মহুয়া কমিউটার
মহুয়া কমিউটার (ট্রেন নং ৪৩−৪৪) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি কমিউটার ট্রেন।[২] এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। যাত্রাপথে ট্রেনটি ময়মনসিংহ ও গাজীপুর জেলাকে সংযুক্ত করেছে। ঢাকা−মোহনগঞ্জ রেলপথে এই ট্রেনের পাশাপাশি মোহনগঞ্জ এক্সপ্রেস ও হাওর এক্সপ্রেস চলাচল করে।[৩]
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | কমিউটার |
অবস্থা | সচল |
প্রথম পরিষেবা | ২০ নভেম্বর ২০০৫ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন |
শেষ | মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন |
যাত্রার গড় সময় | ৬ ঘণ্টা ৩০ মিনিট |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৪৩−৪৪ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নেই |
খাদ্য সুবিধা | নেই |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
রক্ষণাবেক্ষণ | ঢাকা |
স্টেশন তালিকা
সম্পাদনামহুয়া কমিউটার যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে:
- মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন
- অতিতপুর রেলওয়ে স্টেশন
- বারহাট্টা রেলওয়ে স্টেশন
- ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন
- বাংলা রেলওয়ে স্টেশন
- নেত্রকোণা কোর্ট রেলওয়ে স্টেশন
- নেত্রকোণা রেলওয়ে স্টেশন
- চল্লিশানগর রেলওয়ে স্টেশন
- হিরনপুর রেলওয়ে স্টেশন
- শ্যামগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন
- গৌরীপুর জংশন রেলওয়ে স্টেশন
- বিষকা রেলওয়ে স্টেশন
- শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন
- ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন
- কৃষি বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন
- সুতিয়াখালী রেলওয়ে স্টেশন
- ফাতেমানগর রেলওয়ে স্টেশন
- আহমদবাড়ী রেলওয়ে স্টেশন
- আউলিয়ানগর রেলওয়ে স্টেশন
- ধলা রেলওয়ে স্টেশন
- গফরগাঁও রেলওয়ে স্টেশন
- মশাখালি রেলওয়ে স্টেশন
- কাওরাইদ রেলওয়ে স্টেশন
- সাত খামাইর রেলওয়ে স্টেশন
- শ্রীপুর রেলওয়ে স্টেশন
- ইজ্জতপুর রেলওয়ে স্টেশন
- রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন
- ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর রেলওয়ে স্টেশন
- ধীরাশ্রম রেলওয়ে স্টেশন
- টঙ্গী রেলওয়ে স্টেশন
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন
- বনানী রেলওয়ে স্টেশন
- তেজগাঁও রেলওয়ে স্টেশন
- কমলাপুর রেলওয়ে স্টেশন
সময়সূচি
সম্পাদনামহুয়া কমিউটার ট্রেনের সময়সূচি নিম্নে দেওয়া হলো: (বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচি অনুযায়ী)
- ঢাকা থেকে ছাড়ে সকাল ৮টা ৩০ মিনিটে, মোহনগঞ্জ পৌঁছায় দুপুর ২টা ৫০ মিনিটে।
- মোহনগঞ্জ থেকে ছাড়ে বিকাল ৩টা ২০ মিনিটে, ঢাকা পৌঁছায় রাত ৯টা ১০ মিনিটে।
দুর্ঘটনা
সম্পাদনা- ১৯ সেপ্টেম্বর, ২০২০: হিরণপুরে মোহনগঞ্জগামী ট্রেনটির সাথে একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ট্রেনের লোকোমোটিভ ২৩১২ ক্ষতিগ্রস্ত হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ রেলওয়ে
- ↑ Mymensingh, আজকের ময়মনসিংহ-Ajker। "মহুয়া কমিউটার লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ"। Ajker Mymensingh। ২০২০-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২।
- ↑ "আসছে নতুন ট্রেন 'মোহনগঞ্জ এক্সপ্রেস'"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২।