ব্যবহারকারী:মানসূর আহমাদ/খেলাঘর ২

জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া
ধরনইসলামী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৬৬ (1966) (১৩৮৫ হিজরী)
আচার্যমজলিশ-ই-শুরা
রেক্টরমাওলানা শায়খ আব্দুল বছীর
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৭ (২০২৩)[১]
স্নাতকোত্তর১৪০ (২০২৩)
অবস্থান
স্থানাঙ্ক: অক্ষাংশ অনুপস্থিত
{{#coordinates:}} ফাংশনে অবৈধ আর্গুমেন্ট প্রেরণ করা হয়েছে
শিক্ষাঙ্গনশহর (৪.২৪ একর)
ওয়েবসাইটwww.jidums.com
লুয়া ত্রুটি মডিউল:মানচিত্রের_কাঠা এর 318 নং লাইনে: attempt to perform arithmetic on local 'lat_d' (a nil value)।

জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, বা মাদানিয়া মাদরাসা বাংলাদেশের একটি কওমী শিক্ষা প্রতিষ্ঠান; যা বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শহরে অবস্থিত। বাংলাদেশের দীনি এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে (হিজরী ১৩৮৫ সনে)।[২][৩] এই শিক্ষা প্রতিষ্ঠানটি দারুল উলুম দেওবন্দের পাঠ্যসূচী দ্বারা শিক্ষাক্রম প্রবর্তন করে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভারতীয় উপমহাদেশে ইসলাম শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান।

ইতিহাস সম্পাদনা

শিক্ষাই জাতির মেরুদণ্ড, সফলতার মাধ্যম। যদি তা হয় কুরআন-সুন্নাহর আলোকে, যদি হয় শিষ্টাচার ও নৈতিকতা সমৃদ্ধ বিশুদ্ধ শিক্ষা। আর এটি হয়ে থাকে ধর্মীয় শিক্ষাধারায়। তাই সুনামগঞ্জবাসীকে ধর্মীয় শিক্ষার আলোকে বিশুদ্ধ ও সুসভ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে খলিফায়ে মাদানি আল্লামা লুৎফুর রহমান বর্ণভী রাহ. এলাকার আরও কিছু মুরব্বিকে সঙ্গে নিয়ে ১৯৬৬ সালে সুনামগঞ্জ শহরের প্রথম মাদরাসা হিসেবে প্রতিষ্ঠা করেন জামেয়া ইসলামিয়া দারুল মাদানিয়া।

প্রতিষ্ঠাতাদের তালিকা:

  • ১. আল্লামা লুৎফুর রহমান শায়খে বর্ণভী রাহ.
  • ২. আলহাজ মুহিবুর রহমান সাহেব, পীরমহল্লা, সুনামগঞ্জ।
  • ৩. আলহাজ মদরিস আলী খান, শাহারপাড়া, জগন্নাথপুর; শিক্ষক: জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।
  • ৪. আলহাজ হোছন বখত সাহেব (সুনামগঞ্জ পৌরসভার মেয়র জনাব নাদের বখত সাহেবের পিতা)।
  • ৫. জনাব আব্দুল বারী সাহেব, বীরগাঁও (নৈগাং)।
  • ৬. এড. আব্দুল মুকিত সাহেব, শ্রীধরপাশা; পেশকার: জজকোর্ট সুনামগঞ্জ।

জামেয়ার পরিচালনার দায়িত্বে যাঁরা ছিলেন:

  • ১. আলহাজ মুহিবুর রহমান সাহেব, পীরমহল্লা, সুনামগঞ্জ (১৯৬৬-১৯৬৮)।
  • ২. আলহাজ মফিজুর রহমান চৌধুরী সাহেব (১৯৬৯-১৯৭০)।
  • ৩. মাওলানা কলমধর আলী সাহেব, কামরাঙ্গীরচর (১৯৭০-১৯৭৩)।
  • ৪. মাওলানা আব্দুর রহীম সাহেব, উলুতুলু (১৯৭৩-১৯৭৪)
  • ৫. মাওলানা মকবুল আলী সাহেব, বিরামপুর (১৯৭৪-১৯৮২)
  • ৬. মাওলানা আব্দুল মতিন সাহেব, শেরমস্তপুরী (১৯৮২-১৯৯১)
  • ৭. মাওলানা আব্দুল করীম সাহেব, গাজীনগরী (অস্থায়ী; ১৯৯১-১৯৯২)
  • ৮. মাওলানা মাহমুদ হুসাইন সাহেব, বাণীপুরী (অস্থায়ী; ১৯৯৩-১৯৯৪)
  • ৯. মাওলানা শায়খ আব্দুল বছীর সাহেব, ১৯৯৪ থেকে অদ্যাবধি মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন।

সংগঠন ও ব্যবস্থাপনা সম্পাদনা

মাদরাসাটি বাংলাদেশের অন্যতম একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এবং সুনামগঞ্জ জেলার বৃহত্তম মাদরাসাগুলোর একটি; এছাড়াও এটি সুনামগঞ্জ শহরস্থ সবচে’ প্রাচীন মাদরাসা। এই মাদরাসার শিক্ষাদীক্ষা ও আবাসনের জন্য রয়েছে মোট তিনটি ভবন। আবাসিক ছাত্রদের জন্য রয়েছে বিনামূল্যে থাকা-খাওয়ার সুব্যবস্থা। মাদরাসাটি পরিচালনার জন্য রয়েছে মজলিসে শূরা (শূরা পরিষদ) ও মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ)। ৩১ জন শিক্ষকমণ্ডলীর নিরবচ্ছিন্ন পাঠদান ও তত্ত্বাবধানে প্রায় সাড়ে পাঁচশ’ শিক্ষার্থী পড়াশোনায় রত আছে।

প্রকাশনা সম্পাদনা

জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া সুনামগঞ্জ -এর প্রকাশনা বিভাগ নিম্নের ম্যাগাজিন গুলো প্রকাশ করে থাকে:

  • ত্রৈমাসিক আল-ক্বামার দেয়ালিকা
  • বার্ষিক আল মাদানী স্মৃতিস্মারক

প্রাক্তন বিশিষ্ট শিক্ষার্থী সম্পাদনা

  • মাওলানা আমিরুল ইসলাম, আরপিননগরী
  • মুফতি মানসূর আহমাদ
  • মুফতি হাফিজ শাহজামাল
  • মাওলানা মোস্তফা কামাল
  • মাওলানা আব্দুল করীম
  • মুফতি হাফিজ সালমান আহমদ -সহ প্রমুখ আলেমে দ্বীন।

আরো দেখুন সম্পাদনা

তথ্য উৎস সম্পাদনা

  1. টেমপ্লেট:Http://www.jidums.com/index.php?option=com content&view=article&id=8:2009-11-22-18-41-17&catid=1:2009-11-22-13-47-02&Itemid=8
  2. Kabir, Humayun 'Replicating the Deobandi model of Islamic schooling: the case of a Quomi madrasa in a district town of Bangladesh', Contemporary South Asia, 17:4, 415 - 428.
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; encylobangla নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

টীকা সম্পাদনা