মুজাফফারাবাদ
মুজাফফারাবাদ হল পাকিস্তানের আজাদ জম্মু কাশ্মীরের রাজধানী ও মিরপুরের পর দ্বিতীয় বৃহত্তম শহর।
মুজাফফারাবাদ مُظفّرآباد | |
---|---|
শহর | |
![]() | |
স্থানাঙ্ক: ৩৪°২১′৩০″ উত্তর ৭৩°২৮′২০″ পূর্ব / ৩৪.৩৫৮৩৩° উত্তর ৭৩.৪৭২২২° পূর্ব | |
দেশ | ![]() |
মুহাফাজা | ![]() |
আয়তন | |
• মোট | ১,৬৪২ বর্গকিমি (৬৩৪ বর্গমাইল) |
উচ্চতা | ৭৩৭ মিটার (২,৪১৮ ফুট) |
জনসংখ্যা (২০১৩) | |
• মোট | ৬,৮৬,৯২৮ |
• জনঘনত্ব | ৪১৮/বর্গকিমি (১,০৮০/বর্গমাইল) |
সময় অঞ্চল | PST (ইউটিসি+০৫:০০) |
Calling code | ০৫৮২২ |
ওয়েবসাইট | Muzaffarabad Local Government |
মুজাফ্ফরাবাদ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জলবায়ু লেখচিত্র | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
শহরটি মুজাফফারাবাদ জেলায় ঝেলুম ও নীলুম নদীর তীরে অবস্থিত। এ জেলার পশ্চিমে খাইবার পাখতুনখোয়া এবং পূর্বে ভারতীয় কাশ্মীরের কুপওয়ারা জেলা ও বারমূলা জেলা, দক্ষিণে নীলুম জেলা অবস্থিত।
মুজাফ্ফরাবাদ শহর আজাদ জম্মু কাশ্মীর এলএ ২৬ এর অন্তর্গত।
ইতিহাসসম্পাদনা
১৬৪৬ সালে কাশ্মীরের চাক সাম্রাজ্যের শাসক সুলতান মুজাফ্ফর খান কর্তৃক শহরটি প্রতিষ্ঠিত হয়। তিনি একই বছর মুঘল আগ্রাসন বন্ধ করার জন্য মুজাফ্ফরাবাদ লাল দুর্গের কাজও সমাপ্ত করেন।
জনসংখ্যা উপাত্তসম্পাদনা
মুজাফ্ফরাবাদের মানুষ বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলে, যেমন পাহাড়ি, ছাচি, গোজরি, পাঞ্জাবি, কাশ্মীরি প্রভৃতি। এছাড়াও উর্দু, সিনা, বাল্টি ভাষায়ও কথা বলে।
১৯৯৮ সালের আদমশুমারী অনুযায়ী মু্াফ্ফরাবাদের মোট জনসংখ্যা ৭২৫০০০ জন, এবং ১৯৯৯ সালের প্রকল্প অনুসারে ৭৪১০০০ জন।
প্রশাসনসম্পাদনা
মুজাফ্ফরাবাদ শহর একটি পৌর কাউন্সিল দ্বারা শাসিত হয়। মুজাফ্ফরাবাদ শহরে একটি মাত্র প্রাদেশিক আইনসভার আসন রয়েছে, আর এটি হল আজাদ জম্মু কাশ্মীর এলএ ২৬।
যোগাযোগসম্পাদনা
মুজাফ্ফরাবাদ পাকিস্তানের অন্যান্য শহরের সাথে প্রধানত সড়ক পথেই সংযুক্ত। এখানে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে, কিন্তু তা থেকে কোনো উড্ডয়ন পরিচালিত হয় না। ২০০৫ সালের ভূমিকম্পে বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়।
এখানে কোনো রেলওয়ে স্টেশন নেই, এর সবচেয়ে নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল মুরী, যা পাকিস্তানের পাঞ্জাবের রাওলাপিন্ডি জেলায় অবস্থিত এবং আন্তর্জাতিক সীমানার অপারে ভারতীয় জম্মু কাশ্মীরের বারামুল্লা।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Muzaffarabad at Sunmap ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ আগস্ট ২০১১ তারিখে. Sunmap.eu. Retrieved on 2012-07-03.
- ↑ World Weather Information Service. Worldweather.wmo.int (2006-10-05). Retrieved on 2012-07-03.