ব্যবহারকারী আলাপ:Anup Sadi/২০১৭
শুভ নববর্ষ, Anup Sadi!
সম্পাদনাAnup Sadi,
নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি। মহান স্রষ্টা আপনার এবং আপনার পরিবারের উপর তার দয়া অবিরত রাখুক সারাজীবন। উইকিপিডিয়াতে আপনার নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ~~~~
উইকিপদক
সম্পাদনাসম্পাদকের পদক | ||
বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে ক্রমাগত আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবার জন্যে আপনাকে সম্মান জানাচ্ছি। – তানভির মোর্শেদ (আলাপ) ০৪:৪৭, ৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি) |
ধন্যবাদ জ্ঞাপন
সম্পাদনাঅনুপ সাদি দাদা। আমার করা প্রতিটি নিবন্ধ আপনি যে ধৈর্য ও অধ্যাবসায়ের সাথে পরিমার্জন ও সম্পাদনা করছেন তার জন্যে কৃতজ্ঞ রইলাম। আপনার এবং আপনাদের মত অভিজ্ঞ উইকিপিডিয়ান দের সহযোগীতা ও ভরসা পেলে তবেই আরো লেখার দিকে আগ্রহ আসে। ভবিষ্যতেও আপনার মানসম্মত সম্পাদনা ও পরামর্শ চাই এই আবদার রাখছি। সুস্থ থাকুন। ভাল থাকুন। Pinaki1983 (আলাপ) ২০:১৩, ১৫ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- পিনাকী দাদা, একসময় আপনিও এইরকম ছোটখাট কাজে পাকা হয়ে যাবেন। এখন আপনাকে সাহায্য করা আমাদের কর্তব্য।--সাদি (আলাপ) ০২:১৯, ১৬ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
একটু সাহায্য করুন
সম্পাদনা@আনুপ সাদী ভাই, আমি ফ্রান্সে সমকামীদের অধিকার নামে একটি পাতা তৈরি করেছি, এই পাতায় কিছু লেখা যোগ করা প্রয়োজন, আপনি অনুগ্রহ করে কিছুটা লেখবেন কী ? Bishal Khan (আলাপ) ০৬:১৩, ১৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- বিশাল খান ভাই, আমি যে এসব বিষয়ে লেখি না। আপনি ভালো থাকুন, এবং সম্পাদনা চালিয়ে যান।--সাদি (আলাপ) ০৮:৫৩, ১৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
সাহায্য প্রার্থনা।
সম্পাদনাপ্রিয় অনুপ সাদি দাদা। প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি একটি অনিচ্ছাকৃত ভুলের জন্যে। আপনার সৃষ্ট প্যারিস কমিউন পেজটির সম্পাদনা ও বর্ধনের কাজে দমননীতি নিয়ে যে ছোট্ট পরিচ্ছেদ টা ছিল ওটা মুছে যায়। আপনি সম্ভব হলে একটু দেখে দিন। অন্যান্য তথ্য আমি যোগ করে দেব। আমার মনে হয় এই পৃষ্ঠাটিতে বড় করে কাজ করার অবকাশ আছে। আপনার অনুমতি পেলে এগোতে পারি। আবার আবেদন রাখলাম। Pinaki1983 (আলাপ) ০৮:৩৫, ২৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
বিজনা নদী ও সালদানদী
সম্পাদনাসঠিক তথ্য প্রদান করেছি । আমি ওখানকার বাসিন্দা। আমার নিজ চোখে দেখা উৎপত্তি ও প্রবাহ ইতিহাস দিয়েছি। তবে স্বীকার করছি আমি বাংলাপিডিয়া বা নদ-নদীর বইয়ের নির্দেশনা দিতে পারিনি এই মুহুর্তে। তবে আশা করি শিগগির আমি তথ্যবহুল নিদর্শনাসহ এগুলো সংযোজন করবো। AK Azad Nakir (আলাপ) ১৫:৫৪, ৩ মার্চ ২০১৭ (ইউটিসি)
আপনাকে ধন্যবাদ
সম্পাদনাআশা করি আপনাকে আমি পাশে পাবো ভবিষৎ চলার পথে। AK Azad Nakir (আলাপ) ১৬:১০, ৩ মার্চ ২০১৭ (ইউটিসি)
পুনর্নির্দেশ অপসারণ ট্যাগ
সম্পাদনাসুধী, আপনার দুটি অপসারণ ট্যাগ বাতিল করেছি। সাধারণত পুনর্নির্দেশ অপসারণ করা হয় না। এটা এজন্যই রাখা যাতে অন্য নামে অনুসন্ধান করেও পাঠক নিবন্ধটি পেতে পারেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩০, ৪ মার্চ ২০১৭ (ইউটিসি)
বংশি ও বুড়িগঙ্গা সম্পর্কে
সম্পাদনাভাই, সালাম নেবেন। আশা করি ভাল আছেন। আপনার তৈরি করা নিবন্ধের বংশি নদী ও আমার তৈরি নিবন্ধের বংশী নদী এক না। আপনার নিবন্ধ পড়ে এটা বুঝতে পেরেছি। আপনি যদি এই নদীর লোকেশনটা দেন তাহলে আমি ছবি তোলে আপলোড করতে পারি। আমার বাসা সাভারে। আরেকটি কথা, আপনার সম্পাদিত বুড়িগঙ্গা নিবন্ধে নদীটি সাভারে থাকার কোন তথ্য নেই। অথচ সাভার বিষয়শ্রেণীর সাথে যুক্ত আছে। তাই এটা সাভারের ঠিক কোথায় যদি বলেন খুব ভাল হয়। এটারও ছবি তোলার ইচ্ছা আছে। ধন্যবাদ। - আদিব (আলাপ) ০৭:০০, ১৪ মার্চ ২০১৭ (ইউটিসি)
- আদিব ভাই, তথ্যসূত্রে দেয়া বইয়ের বর্ণনা, গুগল ম্যাপ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাভার উপজেলার মানচিত্র, লিংক এখানে দেখে মনে হচ্ছে বংশি নদীটিকে কর্নাতলা নদী হিসেবে গুগলে এবং উপজেলা মানচিত্রে দেখানো হয়েছে। বুড়িগঙ্গা প্রসঙ্গে আরেকটু নিশ্চিত হয়ে পরে জানাবো। ভালো থাকুন।--সাদি (আলাপ) ০৭:৫২, ১৪ মার্চ ২০১৭ (ইউটিসি)
ভাই, আমি আপনার দেয়া লিংক এবং গুগল ম্যাপ দেখেছি। সেখানে ঠিক নামই বলা আছে। এই নদীর প্রকৃত নাম কর্ণতলী নদী। নদীটিকে ছোটবেলা থেকে এ নামেই চিনি। নদীটি দৈর্ঘ্যে প্রস্থে খুব একটা বড় নয়। অন্যদিকে বংশী নদী অনেক প্রশস্ত ও বড় নদী। এটি সাভারের প্রধান নদী। জামালপুর থেকে এই নদী বংশী নামে প্রবাহিত হয়েছে এবং সাভারেও নদীটি একই নামে প্রবাহিত। কেবল হেমায়েতপুরের কাছাকাছি এসে এই নদীর নাম পাল্টে গিয়ে ধলেশ্বরী হয়েছে। এ কারনে গুগল ম্যাপে বংশী নদীর পরিবর্তে ভুল করে ধলেশ্বরী'র নাম লেখা হয়েছে। অথচ আপনার দেয়া ম্যাপে ঠিকই বংশী নদীর নাম উল্লেখ আছে। বংশী নদী নিয়ে এনটিভির এই প্রতিবেদনটা দেখতে পারেন। নিবন্ধটিতে আপনি লিখেছেন, সাভার পৌরসভা এই নদীর তীরে অবস্থিত। আসলে সাভার পৌরসভা বংশী ও কর্ণতলী এই দুই নদীর তীরেই অবস্থিত। আমার মনে হয় নিবন্ধটি কর্ণতলী নদী - এই নামে স্থানান্তর করলে এটা যুক্তিসঙ্গত হবে। - আদিব (আলাপ) ১০:২২, ১৪ মার্চ ২০১৭ (ইউটিসি)
- আদিব ভাই, ধন্যবাদ আলোচনার জন্য। স্থানান্তর করে দিচ্ছি।--সাদি (আলাপ) ০৪:০৪, ১৫ মার্চ ২০১৭ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
সম্পাদনানিরলস অবদানের পদক | |
বাংলাদেশের সবগুলি নদীকে বাংলা উইকিপিডিয়ায় তুলে ধরার জন্য এই পদকটি দিলাম। আফতাব (আলাপ) ১৬:৫৫, ১৯ মার্চ ২০১৭ (ইউটিসি) |
উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)
সম্পাদনাসুপ্রিয় Anup Sadi,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।
কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)
শুভেচ্ছা
সম্পাদনাস্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন। --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ০৯:১৬, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)
ইদ মোবারক
সম্পাদনাএই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ১০:৪৭, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) |
সিপিআই (এম-এল) কেন্দ্রীয় কমিটি ১৯৭০ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাসিপিআই (এম-এল) কেন্দ্রীয় কমিটি ১৯৭০ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সিপিআই (এম-এল) কেন্দ্রীয় কমিটি ১৯৭০ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ১৭:২৩, ১৪ জুলাই ২০১৭ (ইউটিসি)