৭,৮৯০ জন। মোট পরিবার ৬,৩৩২টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৩৩১ জন।[২]
ইতিহাস
সম্পাদনাগ্রাম সমূহ
সম্পাদনা১/ধনাশী ২/সাহার পাড় ৩/কাজলিয়া ৪/ইসলামপুর ৫/আটিয়ারা ৬/শিবপুর ৭/কমলপুর ৮/লাখাউরা ৯/আকবপুর ১০/বাঘাউড়া ১১/কনিকাড়া ১২/দাপুনিয়া ১৩/মিরপুর ১৪/ওয়ারুক ১৫/জুলাইপাড়া
অবস্থান ও সীমানা
সম্পাদনানবীনগর উপজেলার মধ্যাংশে শিবপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে নবীনগর পূর্ব ইউনিয়ন, উত্তরে বিদ্যাকুট ইউনিয়ন, উত্তর-পূর্বে নাটঘর ইউনিয়ন, পূর্বে কাইতলা উত্তর ইউনিয়ন, দক্ষিণে বিটঘর ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে ইব্রাহিমপুর ইউনিয়ন এবং পশ্চিমে নবীনগর পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাশিবপুর ইউনিয়ন নবীনগর উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নবীনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৭নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শিবপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.৮%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা১/ধনাশী উচ্চ বিদ্যালয় । ২/ধনাশী আমেনা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ৩/শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় । ৪/মিরপুর উচ্চ বিদ্যালয় । ৫/কনিকাড়া উচ্চ বিদ্যালয় । ৬/নূরনগর গালর্স স্কুল এন্ড কলেজ ৭/সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁ ডিগ্রি কলেজ।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনারাধিকা টু নবীনগর এবং মহেশরোড শিবপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তা।
খাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনাশিবপুর গরুর হাট অত্যন্ত প্রসিদ্ধ। ধনাশী চক বাজার, পূর্ব ধনাশী চৌরাস্তা মোড়ে বাজার,চারগাও বাজার,বাঘাউরা বাজার,জুলাইপাড়া বাজার,মিরপুর পুরান বাজার,মিরপুর নতুন বাজার,কনিকারা বাজার।
দর্শনীয় স্থান
সম্পাদনাদর্শনীয় স্থান এর মধ্যে রয়েছে সাধক ফকির আফতাব উদ্দিন খাঁ এর মাজার, খাঁ বাড়ি মসজিদ, বাঘাউরা বিল।*ধনাশী রংগুশাহ আউলিয়ার মাজার শরীফ। কনিকাড়া পর্যটন কেন্দ্র ।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- আফতাবউদ্দিন খাঁ –– লোকসঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত শিল্পী।
- আবেদ হোসেন খান –– একুশে পদক প্রাপ্ত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার বাদক এবং সুরকার।
- আলাউদ্দিন খাঁ –– সেতার ও সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু।
- আলী আকবর খান –– ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন সঙ্গীতজ্ঞ।
- আয়েত আলী খাঁ –– মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার এবং সুরবাহার বাদক।
- কিরীট খান –– সেতার বাদক।
- খাদেম হোসেন খান –– সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সঙ্গীতজ্ঞ।
- খুরশিদ খান –– সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সঙ্গীতজ্ঞ।
- বাহাদুর হোসেন খান –– উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার এবং সরোদ বাদক।
- মীর কাশেম খান –– একুশে পদক প্রাপ্ত সেতার বাদক, সুরকার এবং সঙ্গীত পরিচালক।
- মোবারক হোসেন খান –– একুশে পদক, স্বাধীনতা পুরস্কার এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত সঙ্গীত গবেষক ও লেখক।
- রিনাত ফৌজিয়া –– সেতার বাদক।
- শাহাদাত হোসেন খান –– একুশে পদক প্রাপ্ত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সরোদ বাদক এবং সুরকার।
- শেখ সাদী খান –– জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক এবং সুরকার।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: এমআর মুজিব।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |