পাঁচ ধ্যানী বুদ্ধ

আদি-বুদ্ধের পাঁচটি গুণের প্রতিনিধিত্ব

পাঁচ ধ্যানী বুদ্ধ (চীনা: 金刚界五智如来) বা পাঁচ জ্ঞানী বুদ্ধ (চীনা: 五智如来; ফিনিন: Wǔzhì Rúlái) বজ্রযান বৌদ্ধ ধর্ম মতে গৌতম বুদ্ধের পাঁচ রকম গুণের প্রকাশিত রূপ।

পশ্চাতে পাঁচ ধ্যানী বুদ্ধের অসংখ্য চিত্র ও সামনে ধ্যানী বুদ্ধ অক্ষোভ্য, তিব্বতী থাংকা, ত্রয়োদশ শতাব্দী

উৎপত্তি সম্পাদনা

বুদ্ধের ত্রিকায়াযোগাচার তত্ত্বের ওপর ভিত্তি করে পাঁচ ধ্যানী বুদ্ধের উৎপত্তি হয়। প্রথমে শুধুমাত্র অক্ষোভ্যঅমিতাভ বুদ্ধের আবির্ভাব ঘটে। সুবর্ণপ্রভাসোত্তমসূত্রেন্দ্ররাজ নামক প্রাচীন মহাযান সূত্রে দুন্দুভীশ্বর ও রত্নকেতু নামক অপর দুই বুদ্ধের আবির্ভাব হয়। কিন্তু পরবর্তীকালে তাদের নাম পালটে যথাক্রমে অমোঘসিদ্ধিরত্নসম্ভব হয়ে যায়। পাঁচ বুদ্ধের মধ্যে কেন্দ্রীয় বুদ্ধ হলেন বৈরোচন

বিভিন্ন ভাষায় নাম সম্পাদনা

নাম সংস্কৃত চীনা জাপানী তিব্বতী
বৈরোচন वैरोचन দারি রুলাই (大日如來)
পিলুঝ়েনা ফো (毘盧遮那佛)
দাইনিচি ন্যোরাই, (大日如来) র্নাম-পার-স্নাং-ম্দ্জাদ (তিব্বতি: རྣམ་པར་སྣང་མཛད།)
অক্ষোভ্য अक्षोभ्य আচু রুলাই (阿閦如來) আশুকু ন্যোরাই (阿閦如来) মি-ব্স্ক্যোদ-পা (তিব্বতি: མི་བསྐྱོད་པ་)
অমিতাভ अमिताभ এমিতুও ফো (阿彌陀佛) আমিদা ন্যোরাই (阿弥陀如来) ওদ-দ্পাগ-মেদ (তিব্বতি: འོད་དཔག་མེད་)
রত্নসম্ভব रत्नसंभव বাওশেং রুলাই (寳生如來) হোশো ন্যোরাই (宝生如来) রিন-ছেন-ব্জুং-গ্নাস (তিব্বতি: རིན་ཆེན་འབྱུང་གནས)
অমোঘসিদ্ধি अमोघसिद्धि চেংজিউ রুলাই (成就如來) ফুকোজোজু ন্যোরাই (不空成就如来) দোন-য়োদ-গ্রুব-পা (তিব্বতি: དོན་ཡོད་གྲུབ་པ)

স্থান সম্পাদনা

মন্ডলে এই পাঁচ বুদ্ধের স্থান সবসময় এক থাকে না। বৈরোচন এবং অক্ষোভ্যের মধ্যে স্থানের বদলাবদলি হয়ে থাকে। বৈরোচন মন্ডলে নিম্নে পাঁচ জ্ঞানী বুদ্ধের অবস্থান দেখানো হল।

বৈশিষ্ট্য সম্পাদনা

বজ্রযান বৌদ্ধ ধর্মানুসারে পাঁচ ধ্যানী বুদ্ধকে পাঁচ বিদ্যারাজা রক্ষা করেন। পাঁচ ধ্যানী বুদ্ধ পাঁচটি বিশুদ্ধ ভূমিতে সঙ্গিনী নিয়ে অবস্থান করেন। এর মধ্যে সুখাবতীঅভিরতি নামক আধ্যাত্মিক স্থান দুটি বৌদ্ধদের আকর্ষণ করে এসেছে।

বুদ্ধ সঙ্গিনী ধ্যানী বোধিসত্ত্ব বিশুদ্ধ ভূমি বীজমন্ত্র রক্ষাকর্তা বিদ্যারাজা
বৈরোচন শ্বেত তারা সামন্তভদ্র অকনিষ্ঠ ঘনব্যূহ ওঁ অচল
অক্ষোভ্য লোচনা বজ্রপানি অভিরতি হুং ত্রৈলোক্যবিজয়
অমিতাভ পন্ডরা [১] অবলোকিতেশ্বর সুখাবতী হ্রীঃ যমান্তক
রত্নসম্ভব মমাকী [২] রত্নপানি শ্রীমৎ ত্রাঃ কুন্ডলী
অমোঘসিদ্ধি সবুজ তারা[৩][৪] বিশ্বপানি প্রাকুটা আঃ বজ্রযক্ষ

আরো পড়ুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Pandara The Shakti of Amitabha"। Buddhanature.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৪ 
  2. "Mamaki The Shakti of Aksobhya"। Buddhanature.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৪ 
  3. "chart of the Five Buddhas and their associations"। Religionfacts.com। ২০১২-১২-২১। ২০১৩-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৪ 
  4. "Symbolism of the five Dhyani Buddhas"। ৮ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা