কদুরি মরকঠমণি কিরবাণি (জন্ম ৪ জুলাই ১৯৬১), যিনি এম. এম. কিরবাণি (কন্নড়: ಎಂ ಎಂ ಕೀರವಾಣಿ; এম এম কীরবাণি) নামে পরিচিত, হলেন একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার ও নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি মরকঠমণিএম. এম. ক্রিম নামেও পরিচিত। তিনি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালমহিন্দি চলচ্চিত্রে কাজ করে থাকেন। তিনি এস. পি. বালাসুব্রাহ্মণ্যমকে. এস. চিত্রাকে নিয়েই অধিকাংশ গানের রেকর্ড করেছেন।[১] তিনি ১৯৯৭ সালে তেলুগু চলচ্চিত্র অন্নময়-এর জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ১১টি নন্দী পুরস্কার, ১টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও ৮টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।[২]

এম. এম. কিরবাণি
প্রাথমিক তথ্য
জন্মনামকদুরি মরকঠমণি কিরবাণি
উপনামমরকঠমণি (কলিউড)
এম. এম. ক্রিম (বলিউড)
জন্ম (1961-07-04) ৪ জুলাই ১৯৬১ (বয়স ৬২)
কব্বুর, পশ্চিম গোদাবরী জেলা, অন্ধ্রপ্রদেশ, ভারত
উদ্ভবঅন্ধ্রপ্রদেশ, ভারত
ধরনচলচ্চিত্রের সঙ্গীত, তেলুগু সঙ্গীত
পেশাসঙ্গীত পরিচালক, সুরকার, নেপথ্য সঙ্গীতশিল্পী, গীতিকার
কার্যকাল১৯৮৯-বর্তমান

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Keeravani presented Rotary Vocational Excellence Award"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ৫ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০ 
  2. "The man in demand"ডেকান ক্রনিকল (ইংরেজি ভাষায়)। ১৫ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:নন্দী পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক টেমপ্লেট:ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরস্কার - তেলুগু