পাকিস্তানের মসজিদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

একটি সিরিজের অংশ
মসজিদ

স্থাপত্য
স্থাপত্য শৈলী
মসজিদের তালিকা
অন্যান্য


নাম ছবি শহর সাল
ফয়সাল মসজিদ, পাকিস্তানের জাতীয় মসজিদ
ইসলামাবাদ ১৯৮৬
লাল মসজিদ ইসলামাবাদ ১৯৬৫
মসজিদ ই তুবা
করাচি ১৯৬৯
বাদশাহী মসজিদ

মুঘল সম্রাট আওরঙ্গজেবের নিরদেশে ১৬৭১ সালে নির্মাণ শুরু হয় এবং ১৬৭৩ সালে নির্মাণ সম্পন্ন হয়, এটি পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর পঞ্চম বৃহত্তম মসজিদ; ১৬৭৩ হতে ১৯৮৬ সাল পর্যন্ত এটি পৃথিবীর বৃহত্তম মসজিদ ছিলো।

লাহোর ১৬৭৩
গ্রান্ড জামিয়া মসজিদ

পৃথিবীর সপ্তম বৃহত্তম মসজিদ এবং সীমানার দিক থেকে পাকিস্তানের বৃহত্তম মসজিদ।

লাহোর ২০১৪
মোহাব্বাত খান মসজিদ
পেশাওয়ার ১৬৭০
ভঙ্গ মসজিদ

এই মসজিদের নকশা এবং নির্মাণ প্রায় ৫০ বছর ধরে সম্পন্ন হয়েছিলো (১৯৩২-১৯৮২) এবং এটি ১৯৮৬ সালে আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পদক লাভ করে

রহিম ইয়ার খান ১৯৩২-১৯৮২
কুযকান্দি জামিয়া মসজিদ Baghdada
মারদান ১৯৫০ এর দশক
মসজিদ-ই-আকসা

এটি পাকিস্তানের আহমাদিয়া সম্প্রদায়ের বৃহত্তম উপাসনা স্থল। এটি ১৯৬৬ হতে ১৯৭২ সালের মধ্যে নির্মিত হয়।

শাহজাহান মসজিদ
থাট্টা ১৬৪৭

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা