বিষয়শ্রেণী

সম্পাদনা

আপনার নিবন্ধ শুরু করা চমৎকার হচ্ছে। নতুন নিবন্ধ শুরু করলে অন্ততঃ একটা বিষয় শ্রেনী যোগ করবেন কী? যেমন [[Category:বাঙালি কবি]] এটা যোগ করুন বাঙালি কবিদের ক্ষেত্রে। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৪৫, ২২ জুলাই ২০০৬ (UTC)

সাহায্য

সম্পাদনা

কিভাবে অনুচ্ছেদ তৈরি করা যেতে পারে?

এভাবে: ==অনুচ্ছেদ শিরোনাম==। নাকি আপনি অন্য কিছু চাচ্ছেন?--অর্ণব (আলাপ | অবদান) ১৯:১৬, ২২ জুলাই ২০০৬ (UTC)

কোন হেডিং ছাড়া প্যারাগ্রাফ তৈরি

সম্পাদনা

না আমি চাইছি প্যারাগ্রাফ তৈরি করতে কোন হেডিং ছাড়া । ধরুন আমি সত্যজিৎ রায়ের সব সিনেমার লিস্ট দিতে চাই । কিন্তু এগুলো এক লাইনেই এসে যাচ্ছে ।

দুই প্যারাগ্রাফের মধ্যে একাধিক ব্ল্যাংক লাইন (এন্টার চেপে) দিলেই প্যারাগ্রাফ দুইটি আলাদা হবে। আর যদি আপনি নম্বরবিহীন তালিকা চান তাহলে দেখুন --

  • প্রথম সিনেমা
  • দ্বিতীয় সিনেমা
  • তৃতীয় সিনেমা

অর্থাৎ প্রতিটি লাইনের জন্য * ব্যবহার করতে হবে। এটাই কি জানতে চাইছিলেন? --রাগিব (আলাপ | অবদান) ১৯:২৬, ২২ জুলাই ২০০৬ (UTC)

সাহায্যের জন্য ধন্যবাদ । আমি এটাই জানতে চাইছিলাম ।

লিস্ট দিতে চাইলে প্রতিটা আইটেমের আগে স্টার (*) ব্যবহার করুন, এভাবে:
  • আইটেম ১
  • আইটেম ২, ইত্যাদি
আর লিস্ট বাদে অন্যভাবে প্যারা তৈরী করতে চাইলে একটা এক্সট্রা লাইন ব্রেক দিন। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:২৯, ২২ জুলাই ২০০৬ (UTC)

নিবন্ধ একীকরণ

সম্পাদনা

পদ্মানদীর মাঝি আর পদ্মা নদীর মাঝি নামে দুটি আলদা প্রবন্ধ তৈরি হয়েছে । এ দুটিকে এক করা যায় কিভাবে --Piyal ০৯:০৯, ২৩ জুলাই ২০০৬ (UTC)পিয়াল

দুটি একই বিষয়ের উপর নিবন্ধকে এক করার প্রস্তাব করতে পারেন একীকরণ টেম্পলেট দ্বারা। এই টেম্পলেটটি নিবন্ধের শুরুতে ব্যবহার করুন। এখানে এর ব্যবহার বিধি রয়েছে। আপনার লেখাগুলোর জন্য ধন্যবাদ। আমি নিজে ফেলুদার অনেক বই পড়েছি। আমার মতে তোপসের জন্য আলাদা নিবন্ধ থাকা উচিত নয়। ফেলুদা নিবন্ধেই এর শুধু উল্লেখ থাকা উচিত এই ব্যাপারে আপনার মত জানাবেন। আবারো ধন্যবাদ।রাজিবুল ১০:২০, ২৩ জুলাই ২০০৬ (UTC)

আমি রাজিবুলের সাথে একমত।--বেলায়েত ১০:২৮, ২৩ জুলাই ২০০৬ (UTC)

পরামর্শ

সম্পাদনা

নিবন্ধে সম্পাদনা করার পরে 'প্রাক প্রদর্শন' দিয়ে আপনি নিবন্ধের preview দেখা যাবে। বার বার 'রক্ষা করুন' না দিয়ে, রক্ষা করার আগে প্রাক প্রদর্শন দেখে নেওয়া উচিত।--বেলায়েত ১০:৩৪, ২৩ জুলাই ২০০৬ (UTC)

পরিসেবা এবং পরিষেবা একই অর্থ বহন করে। তবে অভিদানে পরিসেবা কেই গুরুত্ব দেওয়া হেয়েছে।--বেলায়েত ১৯:০৯, ২৪ জুলাই ২০০৬ (UTC)

দয়াকরে নিবন্ধের শেষে {{অসম্পূর্ণ}} টেম্পলেটটি যোগ করতে ভুলবেন না। ধন্যবাদ।--বেলায়েত ১৮:৪৮, ২ আগস্ট ২০০৬ (UTC)

কলকাতা বানান

সম্পাদনা

কলকাতা বানান কি হবে ? কলকাতা না কোলকাতা ? আমার মতে কলকাতা হওয়াই বাঞ্ছনীয় ।----পিয়াল

সবখানে কলকাতা বানানটি দেখে এসেছি। কলকাতাই হবে।--বেলায়েত ১৬:৫৩, ২৩ জুলাই ২০০৬ (UTC)

উইকিপিডিয়ায় অনুসন্ধান

সম্পাদনা

সৌমিত্র চট্টোপাধ্যায়ের উপর একটি নিবন্ধ আছে । কিন্তু উইকিপিডিয়ায় সৌমিত্র লিখে সার্চ করলে কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না কেন ? ইংরাজী উইকি তে কিন্তু পাওয়া যায় ।‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‍Piyal ১৭:২৩, ২৩ জুলাই ২০০৬ (UTC)পিয়াল

আসলে আপনি সৌমিত্র চট্টোপাধ্যায় নামের নিবন্ধ করেছেন কিন্তু সৌমিত্র নামে তা পুননির্দেশ করেন নি। যার জন্য সৌমিত্র দিয়ে খুজলে তা পাচ্ছে না।--বেলায়েত ১৮:৩৯, ২৩ জুলাই ২০০৬ (UTC)

আমি বলতে চাইছি সৌমিত্র সার্চ করলে যে যে পাতায় সৌমিত্র কথাটা আছে তার একটা লিস্ট দেওয়া উচিত । কিন্তু তা দিচ্ছে না । সৌমিত্র কে সৌমিত্র চট্টোপাধ্যায়ে পুর্ননির্দেশ করলে সৌমিত্র নামের অন্য লোকদের খুঁজে পাওয়া যাবে না । আশা করি বুঝিয়ে বলতে পেরেছি। Piyal ১৮:৫৫, ২৩ জুলাই ২০০৬ (UTC)

বুঝতে পেরেছি কী বলতে চাইছেন,আসলে এটা উইকিপিডিয়ার অনুসন্ধান ব্যবস্থার প্রযুক্তিগত সমস্যা। আমার যতটুকু মনে হচ্ছে, যেহেতু নিবন্ধটি সদ্য তৈরী হয়েছে, তাই এটি এখনও উইকিপিডিয়ার সার্চ ইন্ডেক্সে যোগ হয় নাই। সার্চ ইন্ডেক্স হালনাগাদ করলেই ঠিক হয়ে যাবে। --রাগিব (আলাপ | অবদান) ১৯:০৩, ২৩ জুলাই ২০০৬ (UTC)

ফেলুদা

সম্পাদনা

আমার মনে হয় ফেলুদা সিরিজের জনপ্রিয়তা এতটাই বেশি যে তোপসে এবং লালমোহনবাবুর জন্য আলাদা নিবন্ধ হওয়া উচিত । Piyal ১৭:২৬, ২৩ জুলাই ২০০৬ (UTC)

কিন্তু তোপসে এবং লালমোহনবাবুর নিবন্ধের জন্য content এর কথা মনে রাখতে হবে। এদের সম্পর্কে আর কতটুকু লেখা যাবে। এর চেয়ে ফেলুদা নিবন্ধে 'ফেলুদার সহকারী' অনুচ্ছেদ তৈরি করা যেতে পারে।--বেলায়েত ১৮:৩৬, ২৩ জুলাই ২০০৬ (UTC)

বাঙালি লেখক আসলে বাঙালি সাহিত্যিকের সাব-ক্যাটেগরি, তাই লেখক যোগ করলে সাহিত্যিক যোগ করার দরকার নাই। তবে কেউ যদি ঔপন্যাসিক ও কবি দুইটাই হন (যেমন সুনীল), সেক্ষেত্রে বাঙালি কবি, বাঙালি লেখক, দুইটাই যোগ করা যেতে পারে।--রাগিব (আলাপ | অবদান) ১৯:৪৩, ২৩ জুলাই ২০০৬ (UTC)


জীবনী নিবন্ধে category যোগ করার আগে দয়া করে উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা পাতায় জীবনী নিবন্ধের বিষয়শ্রেণী অনুচ্ছেদটি পড়ে নিন। ধন্যবাদ।--বেলায়েত ১৯:৫১, ২৩ জুলাই ২০০৬ (UTC)

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়

সম্পাদনা

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় নিবন্ধ ও বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের উপর নিবন্ধ শুরু করতে পারেন। এ সম্পর্কে আমার জ্ঞান একেবারেই সীমিত, তাই বিশ্ববিদ্যালয় নিবন্ধ গুলো আপনি বা ডাঃ সপ্তর্ষি শুরু করতে পারেন। Category হিসাবে "পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়" ও সেটার প্যারেন্ট cat হিসাবে "পশ্চিমবঙ্গ" , "ভারতের বিশ্ববিদ্যালয়" - এসব যোগ করতে পারেন। আনন্দ পুরস্কার প্রাপ্তদের তালিকা আছে আপনার কাছে? --রাগিব (আলাপ | অবদান) ০৬:১০, ২৪ জুলাই ২০০৬ (UTC)


সাহিত্যিক ক্যাটেগরি

সম্পাদনা

বাঙালি লেখক ক্যাটেগরিতে সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম দেখা যাচ্ছে কিন্তু বাঙালি সাহিত্যিক ক্যাটেগরিতে দেখা যাচ্ছে না । কারন কী Piyal ১৮:১৮, ২৪ জুলাই ২০০৬ (UTC)

কারণ বাঙালি সাহিত্যিক বাঙালি লেখক এর parent category। একটি থাকলেই চলবে।--বেলায়েত ১৮:৩৬, ২৪ জুলাই ২০০৬ (UTC)

তাহলে তো কোনো লেখক বা কবিরই সরাসরি বাঙালি সাহিত্যিক ক্যাটাগরিতে নাম দেওয়া যাবে না । বাঙালি সাহিত্যিক ক্যাটেগরিতে শুধু তিনটি বিভাগ থাকবে ।Piyal ০৪:৫৬, ২৫ জুলাই ২০০৬ (UTC)

আসলেই,

  • সাহিত্যিক = কবি + লেখক
  • লেখক = ঔপন্যাসিক + প্রবন্ধকার + গল্পকার+নাট্যকার

এরকম হওয়া উচিৎ বলে আমি মনে করি। --রাগিব (আলাপ | অবদান) ০৫:০১, ২৫ জুলাই ২০০৬ (UTC)

এটা বুঝলাম । কিন্তু আমার বক্তব্য হল বাঙালি সাহিত্যিক এর পাতায় সরাসরি কোন লেখক বা কবির নাম থাকবে না । এখন কিন্তু আছে । এগুলোকে তাহলে সরাতে হবে । আর কোনো কবি বা লেখকের প্রবন্ধেই সরাসরি বাঙালি সাহিত্যিক ক্যাটেগরি দেওয়া যাবে না Piyal ০৫:০৫, ২৫ জুলাই ২০০৬ (UTC)

অবশ্যই। আসলে ক্যাটেগরি কী হবে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে একবার fixed হয়ে গেলেই সব বিভ্রান্তি দূর করে একই নিয়মে সব নিবন্ধকে শ্রেণীবিন্যস্ত করা যাবে। --রাগিব (আলাপ | অবদান) ০৫:১২, ২৫ জুলাই ২০০৬ (UTC)


বাঙালি কবি ক্যাটেগরিতে একটি উপবিভাগ আছে বাংলাদেশী কবি । এটি আমার মতে অপ্রয়োজনীয় । সমস্ত পশ্চিমবাংলার এবং বাংলাদেশের কবিদের একই ক্যাটেগরি বাঙালি কবি তে থাকা উচিত। Piyal ০৮:০৬, ২৫ জুলাই ২০০৬ (UTC)

আসলে সাব ক্যাটেগরি হিসাবে না থেকে এটি আলাদা একটি ক্যাটেগরি হবে। মানে সুনীল হবেন বাঙালি কবি+ভারতীয় কবি। শামসুর রাহমান হবেন বাঙালি কবি+বাংলাদেশী কবি। বাংলাদেশী কবির প্যারেন্ট ক্যাটেগরি হবে বাংলাদেশী সাহিত্যিক, ভারতীয় কবির টা হবে ভারতীয় সাহিত্যিক। এভাবে ভাষাগত ক্যাটেগরি ও রাষ্ট্রগত ক্যাটেগরি আলাদা রাখাই ভাল। --রাগিব (আলাপ | অবদান) ০৮:০৯, ২৫ জুলাই ২০০৬ (UTC)



টেমপ্লেট তৈরি

সম্পাদনা

টেমপ্লেট কিভাবে ব্যবহার করতে হবে বলবেন কি ?

Hi Piyal, template is the part that is between second brackets {template} If there is a ready made template for certain type you can just paste the template first and save it before editing/expanding on it. then every time you fill in some of the fields before saving again click preview to see how it will look, and then fill in some more fields and again click on th epreview, or you can even save in between and edit in steps. By trial and error you will soon realize which part of the field needs to be edited.. Just be bold, you can never do a permanent damage as every edit is logged and you can just go back to history and revert back to the previous version. and we are always there to help you in case you mess up something. Hope this helps. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২৩:০৯, ২৫ জুলাই ২০০৬ (UTC)


পিয়াল, এখানে দেখুন http://meta.wikimedia.org/wiki/Help:Template । টেম্পলেট সম্পর্কে অনেক তথ্য পাবেন। টেম্পলেট অবশ্যই টেম্পলেট নেমস্পেসে তৈরী করবেন (অর্থাৎ Template: টেম্পলেটের_নাম , এভাবে)।

By the way, কোন মন্তব্য রাখার সময় অবশ্যই স্বাক্ষর দিবেন, শুধু পর পর ৪টি ~ দিলে স্বয়ংক্রিয় ভাবে সেটা আসবে। এর সুবিধা হল, আপনার মন্তব্যটি যে আপনার, এবং কখন দিয়েছেন, সেটা বোঝা যায়। শুধু এখানে মন্তব্য না রেখে অন্যদের আলাপ পাতাতেও মন্তব্য / বার্তা রাখতে পারেন। সাম্প্রতিক পরিবর্তনসমূহে গেলে ইদানিংকার পরিবর্তনগুলো দেখতে পাবেন (আপনাকে peripatetic একটা নিবন্ধ দেখতে বলছিল)... যাহোক, গত কয়েক দিনে আপনার কাজ চমৎকার হয়েছে, চালিয়ে যান। --রাগিব (আলাপ | অবদান) ০২:২১, ২৬ জুলাই ২০০৬ (UTC)

ধন্যবাদ এবং...

সম্পাদনা

পিয়াল আপনার গত কয়েকদিনের অবদানের জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাকে একটা পরামর্শ দিতে চাই। আপনার সাহিত্যকদের জীবনীর উপর সম্পাদিত নিবন্ধে গ্রন্থতালিকার পরিবর্তে উল্লেখযোগ্য গ্রন্থ অনুচ্ছেদ ব্যবহার করার জন্য অনুরোধ করছি। অবশ্যই সাহিত্যিকদের গ্রন্থের একটি পূর্ণাঙ্গ তালিকা থাকবে তবে (সাহিত্যিকের নাম)এর সাহিত্যকর্ম নিবন্ধে। এতে করে জীবনী পৃষ্ঠার দৈর্ঘ্য কমবে। ঐ পৃষ্ঠাটি মূল জীবনী নিবন্ধের সাথে সংযোগ থাকবে। কাজী নজরুল ইসলাম নিবন্ধে এর উদাহরণ দেখতে পারেন। ধন্যবাদ। --রাজিবুল ০৪:১১, ২৬ জুলাই ২০০৬ (UTC)


সাহিত্যিকের সাহিত্যকর্ম

সম্পাদনা

সাহিত্যিকের সাহিত্যকর্ম নিবন্ধ থেকে সাহিত্যিকের নিবন্ধের লিঙ্ক দিতে হবেপিয়াল ১১:০৯, ২৬ জুলাই ২০০৬ (UTC)


কোন বড় তালিকাকে টেবলে রূপান্তরিত করলে পরবর্তী কালে যদি তালিকাটিকে আরো বাড়ানো হয় তবে কি টেবিলের ফরম্যাটিংটা ঠিক থাকবে ? পিয়াল ১৮:৩৫, ২৬ জুলাই ২০০৬ (UTC)

নতুন ভুক্তি টেবিলের শেষে দিন, টেবিলের ফরম্যাট ঠিক থাকবে। কারণ শেষে অনেক জায়গা আছে। কলাম পূর্ণ হলে নতুন কলাম শুরু করা যাবে।--বেলায়েত ১৮:৪০, ২৬ জুলাই ২০০৬ (UTC)

অথবা, কলামের সংখ্যা ঠিক রাখুন, কিন্তু ভুক্তি গুলাকে সমান ভাবে বিতরন করুন। আমার কায়দা হল, ৫টি যদি কলাম থাকে, তাহলে ভুক্তির সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করে নেই। ৬০টি ভুক্তি হলে কলাম প্রতি ১২ টি করে। যদি শেষ কলাম পূর্ণ হয়ে যায়, এবং এর পরে যদি আরো ৩টি ভুক্তি যোগ হয়, সেই ক্ষেত্রে নতুন তিনটি ভুক্তি শেষ কলামে যোগ করি, তারপর ৬৩/৫ এর ceiling নিয়ে অর্থাৎ ১৩টি করে ভুক্তি প্রথম ৪টি কলামে দেই। এটা করতে গেলে প্রথম কলামের শেষ মার্কার টা ১ ঘর, ২য় কলামেরটা ২ ঘর, ৩য় কলামেরটা ৩ ঘর, ও ৪র্থ কলামেরটা ৪ ঘর পিছাই। বোঝাতে পারলাম? --রাগিব (আলাপ | অবদান) ১৮:৫৫, ২৬ জুলাই ২০০৬ (UTC)


এটা একটু জটিল পদ্ধতি । নিয়মিত ভাবে যদি তালিকা আপটু ডেট হয় তবে সমস্যা হতে পারে । কোনো অটোমেটিক ফরম্যাটিং পদ্ধতি থাকলে ভালো হত । অথবা সব লম্বালম্বি দেয়া যেতে পারে । পিয়াল ১৯:০২, ২৬ জুলাই ২০০৬ (UTC)

আমার বোঝানোটা জটিল হতে পারে, কিন্তু কাজটা আসলে অত কঠিন না। অটোম্যাটিক পদ্ধতি আসলে নাই। লম্বালম্বি দেয়ার সমস্যাটা হল, অনেক জায়গা খালি থেকে অপচয় হয়। আপনি লম্বালম্বি যোগ করুন, আমরা অন্য কেউ কলাম ঠিক করে দিব। --রাগিব (আলাপ | অবদান) ১৯:০৫, ২৬ জুলাই ২০০৬ (UTC)


আজ ফারাক্কা বাঁধ প্রবন্ধটি পড়লাম । ফারাক্কা বাঁধ নিয়ে যে কিছু বিতর্ক আছে সেটা আমি স্বীকার করছি । কিন্তু এই নিবন্ধটি একপেশে এবং লেখা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে । উইকিপিডিয়ায় যা অভিপ্রেত নয় । তাই আমার বক্তব্য নিবন্ধটিকে নতুন করে নিরপেক্ষ ভাবে লেখা হোক আর যতদিন নতুন করে লেখা না হয় ততদিন এই প্রবন্ধটিকে বিতর্কিত বলে ঘোষনা করা হোক । পিয়াল ১৯:৪৪, ২৬ জুলাই ২০০৬ (UTC)

আসলে এ নিবন্ধে ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে বা হয়েছে তা লেখা আছে। আমার মনে হয় না এতে বিতর্কের কিছু আছে। কারণ এতে বাংলাদেশের ক্ষতি ছাড়া কোন সুফল আসেনি। আপনার যদি মনে হয় এতে ভারত সুফল পেয়েছে তা আপনি আলাদা অনুচ্ছেদ তৈরি করে লিখে ফেলুন।--বেলায়েত ১৯:৫৭, ২৬ জুলাই ২০০৬ (UTC)

আসলে এই নিবন্ধ মুনতাসিরের শুরু করা ... আর তার বা আমার কাছে ভারতীয় দৃষ্টিকোণ সংক্রান্ত তথ্য নাই বলেই সম্ভবতঃ এরকম হতে পারে। আপনি ঐ নিবন্ধের আলাপ পাতায় কোন অংশ বিতর্কিত মনে হচ্ছে তা লিখুন, আর এই বাঁধের ফলে পশ্চিমবঙ্গে যা সুফল এসেছে তা লিখুন। শুধু fact এর উপর মনোনিবেশ করলে ধীরে ধীরে অবশ্যই নিরপেক্ষ হয়ে আসবে। --রাগিব (আলাপ | অবদান) ২০:০০, ২৬ জুলাই ২০০৬ (UTC)

বাঙালি লেখক

সম্পাদনা
  1. পিয়াল, উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা#সাহিত্যিক_ক্যাটেগরি_নিয়ে_ঘাপলার_অবসান দেখুন। ঐ আলোচনার পরিপ্রেক্ষিতেই বাঙালি ঔপন্যাসিক আর কবি যোগ করে লেখক ক্যাটেগরি বাদ দেয়া হুয়েছিল।
  2. নারায়ণ নাকী নারায়ন? নারায়ন দেবনাথ এর আলাপ পাতায় প্রশ্ন তুলেছিলাম। একটু দেখুন। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৩৫, ২৮ জুলাই ২০০৬ (UTC)


বানান ভুল আছে এটা নারায়ণ হবে 'ণ' হবে । অনুগ্রহ করে ঠিক করে দিন । আর আমি নারায়ণ গঙ্গোপাধ্যায় বানান ও ভুল দিয়েছি ওটাও ঠিক করে দিন । পিয়াল ০৯:১৮, ২৮ জুলাই ২০০৬ (UTC)


সমস্ত ক্যাটাগরির লিস্ট

সম্পাদনা

সমস্ত ক্যাটাগরির লিস্টটা কোথায় পাওয়া যাবে ? পিয়াল ০৬:৫৯, ৩০ জুলাই ২০০৬ (UTC)

এখানে --রাগিব (আলাপ | অবদান) ০৭:০৪, ৩০ জুলাই ২০০৬ (UTC)


সাহায্য

সম্পাদনা

অনুগ্রহ করে বাঙালি অভিনেত্রী নামের একটা নতুন ক্যাটেগরি খুলে দিন । পিয়াল ০৭:৪২, ১৩ আগস্ট ২০০৬ (UTC)

Piyal, apnar last koyekdin'er contribution shotti impressive. Shahitto niye apnar contribution khubi encouraging. Amader ekta Shahitto Portal achhey, shetatey join kortey paren chaile. Ami recently kaj niye ektu besto achhi, so time ditey partesi na - but I hope you'll keep up the solid work. Please see উইকিপিডিয়া:উইকিপ্রকল্প সাহিত্য --Peripatetic ০৭:০৯, ৩১ জুলাই ২০০৬ (UTC)


শহীদ মিনার

সম্পাদনা

শহীদ মিনার প্রবন্ধটির শিরোনাম হওয়া উচিত শহীদ মিনার (ঢাকা) কারন কলকাতা তেও একটি শহীদ মিনার রয়েছে । পিয়াল ২০:০৬, ৩১ জুলাই ২০০৬ (UTC)




রবীন্দ্র সংগীত না রবীন্দ্র সঙ্গীত অথবা রবীন্দ্রসঙ্গীত এই তিনটির মধ্যে কোনটিকে রাখা হবে সেটা ঠিক করে রবীন্দ্র সঙ্গীত শিল্পী নামে একটি ক্যাটেগরি করে দিন । তারপর আমি কিছু রবীন্দ্র সঙ্গীত শিল্পীর প্রবন্ধ আরম্ভ করব । ভুলবশত তিন নামেই তিনটি প্রবন্ধ তৈরি হয়ে গেছে । দুটিকে মুছে দিতে হবে । পিয়াল ২১:২১, ৩১ জুলাই ২০০৬ (UTC)

Category:রবীন্দ্র সঙ্গীত শিল্পী তৈরী করেছি। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ২১:৩০, ৩১ জুলাই ২০০৬ (UTC)


বাঙালি গায়ক না বাঙালি কন্ঠশিল্পী?

সম্পাদনা

বাঙালি গায়ক না বাঙালি কন্ঠশিল্পী কোন ক্যাটেগরিটা রাখা হবে ? পিয়াল ১৯:১৪, ১ আগস্ট ২০০৬ (UTC)

আমার মতে গায়ক, কারণ আবৃত্তিকার, হরবোলা এরাও তো কন্ঠ শিল্পী তাই না?--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:৩০, ২ আগস্ট ২০০৬ (UTC)

নতুন ক্যাটেগরি

সম্পাদনা

ভারতীয় চিত্রশিল্পী নামে একটি নতুন ক্যাটেগরি করতে হবে । পিয়াল ০৮:২৩, ২ আগস্ট ২০০৬ (UTC)

Here you go: category:ভারতীয় চিত্রশিল্পী-সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:২৫, ২ আগস্ট ২০০৬ (UTC)

পিয়াল আপনার অসম্পূর্ণ নিবন্ধগূলোতে অনুগ্রহ করে অসম্পূর্ণ টেম্পলেট যোগ করুন। ধন্যবাদ। --রাজিবুল ০৮:৫৬, ২ আগস্ট ২০০৬ (UTC)


সার্চ ইঞ্জিন

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়াকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে যোগ করতে হবে । কারন বাংলায় সার্চ করলে বাংলা উইকিপিডিয়ার বেশী লিঙ্ক পাওয়া যাচ্ছে না । পিয়াল ০৮:৫৮, ২ আগস্ট ২০০৬ (UTC)


আশ্চর্য

সম্পাদনা

প্রিয় রাগিব আপনি এত তাড়াতাড়ি কাজ করেন কি করে ? শচীন ভৌমিক প্রবন্ধ লেখার সাথে সাথেই নতুন ক্যাটেগরি তৈরি হয়ে গেল !!! যাই হোক অনেক ধন্যবাদ পিয়াল ১৮:০১, ২ আগস্ট ২০০৬ (UTC)

আসলে ঘটনাচক্রে ঐ সময়টাতেই recent changes দেখছিলাম, তাই সাথে সাথে হয়েছে :) --রাগিব (আলাপ | অবদান) ২২:৫৬, ২ আগস্ট ২০০৬ (UTC)

বিদেশী নাম বাংলাতে লেখা

সম্পাদনা

কোন বিদেশী নাম বাংলাতে লেখার ক্ষেত্রে ব্র্যাকেটে ইংরাজী হরফে নামটা দিলে ভালো হয় । কারন বিদেশী নাম বাংলায় উচ্চারণ কিরকম হবে তা নিয়ে প্রায়ই সন্দেহ দেখা দেয় । পিয়াল ২১:৫৩, ২ আগস্ট ২০০৬ (UTC)

ঠিক কথা। en.wikipediaতে বিদেশী শব্দের original ভাষায় spelling লেখা থাকে, এবং অনেক সময় phonetic clue দেওয়া থাকে। We should also try to do the same.--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৯:১৪, ৩ আগস্ট ২০০৬ (UTC)


সাহায্য

সম্পাদনা

অনুগ্রহ করে বাঙালি অভিনেত্রী নামের একটা নতুন ক্যাটেগরি খুলে দিন । পিয়াল ১৮:৫৯, ১৩ আগস্ট ২০০৬ (UTC)

This time I am doing it for you: category:বাঙালি অভিনেত্রী . However you sholud be able to do it yourself. It is as easy as creating a new article. All yo have to do is to write [[Category:বাঙালি অভিনেত্রী]], and then click on it which will take yo to the edit page, then edit that by ptting it under an appropriate bigger category, like [[category:অভিনেত্রী]] Dont pt any other text while editing a category page --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৯:৪২, ১৩ আগস্ট ২০০৬ (UTC)

উইকিপদক

সম্পাদনা
  উইকিপদক
পশ্চিমবঙ্গের সাহিত্য ও সংস্কৃতি সম্বন্ধে অসীম উদ্যমে বহু নিবন্ধ শুরু করার জন্য পিয়ালকে এই বিশেষ জাতীয় তারকা পদক দিলাম।--সপ্তর্ষি(আলাপ

অভিনন্দন। তারকাটি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:১৬, ১৪ আগস্ট ২০০৬ (UTC)


অসংখ্য ধন্যবাদ

সম্পাদনা

এই পদক দেবার জন্য সপ্তর্ষি এবং অন্যান্য উইকিপিডিয়ার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।

অভিনন্দন

সম্পাদনা

অভিনন্দন পিয়াল। আপনার কাজ এবং স্বীকৃতি অন্যদের অনুপ্রেরণা যোগাবে। Keep it up. অয়ন১৩:২৩, ১৪ আগস্ট ২০০৬ (UTC)

Edit coundt information

সম্পাদনা
Before you save a page, you write the description of the edit in the box next to সারাংশ which is Bangla for the "edit summary". You have to type the above sentence in the edit summary box for your edit of this page (your userpage). --128.12.147.175 ০১:১৩, ১৬ আগস্ট ২০০৬ (UTC)সপ্তর্ষি(আলাপ | অবদান) ০১:১৪, ১৬ আগস্ট ২০০৬ (UTC)

এবার ঠিক হয়েছে।--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০১:৫৭, ১৬ আগস্ট ২০০৬ (UTC)

বাংলাদেশের খাদ্য ক্যাটেগরিটিকে বাঙালিদের খাদ্যতে পরিবর্তন করা হোক । পিয়াল ০০:৪৫, ১৬ আগস্ট ২০০৬ (UTC)

বরং দুইটাই থাকুক (যেমন রয়েছে বাঙালি কবি, বাংলাদেশের কবি এসব বিষয়শ্রেণী)। অর্থাৎ জাতিগত, ও রাষ্ট্রগত বিষয়শ্রেণী আলাদা থাকুক। যেকোন নিবন্ধে দুইটিই যুক্তিযুক্ত হলে কোন সমস্যা নাই। একই ভাবে ভারতের খাদ্য বিষয়শ্রেণী যোগ করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০০:৪৯, ১৬ আগস্ট ২০০৬ (UTC)

বাঙালি খাবার

সম্পাদনা

From my old request in peripatetics userpage I recovered my wishlist বেগুনভাতে, বাটি পোস্ত, ইলিশ কবিরেজী, various মোরব্বাs, পিঠেs, সরুচাকলি, ফুচকা, rice preparations like মুড়ি, খই, মুড়কি, শ্যাও.. Now I would also add মণ্ডা, গুঁজিয়া, নকুলদানা, কদমা, প্যাঁড়া, খাজা, গজা নিমকি, পোলাও, কালিয়া, মুর্গসল্লম, কোর্মা, দোর্মা, ছক্কা, মালইকারি, শুক্তো, চচ্চড়ি...and রুটি (ফুলকো), লুচি, কচুরি, চপ, কাটলেট পরোটা, মোগলাই etc

Just click on the red links and start off--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০২:৪৬, ১৬ আগস্ট ২০০৬ (UTC)

সাহিত্য এবং চলচ্চিত্র

সম্পাদনা

আপনার দেয়া অনেক গুলো সাহিত্য নিবন্ধের নাম শিরোনামের চলচ্চিত্র আছে। ঐ গুলো কিভাবে উল্লেখ করা যায়? কোন মতামত আছে কি? --Hasan.zamil ০৭:২৭, ১৭ আগস্ট ২০০৬ (UTC)

উপন্যাস নিবন্ধ

সম্পাদনা

পিয়াল ভাই, উপন্যাস নিয়ে শুধু এক লাইনের নিবন্ধ যোগ না করে, উপন্যাসটি সম্পর্কে দুই এক লাইন যোগ করুন। অন্যান্য বিষয়ের নিবন্ধের সাথে পার্থক্য হল যে, অন্য সব বিষয়ে আমরা সবাই দরকার হলে গুগল সার্চ করে লিখতে পারি, কিন্তু উপন্যাস তো আর পড়া না হলে তার উপর নিবন্ধ লেখা সম্ভব না। কাজেই উপন্যাস নিবন্ধ গুলি শুরু করার সময় দয়া করে অন্ততঃ ৫-৬ ;লাইন সাইজের করে লিখুন। 'নতুবা ঐ নিবন্ধ গুলি এক লাইনেরই রয়ে যাবে। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৪:৩৬, ১৮ আগস্ট ২০০৬ (UTC)

Great to see you back --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৬:৪৫, ৩ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

আমি বাংলা ও ইংরাজি উইকিপিডিয়ায় আমার নিজের তোলা কিছু ছবি যোগ করেছিলাম । ছবিগুলি প্রথমে কমন্সে আপলোড করে পরে প্রতি পাতায় যোগ করেছিলাম । ছবিগুলি গতকালও ঠিকঠাক দেখাচ্ছিল । কিন্তু আজ দেখলাম ছবিগুলি দেখাচ্ছে না । তার বদলে ছবিগুলির থাম্বনেলের ভিতরে খালি ছবিগুলির নাম দেখাচ্ছে । অথচ সেই নামের উপর ক্লিক করলে কিন্তু ছবিগুলি খুলছে । ইংরাজি উইকিপিডিয়া Naihati, Hooghly River, Jubilee Bridge (India) প্রভৃতি পাতায় আর বাংলা উইকিপিডিয়ায় জুবিলি ব্রিজ পাতায় এরকম হয়েছে ।

আপনার ছবি গুলোর আকার মনে হয় বেশ বড়। তাতে মাঝে মধ্যে সার্ভার থেকে বড় ছবিগুলো দেখাতে সমস্যা করে। আপনি ছবিগুলোকে সম্পাদনা করে ছোট আকারের সংস্করণ আপলোড করুন, আশা করছি সমস্যা হবে না। আর নতুন ছবি আপলোড করার সময় আকার ছোট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ২২:৪১, ১৬ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

আজাকি মনোনয়ন

সম্পাদনা

প্রিয়, আমি আপনার কাজ করা বাংলার ইতিহাস নিবন্ধকে প্রধান পাতার উইকিপিডিয়া:আপনি জানতেন কি অংশে দেখানোর জন্য মনোনয়ন দিয়েছি। আপনি Template talk:আপনি জানতেন কি#সেপ্টেম্বর ২৩ তারিখে তৈরি নিবন্ধ এ দেখতে পারেন, আপনি লাইনটির উন্নয়ন করতে পারেন যদি মনে করেন লাইনটি আরও সুন্দর করে লেখা যায়। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০০৭ (UTC)

শুভেচ্ছা

সম্পাদনা
  আপনার তৈরি অথবা সম্প্রসারিত বাংলার ইতিহাস নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ২৫ সেপ্টেম্বর, ২০০৭ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানতেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখতে পারেন।

--তারিফ এজাজ ০৯:১৩, ২৫ সেপ্টেম্বর ২০০৭ (UTC)


রাজা নবকৃষ্ণ স্ট্রিট

সম্পাদনা

প্রিয় পিয়াল,

বেলায়েত ভাই উদ্বেগ প্রকাশ করেছেন যে "রাজা নবকৃষ্ণ স্ট্রিট" নিবন্ধের বিষয় এর উল্লেখযোগ্যতা নাই ও বলেছিলেন যে, "রাজা নবকৃষ্ণ দেব যে উল্লেখযোগ্য, তাতে সন্দেহ নেই, কিন্তু রাস্তাটি কেনো উল্লেখযোগ্য, এটা এখনও পরিস্কার হলো না।" আমি যথা সম্ভব এই রাস্তা উইকিপিডিয়ায় রাখার জন্যে উল্লখযোগ্যতা ও ঐতিহাসিক কারনের প্রাসঙ্গিকতা দেখিয়েছি যে এটি পুরোনো কলকাতার একটি খুবই গুরত্বপূর্ণ রাস্তা ছিল ও এই রাস্তায় সুতানটি উত্সব অনুষ্ঠিত হয়, শোভাবাজার রাজবাড়ি, কালিকৃষ্ণ দেবের রাজবাড়ি, নাট মন্দির যা "ঐতিহাসিক দিক থেকে" বেশ প্রাসঙ্গিকতা রাখে - হয়ত বেলায়েত ভাইয়ের তা পছন্দ হয়নি। প্রশ্ন করেছি যে, যদি কোন রাস্তার নাম উইকিপিডিয়া বিশ্বকোষে নাই থাকবে তবে, " http://en.wikipedia.org/wiki/Raja_SC_Mullick_Road " রাস্তাটির নাম যে বিশ্বকোষে নেওয়া হয়েছে, কোন বিশেষতার ওপরে বিচার করে বিশ্বকোষে রাখার মতন হল তা দয়া করে বলে দিলে উপক্রিত হব। যাইহোক, "সুতানটি উত্সব", "রাজা নবকৃষ্ণ দেব", "শোভাবাজার রাজবাড়ি", "কালিকৃষ্ণ দেবের রাজবাড়ি", "শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ", - এই সমস্ত শব্দ দিয়ে অনুসন্ধান করলে নিশ্চই নির্ভর যোগ্য তথ্যসূত্র পাওয়া যাবে।

আমি, ১২ নভেম্বর ২০০৭ - ১৯:২৪, ১৭:৪৬ ও ১৫:৪৮ টার সময় আনেক তথ্যসূত্র দিয়েছিও। দেখলাম যে আপনি শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপূজার ছবি সংযোজন করেছেন তাই অনুরোধ করছি যে এই রাস্তাটি উইকিপিডিয়ায় কলকাতার রাস্তা বিষয়শ্রেণীতে রাখতে সহায়তা করলে খুবি উপক্রিত হব।

ধন্যবাদান্তে 124.7.98.111 ১৬:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
- সৌমেন্দ্র নাথ ঠাকুর ০২:২৫, ৮ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)


নবকৃষ্ণ দেব স্ট্রিট

সম্পাদনা

নবকৃষ্ণ দেব স্ট্রিটের পুরোনো নাম কি জানা আছে আপনার  ? তাহলে আমার মনে হয়ে আরো কিছু তথ্য পাওয়া যেতে পারে । পিয়াল ০৫:১১, ৭ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)


রাজা নবকৃষ্ণ স্ট্রিট

সম্পাদনা
  • Old Name: Raja Nubkissen Street or Raja Nabakissen Stret,

নিচে কিছু তথ্য দিলাম,,,

- সৌমেন্দ্র নাথ ঠাকুর ০৩:০৮, ৮ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)

"Piyal Kundu/সংকলন০১"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।