মজুমদার
উইকিমিডিয়ার দ্ব্যর্থতা নিরসন পাতা
মজুমদার (ফার্সি: مجم دار) হলো একটি ফার্সি শব্দ। মৌজা শব্দের সাথে ফার্সি "দার" শব্দ যোগ হয়ে মজুমদার শব্দটি হয়েছে। যার অর্থ মৌজার অধিকর্তা বা প্রশাসক। মোঘল ও ব্রিটিশ আমলে যারা এক বা একাধিক মৌজার অধিকর্তা ছিলেন তাদের মজুমদার বলা হতো। তথা মৌজার ভূস্বামীরা 'মজুমদার' হিসেবে অভিহিত হতেন। মজুমদার পদবির ইংরেজি প্রতিশব্দ হলো Majumdar/Majumder/Mazumder.[১] মজুমদার বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে মুসলিম এবং হিন্দুদের পদবি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বাংলায় প্রধানত হিন্দুদের ব্রাহ্মণ, বৈদ্য, মাহিষ্য সহ অন্যান্যদের "উপাধী" হিসেবে "মজুমদার" ব্যবহৃত হয়ে থাকে ।
মজুমদার পদবি যুক্ত বিখ্যাত ব্যক্তি সম্পাদনা
- ভবানন্দ মজুমদার, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বজ।
- আবু তাহের মজুমদার;
- ইয়াসির আরাফাত মজুমদার;
- এরশাদ মজুমদার;
- বদিউল আলম মজুমদার;
- দেলোয়ার হোসেন মজুমদার;
- সিরাজুল হক মজুমদার;
- মাহমুদুর রহমান মজুমদার;
- মোহিতলাল মজুমদার;
- কৃষ্ণচন্দ্র মজুমদার;
- সুরেশচন্দ্র মজুমদার;
- সমরেশ মজুমদার, লেখক;
- পার্থ প্রতিম মজুমদার;
- বাপ্পা মজুমদার, গায়ক;
- লীলা মজুমদার, লেখক;
- রমেশচন্দ্র মজুমদার, বাঙালি ইতিহাসবেত্তা;
- বিজয়চন্দ্র মজুমদার, ঐতিহাসিক;
- মো.সাইদুল হক মজুমদার, সমাজ সেবক;
- উজ্জ্বল কুমার মজুমদার, রবীন্দ্র বিশেষজ্ঞ এবং সাহিত্য সমালোচক;
- বারীণ মজুমদার;
- ইলা মজুমদার;
- রামেন্দু মজুমদার, বাংলাদেশি খ্যাতনামা অভিনেতা;
- ফেরদৌসী মজুমদার, অভিনেত্রী;
- কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশের সংসদ সদস্য;
- অপূর্ব মজুমদার নিক্কণ, কথাসাহিত্যিক।
- শেখ কুতুব উদ্দিন মজুমদার, মোগল/ব্রিটিশ শাশনামল এ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর মৌজার অধিকারী।
- নাসির মজুমদার, সঙ্গীতশিল্পী, ইউটিউবার, লেখক এবং পরিচালক