সয়ুজ টি-১১ সোভিয়েত সালিয়ুত ৭ মহাকাশ স্টেশনের ষষ্ঠ অভিযান, যা ১৯৮৪ সালে প্রথম ভারতীয় নভোচারী সহ আরো দুইজন সোভিয়েত নভোচারীদের বহন করেছিল।

সয়ুজ টি-১১
লোগো
সিওএসপিএআর আইডি১৯৮৪-০৩২এ
এসএটিসিএটি নং১৪৮৭২
অভিযানের সময়কাল১৮১ দিন ২১ ঘণ্টা ৪৮ মিনিট
সম্পূর্ণকৃত কক্ষপথ আবর্তনসংখ্যা~২,৯৩৫
মহাকাশযানের বৈশিষ্ট্য
মহাকাশযানের ধরনসয়ুজ-টি
প্রস্তুতকারকএনপিও এনের্গিয়া
উৎক্ষেপণ ভর৬,৮৫০ কিলোগ্রাম (১৫,১০০ পা)
অবতরণ ভর২,৮০০ কিলোগ্রাম (৬,২০০ পা)
মহাকাশচারী
মহাকাশচারীর আকার৩টি
উৎক্ষেপণইউরি মালিশেভ
গেন্নাদি স্ত্রেকালভ
রাকেশ শর্মা
অবতরণলেওনিদ কিজিম
ভ্লাদিমির সলোভিয়ভ
ওলেগ আতকভ
কলসাইনজুপিটার
অভিযানের শুরু
উৎক্ষেপণ তারিখতারিখ চেনা যায়নি। বছরে অবশ্যই ৪টি সংখ্যা থাকতে হবে (<১০০০ বছরের জন্য শুরুতে শূন্য ব্যবহার করুন)। ইউটিসি
উৎক্ষেপণ রকেটসয়ুজ-ইউ
উৎক্ষেপণ স্থানবাইকনুর ৩১/৬
অভিযানের সমাপ্তি
অবতরণের তারিখতারিখ চেনা যায়নি। বছরে অবশ্যই ৪টি সংখ্যা থাকতে হবে (<১০০০ বছরের জন্য শুরুতে শূন্য ব্যবহার করুন)। ইউটিসি
অবতরণের স্থানআর্কালিক থেকে ৪৬ কিলোমিটার (২৯ মা) পূর্ব
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ
তথ্য ব্যবস্থাভূকেন্দ্রিক
আমলনিম্ন ভূ-কক্ষপথ
অনুভূ১৯৫ কিলোমিটার (১২১ মা)
অ্যাপোভূ২২৪ কিলোমিটার (১৩৯ মা)
নতি৫১.৬ ডিগ্রি
পর্যায়৮৮.৭ মিনিট
সালিয়ুত ৭-এর সাথে ডকিং

রাকেশ শর্মা, ইউরি মালিশেভ ও গেন্নাদি স্ত্রেকালভ
সয়ুজ কর্মসূচি
(মানব)
← সয়ুজ টি-১০ সয়ুজ টি-১২

অক্টোবর ১৯৮৪-এ সয়ুজ টি-১১ আনডক হওয়ার পর সালিয়ুত ৭ স্টেশন জনশূন্য হয়ে গিয়েছিল এবং তখন সেখানে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল। পরে জুন ১৯৮৫-এ সয়ুজ টি-১৩ অভিযানের সদস্যদের হাতে করে স্টেশনের সাথে ডক করতে হয়েছিল এবং স্টেশনটির মেরামতি করতে হয়েছিল।

অবস্থান উৎক্ষেপণ কর্মী অবতরণ কর্মী
কমান্ডার ইউরি মালিশেভ
দ্বিতীয় ও শেষবার মহাশূন্যে যাত্রা
  সোভিয়েত ইউনিয়ন
লেওনিদ কিজিম
দ্বিতীয় মহাশূন্যে যাত্রা
  সোভিয়েত ইউনিয়ন
ফ্লাইট ইঞ্জিনিয়ার গেন্নাদি স্ত্রেকালভ
তৃতীয় মহাশূন্যে যাত্রা
  সোভিয়েত ইউনিয়ন
ভ্লাদিমির সলোভিয়ভ
প্রথম মহাশূন্যে যাত্রা
  সোভিয়েত ইউনিয়ন
গবেষণা নভোচারী রাকেশ শর্মা
একমাত্র মহাশূন্যে যাত্রা
  ভারত
ওলেগ আতকভ
একমাত্র মহাশূন্যে যাত্রা
  সোভিয়েত ইউনিয়ন

আপৎকালীন ক্রু

সম্পাদনা
অবস্থান কর্মী
কমান্ডার আনতোলি বেরেজোভয়
  সোভিয়েত ইউনিয়ন
ফ্লাইট ইঞ্জিনিয়ার গেওর্গি গ্রেচকো
  সোভিয়েত ইউনিয়ন
গবেষণা নভোচারী রবীশ মালহোত্রা
  ভারত

অভিযানের প্যারামিটার

সম্পাদনা
  • ভর: ৬৮৫০ কিলোগ্রাম
  • পরভূ: ১৯৫ কিলোমিটার
  • অপভূ: ২২৪ কিলোমিটার
  • নতিকোণ: ৫১.৬°
  • পর্যায়কাল: ৮৮.৭ মিনিট

অভিযানের সারসংক্ষেপ

সম্পাদনা

ভারতীয় নভোচারী রাকেশ শর্মা ৭ দিন ২১ ঘণ্টা ও ৪০ মিনিট ধরে সালিউত ৭ মহাকাশ স্টেশনে ছিলেন। তিনি ভারতকে কেন্দ্র করে এক পৃথিবী পর্যবেক্ষণ কর্মসূচি পরিচালনা করেছিলেন। তিনি সিলিসিয়াম ফিউজিং পরীক্ষাসহ জীববিজ্ঞান ও পদার্থ প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করেছিলেন। এছাড়া দীর্ঘক্ষণ ধরে কক্ষীয় মহাকাশ যাত্রার কুপ্রভাবের মোকাবিলার জন্য তিনি যোগাসন করেছিলেন বলে জানা যায়।[১][২]

১৯৮৪ সালের ১১ এপ্রিলে সয়ুজ টি-১১ মহাকাশযানের উৎক্ষেপণ নভোচারী মালিশেভ, স্ত্রেকালভ ও শর্মা সয়ুজ টি-১০ মহাকাশযানে করে মহাকাশ থেকে ফিরে এসেছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Spacefacts.de" 
  2. "Yoga In Space? Rakesh Sharma On Being The World's First 'Antariksh Yogi'"NDTV.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা