নাসা নভোচারী দ্বিতীয় ব্রুস ম্যাকক্যান্ডলেস এসটিএস-৪১-বি মিশনের অধীন চ্যালেঞ্জার নভোখেয়াযানের বাইরে ম্যানড ম্যানুভারিং ইউনিট ব্যবহার করছেন, ১৯৮৪।

নভোচারী বা মহাকাশচারী বলতে কোনো মহাকাশযানের কমান্ডার, চালক বা ক্রু সদস্য হিসাবে প্রশিক্ষিত ব্যক্তিদের বোঝায়। ১৯৬১ সাল থেকে প্রায় ৬০০ জন নভোচারী মহাকাশে গমন করেছেন।[১] ২০০২ সাল পর্যন্ত কেবল সরকার দ্বারা আয়োজিত সামরিক বা বেসামরিক কর্মসূচির মাধ্যমে নভোচারীরা প্রশিক্ষণ লাভ করতেন। ২০০৪ সালে বেসরকারি স্পেসশিপওয়ান মহাকাশযানের উপকক্ষীয় উড্ডয়নের ফলে বাণিজ্যিক নভোচারী বলে এক নতুন ধরনের নভোচারীর উদয় হয়েছিল।

বাংলা ভাষায় জাতীয়তা অনুযায়ী নভোচারীদের কোনো বিশেষ নাম না থাকেলও ইংরেজি, রুশ ইত্যাদি ভাষায় জাতীয়তা অনুযায়ী নভোচারীরা বিভিন্ন নামে পরিচিত। ইংরেজি ভাষায় নভোচারীরা সাধারণত astronaut (অ্যাস্ট্রোনট্) নামে পরিচিত হলেও রাশিয়াসোভিয়েত ইউনিয়নের নভোচারীরা cosmonaut (কস্মোনট্) এবং চীনের নভোচারীরা taikonaut (টাইকোনট্) নামে পরিচিত।

সংজ্ঞা সম্পাদনা

মানব মহাকাশ যাত্রার মানদণ্ড দেশ বা সংস্থা ভেদে ভিন্ন এবং কিছু সংজ্ঞায় এমন বিন্দুর উপর জোড় দিচ্ছে যেখানে বায়ুমণ্ডল এতো পাতলা হয়ে যায় যে সেখানে বায়ুগতীয় বলের জায়গায় কেন্দ্রবিমুখী বল উড়ন্ত বস্তুর ওজনের এক বড় অংশ বহন করে। ফেদেরাসিওঁ আয়েরনোতিক ইন্তেরনাসিওনালের (এফআই) নভশ্চরণবিজ্ঞান স্পোর্টিং কোড কেবল ১০০ কিমি (৬২ মাইল) উচ্চতার কার্মান রেখাকে অতিক্রম করেছে এমন উড্ডয়নকেই মান্যতা দেয়।[২] মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো পেশাদারি, সামরিক বা বাণিজ্যিক নভোচারী ৮০ কিমি (৫০ মাইল)-এর উপরে ভ্রমণ করলে তাঁদের অ্যাস্ট্রোনট ব্যাজ পুরস্কার দেওয়া হয়।[৩]

পরিভাষা সম্পাদনা

জাতীয়তা অনুযায়ী সম্পাদনা

বাংলা ভাষায় জাতীয়তা অনুযায়ী নভোচারীদের কোনো বিশেষ নাম না থাকেলও ইংরেজি, রুশ ইত্যাদি ভাষায় জাতীয়তা অনুযায়ী নভোচারীরা বিভিন্ন নামে পরিচিত। ইংরেজি ভাষায় নভোচারীরা সাধারণত astronaut (অ্যাস্ট্রোনট্) নামে পরিচিত হলেও রাশিয়াসোভিয়েত ইউনিয়নের নভোচারীরা cosmonaut (কস্মোনট্) এবং চীনের নভোচারীরা taikonaut (টাইকোনট্) নামে পরিচিত। অন্যদিকে, রুশ ভাষায় নভোচারীরা সাধারণত космонавт (কস্মনাফ়্ৎ) নামে পরিচিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের নভোচারীরা астронавт (আস্ত্রনাফ়্ৎ) নামে পরিচিত।

অ্যাস্ট্রোনট সম্পাদনা

ইংরেজি astronaut (অ্যাস্ট্রোনট্) ও রুশ астронавт (আস্ত্রনাফ়্ৎ) উভয়ই প্রাচীন গ্রিক ἄστρον (আস্ত্রোন্; আক্ষ.'নক্ষত্র') ও ναύτης (নাউতেস্; আক্ষ.'নাবিক') হতে উদ্ভূত।

পৃথিবীর কক্ষপথ ও তার বাইরে গমনকারী নাসা মহাকাশযানের যেকোনো ক্রু সদস্যকে বোঝানোর জন্য astronaut শব্দটি ব্যবহার করা হয়। এছাড়া নাসা অ্যাস্ট্রোনট কর্পসের সদস্য হওয়ার জন্য নির্বাচিত ব্যক্তিদের বোঝানোর জন্যও astronaut শব্দটি ব্যবহার করা হয়।[৪] একইভাবে, ইউরোপীয় মহাকাশ সংস্থা তার অ্যাস্ট্রোনট কর্পসের সদস্যদের বোঝানোর জন্য astronaut শব্দটি ব্যবহার করে।[৫]

কসমোনট সম্পাদনা

ইংরেজি cosmonaut (কস্মোনট্) ও রুশ космонавт (কস্মনাফ়্ৎ) উভয়ই প্রাচীন গ্রিক κόσμος (কোস্মোস্; আক্ষ.'মহাকাশ') ও ναύτης (নাউতেস্; আক্ষ.'নাবিক') হতে উদ্ভূত।[৬]

ইংরেজি ভাষায় সোভিয়েত মহাকাশ কর্মসূচি বা তার উত্তরসূরী রসকসমস দ্বারা নিয়োজিত নভোচারীরা cosmonaut নামে পরিচিত,[৪] যা আদতে রুশ космонавт শব্দের ইংরেজায়ন[৭] প্রাক্তন পূর্ব ব্লকের অন্যান্য অন্যান্য দেশেও এই রুশ শব্দের বিভিন্ন রূপ প্রচলিত, যেমন পোলীয় ভাষায় kosmonauta[৮] সোভিয়েত নভশ্চরণবিজ্ঞানের অগ্রণী মিখাইল তিখনরাভফকে (১৯০০–১৯৭৪) এই космонавт শব্দ চয়নের কৃতিত্ব দেওয়া হয়।[৯][১০]

টাইকোনট সম্পাদনা

চীনা ভাষায় নভোচারীরা সাধারণত 宇航员 (য়ু-হাং য়ুএন্) নামে পরিচিত,[১১][১২] যেখানে 航天员 (হাং-থিএন্ য়ুএন্) বলতে কেবল চীনা নভোচারীদের বোঝায়। আবার, হংকংতাইওয়ানে নভোচারীদের বোঝানোর জন্য 太空人 (থাই-খুং রেন্) ব্যবহার করা হয়।[১৩]

ইংরেজিভাষী কিছু সংবাদমাধ্যমে পেশাদারি চীনা নভোচারীদের বোঝানোর জন্য taikonaut (টাইকোনট্) শব্দটি ব্যবহার করা হয়,[১৪] যা চীনা শব্দ 太空 (থাই-খুং, আক্ষ.'মহাকাশ') হতে উদ্ভূত। ১৯৯৮ সালের মে মাসে ইউজনেট নিউজগ্রপে মালয়েশিয়ার চাও লি-ইউ (趙裡昱) প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন।[১৫][১৬]

নভোচারীর মাইলফলক সম্পাদনা

 
যেসব দেশের নাগরিক মহাকাশ ভ্রমণ করেছেন তাদের মানচিত্র।
 
ইউরি গাগারিন, মহাকাশে প্রথম ব্যক্তি (১৯৬১)
 
ভালেন্তিনা তেরেসকোভা, মহাকাশে প্রথম মহিলা (১৯৬৩)
 
নিল আর্মস্ট্রং, চাঁদে প্রথম ব্যক্তি (১৯৬৯)
 
ইয়াং লিওয়ে, মহাকাশে প্রথম চীনা ব্যক্তি (২০০৩)

সোভিয়েত ইউনিয়নের ইউরি গাগারিন মহাকাশে প্রথম ব্যক্তি এবং ১৯৬১ সালের ১২ এপ্রিলে ভস্তক ১ মহাকাশযানের মধ্যে ১০৮ মিনিট ধরে তিনি পৃথিবীর চারিদিকে আবর্তন করেছিলেন। ভালেন্তিনা তেরেসকোভা, মহাকাশে প্রথম মহিলা এবং ১৯৬৩ সালে ১৬ জুনে ভস্তক ৬ মহাকাশযানের মধ্যে প্রায় তিন দিন ধরে তিনি পৃথিবীর চারিদিকে আবর্তন করেছিলেন।

নভোচারী আলেক্সি লেওনভ প্রথম ব্যক্তি যিনি ১৯৬৫ সালের ১৮ মার্চে ভসখদ ২ অভিযানের অধীনে স্পেসওয়াক, অর্থাৎ মহাকাশযানের বাইরে গিয়ে মহাকাশ ভ্রমণ সম্পন্ন করেছিলেন।[১৭]

১৯৬৮ সালে অ্যাপোলো ৮ প্রথম মানব চন্দ্রাভিযান সম্পন্ন করেছিল। এই অভিযানের সদস্য উইলিয়াম অ্যান্ডারস হংকঙে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এশিয়ায় জন্মগ্রহণকারী প্রথম নভোচারী। নিল আর্মস্ট্রং চাঁদে প্রথম ব্যক্তি এবং ১৯৬৯ সালের জুলাই মাসে অ্যাপোলো ১১ অভিযানের চন্দ্র অবতরণ যান "ঈগল"-এর মাধ্যমে তিনি এডুইন অলড্রিনের সাথে চাঁদে অবতরণ করেছিলেন।

সোভিয়েত ইউনিয়ন ইন্তেরকসমস কর্মসূচির অধীনে অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলোর (অর্থাৎ ওয়ারশ চুক্তি ও অন্যান্য সোভিয়েতপন্থী দেশগুলো) নাগরিকদের মহাকাশে যাওয়ার সুযোগ করে দিয়েছিল। এছাড়া পুঁজিবাদী ফ্রান্সজোট-নিরপেক্ষ অস্ট্রিয়াও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। এই কর্মসূচির অধীনে চেকোস্লোভাক ভ্লাদিমির রেমেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত অন্য দেশের প্রথম নভোচারী হয়েছিলেন এবং ১৯৭৮ সালে সয়ুজ-উ রকেটের মাধ্যমে তিনি মহাকাশে গিয়েছিলেন।[১৮] রাকেশ শর্মা প্রথম ভারতীয় নভোচারী এবং ১৯৮৪ সালের ২ এপ্রিলে তিনি সয়ুজ টি-১১ মহাকাশ অভিযানের সদস্য হয়েছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "SpaceX's Crew-3 Launched the 600th Person to Space in 60 Years"। ১১ নভেম্বর ২০২১। ১১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২১ 
  2. "FAI Sporting Code, Section 8, Paragraph 2.18.1" (পিডিএফ)। ২২ মে ২০১২। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২১ 
  3. Whelan, Mary (৫ জুন ২০১৩)। "X-15 Space Pioneers Now Honored as Astronauts" 
  4. Dismukes, Kim – NASA Biography Page Curator (১৫ ডিসেম্বর ২০০৫)। "Astronaut Biographies"জনসন স্পেস সেন্টার, নাসা। ৭ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০০৭ 
  5. ইউরোপীয় মহাকাশ সংস্থা (১০ এপ্রিল ২০০৮)। "The European Astronaut Corps"ইউরোপীয় মহাকাশ সংস্থা। ২০ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০০৮ 
  6. "astronaut - Dictionary Definition : Vocabulary.com"vocabulary.com। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২১ 
  7. Kotlyakov, Vladimir; Komarova, Anna (২০০৬)। Elsevier's Dictionary of Geography: in English, Russian, French, Spanish and German। Elsevier। পৃষ্ঠা 49। আইএসবিএন 978-0-08-048878-3 
  8. Katarzyna Kłosińska, University of Warsaw (১৬ ডিসেম্বর ২০১৬)। "Astronauta a kosmonauta"PWN। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯ 
  9. Brzezinski, Matthew (২০০৭)। Red Moon Rising: Sputnik and the Hidden Rivalries That Ignited the Space Age। New York: Henry Holt & Co.। পৃষ্ঠা 108। আইএসবিএন 978-0-8050-8147-3 
  10. Gruntman, Mike (২০০৪)। Blazing the Trail: The Early History of Spacecraft and Rocketry। Reston, VA: AIAA। পৃষ্ঠা 326। আইএসবিএন 9781563477058 
  11. "Ян Ливэй – первый китайский космонавт, совершивший первый в Китае пилотируемый космический полет"fmprc.gov.cn (রুশ ভাষায়)। ১৩ অক্টোবর ২০০৫। ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০০৭ 
  12. "Chinese embassy in Russia press-release"ru.china-embassy.org (রুশ ভাষায়)। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০০৭ 
  13. "太空人 : astronaut... : tài kōng rén | Definition | Mandarin Chinese Pinyin English Dictionary | Yabla Chinese"chinese.yabla.com 
  14. "Chinese taikonaut dismisses environment worries about new space launch center"। China View। ২৬ জানুয়ারি ২০০৮। ৩ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০০৮ 
  15. Chiew, Lee Yih (১৯ মে ১৯৯৮)। "Google search of "taikonaut" sort by date"Usenet posting। Chiew Lee Yih। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০০৮ 
  16. Chiew, Lee Yih (১০ মার্চ ১৯৯৬)। "Chiew Lee Yih misspelled "taikonaut" 2 years before it first appear"Usenet posting। Chiew Lee Yih। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০০৮ 
  17. "Educator Features: Going Out for a Walk"NASA। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫ 
  18. Encyclopedia Astronautica (২০০৭)। "Vladimir Remek Czech Pilot Cosmonaut"। Encyclopedia Astronautica। ১৩ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০০৭