উইকিপিডিয়া:আজকের নির্বাচিত ছবি/টিউটোরিয়াল
এই পাতাটি বাংলা উইকিপিডিয়ায় আজকের নির্বাচিত ছবি যুক্ত করার টিউটোরিয়াল। সাধারণত কমন্সের নির্বাচিত ছবিকে আজকের নির্বাচিত ছবি হিসেবে বাংলা উইকির প্রধান পাতায় যোগ করা হয়। এর বাইরে, এই এবং এই আলোচনা অনুসারে, উইকিমিডিয়া কমন্সের নিম্নের বিষয়শ্রেণীগুলো থেকে এবং উইকিপিডিয়ার বিভিন্ন ছবি প্রতিযোগিতা যেমন, উইকি লাভস মনুমেন্টস, উইকি লাভস আর্থের সেরা ছবিসমূহ কেবলমাত্র আজকের নির্বাচিত ছবি হিসেবে যোগ করা যেতে পারে। এছাড়া লক্ষ্য রাখুন, প্রধান পাতায় যোগ করা ছবি বাংলা উইকি সম্প্রদায়ের সদস্যদের নিজস্ব বিচার বিবেচনার-পর্যালোচনার আওতাভুক্ত।
বিষয়শ্রেণীগুলো হলো:
- বাংলাদেশ
- c:Category:Featured pictures of Bangladesh
- c:Category:Valued images of Bangladesh
- c:Category:Quality images of Bangladesh
- ভারত
- c:Category:Featured pictures of India
- c:Category:Quality images of India
- c:Category:Valued images of India
উল্লেখ্য উপরোক্ত বিষয়শ্রেণীসমূহের উপ-বিষয়শ্রেণী থেকেও ছবি যুক্ত করা যাবে।
যুক্ত করার পূর্বে মনে রাখুন
সম্পাদনা- একদিন বাংলাদেশের ছবি ও অপরদিন ভারতের ছবি যুক্ত করা উচিত (যেমন, কোন মাসের ১ তারিখ বাংলাদেশের ছবি যুক্ত করলে, ২ তারিখ ভারতের ছবি যুক্ত করা উচিত; এভাবে পর্যায়ক্রমে ছবি যুক্ত হবে। তবে বিশেষ বিশেষ দিনে এটি পরিবর্তন করা যেতে পারে)।
- একই ছবি দুইবার ব্যবহার করা যাবে না।
- উপরোক্ত বিষয়শ্রেণীগুলোর সব ছবি ব্যবহার করা শেষ হয়ে গেলে বা আর কোনও ছবি উক্ত বিষয়শ্রেণীগুলোতে না পাওয়া গেলে, পূর্বের নিয়মে কমন্সের আজকের নির্বাচিত ছবি, দিন অনুসারে যুক্ত হবে।
- উপরের বিষয়শ্রেণীর যে ছবিগুলো আগে ব্যবহার করা হয়েছে সে ছবিগুলোর বর্ণনা পাতায় কমন্সের c:Template:POTD bnwiki টেমপ্লেটটি যুক্ত রয়েছে। পূর্বে ব্যবহৃত সকল ছবি কমন্সের c:Category:Bengali Wikipedia POTD বিষয়শ্রেণীতে পাওয়া যাবে।
কিভাবে যুক্ত করবেন
সম্পাদনা- পূর্বে ব্যবহৃত হয়নি এরকম ছবির তালিকা পেতে,
যে পাতাটি আসবে তার নিচে একটি তালিকা দেখাবে। এরপর তালিকা থেকে ছবি নির্বাচন করুন।
- এরপর ছবির বর্ণনা পাতায়
{{POTD bnwiki}}
রূপে c:Template:POTD bnwiki টেমপ্লেটটি যুক্ত করুন। - এবার, বাংলা উইকিপিডিয়ার উইকিপিডিয়া:আজকের নির্বাচিত ছবি-এ যান ও নির্দিষ্ট মাসের পাতায় ক্লিক করুন। এরপর যে তারিখগুলো এখনো খালি রয়েছে মানে ছবি প্রদর্শিত হচ্ছে না সেগুলোর যেকোন একটিতে
যোগ করুন
-এ ক্লিক করুন। এবার উন্মুক্ত হওয়া বাক্সে,{{আজকের নির্বাচিত ছবি {{{1|পূর্বনির্ধারিত}}} |চিত্র= |বিবরণ= }}
কপি করে বসিয়ে দিন ও প্যারামিটারগুলো পূরণ করুন। এভাবে (উদাহরণস্বরূপ এখানে File:Baliati Palace 2.jpg চিত্রটি ব্যবহার করা হচ্ছে):
চিত্র= Baliati Palace 2.jpg
বিবরণ= [[বালিয়াটি প্রাসাদ]], সাটুরিয়া, মানিকগঞ্জ, বাংলাদেশ। ছবিটি তুলেছেন [[:c:User:NahidSultan|নাহিদ সুলতান]] যা [[:C:প্রধান পাতা|উইকিমিডিয়া কমন্সে]] <span class="plainlinks">[https://creativecommons.org/licenses/by-sa/4.0/deed.bn সিসি বাই-এসএ ৪.০]</span> লাইসেন্সের আওতায় প্রকাশিত।
কাজ শেষ হলে নিচের সংরক্ষণ বোতামটি চাপলে ছবিটি যুক্ত হয়ে যাবে ও টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১ জুন ২০২০-এর মত দেখাবে।