গজা
এক প্রকারের মিষ্টি
গজা এক প্রকারের শুকনা মিষ্টি। একে মুরালি / খুরমা / আঙ্গুলী নামেও পরিচিত। এটি বিভিন্ন আকৃতির হয়ে থাকে। সাধারণ মিষ্টি থেকে আকারে দীর্ঘ হয়ে থাকে বিধায় একে গজা বলে।[১] ময়দা বেলে নিয়ে ভাঁজ করে তেলে ভেঁজে অতঃপর উত্তপ্ত চিনির শিরায় (তরলীকৃত চিনি) ডুবিয়ে এটি প্রস্তুত করা হয়। দামে কম এবং সুস্বাদু বিধায় গজা গ্রামে-গঞ্জে জনপ্রিয়। আঙ্গুলের আকৃতির গজা ছোট-বড় নানা আকারের হয়ে থাকে। আবার ময়দার খামিরকে নানাভাবে আকারে সাজিয়ে বিভিন্ন আকারের গজা প্রস্তুত করা হয়। বাংলাদেশ ও ভারতের কলকাতায় মিষ্টি গজা বিখ্যাত।
অন্যান্য নাম | মুরালি, খুরমা, আঙ্গুলী |
---|---|
ধরন | মিষ্টি |
উৎপত্তিস্থল | বাংলাদেশ, ভারত |
লালচে বাদামি কিলোক্যালরি | |
উপকরণ
সম্পাদনাগজা তৈরির উপকরণের মধ্যে রয়েছে ময়দা, চিনি, গুঁড়ো দুধ, লবণ ও সয়াবিন তেল।[২]
চিত্রশালা
সম্পাদনা-
আঙ্গুল / আঙ্গুলী গজা
-
বর্ধমানের গজা
-
মিহিদানার সাথে কলকাতার গজা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ হক, মুহম্মদ এনামুল, সম্পাদক (জানুয়ারি ২০১৫)। "গজা"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (১ম পরিমার্জিত সংস্করণের অষ্টাদশ পুনর্মুদ্রণ সংস্করণ)। বাংলা একাডেমি। আইএসবিএন 984-07-5919-1।
- ↑ "গজা তৈরি করবেন যেভাবে"। জাগো নিউজ। ৬ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২০।