ক্রিমিনাল (১৯৯৫-এর চলচ্চিত্র)
ক্রিমিনাল (হিন্দি: क्रिमिनल; তেলুগু: క్రిమినల్) হচ্ছে ১৯৯০-এর দশকে মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু-হিন্দি দ্বিভাষী চলচ্চিত্র, ১৯৯৪ সালে চলচ্চিত্রটির তেলুগু এবং ১৯৯৫ সালে হিন্দি সংস্করণ মুক্তি পায়। চলচ্চিত্রটি ছিলো মারপিট-রোমাঞ্চ ঘরানার; পরিচালনা করেছিলেন মহেশ ভাট এবং প্রযোজক ছিলেন দুজন, তেলুগু সংস্করণ প্রযোজনা করেন কে এস রাম রায় যিনি ক্রিয়েটিভ কমার্শিয়ালস নামক প্রতিষ্ঠান দ্বারা চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন[১] আর হিন্দি সংস্করণ মুকেশ ভাট দ্বারা প্রযোজিত হয়েছিলো।[২] চলচ্চিত্রটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আক্কিনেনি নাগার্জুনা, রম্যা কৃষ্ণন এবং মনীষা কৈরালা। এম. এম. কিরবাণি চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন।[৩] ১৯৬৩ সালের 'দ্য ফিউজিটিভ' নামের একটি মার্কিন টেলিভিশন ধারাবাহিকের কাহিনী থেকে ১৯৯৩ সালে 'দ্য ফিউজিটিভ' নামেরই একটি চলচ্চিত্র মার্কিন দেশেই বের হয়েছিলো, এই ক্রিমিনাল চলচ্চিত্রটি ছিলো 'দ্য ফিউজিটিভ'-এর ভারতীয় পুনঃনির্মাণ।[৪][৫]
ক্রিমিনাল | |
---|---|
পরিচালক | মহেশ ভাট |
প্রযোজক | কে এস রাম রায় (তেলুগু) মুকেশ ভাট (হিন্দি) |
রচয়িতা | সৈনাথ তোটাপল্লী (তেলুগু সংলাপ) জয় দীক্ষিত (হিন্দি সংলাপ) |
চিত্রনাট্যকার | মহেশ ভাট |
কাহিনিকার | ডেভিড তোহি |
উৎস | দ্য ফিউজিটিভ রয় হাগিংস-এর |
শ্রেষ্ঠাংশে | আক্কিনেনি নাগার্জুনা রম্যা কৃষ্ণন মনীষা কৈরালা |
সুরকার | এম. এম. কিরবাণি (হিন্দি সংস্করণে এম এম ক্রীম নামে কৃতিত্ব) |
চিত্রগ্রাহক | এস গোপাল রেড্ডি |
সম্পাদক | জি জি কৃষ্ণ রায় (তেলুগু) সঞ্জয় শংকলা (হিন্দি) |
প্রযোজনা কোম্পানি | ক্রিয়েটিভ কমার্শিয়ালস (তেলুগু) বিশেষ ফিল্মস (হিন্দি) |
পরিবেশক | টি-সিরিজ চলচ্চিত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তেলুগু হিন্দি |
অভিনয়ে
সম্পাদনা- আক্কিনেনি নাগার্জুনা - ডক্টর অজয় কুমার
- রম্যা কৃষ্ণন - এ.সি.পি. রম্যা
- মনীষা কৈরালা - ডক্টর শ্বেতা
- নছর - এসপি তেজা
- শরৎ বাবু - ডক্টর প্রতাপ
- গুলশান গ্রোভার - রবার্ট রাকেশ কুমার
- জনী লিভার - নিজ ভূমিকা
- ব্রহ্মানন্দম - কম্পাউন্ডার চিট্টি বাবু
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Criminal (Banner)"। IQLIK.com।
- ↑ "Criminal (Direction)"। Know Your Films।
- ↑ "Criminal (Cast & Crew)"। gomolo.com। ১০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "No ripoffs, please"। www.telegraphindia.com।
- ↑ "Criminal (Review)"। The Cine Bay। ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্রিমিনাল (ইংরেজি)