বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

লিঙ্ক যোগ প্রসঙ্গে সম্পাদনা

শুভেচ্ছা নিন। নিবন্ধের "আরও দেখুন" অংশে প্রাসঙ্গিক ২-৪টির বেশি লিঙ্ক যোগের দরকার নেই। :) আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৫, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

একাধিক অ্যাকাউন্ট ব্যবহার ও পাতা স্থানান্তর সম্পাদনা

উইকিপিডিয়ায় বৈধ কারণ ছাড়া একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা অনুমোদিত নয়। একাধিক অ্যাকাউন্টের অপব্যবহারের ফলে সবগুলো অ্যাকাউন্ট বাধাপ্রাপ্ত হতে পারে। তাই অনুগ্রহ করে যে কোনো একটি অ্যাকাউন্ট ব্যবহার করুন।

আপনি শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নিবন্ধটিকে নামকরণের রীতির বিরুদ্ধে গিয়ে বারবার ভিন্ন নামে স্থানান্তর করছেন। অনুগ্রহপূর্বক এই কাজ থেকে বিরত থাকুন। নাম পরিবর্তনের আগে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করে নেওয়া উচিত। বর্তমান নামটি সংক্ষিপ্ত ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানিক নাম। Yahya (আলাপ) ০৮:০০, ১১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আস্ সালামু আলাইকুম, জনাব মুহাম্মদ ইয়াহিয়া।
আমি শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পাতাটিকে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর শিরোনামে পুনর্নির্দেশনার মাধ্যমে স্থানান্তর করেছিলাম।
সেখানে ব্যাখ্যা দিয়েছিলাম:
শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবচর, মাদারীপুর নামে নতুন আরও একটি সরকারি টেক্সটাইল প্রকৌশল কলেজ নির্মাণাধীন রয়েছে। একই নামে দুইটি আর্টিকেল এড়াতে কলেজের সম্পূর্ণ নাম ব্যবহার করা জরুরি।
আপনি কোনো ব্যাখ্যা না দিয়ে নামকরণের রীতি অনুযায়ী পূর্বাবস্থায় ফেরত নিয়েছেন।
তারপর আমি একই ব্যাখ্যা দিয়ে আরও একবার পাতার শিরোনাম পরিবর্তন করি।
নামকরণের রীতি অনুসরণ না করে বারবার স্থানান্তর করায় আপনি শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পাতাটিকে সুরক্ষিত করেছেন।
নামকরণের রীতি নিবন্ধের শিরোনাম চয়ন অনুচ্ছেদের প্রথম বাক্যতেই লেখা আছে:
প্রতিটি উইকিপিডিয়া নিবন্ধের এক একটি নাম থাকতেই হবে যে নামে দ্বিতীয় কোন নিবন্ধ থাকতে পারবে না।
যেহেতু,
একই নামে দুইটি নিবন্ধন থাকা দৃষ্টিকটু।
নিবন্ধ দুইটির নাম হওয়া উচিত:
এখন আপনার আলোচনা করা কথায় আসি:
"আপনি শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নিবন্ধটিকে নামকরণের রীতির বিরুদ্ধে গিয়ে বারবার ভিন্ন নামে স্থানান্তর করছেন। অনুগ্রহপূর্বক এই কাজ থেকে বিরত থাকুন।"
এখানে আমি বারবার স্থানান্তর করিনি। দুইবার করেছি। প্রথমবার আপনার যথাযথ ব্যাখ্যা পাইনি তাই পরিবর্তন করেছি।
আপনি পাতাটির নাম পরিবর্তন না করার কারণ হিসেবে দেখিয়েছেন:
"বর্তমান নামটি সংক্ষিপ্ত ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানিক নাম।"
প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক ফেইসবুক পেইজের নাম: Sheikh Hasina Textile Engineering College, Melandaha, Jamalpur
উল্লেখ্য এখনো প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট নেই।
আসল কথা হচ্ছে:
বস্ত্র অধিদপ্তর কলেজ নিমার্ণ প্রকল্পে কলেজটির নাম দেয় শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর
অফিসিয়াল সব ডকুমেন্টের শিরোনামে কলেজের নাম ব্যবহার করা হয় শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর [১]
তাই আপনার দাবি করা "আনুষ্ঠানিক নাম" কথাটি ভুল। দুইবার পাতাটির নাম পূর্বাবস্থায় নেওয়ার আগে অবশ্যই যাচাই-বাছাই করা উচিত ছিলো।
যিনি প্রথম আর্টিকেলটি লিখেছিলেন তিনিই মূলত সম্পূর্ণ নাম দেন নি।
এবার আসি আপনার বলা "কলেজের নামটি সংক্ষিপ্ত" প্রসঙ্গে।
বাংলাদেশের বর্তমান সরকার দেশের নতুন সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম শেখ পরিবারের কারো নামে নামকরণ করতে পছন্দ করেন। যেমন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ হাসিনা, এম এ ওয়াজেদ মিয়া, শেখ রেহানা, শেখ কামাল প্রমুখ।
ফলস্বরূপ একই নামে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়সহ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ৯টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
  2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গোপালগঞ্জ জেলা
  3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর
  4. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়নারায়ণগঞ্জ
  5. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
  6. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
  7. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়
  8. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
  9. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ৯টি সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও কোনোটির নামের সাথে কোনোটির মিল নেই। কমপক্ষে বিশ্ববিদ্যালয়ের নামের শেষে জেলার নাম উল্লেখ করে ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়েছে। শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ দুইটির ক্ষেত্রেও উপজেলা ও জেলার নাম উল্লেখ করে আলাদা কলেজ হিসাবে নামকরণ করা হয়েছে।
বঙ্গবন্ধুর নামে যেসব বিশ্ববিদ্যালয় আছে তা মোটেও সংক্ষিপ্ত নাম না।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যার সংক্ষিপ্ত নাম বশেফমুবিপ্রবি যা মোটেও উচ্চারণে সহজ ও বোধগম্য না। নতুন বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম দীর্ঘ।
প্রতিষ্ঠানের নাম হওয়া উচিত সহজ, প্রাঞ্জল, বোধগম্য, শ্রুতিমধুর। ডাকনাম (শর্ট ফর্ম) গুলো এমন হওয়া উচিত যা উচ্চারণে সহজ। ব্যাক্তির নাম থাকলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে, প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত এটি পাল্টা প্রশ্ন করে শুনতে হয়!
  1. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
  2. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  3. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  4. নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  5. ঢাকা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
  6. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  7. চট্টগ্রাম মেরিটাইম বিশ্ববিদ্যালয়
  8. লালমনিরহাট অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
  9. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের এই ৯ টির বিশ্ববিদ্যালয়ের নাম যদি এমন হতো তাহলে একদিকে যেমন শ্রুতিমধুর হতো। অপরদিকে কোথায় অবস্থিত এটি জানার জন্য ইন্টারনেটে সার্চ করতে হতো না। নামগুলো এমন হলে এটিকে সংক্ষিপ্ত বলা যেতো। বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম সংক্ষিপ্ত নয় বরং দীর্ঘ; এখানে আপনি বা আমি অভিযোগ করার কেউ না।
আর স্থান ও জেলার নাম ছাড়া শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর এই কলেজটির সংক্ষিপ্ত নাম কখনো ছিলোই না।
তাই আপনার বলা কলেজের নাম সংক্ষিপ্ত এটিও ভুল!
আমার যদি সুযোগ থাকতো তাহলে ইংরেজি উইকিপিডিয়ার বিভিন্ন আর্টিকেলের শিরোনাম পরিবর্তন করতাম। যেমন:
অনেকক্ষেত্রে কলেজকে স্কুল বলে সম্বোধন করা হয়েছে। কিন্তু আমাদের দেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় দ্বারা আলাদা আলাদা প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে বোঝায়।
আর শিরোনাম লিখার পূর্বে Sentence Case & Title Case এর মধ্যে পার্থক্য বোঝা জরুরি। প্রত্যেকটি Major Word এর 1st Letter হবে Capital Case এ। যিনি আর্টিকেলগুলো লিখেছেন তিনি টাইটেল বা শিরোনাম সম্পর্কে Grammatical বিষয়গুলো খুব জরুরি মনে করেনি অথবা জানতো না।
এখন আমি যদি এই পরিবর্তন করি, আপনাদের মতো কেউ একজন এসে কোনো কারণ ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আমাকে ব্লক করবেন।
সেদিন "আরো দেখুন" অংশে প্রাসঙ্গিক ৭-৮ টি পাতা যুক্ত করেছিলাম। কেউ একজন এসে ঐ অংশ মূছে দিয়ে লিখলো " আরও দেখুন অংশে ২-৪ টির বেশি পাতা যুক্ত করবেন না", বুঝলাম ঠিক আছে। কিন্তু প্রাসঙ্গিক বিষয়ের মাত্র ২-৩ টি আর্টকেল সংযুক্ত করায় দেখা যায় ঐ বিষয়ে আরও যেসব আর্টিকেল আছে তা অনেকের অজানাই থেকে যায়। কেননা তখন সার্চ করে দেখতে হয়। অনেক সময় সব পাতার নামও জানা থাকে না।
আবার লিংক থাকলে প্রয়োজনে প্রাসঙ্গিক পাতায় যাওয়ার জন্যও বেশ সুবিধাজনক। পাঠক হিসেবে প্রচুর সুবিধা পাওয়া যায়। তারচেয়েও বড় কথা, ঐ উইকিপিডিয়ার পাতার লিংক যুক্ত করার কারণে ঐ পাতার ভিউ সংখ্যাও বাড়ে। তাই ২-৪ টি পাতার পরিবর্তে ৭-৮ টি পাতা যুক্ত করা কখনোই অযুক্তিযুক্ত হতে পারে না। পাঠকের পাঠদানে যাতে সুবিধা হয়, সেটাই সকলের কাম্য।
অপ্রাসঙ্গিক কিছু কথা বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
সাথে উইকিপিডিয়ায় একই নামে দুইটি পাতা থাকাও অযৌক্তিক। যদিও এখন একটি পাতাই আছে।
শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবচর, মাদারীপুর এই পাতাটি উইকিপিডিয়ায় এখনো লেখা হয়নি। যেহেতু কলেজটির নির্মাণ কাজ চলমান। কয়েকবছরের মধ্যেই পাঠদান শুরু হবে। উইকিপিডিয়ায় এই শিরোনামে নিবন্ধন লেখা হবে।
তাই শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কলেজের নাম পরিবর্তন করে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর নামকরণ করার জন্য আবেদন করা হলো।
শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
Md.Mahfujur Rahman Nisad (আলাপ) ১৭:৪৬, ১১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
মাদারীপুরের কলেজটি নির্মিত হলে সেটির উইকিপিডিয়া নিবন্ধ তৈরি হলে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটিকে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (মাদারীপুর) নামে স্থানান্তর করা হবে।
আর দয়া করে একাধিক অ্যাকাউন্ট খুলবেন না। আপনি কোন কারণ ব্যবহারকারী:Mahfuj Nisad নামে একটি অ্যাকাউন্ট খুলেছেন ও কোন ঘোষণা দেন নি। আমি আপনার সুবিধার্থে পুনর্নির্দেশ করে দিচ্ছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০১, ১১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় Md.Mahfujur Rahman Nisad,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর আমন্ত্রণ সম্পাদনা

 
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো

সুপ্রিয় উইকিপিডিয়ান, আশা করি ভালো আছেন। আগামী ৮ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করতে পারেন। এছাড়াও নারী বিষয়ক কোন ছোট নিবন্ধ মানোন্নয়ন করে এখানে যুক্ত করতে পারেন। এতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। আপনার সম্পাদনা শুভ হোক। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:৩৫, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন সম্পাদনা

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন