সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৪ সংগ্রহশালা ৫ সংগ্রহশালা ৬

কারণ কি?

আপনার এইরূপ সম্পাদনার কারণ কি? —শাকিল (আলাপ · অবদান) ১৫:৫০, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)

@MdsShakil মূলত এটি উইকিপিডিয়া:এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২/নিবন্ধ তালিকা#তালিকা ৫ এ উল্লিখিত একটি নিবন্ধ। আমি উক্ত তালিকার পাতাগুলো তৈরির উদ্যোগ নিয়েছি। তালিকায় বাংলাতে যেভাবে রয়েছে আমি সেভাবে তৈরি করছি। তো তৈরি করার পর আমি দেখি পাতাটি তৈরি করা রয়েছে। তাই ভাবলাম পুনর্নির্দেশ তৈরি করি। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৫:৫৮, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)
@MdsShakil বাংলা উইকিপিডিয়ায় নির্বাচন সম্পর্কিত নিবন্ধের নামকরণের ক্ষেত্রে সাল শুরুতে থাকবে নাকি শেষে থাকবে তার নির্দিষ্ট নিয়ম আছে? আমার মনে হয় থাকা উচিত। তাহলে আর এমন ভুল হবে না।
তবে অধিকাংশ নিবন্ধে সালের অবস্থান শেষেই থাকে দেখেছি যেমন: একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮ --আবরার‌ ১৬:১৯, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)
@Arabi Abrar প্রথমে থাকা উচিত। অনুগ্রহ করে প্রথমে দিবেন। তা না হলে অন্য কেউ ভুল করে এক পাতার জন্য দুইবার কষ্ট করা হবে। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৬:২৩, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)
@MdaNoman আপনার এইরকম ভাবনার কারণ কি? আপনি জানেন এইরূপ সম্পাদনা ধ্বংসাত্মক হিসাবে বিবেচ্য? আশা করবো ভবিষ্যতে এইরূপ কোন কিছু করবেন না। @Arabi Abrar বাংলা ভাষায় সাল শব্দের শেষে হয়। জনাব নোমান, দয়া করে বাংলার সাথে ইংরেজিকে গুলিয়ে ফেলবেন না। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৪১, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)
@MdsShakil তাহলে একজন দক্ষ ব্যবহারকারী সালকে প্রথমে দিল কেনো ? আর প্রতিযোগিতার তালিকাতে এমন নিবন্ধ থাকলে আমি না করলে অন্য কেউ তৈরি করতো। অনুগ্রহ করে বলবেন এটা কিভাবে ধ্বংসাত্মক হলো? এরকম বিভ্রান্তি এড়ানোর জন্য প্রতিযোগিতার তালিকা তৈরিতে আরও সতর্ক হওয়া উচিত।~ নোমান (📨আলাপ📝অবদান) ১৬:৪৮, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)
নোমান ভাই, আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আলোচনা পুনরায় চালু করলাম। আপনি বার্তা দিয়ে সেটির রেস্পন্সের অপেক্ষা না করেই সংগ্রহশালায় পাঠিয়ে দিলেন! যাই হোক, প্রতিযোগিতার তালিকা প্রসঙ্গ যখন এসেছে, আমি এই তালিকাটি তৈরি করেছি। তালিকাটা তৈরি হয়েছে ২–৩ মাস আগে। নিবন্ধটি তৈরি হয়েছে ১ আগস্ট ২০২২, আর আপনি তৈরি করেছেন সদ্য কালকে। তাহলে আপনি তালিকা যিনি তৈরি করেছেন, তাকে কীভাবে দোষারোপ করতে পারেন। নিবন্ধ তৈরির পূর্বে সেটির উইকিউপাত্ত বা ভাষা সেটিংস পরীক্ষা করে নিতে পারতেন। বাংলা উইকিপিডিয়ায় সাল ব্যবহার করার সুনির্দিষ্ট কোনো রীতি এখনও চালু হয়নি, বিশেষ করে দিবস বা তারিখের মতো রীতি এখনও স্বীকৃত নয়। প্রতিযোগিতার তালিকায় এই কারণে ইংরেজির অনুরূপ ছিল।
এখন যেই বিষয়ে শাকিল ভাই মূলত দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, সেটি হলো আপনি এই পুনর্নির্দেশ সমস্যার যে সমাধান করতে চেয়েছেন, তার নৈতিকতা নিয়ে। উইকিপিডিয়ার অলিখিত নিয়ম হলো— যে নিবন্ধটি পূর্বে তৈরি করা হয়েছে, সেটি শুদ্ধ নামে স্থানান্তর বা অদল-বদল করে নতুন পাতাটি থেকে পুনর্নির্দেশ আসবে। এখানে মূলত ইতিহাস-সহ অদল-বদলের কথা বলা হচ্ছে, যা বিশেষ কিছু অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীগণ করতে পারেন। আপনি এটিকে “নিয়ম” না বলে “নীতি” বলতে পারেন; কারণ এর সাথে সম্প্রদায়ের নৈতিকতা জড়িত। একজন ব্যবহারকারী পূর্বে একটি নিবন্ধ তৈরি করেছেন, নীতিগত কারণে আগের শিরোনামটি শুদ্ধ না হলে, নতুন শিরোনামে স্থানান্তর করা হয়। এতে আর্টিকেল কাউন্টে নিবন্ধটি পুরনো ব্যবহারকারীর নামের পাশে থেকে যায়। কেউ যদি নতুন করে নতুন শিরোনামে নিবন্ধ লেখে, সেটি নতুন ব্যবহারকারীর আর্টিকেল কাউন্টের পাশে যুক্ত হয়। পুরনো ব্যবহারকারীর ক্ষেত্রে পুনর্নির্দেশ আর আর্টিকেল কাউন্টে গণ্য হয় না। এই কারণে ইতিহাস-সহ স্থানান্তর না করা ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য, কারণ আপনি সেই ব্যবহারকারীর সম্পাদনাকে তাঁর স্বীকৃতি থেকে বঞ্চিত করছেন। (তবে এটা মনে রাখাও দরকার যে, উইকিপিডিয়ায় আর্টিকেল কাউন্ট গুরুত্বপূর্ণ কিছু নয়। তবু আমরা প্রত্যেক ব্যবহারকারীর সম্পাদনাকে সম্মান দিতে চাই। এভাবেই উইকিপিডিয়ার সংঘাত নিরসন নীতি কাজ করে।) আপনি উইকিপিডিয়ায় নতুন হিসেবে এই নীতি সম্পর্কে অবগত না-ও হতে পারেন। তবে পরবর্তী ক্ষেত্রে এসব বিষয়ে সতর্ক থাকবেন বলে আশা করা যায়। শুভকামনা। এবং সেই সাথে আমার দীর্ঘ বার্তা পড়ার জন্য ধন্যবাদ।
@Arabi Abrar, @MdsShakil: অংশগ্রহণকারীদের পিং করা হলো। — আদিভাইআলাপ২৩:০৩, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)
ভুলক্রমে, পূর্ব নিবন্ধ না দেখার ধরুন এক নিবন্ধ দুইবার অনুবাদ হয়ে যেতে পারেই। এই বিষয়টির সমাধান হল: ১. নতুন নিবন্ধটি প্রথম তৈরি নিবন্ধে পুনর্নির্দেশ করে দেওয়া (সাথে সাথে পরে তৈরি নিবন্ধে অতিরিক্ত তথ্য থাকলে তা প্রথম নিবন্ধে যোগ করে দেওয়া) ২. যদি প্রথম তৈরি নিবন্ধের শিরোনাম ভুল থাকে, তবে এই নিয়ে সেই নিবন্ধের পাতায় আলোচনা করা।
নোমান তুমি যেটি করেছ সেটি ঠিক হয়নি। এখন তো জানলে। সামনে এই রকম আর করো না :)
সম্পাদনা করতে গেলে এই রকম ভুল ত্রুটি হতেই পারে, ব্যাপার না। এই সাধারণ বিষয়টি নিয়ে মনে হয় না আমাদের আর দীর্ঘ আলোচনায় যাওয়া উচিত। আমার মনে হয় মূল সমস্যার সমাধান হয়েছে ও নোমানও বিষয়টি বুঝতে পেরেছে। এই আলোচনা এখানেই শেষ হোক। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩৮, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)
আদিব ইতিমধ্যে ব্যাখা করেছে, তাই বিস্তারিত লিখছি না আমি। আশা করছি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এইরূপ কাজ ভবিষ্যতে করবেন না। আপনার উইকিযাত্রা শুভ হউক! —শাকিল (আলাপ · অবদান) ০৬:৫৩, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)
আমি লিংক দেওয়ার চেষ্টা করেছি কিন্তু google লিংক সাপোর্ট করছে না। আর সেজন্য আমি ইউনিভার্সিটির নাম দিয়েছি এই নামে আপনি google ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন। প্রথমত ইংরেজি উইকিপিডিয়া কোনো দলিল হতে পারে না। কিন্তু ইংরেজি নিবন্ধে ক্যাম্পাস এর জায়গায় সঠিক ঠিকানা দেওয়া আছে, দেখে নিন। ‌‌ আপনারা যে এড্রেস ব্যবহার করছেন সেটা হচ্ছে সিলেটের জিন্দাবাজারে অবস্থিত আল হারামাইন টাওয়ার। আপনারা দাবি করেন সঠিক তথ্যসূত্র ছাড়া কিছু গ্রহণ করেন না, তাহলে এই ভুল ঠিকানাটি কোন তথ্যের উপর নির্ভর করে আপনারা গ্রহণ করেছেন? Mahbubslt (আলাপ) ০৯:০৪, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ হালনাগাদ #১

সুপ্রিয়, MdaNoman
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প উপলক্ষে আপনার তৈরি পশ্চিম চীন হাসপাতাল কোভিড-১৯ টিকা৩৭৬তম সৈন্যবাহী স্কোয়াড্রন নিবন্ধ দুইটি গৃহীত হয়েছে। তবে এগুলোর মধ্যে সামান্য কিছু সমস্যা দেখা যাচ্ছে। অনুগ্রহ করে নিবন্ধগুলোর সামান্য পরিষ্করণ করুন। শুভেচ্ছা। — আদিভাইআলাপ১৩:৩৯, ১২ আগস্ট ২০২২ (ইউটিসি)

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ হালনাগাদ #২

সুপ্রিয়, MdaNoman
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প উপলক্ষে আপনার তৈরি স্পেনীয় জাতীয় বায়োইনফরমেটিক্স ইনস্টিটিউট নিবন্ধটি গৃহীত হয়নি। নিবন্ধটির অনুবাদে বেশ যান্ত্রিকতা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এটিতে সংশোধনও করা প্রয়োজন। অনুগ্রহ করে নিবন্ধটিতে পরিষ্করণ করুন এবং আমার আলাপ পাতায় জানান। সেক্ষেত্রে আমি নিবন্ধটি গ্রহণ করে নেব। শুভেচ্ছা। — আদিভাইআলাপ১৩:৪০, ১২ আগস্ট ২০২২ (ইউটিসি)

@Meghmollar2017 যখন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম তখন এতটা দক্ষ ছিলাম না। তাই প্রথম দিকের অনেক নিবন্ধে সমস্যা রয়েছে।সেগুলো নিয়মিত সংশোধন করে চলেছি। উল্লিখিত নিবন্ধটি সংশোধন করেছি। পুনরায় সেটি দেখুন। আর ২০২১ ন্যাশনাল পিপলস কংগ্রেস নিবন্ধটিও দেখুন। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৭:৪৪, ১২ আগস্ট ২০২২ (ইউটিসি)
  করা হয়েছে। অন্যটি আদীব গ্রহণ করতে পারবে, আমি তাঁর প্রদত্ত নম্বর পরিবর্তন করতে পারব না। — আদিভাইআলাপ০৯:৩০, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)

দিল মেরা ধড়কন তেরি

@MdaNoman:, @নোমান ভাই, দিল মেরা ধড়কন তেরি নিবন্ধটিকে Dil Mera Dharkan Teri (1968 film) নিবন্ধটির সাথে আন্তঃভাষা সংযোগ করে দেওয়া সহ চিত্র আপলোড করে দিন। তুষার ফে (আলাপ) ০৪:৫৮, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)

@তুষার ফে   করেছি ~ নোমান (📨আলাপ📝অবদান) ০৫:০১, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)
@MdaNoman:, @নোমান ভাই, চিত্র আপলোড করে দিন, নিবন্ধটির ইংরেজি সংস্করণে চিত্র রয়েছে। তুষার ফে (আলাপ) ০৫:০১, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)
@তুষার ফে   করেছি ~ নোমান (📨আলাপ📝অবদান) ০৫:১০, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)

বিষয়শ্রেণী:১৯৬০-এর দশকের উর্দু ভাষার চলচ্চিত্র

@MdaNoman:, @নোমান ভাই, বিষয়শ্রেণী:১৯৬০-এর দশকের উর্দু ভাষার চলচ্চিত্র এটা তৈরি করে দিন ইংরেজি Category:1960s Urdu-language films থেকে। তুষার ফে (আলাপ) ০৫:৩২, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)

@তুষার ফে   করেছি ~ নোমান (📨আলাপ📝অবদান) ০৫:৪২, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)

সঠিক নিবন্ধ

@MdaNoman:, @নোমান ভাই, কারাচি সে লাহোর নিবন্ধটিকে Karachi Se Lahore নিবন্ধের সাথে আন্তঃভাষা সংযোগ করে দিন, এটাই সঠিক নিবন্ধ, বর্তমানে ভুল নিবন্ধের সাথে আন্তঃভাষা সংযোগ করা আছে। - তুষার ফে (আলাপ) ০৬:১৯, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)

@তুষার ফে   করেছি ~ নোমান (📨আলাপ📝অবদান) ০৬:৫০, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)
@MdaNoman:, @নোমান ভাই, কারাচি সে লাহোর এটার নাম 'করাচি সে লাহোর' শিরোনাম করে দিন। তুষার ফে (আলাপ) ১২:০৮, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)
@তুষার ফে করেছি। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৪:২৪, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)

ব্যবহারকারী:আনিছুর রহমান লিটন নিয়ে আনিছুর রহমান লিটন-এর প্রশ্ন (২২:০১, ১৩ আগস্ট ২০২২)

আমার মা আমার জান্নাত --আনিছুর রহমান লিটন (আলাপ) ২২:০১, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি)

@আনিছুর রহমান লিটন উইকিপিডিয়ায় স্বাগত। সম্পাদনা বিষয়ে কীভাবে সাহায্য করতে পারি? ~ নোমান (📨আলাপ📝অবদান) ০৪:২৬, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)

ব্যবহারকারী:Akib mia নিয়ে Akib mia-এর প্রশ্ন (০২:৩৯, ১৪ আগস্ট ২০২২)

কিভাবে আমার সম্পকে লিখব আর ছবি যোগ করব --Akib mia (আলাপ) ০২:৩৯, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)

@Akib mia টিউটোরিয়াল দেখুন। ~ নোমান (📨আলাপ📝অবদান) ০৪:২৫, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)

Wikipedia এর Article গুলো কি copyright

Wikipedia এর Article গুলো কি copyright AK Asraful Zaid (আলাপ) ১১:৫৬, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)

@AK Asraful Zaid জ্বী, উইকিপিডিয়া কপিরাইটের প্রতি জোর দেই। কপিরাইট ত্রুটি যুক্ত কোনও কিছু এখানে প্রকাশিত হয় না। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৩:৪৪, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
@AK Asraful Zaid, উইকিপিডিয়ায় যে লেখাগুলো রয়েছে, সেগুলো কপিরাইটমুক্ত। অর্থাৎ আপনি অবাধে সেগুলো ব্যবহার করতে পারবেন, যদি না অন্য কোনো শর্ত সেখানে উল্লিখিত থাকে। একই কারণে উইকিপিডিয়ায় যা প্রকাশ করা হয় (কোনো লেখা, ছবি, অডিও ইত্যাদি), তা কপিরাইট করা থাকতে পারবে না। — আদিভাইআলাপ১৪:৩০, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)

মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট

আসসালামুু আলাইকু। ভাই এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান আমি সম্পাদনা করেছি। কিন্তু আপনি সম্পাদনা বাতিল করলেন কেন? আপনি কি তথ্য যাচাই করে বাতিল করেছেন? নাকি আপনার ইচ্ছে হয়েছে তাই বাতিল করে ফেলেছেন? আপনি কি জানেন বিশ্ববিদ্যালয়টির অবস্থান কোথায়? দয়া করে এসে দেখে যাবেন, নতুবা যদি নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র অনুসন্ধান করে পান, তাহলে সেগুলো দেখে নিবেন। আমি বাংলা উইকিপিডিয়ায় বাঙালি জাতীয়তাবাদের প্রভাব সহ পক্ষপাতিত্ব মূলক নিবন্ধ দেখতে পাচ্ছি। অসুবিধা নেই, আমার দেখার জন্য ইংরেজি wikipedia আছে। যদি ইংরেজি উইকিপিডিয়াতেও ভুল নজরে আসে, তাহলে বিশাল জ্ঞান ভান্ডার পৃথিবীতে রক্ষিত আছে, সেখান থেকে জ্ঞান অর্জন করে নেব। আপনারা যদি আপনাদের জাতিকে ভুল শিক্ষা দিতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এটা আপনাদের জন্য ক্ষতিকর। ভুল শিক্ষা অর্জন করে আত্মতৃপ্তি অর্জন করতে পারবেন হয়তো, আর নিজেকে আত্ম-অহংকারী হিসেবে গড়ে তুলতে পারবেন আপনারা। কিন্তু বিশ্ববাসীর কাছে সুনাম অর্জন করতে পারবেন না। Mahbubslt (আলাপ) ১৭:০৫, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)

@Mahbubslt, সুধী বিস্তারিত না দেখে আরেকজনকে আজেবাজে ও গরম কথা লিখবেন না। গরম কথা লিখে কোন ফল পাওয়া যাবে না। উইকিপিডিয়া একটি সহযোগীতামূলক ক্ষেত্র। এটি লক্ষ্য করেছেন কী? নোমান তার সম্পাদনা সারাংশেই বলেছে যে গুগল মানচিত্রে সে অবস্থান খুঁজে পায়নি, আপনার বোঝা উচিত ছিল সে অন্তত ইন্টারনেটে যাচাই করেই বাতিল করেছে।
আপনার উচিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা কোন কিছু লিঙ্ক প্রদান করা, যেখানে বিশ্ববিদ্যালয়ের ঠিকানা দেওয়া আছে। তাহলেই সমস্যার সমাধান হয়ে যায়।
আপনার "আমি বাংলা উইকিপিডিয়ায় বাঙালি জাতীয়তাবাদের প্রভাব সহ পক্ষপাতিত্ব মূলক নিবন্ধ দেখতে পাচ্ছি" কথাটি আমার ঠিক বোধগম্য হয়নি। যদি সমস্যা থাকেও, আপনি সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন কী? যেমন, নিবন্ধটি ঠিক করে দেওয়া কিংবা অন্ততপক্ষে নিবন্ধের আলাপ পাতায় জানানো। হ্যাঁ, আমিও জানি "ইংরেজি wikipedia আছে", ইংরেজরা তাদের ভাষাকে, তাদের উইকিপিডিয়াকে অতি সমৃদ্ধ করে নিয়েছে। এইটুকু মনে রাখুন, কোন ইংরেজ এসে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করে দিয়ে যাবে না। আপনি যদি আপনার অপর মাতৃভাষা বাংলাকে সমৃদ্ধ করতে চান, আপনাকে আপনার ভাষার জন্য কাজ করতে হবে।
আপনি, আমি, আমরা কেউ উইকিপিডিয়ায় চাকরি করি না। বাংলা ভাষাকে সমৃদ্ধ করা তাগিদে স্বেচ্ছাসেবায় কাজ করছি। যেকারো ভুল হতে পারে, কিন্তু ভুল ধরিয়ে দিতে এসে গরম কথা লিখলে হবে না। আমরা আপনাকে সহযোগিতা করব, কিন্তু আপনাকেও নম্র হতে হবে। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৬, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
উইকিপিডিয়ায় আমি যে ঠিকানা দিয়েছি ওই ঠিকানায় আপনারা তদন্ত করে দেখুন এর অবস্থান কোথায়। গুগল ম্যাপে আমার দেওয়া ঠিকানায় আপনারা মেট্রোপলিটন ইউনিভার্সিটি পেয়ে যাবেন। আপনার বক্তব্য প্রমাণ করছে আপনি নিজেও না যাচাই করে পক্ষপাতিত্বমূলক মন্তব্য করছেন। আর আপনি ঠিক বলেছেন যে বাংলাভাষী তথা বাঙালিরাই বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করবে। আর এটা জেনে রাখা ভালো যে আমি নিজে বাংলা মাতৃভাষী না। যদিও আমার মাতৃভাষা বাংলা না তারপরও আমি এই ভাষার সমৃদ্ধি নিয়ে কাজ করতে চেয়েছিলাম। এবং এ পর্যন্ত আমি অনেক অবদান রেখেছি বাংলা উইকিপিডিয়ায়। আমি এখানে কাউকে গালি বা হুমকি দেইনি অথবা অপমান করিনি। আমি শুধুমাত্র সত্যতা তুলে ধরেছি। আর আমি পাবলিক কোন নিবন্ধে নোমান ভাইয়ের সাথে বিতর্ক করছি না, আমি তার ব্যবহারকারী পাতায় এসে অভিযোগ উপস্থাপন করেছি। সুতরাং আপনি একজন প্রশাসক হলেও এইখানে নাক গলানোর প্রয়োজন মনে করছি না। এটা হতে পারে আমি জোরালু ভাষা ব্যবহার করেছি, কিন্তু আপনার মত গরম বক্তৃতা দিচ্ছি না। আমার হাসি পায় নিবন্ধের ঠিকানায় ভুল ঠিকানা দেওয়া, আবার নিবন্ধের উপরে ঠিকই 'বটেশ্বর' আপনারা লিখে রেখেছেন।😃 যদি 'বটেশ্বর' ভুল ঠিকানা হয় তাহলে সেখানেও 'জিন্দাবাজার' দিয়ে দিলেন না কেন? যদি বাঙালিরা ভুল দিয়ে তাদের উইকিপিডিয়া সমৃদ্ধ করতে চায়, তাহলে করুক, আমার কোন মাথা ব্যাথা নেই। আপনারা অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত কোন তথ্যকে গ্রহণ করেন না, যতক্ষণ না আপনাদের বিশ্বাস এবং জাতীয়তাবাদের সাথে না মিলে। আর আসলে এটাই একটা জাতিকে মূর্খ বানানোর প্রধান হাতিয়ার।
অবশেষে এটাই পরামর্শ দিব যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট প্রতিষ্ঠানের নিবন্ধেই রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমি আবারও এখানে গুগল ঠিকানার লিংক দিচ্ছি: Mahbubslt (আলাপ) ০৮:০১, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
Metropolitan University Sylhet
Pirer bazar, Sylhet - Tamabil Hwy, Bateshwar Mahbubslt (আলাপ) ০৮:০৬, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
আমি আপনাদের ঠিকানা পর্যালোচনা করে দেখেছি আপনারা জিন্দাবাজারের আল হারামাইন টাওয়ারের ঠিকানা মেট্রোপলিটন ইউনিভার্সিটির ক্ষেত্রে ব্যবহার করেছেন, যেটা সম্পূর্ণ ভুল। আমি বুঝতে পারছি না আপনারা কী ধরনের পর্যালোচনা করে থাকেন। Mahbubslt (আলাপ) ০৮:১২, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
@Mahbubslt উইকিপিডিয়া কোনো জাদুর বল নয় । কোনও তথ্যকে উইকিতে স্থান পেতে হলে অবশ্যই যাচাইযোগ্য হতে হবে । আপনি বলেছেন আর আমি আবারও এখানে গুগল ঠিকানার লিংক দিচ্ছি: । কিন্তু আপনি কোনও লিংক দেননি। আপনার প্রদত্ত লিংক উল্লিখিত ঠিকানায় যাচ্ছে না। আমি যাচাই না করে আপনার সম্পাদনা পূর্বাবস্থায় নেইনি। আপনার কথিত বিশাল জানভান্ডার তথা ইংরেজি উইকিতেও যে লিংক রয়েছে তা আপনার দাবির পরিপন্থী। আর "আমি বুঝতে পারছি না আপনারা কী ধরনের পর্যালোচনা করে থাকেন।" , "আপনি একজন প্রশাসক হলেও এইখানে নাক গলানোর প্রয়োজন মনে করছি না" ইত্যাদি আক্রমণাত্মক। এধরনের কথা না বলাই উচিৎ। আপনি যদি আপনার দাবি প্রমাণ করতে চান তবে আপনার উচিৎ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের লিংক প্রদান করা। ~ নোমান (📨আলাপ📝অবদান) ০৮:২৯, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
আমি লিংক দেওয়ার চেষ্টা করেছি কিন্তু google লিংক সাপোর্ট করছে না। আর সেজন্য আমি ইউনিভার্সিটির নাম দিয়েছি এই নামে আপনি google ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন। প্রথমত ইংরেজি উইকিপিডিয়া কোনো দলিল হতে পারে না। কিন্তু ইংরেজি নিবন্ধে ক্যাম্পাস এর জায়গায় সঠিক ঠিকানা দেওয়া আছে, দেখে নিন। ‌‌ আপনারা যে এড্রেস ব্যবহার করছেন সেটা হচ্ছে সিলেটের জিন্দাবাজারে অবস্থিত আল হারামাইন টাওয়ার। আপনারা দাবি করেন সঠিক তথ্যসূত্র ছাড়া কিছু গ্রহণ করেন না, তাহলে এই ভুল ঠিকানাটি কোন তথ্যের উপর নির্ভর করে আপনারা গ্রহণ করেছেন? Mahbubslt (আলাপ) ০৯:১২, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
@Mahbubslt, আমি নিবন্ধের ঠিকানা পুনর্বহাল করেছি। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট ও নোটিশ নতুন ঠিকানা ব্যবহার করছে। বিশ্ববিদ্যালয়টি একসময় জিন্দাবাজার থেকে পরিচালিত হতো। এর ট্রেস এখনও ইন্টারনেটে পাওয়া যাবে। সেটা দেখে বিভ্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু না। তবে এর সূত্র ধরে এরকম কথার লড়াই হওয়াটা দুঃখজনক। উইকিপিডিয়ায় প্রমাণ উপস্থাপন সাপেক্ষে যুক্তি-তর্ক হয়ে থাকে। আপনাদের দুইজনকেই এই বিষয়ে সংযমী হতে অনুরোধ করবো। উইকিপিডিয়া কেউ একা তৈরি করেনি। প্রত্যেকের এতে অবদান আছে, আর আমাদের উচিত এই অবদানকে সম্মান রাখা। ধন্যবাদ। — আদিভাইআলাপ১০:২৪, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
@Meghmollar2017 হ্যাঁ, আমি দেখেছি। তবে এখনও বেশিরভাগ জায়গায় পূর্বের ঠিকানা দেখলাম। তবে আমার বার্তা কোনোভাবে অসংযমী হয়েছে কি? ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৪:০২, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
@MdaNoman, দেখুন ভাই। ব্যবহারকারী একদম নতুন। উইকিপিডিয়ার রীতিনীতি সম্পর্কে পরিচিত নন। সেজন্য আপনাকে বলা। আমার কথার অন্য অর্থ ধরবেন না, অনুগ্রহ করে। — আদিভাইআলাপ১৭:৪৬, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)

@Mahbubslt: সুধী, আপনার যদি কোন সম্পাদনা নিয়ে সমস্যা থাকে তা নিয়ে আলোচনা করতেই পারেন। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ঠিকানার সাথে বাঙালী জাতীয়তাবাদের কোন সম্পর্ক আছে কি? আপনার যদি জাতীয়তাবাদ নিয়ে সংঘর্ষে পড়েন সেটার জন্য উইকিপিডিয়া নয়। মনে রাখবেন উইকিপিডিয়ানরা মানুষ, তাদের ভুল হতে পারে। যদি কোন নিবন্ধে নিরপেক্ষতার সমস্যায় পড়েন সেজন্য ওই নির্দিষ্ট নিবন্ধ নিয়ে আলোচনা করা যেতে পারে, ভিন্ন কোন প্রসঙ্গে আরেক প্রসঙ্গ তোলা আসলে দক্ষতার পরিচয় নয়। যাই হোক, নতুন উইকিপিডিয়ান হিসেবে আপনাকে আমার পক্ষ থেকে শুভকামনা রইলো। মেহেদী আবেদীন ১৮:০০, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)

আপনি কি আমার কমেন্টগুলো পড়ে এটা বুঝেছেন যে আমি এখানে (বাঙালি জাতীয়তাবাদের ক্ষেত্রে) এই নিবন্ধের কথা উল্লেখ করেছি? আচ্ছা যদি আপনি আপনার মাতৃভাষা বাংলা না বুঝে থাকেন তাহলে আবার বলছি, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন নিবন্ধে বাঙালি জাতীয়তাবাদের প্রভাব দেখেছি। আর এই কথাটি এখানে উল্লেখ করার কারণ হচ্ছে, বিভিন্নভাবে বাংলা উইকিপিডিয়ায় ভুলের চর্চা করা হচ্ছে। Mahbubslt (আলাপ) ১৮:০৯, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
@Mahbubslt অনুগ্রহ করে বলবেন যে এমনটা কেনো মনে হচ্ছে এবং এমনটা কোথায় দেখেছেন?
তাছাড়া আপনি যেহেতু @Mehediabedin ভাইকে প্রশ্ন করেছেন তাই তাকে পিং করে দিলাম। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৮:১৩, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
উইকিপিডিয়া নিবন্ধগুলো আপনারা অবশ্যই পর্যালোচনা করেন। সুতরাং দেখে নিয়েন এবং সেগুলো সংশোধনের চেষ্টা করেন। এটা আমার জন্য না, আপনাদের এবং আপনাদের জাতির জন্য ভালো হবে। নতুবা আপনাদের যাতে ভুল চর্চা করবে। বাংলা উইকিপিডিয়ায় নিরপেক্ষ তথ্যসূত্রের পরিবর্তে বাঙালি জাতীয়তাবাদের ঘনিষ্ঠ তথ্যসূত্র বেশি নির্ভরযোগ্য। বাঙালি জাতীয়তাবাদের প্রভাব এবং ভুল প্রচারণা চর্যাপদ, মুক্তিযুদ্ধ, ইতিহাস, রাজনৈতিক নিবন্ধ, ধর্মীয় নিবন্ধ, বাংলাদেশের ভাষা সমূহ এবং জাতিসমূহ সংক্রান্ত নিবন্ধগুলোতে স্পষ্ট পাওয়া যায়। Mahbubslt (আলাপ) ১৮:১৯, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
@Mahbubslt আমি বুঝেই লিখেছি। আপনার কথা আমলে নিয়েই বলছি যদি যে "বাঙালী জাতীয়তাবাদের প্রভাবের চেয়ে বড় বিষয় বাঙালী জাতীয়তাবাদের প্রভাবের জন্য কোন নিবন্ধ নিরপেক্ষতা হারিয়েছে কিনা" তা যদি হয়ে থাকে তবে যে নিবন্ধে এটি ঘটেছে সে নিবন্ধের আলাপ পাতায় ব্যাপারটা নিয়ে আলোচনা করুন অথবা একাধিক নিবন্ধে নিরপেক্ষতার সমস্যা দেখলে তা নিয়ে আলোচনাসভায় দাবি উত্থাপন করুন। তথাপি, ভুলের চর্চা হয়ে থাকলে সেই ভুল তথ্যের সাথে সঠিক তথ্য তুলে ধরে সেই নির্দিষ্ট নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করতে হবে। এখানে এটা বললে কাজের কাজ হবেনা বরং আলোচনা ভিন্ন দিকে মোড় নিতে পারে। আমরা কেউই চাইনা যে উইকিপিডিয়া ভুলের আঁখড়া হোক। মেহেদী আবেদীন ১৮:১৫, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
আমি আমার কমেন্টে সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো তুলে ধরেছি, আপনারা দেখে নিতে পারেন। আর আমারও যদি সময় হয়, তাহলে নিবন্ধগুলোতে গিয়ে মাঝেমধ্যে আলোচনা তৈরি করব। Mahbubslt (আলাপ) ১৮:২১, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)

Wikipedia translation of the week: 2022-33

Abdul Awal Mamun নিয়ে Abdul Awal Mamun-এর প্রশ্ন (১১:৩৩, ১৫ আগস্ট ২০২২)

Hi --Abdul Awal Mamun (আলাপ) ১১:৩৩, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)

@Abdul Awal Mamun উইকিপিডিয়ায় স্বাগত। সম্পাদনা বিষয়ে কোনো সাহায্য প্রয়োজন? ~ নোমান (📨আলাপ📝অবদান) ১০:১৯, ১৬ আগস্ট ২০২২ (ইউটিসি)

Wikidata weekly summary #533

প্রযুক্তি সংবাদ: 2022-33

২১:০৬, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)

আসসালামু আলাইকুম

আমি উইকিপিডিয়ায় নতুন, ভুল-ত্রটি হওয়া স্বভাবিক। “ফারুক-ই-আজম “ নিবন্ধনটি অপসারণ করেছেন। এর করন যদি জানাতেন। ভুল গুলো আমি ঠিক করে নিবো। Samdani9 (আলাপ) ২০:৫৫, ১৬ আগস্ট ২০২২ (ইউটিসি)

@Samdani9 আমি নিবন্ধটি অপসারণ করিনি। প্রশাসকগণ এটি করে থাকে। আপনাকে আফতাব ভাই এখানে উত্তর দিয়েছেন। ~ নোমান (📨আলাপ📝অবদান) ০৩:০৬, ১৭ আগস্ট ২০২২ (ইউটিসি)

মেহমত বে

আপনার তৈরি মেহমত বে মসজিদ নিবন্ধের "বে" আসলে "বেগ" হবে। দয়া করে ঠিক করে দিন। পরমাণু•আলাপ•০৭:০০, ১৭ আগস্ট ২০২২ (ইউটিসি)

@আজিজ অনুগ্রহ করে বলবেন কেনো? Bay তো বাংলায় বে হয়। ~ নোমান (📨আলাপ📝অবদান) ০৭:০৫, ১৭ আগস্ট ২০২২ (ইউটিসি)
গ্রীক "Μπέη" এটি তুর্কীয়-মঙ্গল পদবি, বাংলা সেটি " বেগ (পদবি)" তবে এর উচ্চারণ বে-ও হয়, আমি ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যেই "বেগ" করতে বলেছি।
কিন্তু কোথাও হয়তো বিভ্রান্তি হচ্ছে, কারণ গ্রীক উইকিতে এর নাম "আহমদ পাশা মসজিদ" লেখা হয়েছে। পরমাণু•আলাপ•০৭:৩২, ১৭ আগস্ট ২০২২ (ইউটিসি)
@আজিজ করেছি। গ্রীক উইকিতে দেখলাম। আজ আরেকবার বিভ্রান্ত হলাম। en:Criminal (1994 film) বাংলায় এসে ক্রিমিনাল (১৯৯৫-এর চলচ্চিত্র) হয়ে গেছে। :) ~ নোমান (📨আলাপ📝অবদান) ০৭:৪১, ১৭ আগস্ট ২০২২ (ইউটিসি)
উল্লেখিত চলচ্চিত্র সম্পর্কিত নিবন্ধটির শিরোনাম ইংরেজি ও তেলুগু ছাড়া সব ভাষাতেই (ফার্সি, নেওয়ারি, হিন্দ, মালয়) ১৯৯৫ লেখা। তবে আইএমডিবিতেও ৯৪ লেখা! এগুলো আলোচনার মাধ্যমে ঠিক করা উচিত। পরমাণু•আলাপ•০৭:৫৪, ১৭ আগস্ট ২০২২ (ইউটিসি)
@আজিজ ইংরেজিতে শুরু করেছি। কিন্তু তেলেগু তো জানি না।   ~ নোমান (📨আলাপ📝অবদান) ০৮:১১, ১৭ আগস্ট ২০২২ (ইউটিসি)

CIS-A2K Newsletter July 2022

 

Dear Wikimedians,

Hope everything is fine. As CIS-A2K update the communities every month about their previous work via the Newsletter. Through this message, A2K shares its July 2022 Newsletter. In this newsletter, we have mentioned A2K's conducted events.

Conducted events
Ongoing events
  • Partnerships with Goa University, authors and language organisations
Upcoming events

Please find the Newsletter link here.
If you want to subscribe/unsubscibe this newsletter, click here.

Thank you Nitesh (CIS-A2K) (talk) 15:10, 17 August 2022 (UTC)

On behalf of User:Nitesh (CIS-A2K)

আপনার জন্য একটি পদক

  ১০০+ নিবন্ধ পদক
সুধী, আপনি নিয়মিত সম্পাদনা এবং প্রতিনিয়ত নিবন্ধ সৃষ্টির করছেন দেখে ভাল লাগছে। সম্প্রতি অপসারণ বাদে আপনি ১০০+ নিবন্ধ তৈরি করেছেন। (ভালমত হিসাব করলে ১৩৮টি)। প্রেরণা সরূপ পদকটি গ্রহণ করুন। আপনার ভাল নিবন্ধ অনুবাদ এবং আজাকিতে অবদান রাখার চেষ্ঠা অন্যদের জন্য অনুপ্রেরণা হোক। আশা করি সামনের দিন গুলিতে আরো নতুন মানসম্মত নিবন্ধ বাংলা উইকিকে উপহার দিবেন। আপনার হাত ধরে বাংলা উইকিপডিয়া ১০০০+ মানসম্মত অনূদিত অথবা মৌলিক নিবন্ধ পাবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৬:৫১, ১৭ আগস্ট ২০২২ (ইউটিসি)

আজাকি হালনাগাদ ১ সেপ্টেম্বর ২০২২

  আপনার তৈরি অথবা সম্প্রসারিত কল্পকাহিনিতে বুধ নামক নিবন্ধটি থেকে একটি আকর্ষণীয় তথ্য নিয়ে ১ সেপ্টেম্বর ২০২২ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৯:১৮, ১৭ আগস্ট ২০২২ (ইউটিসি)

আলাপ:কল্কি অবতার এবং মোহাম্মদ সাহেব

এই পাতায় আলোচনা যদি না করেন, তাহলে আমি কি পূর্বাবস্থায় নিতে পারি? -- রবিন সাহা ০৯:৫৩, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)

@Robin shaha, সুধী, কোনো আলোচনায় সিদ্ধান্ত নিরপেক্ষ ব্যক্তি অর্থাৎ তৃতীয় পক্ষের কেউ নেবেন। আপনি কোনো প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, যিনি এই আলোচনায় যুক্ত হননি। — আদিভাইআলাপ১৩:৪২, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)
@Meghmollar2017 ইয়াহিয়া ভাই আলোচনাতে রয়েছেন। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৩:৪৪, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)
@MdaNoman, হ্যাঁ, উনি সিদ্ধান্ত দিতে পারবেন না। — আদিভাইআলাপ১৩:৪৫, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)
@Meghmollar2017 হ্যাঁ, নিরপেক্ষতার জন্য এমনটাই করা উচিত। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৩:৪৭, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)
ঠিক আছে। -- রবিন সাহা ০২:৪৮, ২১ আগস্ট ২০২২ (ইউটিসি)

আশালতা কলেজ অপসারণ প্রস্তাবনা সম্পর্কে

@MdaNoman, আশালতা কলেজ একটি অনুল্লেখযোগ্য এবং অত্যান্ত ক্ষুদ্র ও তথ্যসূত্রবিহীন নিবন্ধ। এধরনের নিবন্ধে অপসারণ প্রস্তাবনা না দিয়ে "নিজস্ব যৌক্তিকতা {{db}} টেমপ্লেট" ব্যবহার করে সরাসরি দ্রুত অপসারণ প্রস্তাবনা দিতে পারেন। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:২৬, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)

@মোহাম্মদ মারুফ এটি দেখুন। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৩:২০, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)
😂😂😂। তাইলে আর কি করবেন। শাকিল ভাইয়ের টাই করুন। মোঃ মারুফ হাসান (আলাপ) ১৪:২৯, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)

Wikipedia translation of the week: 2022-34

Wikidata weekly summary #534

Tech News: 2022-34

০০:০৯, ২৩ আগস্ট ২০২২ (ইউটিসি)

উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন/সংগ্রহশালা/ব্যর্থ/২০২৪ দ্রুত অপসারণ

 

উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন/সংগ্রহশালা/ব্যর্থ/২০২৪ নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

TOOSOON

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন/সংগ্রহশালা/ব্যর্থ/২০২৪|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — আদিভাইআলাপ১৪:০৪, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)

উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন/সংগ্রহশালা/সফল/২০২৪ দ্রুত অপসারণ

 

উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন/সংগ্রহশালা/সফল/২০২৪ নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

TOOSOON

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন/সংগ্রহশালা/সফল/২০২৪|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — আদিভাইআলাপ১৪:০৫, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)

সুধী, আমি লক্ষ্য করলাম, পাতাগুলোয় আপত্তি জানানোর পরিবর্তে আপনি ট্যাগগুলো সরিয়ে দিয়েছেন, আমি কি জানতে পারি কেন? উইকিপিডিয়ান হিসেবে আমার কিংবা অন্য কারও বিচারধারায় ভুল থাকতে পারে, কিন্তু সেটির প্রতিকার করতে হয় সিস্টেমেটিক উপায়ে। আপনি কোনো প্রশাসক নন; আপনি প্রশাসক হলেও নিজের তৈরি পাতা থেকে ট্যাগ সরিয়ে দিতে পারেন না।
পুনশ্চঃ আমি আমার বিচারধারায় চিন্তা করে দ্রুত অপসারণের প্রস্তাব দিয়েছি। আপনার কি আমার চিন্তাধারায় কোনো doubt আছে? থাকলেও সেটি নিবন্ধের আলাপ পাতায় লিখুন, ট্যাগ মুছে নয়। আমি প্রশাসক @Yahya এবং Al Riaz Uddin Ripon: ভাইদের পিং করছি। আমি এই পাতাগুলোয় সামান্য ট্যাগ নিয়ে সম্পাদনা যুদ্ধে জড়াতে চাই না। — আদিভাইআলাপ১৪:৩৮, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
আপনি ঠিক কি কারণে পাতার ট্যাগ সরালেন বোধগম্য নয়। ২ বছর আগে থেকেই কেন খালি পাতা তৈরি করে রাখতে হবে? একটু বলেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৪৩, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
@Meghmollar2017 আপনি অপসারণের কোনো কারণ দেখাননি। সম্পাদনা সারাংশতে আমি বলেছি।উল্লেখ যে, WP:TOOSOON অপসারণের কোনো কারণ নয়। যাইহোক, আমি আপনার সম্পাদনা উদ্ধার করেছি। @Al Riaz Uddin Ripon মূলত পরীক্ষামূলক ভাবে পাতাদুটি তৈরি করেছি। যেহেতু ভবিষ্যতে প্রয়োজন তাই অপসারণের প্রয়োজন তেমন নেই। তাছাড়া এরকম পাতা অনেক রয়েছে।আমি বলছিনা জে এ পাতাটি রাখাই লাগবে। আমি শুধু বলছি যে যেহেতু ভবিষ্যতে প্রয়োজন তাই রাখলে ক্ষতি কোথায়?~ নোমান (আলাপঅবদান) ১৪:৫৪, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
কোনো তথ্য না থাকলে পাতাগুলো রাখার যৌক্তিকতা দেখি না। তাই অপসারণযোগ্য। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:০২, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
@Al Riaz Uddin Ripon উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন/সংগ্রহশালা/সফল/২০২৩উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন/সংগ্রহশালা/ব্যর্থ/২০২৩ ? ~ নোমান (আলাপঅবদান) ১৫:০৩, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
সেগুলোও অপসারণযোগ্য। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:০৯, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
@Al Riaz Uddin Ripon সাথে এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটি,এটিএটি  ~ নোমান (আলাপঅবদান) ১৫:১৫, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
@Al Riaz Uddin Ripon সত্যিই কি এগুলো অপসারিত হবে? ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon/খেলাঘর ৫ দেখে তাই মনে হলো। ~ নোমান (আলাপঅবদান) ১৫:৩৪, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
করা হয়েছে আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:৩৭, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
@Al Riaz Uddin Ripon পরিবর্তিতে এগুলো উদ্ধার করা হবে নাকি পুনরায় তৈরি করা হবে? ~ নোমান (আলাপঅবদান) ১৫:৪২, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
পুনরায় তৈরি করা হবে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:৪৪, ২৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
"MdaNoman/সংগ্রহশালা ৪"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।