বাংলা উইকিপিডিয়ায় স্বাগতমসম্পাদনা
সুপ্রিয় Md. Ashshahril Labib! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৪:৫৩, ১ নভেম্বর ২০১৯ (ইউটিসি) |
টলম্যান-ওপেনহাইমার-ভকহফ সীমাসম্পাদনা
সুধী, উপরের পাতাটি তৈরির জন্য ধন্যবাদ। অনুবাদের সময় দয়া করে যথাসম্ভব বাংলা করে দেবন যেমন সংখ্যা, অক্ষর ইত্যাদি। এছাড়া অনুবাদ ভালো হচ্ছে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২৫, ৩১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!সম্পাদনা
সম্পাদকের পদক | |
বাংলা উইকিপিডিয়াতে এসেই আপনি বিজ্ঞান বিষয়ক ১০টি নিবন্ধ তৈরি করেছেন। বিষয়ভিত্তিক নিবন্ধ বাংলাতে খুবেই কম। আপনার অবদানের জন্য ধন্যবাদ ও উইকিপিডিয়াতে আপনার যাত্রা শুভ হোক। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি) |
@NahidSultan:ধন্যবাদ।— Md. Ashshahril Labib (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
ধন্যবাদ AstroPhysics by Ali (আলাপ) ১৯:২০, ৬ মে ২০২০ (ইউটিসি)
নিজের আইপি ঠিকানা থেকে সম্পাদনাসম্পাদনা
সুধী, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি আপনি উইকিপিডিয়ায় লগিন/প্রবেশ না করেই উইকিপিডিয়ায় সৌরজগত, মহাকাশ ও নিজের ব্যবহারকারী পাতা সম্পাদনা করতেছেন (জেনে হয়তোবা না জেনে)। আপনি যদি লগিন করেই সম্পাদনা করেন তাহলে উইকিপিডিয়ায় আপনার করা সম্পাদনা ও নিবন্ধ তৈরি করেন তাহলে সেটি রেকর্ড হিসেবে রয়ে যাবে। পরবর্তীতে যেটি উইকিপিডিয়ায় আপনার জন্য সহায়ক হবে বলে মনে করি। তাই উইকিপিডিয়ায় লগিন করেই সম্পাদনা করার চেষ্টা করুন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:৩৮, ৮ মার্চ ২০২০ (ইউটিসি)
@Al Riaz Uddin Ripon:ধন্যবাদ। পরবর্তীতে চেষ্টা করব। আর নামটা লাবিব। হাবিব না। আবারো ধন্যবাদ। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক।Plague (আলাপ) ১৮:০১, ৮ মার্চ ২০২০ (ইউটিসি)
আপনার জন্য কয়েকটি রসগোল্লা!সম্পাদনা
বিজ্ঞানবিষয়ক অসাধারণ সব সম্পাদনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বাংলা উইকিপিডিয়ায় আপনার কাজ এভাবেই অব্যাহত রাখবেন। ~ইসমাইল (আলাপ) ০২:০৪, ২০ মার্চ ২০২০ (ইউটিসি) |
@মোহাম্মাদ ইসমাইল: ধন্যবাদ।Plague (আলাপ) ০৩:৪৫, ২০ মার্চ ২০২০ (ইউটিসি)
আজকের নির্বাচিত ছবিসম্পাদনা
আজকের নির্বাচিত ছবি যুক্ত করায় আপনাকে অভিনন্দন। তবে ছবি যুক্ত করার সময় আপনি নীতিমালা অনুসরণ করছেন না। অনুগ্রহ করে ছবি যুক্ত করার পূর্বে টিউটোরিয়ালটি একবার ভালো করে পড়ে নিন। কোন কিছু বুঝতে সমস্যা হলে বা জানার থাকলে আমার আলাপ পাতায় নির্দ্বিধায় জানাতে পারেন। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ১০:৫৯, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি)
@RockyMasum: জ্বী, ধন্যবাদ।Plague (আলাপ) ১৪:৪৭, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সুধী, আপনি আবারো একই কাজ করেছেন যা নিয়ম অনুসরণ করেনি। দয়া করে টিউটোরিয়াল পড়ুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৩১, ৯ মে ২০২০ (ইউটিসি)
ঈদ শুভেচ্ছাসম্পাদনা
ঈদ মোবারক! |
@মোহাম্মাদ ইসমাইল: ধন্যবাদ। আপনাকেও জানাই ঈদ মোবারক। Plague (আলাপ) ২৩:৫৫, ২৪ মে ২০২০ (ইউটিসি)
অনলাইন কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০সম্পাদনা
সুপ্রিয় Md. Ashshahril Labib, |
দয়া করে বিষয়টি খেয়াল করবেন (অবশ্যই খেয়াল রাখবেন)সম্পাদনা
উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ এডিথাটোনের জন্য আমি ইলমেনাইট নিবন্ধটি তৈরি করি। প্রায় ২ ঘন্টার দৃশ্যমান সম্পাদনা শেষে সেইভ করতে গিয়ে তা আর আমি করতে পারিনি। কারণ আপনি বাংলা নয় ট্যাগ লাগিয়ে রেখেছেন। আমার ভুল ছিল আমি কাজ চলছে ট্যাগটি লাগাতে ভুলে গিয়েছি। কিন্তু আপনার, আমার সম্পাদনার অবদান দেখা উচিত ছিল,ব্যবহারকারী পাতা দেখা উচিত ছিল। আমার সম্পর্কে ধারণা নিয়ে অথবা আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারতেন নিবন্ধটি বাংলা্য অনুবাদ করতে। এতো কষ্ট করে করা আমার নিবন্ধ বিফলে যেত না। আমার স্বয়ংক্রিয় নিশ্চিতকারী অধিকার রয়েছে। এই অধিকার থাকা ব্যবহারকারীদের ক্ষেত্রে দয়া করে এরকম হুট হাট এভাবে ট্যাগ লাগাবেন না। দম্ভ নিয়ে কিছু বলছি না। নাহলে এরকম কিছু সমস্যার সৃষ্টি হবে। আমি সবসময় খেলাঘর ব্যবহার করি। কিন্তু এডিথাটোনের ক্ষেত্রে নিবন্ধ যাতে অন্য কেউ নিয়ে না ফেলে এর জন্য মেইন স্পেসেই তৈরি করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন কি বলেছি। ধন্যবাদ।
পুনশ্চঃ সম্পাদনা শেষে দেখবেন সম্পাদনা সারাংশ রয়েছে, ওখানে কি সম্পাদনা করেছেন যোগ করতে ভুলবেন না।--রাফি * জিজ্ঞাসা ০৮:৫০, ২২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুনসম্পাদনা
সুপ্রিয় Plague, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
স্বয়ংক্রিয় পরীক্ষণসম্পাদনা
হ্যালো Plague, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৪৯, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
আজাকির জন্য লাল লিঙ্ক নীল করা দরকারসম্পাদনা
শুভেচ্ছা নিন, আপনি অনেক দিন আগে টেমপ্লেট_আলোচনা:আপনি_জানেন_কি পাতায় মিলিসেকেন্ড পালসার, মেইন-সিকোয়েন্স, এসজিআর ইত্যাদির জন্য ভুক্তি দিয়েছিলেন। কিন্তু ভুক্তিগুলি লাল লিঙ্ক রয়েছে। সাধারণত লাল লিঙ্ক থাকলে আমরা সেগুলি প্রধান পাতায় দেই না। কষ্ট করে যদি নিবন্ধগুলি তৈরি করে লিঙ্ক নীল করতেন, তবে আজাকি ভুক্তিগুলি প্রধান পাতায় দেওয়া যেত। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩১, ১৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
আজাকি হালনাগাদসম্পাদনা
-- আফতাবুজ্জামান (আলাপ) ২০:৫৭, ১৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
আজাকি হালনাগাদ ২সম্পাদনা
-- আফতাবুজ্জামান (আলাপ) ২১:১০, ১৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)