মুহম্মদ এনামুল হক
ড. মুহম্মদ এনামুল হক (২০ সেপ্টেম্বর ১৯০২ – ১৬ ফেব্রুয়ারি ১৯৮২) ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ, ভাষাবিদ ও সাহিত্যিক।
মুহম্মদ এনামুল হক | |
---|---|
![]() | |
৪র্থ উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ১৯৭৫ – ? | |
পূর্বসূরী | সৈয়দ আলী আহসান |
উত্তরসূরী | মজহারুল ইসলাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বখৎপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম, ব্রিটিশ ভারত | ২০ সেপ্টেম্বর ১৯০২
মৃত্যু | ১৬ ফেব্রুয়ারি ১৯৮২ | (বয়স ৭৯)
জাতীয়তা | বাংলাদেশী |
পিতা | মওলানা আমিনউল্লাহ |
প্রাক্তন শিক্ষার্থী | কলকাতা বিশ্ববিদ্যালয় |
পেশা | ভাষাবিদ, শিক্ষাবিদ ও অধ্যাপক |
ধর্ম | ইসলাম |
পুরস্কার | পুরস্কারের তালিকা |
প্রারম্ভিক জীবনসম্পাদনা
এনামুল হক ১৯০২ সালের ২০ সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের চট্টগ্রামের ফটিকছড়ি থানার বখতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আমিনউল্লাহ ছিলেন একজন আলেম।
শিক্ষা জীবনসম্পাদনা
এনামুল হক বাংলা, ফারসি, আরবি ও উর্দু ভাষা শিক্ষা লাভ করেন বিদ্যালয়ে ভর্তির পূর্বেই। পরবর্তীতে তিনি রাউজান হাই স্কুলে ভর্তি হন। সেখানে অধ্যয়নকালে তিনি প্রখ্যাত কবি ও সাহিত্যিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর সংস্পর্শে আসেন। ১৯২৩ সালে এ প্রতিষ্ঠান থেকেই তিনি এন্ট্র্যান্স পরীক্ষায় উত্তীর্ণ হন এবং মোহসীন বৃত্তি অর্জন করেন। এরপর তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ১৯২৫ সালে এফ.এ এবং ১৯২৭ সালে আরবিতে সম্মান সহ স্নাতক পাশ করেন।[১]
১৯২৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচ্যদেশীয় ভাষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতকোত্তর সম্পন্ন করায় তিনি জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত হন। এরপর তিনি বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের অধীনে বাংলায় সুফিবাদের ইতিহাসের উপর প্রায় ছয় বছর গবেষণা করেন এবং ১৯৩৫ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।[১]
কর্মজীবনসম্পাদনা
- বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক
- সরকারি কলেজে বাংলার অধ্যাপক
- বিভিন্ন সরকারি কলেজে অধ্যক্ষ
- বাংলা একাডেমির প্রথম পরিচালক
- বাংলা উন্নয়ন বোর্ডের পরিচালক
- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য
- ঢাকা জাদুঘরের সিনিয়র রিসার্চ ফেলো
পুরস্কার ও সম্মাননাসম্পাদনা
- সিতারা-ই-ইমতিয়াজ (১৯৬২)
- বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৪)
- প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৬)
- একুশে পদক (১৯৭৯)
- শেরে বাংলা সাহিত্য পুরস্কার (১৯৮০)
- আব্দুল হাই সাহিত্য পুরস্কার (১৯৮১)
- স্বাধীনতা পুরস্কার (১৯৮৩, মরণোত্তর)[২]
গ্রন্থসম্পাদনা
- চট্টগ্রামী বাংলার রহস্য ভেদ
- আরাকান রাজসভায় বাংলা সাহিত্য
- বঙ্গে সূফী প্রভাব
- বাংলা ভাষার সংস্কার
- পূর্ব পাকিস্তানে ইসলাম
- ব্যাকরণ মঞ্জুরি
- মুসলিম বাঙলা সাহিত্য
- মণীষামঞ্জুষা
- বুলগেরিয়া ভ্রমণ
মৃত্যুসম্পাদনা
১৬ ই ফেব্রুয়ারি ১৯৮২ সাল।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ মুহম্মদ ইবনে ইনাম (২০১২)। "হক, মুহম্মদ এনামুল"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২২।
- ↑ "স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা"। মন্ত্রিপরিষদ বিভাগ। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২২।