ইনায়েতউল্লাহ খান মাশরিকি

পাকিস্তানী শিক্ষাবিদ
(আল্লামা মাশরিকি থেকে পুনর্নির্দেশিত)

ইনায়েতউল্লাহ খান মাশরিকি (উর্দু عنایت اللہ خاں مشرقی; ২৫ আগস্ট ১৮৮৮ – ২৭ আগস্ট ১৯৬৩) (আল্লামা মাশরিকি বলেও পরিচিত) ছিলেন পাকিস্তানি গণিতবিদ, যুক্তিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক, ইসলামি পণ্ডিত ও খাকসার আন্দোলনের প্রতিষ্ঠাতা।

ইনায়েতউল্লাহ খান মাশরিকি
জন্ম(১৮৮৮-০৮-২৫)২৫ আগস্ট ১৮৮৮
মৃত্যু২৭ আগস্ট ১৯৬৩(1963-08-27) (বয়স ৭৫)
অন্যান্য নামআল্লামা মাশরিকি
মাতৃশিক্ষায়তনপাঞ্জাব বিশ্ববিদ্যালয়
ক্রাইস্ট কলেজ, ক্যামব্রিজ
প্রতিষ্ঠানখাকসার আন্দোলন
অফিসআন্ডার সেক্রেটারি, ব্রিটিশ ভারত
আন্দোলনভারতের স্বাধীনতা আন্দোলন
পাকিস্তান আন্দোলন

মাশরিকি গণিতবিদ হিসেবে বিবেচিত হতেন। ২৫ বছর বয়সে তিনি কলেজের অধ্যক্ষ হন ও এরপর ২৯ বছর বয়সে ভারত সরকারের শিক্ষাবিভাগের আন্ডার সেক্রেটারি হন। তিনি কুরআনের উপর ব্যাখ্যাগ্রন্থ লেখেন। এটি ১৯২৫ সালের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়। ৩২ বছর বয়সে তাকে আফগানিস্তানে রাষ্ট্রদূত হওয়ার আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি তা গ্রহণ করেননি।

পরবর্তীতে তিনি সরকারি চাকরি ত্যাগ করেন। তিনি ১৯৩০ সালে খাকসার আন্দোলনের প্রতিষ্ঠা করেন। বিশ্বাস, সম্প্রদায় বা ধর্ম বিবেচনা না করে সকলের অবস্থা উন্নত করা এর লক্ষ্য ছিল।[১] এর নেতা হিসেবে তিনি কয়েকবার কারারুদ্ধ হন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. S. Shabbir Hussain, Al-Mashriqi: The Disowned Genius, Lahore, Jang Publishers, 1991