স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার

স্থাপত্যে নৈপুণ্য প্রদর্শনপূর্বক প্রদত্ত পুরস্কার

স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার (বা আগা খান স্থাপত্য পুরস্কার) চতুর্থ আগা খান কর্তৃক ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত একটি স্থাপত্যবিষয়ক একটি সম্মাননা। যেসব স্থাপনা নকশা, সামাজিক আবাসন, সাম্প্রদায়িক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে ইসলামী সমাজের প্রয়োজন এবং উচ্চাশাকে ধারণ করে নির্মিত হয়েছে, সেসব স্থাপনাক্যা স্বীকৃতি প্রদানই এই পুরস্কারের লক্ষ্য।[] প্রতি তিন বছর পরপর একাধিক প্রকল্পকে এই পুরস্কার দেয়া হয়। এই পুরস্কারের আর্থিক মূল্য ৫০০,০০০ মার্কিন ডলার[] স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার স্থাপত্য ক্ষেত্রে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। স্থাপনা বা ব্যক্তির পাশাপাশি এটি প্রকল্প, সম্প্রদায় এবং অংশীদারদেরকেও স্বীকৃতি প্রদান করে।[]

আগা খান স্থাপত্যবিদ্যা পুরষ্কারার প্রাপ্ত বাংলাদেশের ঢাকার দক্ষিণখানের বায়তুর রউফ মসজিদ

এই পুরস্কার প্রদানের দায়িত্ব, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) অন্তর্গত আগা খান ট্রাস্ট ফর কালচারের (একেটিসি) অধীনে রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Aga Khan Award for Architecture ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে." ArchitectureWeek 9 Jan. 2002.
  2. "Aga Khan Award for Architecture announces Master Jury for 2007." Canadian Architect 12 Jan. 2007."। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা