পাকিস্তানের রাজধানীর তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

এটি পাকিস্তানের বর্তমান এবং প্রাক্তন প্রদেশ, অঞ্চল এবং দেশীয় রাজ্যগুলোর রাজধানী শহরের একটি তালিকা।

জাতীয় রাজধানী সম্পাদনা

পাকিস্তানের স্বাধীনতার ঠিক ২০ বছর পর ১৯৬৭ সালে ১৪ই আগস্ট ইসলামাবাদকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের রাজধানী করা হয়।[১] তবে পাকিস্তানের প্রথম রাজধানী ছিল মুহাম্মদ আলী জিন্নাহর নির্বাচিত সিন্ধুর উপকূলীয় শহর করাচি[১] তৎকালীন সময়ের মতো এখনও করাচি হচ্ছে পাকিস্তানের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক রাজধানী। ১৯৫৯ সাল পর্যন্ত এটি পাকিস্তানের সরকারের আসন থেকে যায়। তারপর পাকিস্তানের সামরিক রাষ্ট্রপতি আইয়ুব খান পাকিস্তানের উত্তরে রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তান সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের কাছে ইসলামাবাদে একটি নতুন রাজধানী নির্মাণের সিদ্ধান্ত নেন। এই প্রক্রিয়া চলাকালে রাওয়ালপিন্ডি পাকিস্তানের অন্তর্বর্তীকালীন রাজধানী ছিল।[১] মোঘল আমলে বাংলা তথা বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ। এই নাম থেকে প্রভাবিত হয়েই পাকিস্তানের নতুন রাজধানীর নামকরণ করা হয়।[২]

১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের উচ্চ জনসংখ্যার কারণে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানী ঢাকাকে পুরোদেশের বিধানিক রাজধানী করা হয়েছিল।[৩]

করাচি থেকে রাজধানী স্থানান্তরিত করার কারণসমূহ হল যে এটি পাকিস্তানি জনগণের জাতিগত বৈচিত্র্যের প্রতিফলন ঘটাবে, এটি করাচির ব্যবসায়িক ও বাণিজ্যিক ক্রিয়াকলাপ থেকে আলাদা হবে এবং সারাদেশ থেকে যেকেউ সহজেই রাজধানীতে যাতায়াত করতে পারবে।[৪][৫] তবে ১৯৬০-এর দশকের শেষের দিকেও ইসলামাবাদে রাজধানী স্থাপনের পদক্ষেপ পুরোপুরি কার্যকর হয়নি। তাই বেশ কিছু বছর ধরে বেশ কয়েকটি সরকারী মন্ত্রণালয় নিকটবর্তী রাওয়ালপিন্ডিতে অবস্থিত ছিল।

আঞ্চলিক রাজধানী সম্পাদনা

১৯৭০-এর দশকে বর্তমান প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পাকিস্তানের প্রদেশ ও অঞ্চলগুলোর রাজধানী অপরিবর্তিত ছিল। চারটি প্রাদেশিক রাজধানী তাদের নিজ প্রদেশের বৃহত্তম শহর। ২০১৭ সালের সালের আদমশুমারি অনুসারে পাকিস্তানের মোট জনসংখ্যা ২০,৭৭,৭৪,৫২০।[৬]

সংক্ষেপ প্রশাসনিক বিভাগ[৭] রাজধানী[৮] জনসংখ্যা (২০১৭) আয়তন
(বর্গ কিলোমিটার)[৯]
ঘনত্ব
(প্রতি বর্গ কিলোমিটারে)
Map
AJK আজাদ জম্মু ও কাশ্মীর (স্বশাসিত এলাকা)* (آزاد جموں و کشمیر) মুজাফ্ফরাবাদ ৪,০৪৫,৩৬৬ ১৩,২৯৮ ২২৩.৫৫  
BN বেলুচিস্তান (প্রদেশ) (بلوچستان) কোয়েটা ১২,৩৪৪,৪০৮ ৩৪৭,১৯০ ৩৭.৯১  
GB গিলগিত-বালতিস্তান (স্বশাসিত এলাকা) * (گلگت بلتستان) গিলগিত ১,৪৪১,৫২৩ (২০১২) ৭২,৯৭১ ১৯.৭৫  
ICT ইসলামাবাদ রাজধানী এলাকা (কেন্দ্রীয় রাজধানী এলাকা) (وفاقی دارالحکومت) ইসলামাবাদ ২,০০৬,৫৭২ ৯০৬ ১,২৭১.৩৮  
KP খাইবার পাখতুনখোয়া (প্রদেশ)
(خیبرپختونخوا)[১০]
পেশাওয়ার ৩০,৫২৩,৩৭১ ৭৪,৫২১ ৩৬০.৯৩  
PB পাঞ্জাব (প্রদেশ) (پنجاب) লাহোর ১১০,০১২,৪৪২ ২০৫,৩৪৪ ৪৪৫.০১  
SD সিন্ধু (প্রদেশ) (سندھ) করাচি ৪৭,৮৮৬,০৫১ ১৪০,৯১৪ ৩৯২.০৫  
পাকিস্তান (پاکستان) ইসলামাবাদ ২০৭,৭৭৪,৫২০ ৮৮২,৩৬৩ ২২৩.৭৯

সাবেক প্রাদেশিক রাজধানী সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. McGarr, Paul (২০১৩)। The Cold War in South Asia: Britain, the United States and the Indian Subcontinent, 1945-1965। Cambridge University Press। ১ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০ 
  2. জসীম উদ্দীন হারুন (২০১২)। "চট্টগ্রাম জেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. Pakistan Affairs। Information Division, Embassy of Pakistan.। ১৯৬৮। পৃষ্ঠা 19। ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০ 
  4. "History of Islamabad"। Capital Development Authority। ২০১৬-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০১-০৩ 
  5. "Visit Islamabad: Islamabad the beautiful"। Capital Development Authority। ২০১৪-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. "Population shoots up by 47 percent since 1998"। ১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০ 
  7. "The Constitution of the Islamic Republic of Pakistan"। National Reconstruction Bureau, Government of Pakistan। ২০০৭-১২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০১-০৩ 
  8. Gwillim Law। "Pakistan Provinces"। Statoids.com। ২০১৮-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০১-০৩ 
  9. "Area, Population, Density and Urban/Rural Proportion by Administrative Units"। Population Census Organization, Government of Pakistan। ২২ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  10. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা