বেলুচিস্তান, পাকিস্তান

পাকিস্তানের একটি প্রদেশ
(বেলুচিস্তান (পাকিস্তান) থেকে পুনর্নির্দেশিত)

বেলুচিস্তান (উর্দু: بلوچستان‎‎, বেলুচি: بلۏچستان) দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের একটি প্রদেশ। ভৌগোলিক দিক থেকে পাকিস্তানের বৃহত্তম এই প্রদেশটির আয়তন ৩,৪৭,১৯০ বর্গকিলোমিটার এবং এটি পাকিস্তানের মোট আয়তনের প্রায় ৪৮% গঠন করেছে। বালুচ জাতির লোকদের নামে অঞ্চলটির নামকরণ করা হয়েছে। এটি উত্তর-পূর্বে খাইবার পাখতুনখোয়া, পূর্বে পাঞ্জাব এবং দক্ষিণ-পূর্বে সিন্ধু পাকিস্তানের প্রদেশগুলির দ্বারা সীমাবদ্ধ; পশ্চিমে ইরান (ইরানি বেলুচিস্তান) এবং উত্তরে আফগানিস্তানের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে; এবং দক্ষিণে আরব সাগর দ্বারা আবদ্ধ।

বেলুচিস্তান
بلوچستان
بلۏچستان
প্রদেশ
বেলুচিস্তানের পতাকা
পতাকা
বেলুচিস্তানের অফিসিয়াল সীলমোহর
সীলমোহর
বেলুচিস্তানের অবস্থান
বেলুচিস্তানের অবস্থান
স্থানাঙ্ক: ৩০°০৭′ উত্তর ৬৭°০১′ পূর্ব / ৩০.১২° উত্তর ৬৭.০১° পূর্ব / 30.12; 67.01
দেশপাকিস্তান
প্রতিষ্ঠিত১লা জুলাই, ১৯৭০
প্রাদেশিক রাজধানীকোয়েটা
বৃহত্তম শহরকোয়েটা
সরকার
 • ধরনপ্রদেশ
 • শাসকপ্রাদেশিক পরিষদ
 • গভর্নরমুহাম্মদ খান আচাকজাই
 • মুখ্যমন্ত্রীআসলাম রাইসানি (পিপিপি)
আয়তন
 • মোট৩,৪৭,১৯০ বর্গকিমি (১,৩৪,০৫০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৭৯,১৪,০০০
 • জনঘনত্ব২৩/বর্গকিমি (৫৯/বর্গমাইল)
সময় অঞ্চলপিকেটি (ইউটিসি+৫)
প্রধান ভাষাসমূহউর্দু (জাতীয়), বেলুচি (প্রাদেশিক), পশতু
প্রাদেশিক পরিষদ আসন৬৫
জেলা৩০
ইউনিয়ন পরিষদ৮৬
ওয়েবসাইটwww.balochistan.gov.pk

বেলুচিস্তান অঞ্চলটি মূলত বৃহত্তর ইরানীয় মালভূমির পূর্ব প্রান্ত। এর প্রায় পুরোটাই পর্বতময়। কিছু কিছু পর্বতশৃঙ্গের উচ্চতা ৬০০০ ফুটেরও বেশি। বেলুচিস্তানের ভূমিরূপ ঊষর ও রুক্ষ। বনজঙ্গলের পরিমাণ খুবই কম এবং গাছপালার আকৃতি খর্ব। বেলুচিস্তানের ৯৬৫ কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূল থাকলেও পোতাশ্রয়ের সংখ্যা খুব কম। দক্ষিণের উপকূলীয় মাকরান এলাকা বাদে বেলুচিস্তানের সর্বত্র উপক্রান্তীয় মহাদেশীয় জলবায়ু বিরাজ করে। শীত ও গ্রীষ্মে তাপমাত্রা চরমে পৌঁছে এবং বৃষ্টিপাতের পরিমাণ খুব কম। বাৎসরিক গড়ে মাত্র ২০০ মিমি বৃষ্টিপাত হয়।

বেলুচিস্তানের হাতে গোনা কিছু উর্বর উপত্যকায় যব, গম, ধান, আলফালফা এবং বিভিন্ন ফলফলাদি বড় পরিমাণে উৎপাদন করা হয়। ভেড়া, ছাগল, উট, গরু বাছুর, গাধা এবং ঘোড়াও পালন করা হয়।

মাকরান উপকূলে অবস্থিত গোয়াদার শহরটি বেলুচিস্তানে অঞ্চলের জন্য সমুদ্র বন্দর হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে পাকিস্তান সরকার গোয়াদারে চীনা সহায়তায় একটি বড় বন্দর ও নৌঘাঁটি নির্মাণে রত।[]

বেলুচিস্তানকে খনিজ সম্পদের দিকে থেকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। সিন্ধ প্রদেশের পরে এই প্রদেশ থেকেই পাকিস্তানের প্রাকৃতিক গ্যাসের ২য় সর্বোচ্চ যোগান আসে। সম্প্রতি বেলুচিস্তানের চাগাই জেলার রেকো-দিক শহরের কাছে বিশ্বের বৃহত্তম সোনাতামার মজুদ আবিষ্কৃত হয়েছে।

বেলুচিস্তানের উত্তর-পূর্ব কোণায় অবস্থিত কুয়েতা শহর প্রদেশটির রাজধানী; এটি বেলুচিস্তানের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল শহর। বেলুচিস্তানে প্রায় ১ কোটি লোকের বাস। এখানকার লোকেরা মূলত বেলুচি, ব্রাহুই, সিন্ধি, উর্দু এবং ফার্সি ভাষাতে কথা বলে। প্রদেশের বেশির ভাগ লোক ইসলাম ধর্মাবলম্বী। অবকাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে প্রদেশটি পাকিস্তানের বাকী প্রদেশগুলির তুলনায় অনেক পিছিয়ে।

ইতিহাস

সম্পাদনা

ইতিহাসে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংস্কৃতির লোক ভ্রমণ, বাণিজ্য ও যুদ্ধবিজয়ের সূত্রে বেলুচিস্তানের সংস্পর্শে এসেছে। অঞ্চলের সর্বত্র ছড়িয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান, যেগুলির বেশির ভাগই এখনও ভালভাবে পর্যবেক্ষণ করা হয়নি। কোয়েতা শহরের কাছে অবস্থিত পিশিন উপত্যকাটির কথা জরথুষ্ট্রীয় ধর্মের ধর্মগ্রন্থ অবেস্তাতে লেখা আছে। গ্রিক ইতিহাসবিদ হেরোদোতুস এবং গ্রিক ভূগোলবিদ স্ত্রাবো তাদের লেখাতে বেলুচিস্তানের উল্লেখ করেছেন; তারা অঞ্চলটিকে গেদ্রোসিয়া হিসেবে জানতেন। বেলুচিস্তানে এখনও অনেক প্রাচীন ইতিহাস লোকমুখে প্রচলিত। লোক ইতিহাস অনুসারে আসিরিয়ার রাণী সেমিরামিস এবং পারস্যের রাজা সিরুসের সেনাবাহিনী বেলুচিস্তানের মরুভূমিতে হারিয়ে যায়।

ম্যাসেডোনিয়ার রাজা মহাবীর আলেকজান্ডার ৩৩০ খ্রিস্টপূর্বাব্দে অঞ্চলটি বিজয় করেন। এর পরবর্তী শতকগুলিতে অঞ্চলটি পারস্য কিংবা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন শাসকের অধীন ছিল। ৭ম শতকে আরবেরা বেলুচিস্তান দখল করে। এরপর গাজনাভিদ, গোরি এবং মঙ্গোলেরা পরপর অঞ্চলটি শাসন করে। ১৭শ শতকে কিছু সময়ের জন্য এলাকাটি মোঘল সাম্রাজ্যের অধীনে ছিল। পরে আবার এটি পারস্যের অধীনে আসে।

১৯শ শতকের শুরুর দিকে বেলুচিস্তান ব্রিটিশ রাজনৈতিক প্রভাবের অধীন হয়। সেসময় গোত্রপ্রধানেরা অঞ্চলটি শাসন করতেন। ১৮৩৮-১৮৪২ সালের প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধে ব্রিটিশরা অঞ্চলটি দখলে নিয়ে নেয়। ১৮৪১ সালে তারা সেনা প্রত্যাহার করে নেয়। এরপর ১৮৫৪ ও ১৮৭৬ সালে চুক্তির মাধ্যমে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের সাথে বেলুচিস্তানের বন্ধন সুদৃঢ় হয়। ১৮৭৭ সালে পাঁচটি জেলা নিয়ে ব্রিটিশ ভারতের বেলুচিস্তান প্রদেশ গঠন করা হয়।

১৯৪৭ সালে ভারত ভাগের পর বেলুচিস্তান পাকিস্তানের সাথে যুক্ত হতে সম্মত হয়। ১৯৫২ সালে বেলুচিস্তান ছিল পাঁচটি জেলা ও চারটি প্রাক্তন রাজ্যের সমষ্টি। জেলাগুলি হল কুয়েতা-পিশিন, সিবি, জোব, লোরালাই, এবং চাগাই। আর প্রাক্তন রাজ্য বা খানাতগুলি হল কালাত, লাস-বেলা, খারান এবং মাকরান। ১৯৫৫ সালের অক্টোবরে পাকিস্তানের পশ্চিমাঞ্চলে বাকী প্রদেশ ও রাজ্যগুলির সাথে বেলুচিস্তানকে যুক্ত করে পশ্চিম পাকিস্তান প্রদেশ গঠন করা হয়। ১৯৫৮ সালে কালাত রাজ্যের শাসক বা খান এই সংযোজন প্রত্যাখ্যান করেন এবং নিজেকে স্বাধীন ঘোষণা করেন, কিন্তু তার এই বিদ্রোহ শিঘ্রই দমন করা হয়।

১৯৬১ সালে পাকিস্তানের রাজধানী করাচি থেকে সরিয়ে অন্তর্বর্তী রাজধানী রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়। এ সময় লাস-বেলা রাজ্যকে করাচির সাথে যুক্ত করা হয়। বেলুচিস্তানের বাকী অংশকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়। একটি হল কুয়েতা, যা মূলত প্রাক্তন ব্রিটিশ বেলুচিস্তান। এবং অন্য অংশটি হল কালাত, যা কালাত, মাকরান ও খারান রাজ্যগুলি নিয়ে গঠিত। ১৯৬২ সালে কালাতের খান পুনরায় শাসনক্ষমতা ফিরে পান, কিন্তু ১৯৭০-এর দশকে মাঝামাঝি পর্যন্ত সরকারি সেনা এবং গোত্র গেরিলা দলগুলির মধ্যে যুদ্ধ-সংঘর্ষ অব্যাহত থাকে। ১৯৭০ সালে পশ্চিম পাকিস্তানকে নতুন করে চারটি প্রদেশে ভাগ করা হয়, এবং তখন থেকে বেলুচিস্তান পাকিস্তানের একটি প্রদেশ।

 
আস্তোলা দ্বীপ

সরকার ও রাজনীতি

সম্পাদনা

পাকিস্তানের অন্যান্য প্রদেশের মতো বেলুচিস্তানেও একটি সংসদীয় সরকার ব্যবস্থা রয়েছে। প্রদেশের আনুষ্ঠানিক প্রধান হলেন গভর্নর, যাকে পাকিস্তানের প্রেসিডেন্ট প্রাদেশিক মুখ্যমন্ত্রীর পরামর্শে নিয়োগ করেন। মুখ্যমন্ত্রী হলেন প্রদেশের প্রধান নির্বাহী, যিনি সাধারণত প্রাদেশিক পরিষদে বৃহত্তম রাজনৈতিক দল বা দলীয় জোটের নেতা হন।প্রদেশের আনুষ্ঠানিক প্রধান হলেন গভর্নর, যিনি প্রাদেশিক মুখ্যমন্ত্রীর পরামর্শে পাকিস্তানের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। প্রদেশের প্রধান নির্বাহী, মুখ্যমন্ত্রী সাধারণত প্রাদেশিক পরিষদের বৃহত্তম রাজনৈতিক দল বা দলগুলোর জোটের নেতা হন।

 
বেলুচিস্তান গভর্নর হাউস কোয়েটা

বেলুচিস্তানের এককক্ষবিশিষ্ট প্রাদেশিক পরিষদে মোট ৬৫টি আসন রয়েছে, যার মধ্যে ১১টি আসন নারীদের জন্য এবং ৩টি অ-মুসলিমদের জন্য সংরক্ষিত। বিচার বিভাগীয় কার্যক্রম বেলুচিস্তান হাইকোর্টের মাধ্যমে পরিচালিত হয়, যা কুয়েটায় অবস্থিত এবং একজন প্রধান বিচারপতির নেতৃত্বে পরিচালিত হয়।সরকারের বিচার বিভাগীয় শাখা বেলুচিস্তান হাইকোর্ট দ্বারা পরিচালিত হয়, যা কোয়েটায় অবস্থিত এবং একজন প্রধান বিচারপতির নেতৃত্বে।

পাকিস্তানজুড়ে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর (যেমন: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, পাকিস্তান মুসলিম লীগ (ন) এবং পাকিস্তান পিপলস পার্টি) পাশাপাশি, বেলুচিস্তানে জাতীয়তাবাদী দলগুলো (যেমন: ন্যাশনাল পার্টি এবং বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (মেঙ্গল)) বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রশাসনিক বিভাগ

সম্পাদনা
 
বেলুচিস্তানের বিভাগসমূহ
 
দ্রষ্টব্য: এই মানচিত্রে, লেহরিকে #২৭ নম্বরে সিবি জেলার মধ্যে দেখানো হয়েছে। #৮ নম্বরে জাফরাবাদ জেলার মধ্যে সোহবতপুর এবং উস্তা মুহাম্মদ দেখানো হয়েছে।#১৭ নম্বরে লাসবেলা জেলার মধ্যে হাবটি দেখানো হয়েছে।

প্রশাসনিক উদ্দেশ্যে, প্রদেশটি সাতটি বিভাগে বিভক্ত: কালাত, মাকরান, নাসিরাবাদ, কুয়েটা, সিবি, ঝোব এবং রখশন। ২০০০ সালে এই বিভাগীয় কাঠামো বাতিল করা হলেও ২০০৮ সালের নির্বাচনের পর তা পুনরায় চালু করা হয়। প্রতিটি বিভাগ একজন নিয়োজিত কমিশনারের অধীনে পরিচালিত হয়। সাতটি বিভাগ আরও ৩৬টি জেলায় বিভক্ত।এই বিভাগীয় স্তরটি ২০০০ সালে বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু ২০০৮ সালের নির্বাচনের পর পুনরুদ্ধার করা হয়েছিল। প্রতিটি বিভাগ একজন নিযুক্ত কমিশনারের অধীনে। []

২০২১ সালের জুন মাস পর্যন্ত, বেলুচিস্তানে আটটি বিভাগ রয়েছে। অষ্টম বিভাগ হলো লোরালাই বিভাগ।

সিরিয়াল নং জেলা সদর দপ্তর এলাকা

(কিমি ) []

জনসংখ্যা

(২০২৩) []

ঘনত্ব

(মানুষ/কিমি ) []

বিভাগ
আওয়ারান আওয়ারান ২৯,৫১০ ১৭৮,৯৫৮ ৬.১ কালাত
বারখান বারখান ৩,৫১৪ ২১০,২৪৯ ৫৯.৮ লোরালাই
চাগাই দালবান্দিন ৪৪,৭৪৮ ২,৬৯,১৯২ ৬.০ রাখশান
চামন চামন ১,৩৪১ ৪৬৬,২১৮ ৩৪৭.৭ কোয়েটা
ডেরা বুগতি ডেরা বুগতি ১০,১৬০ ৩৫৫,২৭৪ ৩৫.০ সিবি
ডুকি ডুকি ৪,২৩৩ ২০৫,০৪৪ ৪৮.৪ লোরালাই
গোয়াদর গোয়াদর ১২,৬৩৭ ৩০৫,১৬০ ২৪.২ মাকরান
হার্নাই হার্নাই ২,৪৯২ ১২৭,৫৭১ ৫১.২ সিবি
হাব হাব নেই নেই নেই কালাত
১০ জাফরাবাদ ডেরা আল্লাইয়ার ১,৬৪৩ ৫৯৪,৫৫৮ ৩৬১.১ নাসিরাবাদ
১১ ঝাল মাগসি গণ্ডব ৩,৬১৫ ২০৩,৩৬৮ ৫৬.২ নাসিরাবাদ
১২ কাছি ধাদর ৫,৬৮২ ৪৪২,৬৭৪ ৭৭.৯ নাসিরাবাদ
১৩ কালাত কালাত ৭,৬৫৪ ২৭১,৫৬০ ৩৫.৫ কালাত
১৪ কেচ তুরবত ২২,৫৩৯ ১,০৬০,৯৩১ ৪৭.০ মাকরান
১৫ খারান খারান ১৪,৯৫৮ ২৬০,৩৫২ ১৭.৪ রাখশান
১৬ খুজদার খুজদার ৩৫,৩৮০ ৯৯৭,২১৪ ২৮.২ কালাত
১৭ কোহলু কোহলু ৭,৬১০ ২৬০,২২০ ৩৪.২ সিবি
১৮ লাসবেলা উথাল ১৫,১৫৩ ৬৮০,৯৭৭ ৪৪.৯ কালাত
১৯ লোরালাই লোরালাই ৩,৭৮৫ ২৭২,৪৩২ ৭২.০ লোরালাই
২০ মাস্তুং মাস্তুং ৩,৩০৮ ৩১৩,২৭১ ৯৪.৭ কালাত
২১ মুসাখেল মুসা খেল বাজার ৫,৭২৮ ১৮২,২৭৫ ৩১.৮ লোরালাই
২২ নাসিরাবাদ ডেরা মুরাদ জামালি ৩,৩৮৭ ৫৬৩,৩১৫ ১৬৬.১ নাসিরাবাদ
২৩ নুশকি নুশকি ৫,৭৯৭ ২০৭,৮৩৪ ৩৫.৯ রাখশান
২৪ পাঞ্জগুর পাঞ্জগুর ১৬,৮৯১ ৫০৯,৭৮১ ৩০.২ মাকরান
২৫ পিশিন পিশিন ৬,২১৮ ৮৩৫,৪৮২ ১৩৪.৬ কোয়েটা
২৬ কোয়েটা কোয়েটা ৩,৪৪৭ ২,৫৯৫,৪৯২ ৭৫৪.৩ কোয়েটা
২৭ কিলা আবদুল্লাহ জঙ্গল পীর আলিজাই ৩,৫৫৩ ৩৬১,৯৭১ ১০২.৩ কোয়েটা
২৮ কিল্লা সাইফুল্লাহ কিল্লা সাইফুল্লাহ ৬,৮৩১ ৩,৮০,২০০ ৫৫.৭ ঝোব
২৯ শেরানি শেরানি ৪,৩১০ ১৯১,৬৮৭ ৪৪.৫ ঝোব
৩০ সিবি সিবি ৭,১২১ ২২৪,১৪৮ ৩১.৫ সিবি
৩১ সোহবতপুর সোহবতপুর ৮০২ ২৪০,১০৬ ২৯৯.৬ নাসিরাবাদ
৩২ সুরাব সুরাব ৭৬২ ২৭৯,০৩৮ ৩৬৬.৫ কালাত
৩৩ ওয়াশুক ওয়াশুক ৩৩,০৯৩ ৩০২,৬২৩ ৯.১ রাখশান
৩৪ ঝোব ঝোব ১৫,৯৮৭ ৩৫৫,৬৯২ ২২.২ ঝোব
৩৫ জিয়ারত জিয়ারত ৩,৩০১ ১৮৯,৫৩৫ ৫৭.৪ কালাত
৩৬ উস্তা মুহাম্মদ উস্তা মুহাম্মদ নেই নেই নেই নাসিরাবাদ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "China's pearl in Pakistan's waters"। ২৩ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০০৯ 
  2. "New districts"Dawn। ২৩ অক্টোবর ২০১৮। 
  3. "TABLE 1: AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (পিডিএফ)PBS। ২০২৩। সংগ্রহের তারিখ জানুয়ারি ৪, ২০২৫