প্রবেশদ্বার:পাকিস্তান
![]() |
স্বাগতম
পাকিস্তান প্রবেশদ্বার |
পাকিস্তান
নির্বাচিত নিবন্ধ
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত একটি সামরিক যুদ্ধ। ভারতীয়, বাংলাদেশী ও আন্তর্জাতিক সূত্র অনুযায়ী, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ১১টি ভারতীয় এয়ারবেসে পাকিস্তান আচমকা হানা দিলে অপারেশন চেঙ্গিস খাঁ নামে এই যুদ্ধের সূচনা ঘটলে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পূর্ব পাকিস্তানের জাতীয়তাবাদী মুক্তিবাহিনীর পক্ষ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। মাত্র তেরো দিনের এই যুদ্ধ ইতিহাসের অন্যতম স্বল্পদৈর্ঘ্যের একটি যুদ্ধের মধ্যে একটি। যুদ্ধ চলাকালীন পূর্ব ও পশ্চিম ফ্রন্টে ভারতীয় ও পাকিস্তানি বাহিনী পূর্ব ও পশ্চিম রণাঙ্গনে সংঘর্ষে লিপ্ত হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সামরিক বাহিনীর পূর্ব কমান্ড ঢাকায় আত্মসমর্পণ করলে যুদ্ধ সমাপ্ত হলে পূর্ব পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পাকিস্তান থেকে নিজেদের বিচ্ছিন্ন করে বাংলাদেশ নামে এক নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
- ... বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চীনের প্রতি বিশ্বস্ততা প্রমাণের জন্যে নিক্সন পাকিস্তানের জন্যে ইউএস কংগ্রেসের বরাদ্দকৃত বাজেট লঙ্ঘন করে পাকিস্তানে সামরিক সাহায্য প্রেরণ করেন?
- ... সালেহ কামবোহ মসজিদ মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত হলেও এর স্থাপত্য শৈলীতে শাহজাহানি আমলের বৈশিষ্ট্য বিদ্যমান?
- ... মল্লক্রীড়াবিদ এ কে এম মিরাজ উদ্দিন ১৯৬৬ সালে লাহোরে অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় ক্রীড়ানুষ্ঠানে একটি বাঁশের পোল দিয়ে রেকর্ড স্থাপনসহ পোলভল্টে শিরোপা জিতেছিলেন।
- ... জন্ম আমার ধন্য হলো মা গো দেশাত্মবোধক গানটি সাবিনা ইয়াসমিনের কন্ঠে জনপ্রিয় হলেও গানের প্রথম সংস্করণ ফিরোজা বেগম ও সাবিনা ইয়াসমিনের দ্বৈত কন্ঠে ধারণ করা হয়েছিল?
- ... ১৯৪৮ সালে মুক্তিপ্রাপ্ত তেরি ইয়াদ স্বাধীন পাকিস্তানে নির্মিত প্রথম চলচ্চিত্র?
- ... খুদা কে লিয়ে 'ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের' আনুষ্ঠানিক বাছাইয়ে অন্তর্ভুক্ত হওয়া প্রথম পাকিস্তানি চলচ্চিত্র?
- ... পশতুনিস্তান গঠনের দাবি যুক্ত বন্নু প্রস্তাব ভারত বিভাজনের সাত সপ্তাহ পূর্বে পেশ করা হয়েছিল?
- ... ১৯৬৪ সালে কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব উলামা সম্মেলনে তাজুল ইসলাম নতুন মাজহাব গঠনের প্রস্তাব নাকচ করেছিলেন?
- ... আইয়ুব খানের জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার প্রচারণার পটভূমিতে ইসলাম ও যুক্তির নিরিখে জন্ম নিয়ন্ত্রণ রচিত হয়েছিল?
- ... চান্দা পূর্ব পাকিস্তানে নির্মিত সর্বপ্রথম উর্দু ভাষার চলচ্চিত্র?
- ... রাণা ভগবানদাস পাকিস্তানের সর্বোচ্চ আদালতের প্রথম হিন্দু প্রধান বিচারপতি?
নির্বাচিত জীবনী
নির্বাচিত চিত্র
![]() | |
১৮০০ এর দশকের শেষের দিক থেকে হায়দরাবাদের একটি অত্যন্ত বিরল ছবি। নেরুন কোট (সিন্ধি: نيرُون ڪوٽ) নামে পরিচিত সিন্ধুর তীরবর্তী একটি মৌর্য মাছ ধরা গ্রামের ধ্বংসাবশেষের উপরে ১৭৬৮ সালে মিয়ান গোলাম শাহ কালহোর এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। পূর্বে সিন্ধের রাজধানী, এটি হায়দরাবাদ জেলার সদর দফতর হিসাবে কাজ করেছিল।
ছবি ক্রেডিট: আইডলেগুই |