সিঙ্গাপুরের মসজিদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
মসজিদসমূহের তালিকা
সম্পাদনানাম | চিত্র | শহর | বছর | ধারনক্ষমতা | মন্তব্য |
---|---|---|---|---|---|
আবদুল আলিম সিদ্দিক মসজিদ | কাটং | ১৯৫৭ | |||
আবদুল গফুর মসজিদ | লিটল ইন্ডিয়া | ১৮৫৯ | ৩০০০ | ইন্ডিয়ান মুসলিম সম্প্রাদয় এর নিকট জনপ্রিয়। | |
আবদুল হামিদ মসজিদ | নোভেনা | ১৯৩২ | ৫০০ | নোভেনায় মেট্রো রেল স্টেশনের নিকট। | |
আহমদ মসসজিদ | পাশির | ১৯৩৪ | |||
আহমেদ ইব্রাহিম মসজিদ | সেইম বাং মসজিদ | ১৯৫৫ | ১০০০ | ||
আল তরিক মসজিদ | বেদক | ১৮৮৩ | ৪০০ | ||
আবদুল রাজ্জাক মসজিদ | বেদক | ১৯৬৫ | ৬০০ | পুরাতন মসজিদ | |
আল আবরার মসজিদ | সেন্টাল এরিয়া | ১৮৫৫ | ৮০০ | ১৯৭৪ সালে, পুরাতন প্রজন্মের মসজিদটি সিঙ্গাপুরের জাতীয় স্মৃতিস্তম্ভগুলির একটি হিসাবে আন্তভুক্ত করা হয়েছিল। | |
আল আমিন মসজিদ | বুকিত মেরা | ১৯৯১ | ৩০০০ | ||
আল আনসার মসজিদ | বেদক | ১৯৮১ | ৪৫০০ | ২০১৫ সালে সম্পাসারন করা হয়েছে। | |
আল ফালাহ মসজিদ | সেন্টাল এরিয়া | ১৯৮৭ | ২০০০ | পৃর্বে ১৫০০ মানুষ নামাজ পড়তে পারতো বর্তমানে সংস্করণ ২০০০ মানুষ নামাজ পড়তে পারে। | |
আল ফেরদাউস মসজিদ | ওয়েস্টান ওয়াটার ক্যাচমেন্ট | ১৯৬২ | ২০০ | ||
আল আমিন মসজিদ | তেলক বালানগাহ | ১৯৯১ | ৩০০০ | ||
মসজিদে আল হুদা | বুকিত কামাহ | ১৯৬৬ | ৩৫০ | ||
আল ইমান মসজিদ | বুকিত পাংগাং | ২০০৪ | ৫০০০ | ||
আল ইসলাহ মসজিদ | পাঙ্গাল | ২০১৫ | ৪৫০০ | ||
আল ইস্তেগফার মসজিদ | পাসির রেস | ১৯৯৯ | ৩৩০০ | ||
আল ইস্তেকমাহ মসজিদ | সেরাগন নর্থ এভিনিউ | ১৯৯৯ | ৩৩০০ | ||
আল খায়ের মসজিদ | চৌ চো কাং | ১৯৯৭ | ৪০০০ | ২০১৭ সারে অতিরক্ত ৫০০ মানুষ নামাজ পড়ার স্থান বর্ধিত করা হয় যা বর্তমানে ৪০০০ এ। | |
আল মাওদা মসজিদ | সেনকাং | ২০০৯ | ৪০০০ | ||
আলকাফ কাম্পুং মেলাউ মসজিদ | বেদক | ১৯৯৪ | ৩০০০ | ||
আল মুত্তাকিন মসজিদ | আং মো কিউ | ১৯৮০ | ৪০০০ | ||
আন নাহদাহ মসজিদ | বিসান | ২০০৬ | ৪০০০ | ||
আন নূর মসজিদ | ওড ল্যান্ডস | ১৯৮০ | |||
আংগুলিয়া মসজিদ | লিটল ইন্ডিয়া | ১৮৯০ | ১৫০০ | ১৮৯০ শতকের সবচেয়ে পুরান মসজিদ। | |
আসকিরিয়ান মসজিদ | পশ্চিম জুরং | ১৯৭৮ | ৫০০০ | ||
বেনকুলেন মসজিদ | বেনকুলেন রাজ্য | ২০০১ | ১১০০ | ||
দারুল গোফরান মসজিদ | টাম্পাইনস | ১৯৯১ | ৫৫০০ | মসজিদটি টাম্পাইনসে অবস্থিত এবং সম্প্রতি সম্প্রসারণ ও সংস্কার করা হয়েছে। এমইউআইএস অনুসারে, এটি এখন সাড়ে ৫০০ জন উপাসককে সমন্বিত করতে পারে, এটি সিঙ্গাপুরের বৃহত্তম স্থান। [১] তবে, কিছু সূত্র মসজিদ আসিয়াকিরিনের সক্ষমতা ৬,০০০ রেখেছিল। [২] | |
দারুল মোকারম মসজিদ | ইয়েসহুন | ১৯৮৭ | ৩৫০০ | ||
আন নাইম মসজিদ | হোংগ | ১৯৮৩ | ২৫০০ | ||
হাজী মোহাম্মদ সালেহ মসজিদ | জিওলেং | ১৮৯৬ | |||
কেরামত হাবিব নূহ | সেন্টাল এরিয়া | ১৯০৩ | ১২০০ | ||
হাজি ইউসুফ মসজিদ | সেরাগং গার্ডেন | ১৯৯৫ | ৪০০ | ||
হাজ্জাহ ফতেমা মসজিদ | কংপং গলম | ১৯৪৬ | |||
হ্যাং জেবাট মসজিদ | কুইন্স টাউন | ১৯৭৩ | ৬০০ | ||
জামে মসজিদ, চীনা টাউন | চীনা টাউন | ১৮২৬ | চুহুলিয়া মসজিদ নামে পরিচিত | ||
জামেয়া আর রাবেতাহ মসজিদ | টিং রোবাহ | ১৯৬২ | |||
মালবার মসজিদ | কাম্পুং গ্লাম | ১৯৬২ | ১০০০ | ||
মুহাজিরিন মসজিদ | টয়া পাইও | ১৯৭৭ | |||
ওমর কাম্পুং মালেকা মসজিদ | সেন্টাল এরিয়া | ১৮২০ | ১০০০ | ||
ওমর সালমাহ মসজিদ | নোভেনা | ১৯৭৩ | ৩০০ | ||
মেলাউ পেটরা মসজিদ | সেবাউং | ১৯৭০ | ৩০০ | ||
সেলিম মোতার মসজিদ | ম্যাকপারসেন | ১৯৬০ | ১৪০০ | ||
সুলতান মসজিদ | কাম্পুং গ্লাম | ১৮২৬ | ৫০০০ | ||
তাহা মসজিদ | গেলাং | ১৯৩০ | ৩০০ | আহমেদিয়া মুসলিম সম্প্রাদয় এর নির্মিত সিঙ্গাপুরের মসজিদ | |
তেমেংগং দায়েং ইব্রাহিম মসজিদ | তেলক বালাং | ১৯৯৩ | ১৫০০ | একমাত্র মালয়েশিয়ান মসজিদ | |
তেতেরা দিরজা মসজিদ | কেলাইমেট উটস | ১৯৬১ | ১০০০ | ||
ইউসুফ ইসহাক মসজিদ | উডল্যান্ডস | ২০১৭ | ৪,৫০০ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Masjid Darul Ghufran"। www.muis.gov.sg। Majlis Ugama Islam Singapura, a statutory board of the Government of Singapore। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৭।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;:0
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি