নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন
নায়েরগাঁও দক্ষিণ বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ উপজেলার একটি ইউনিয়ন।
নায়েরগাঁও দক্ষিণ | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৩′৩২″ উত্তর ৯০°৪৬′১২″ পূর্ব / ২৩.৩৯২২২° উত্তর ৯০.৭৭০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | মতলব দক্ষিণ উপজেলা ![]() |
জনসংখ্যা | |
• মোট | ২৬,৩০১ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সম্পাদনানায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আয়তন ৪,০৪৭ একর।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের জনসংখ্যা ২৬,৩০১ জন। এর মধ্যে পুরুষ ১২,৬৬৬ জন এবং মহিলা ১৩,৬৩৫ জন। মোট পরিবার ৫,৫৫০টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনামতলব দক্ষিণ উপজেলার উত্তরাংশে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে নায়েরগাঁও উত্তর ইউনিয়ন ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন, পশ্চিমে ধনাগোদা নদী ও মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন ও সুলতানাবাদ ইউনিয়ন, দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়ন ও নারায়ণপুর ইউনিয়ন এবং পূর্বে কচুয়া উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়ন ও বিতারা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনানায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন মতলব দক্ষিণ উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মতলব দক্ষিণ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ।
গ্রামসমূহের তালিকা
সম্পাদনানায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে মোট ১৭ টি গ্রাম রয়েছে।[২]
- নায়েরগাঁও
- পাটন
- চর নায়েরগাঁও
- আশ্বিনপুর
- কালিয়াইশ
- হরিয়ন
- শাহাপুর
- তাঁতখানা
- খিদিরপুর
- পাঁচঘড়িয়া
- খর্গপুর
- দক্ষিণ আধারা
- ঘোড়াধারী
- টেমাই
- শিবপুর
- কাজিয়ারা
- মেহারন
শিক্ষাব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের সাক্ষরতার হার ৫২.২%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান
- নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়
- লাক শিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়
- নারায়নপুর বালিকা উচ্চ বিদ্যালয়
- আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
- মেহারন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- কালিয়াইশ ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
- খর্গপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
- ১৪৬নং ঘোড়াধারী সরকারী প্রাথমিক বিদ্যালয়
- কালিয়াইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়
- কাজিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- মেহারন সরকারী প্রাথমিক বিদ্যালয়
- আধারা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- আশ্বিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- পাটন সরকারী প্রাথমিক বিদ্যালয়
- নাঁয়েরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়
- ঘোড়াধারী তারতিলুল কোরআন মাদ্রাসা
- আশ্বিনপুর হাফিজিয়া মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনা৮ নং ওয়ার্ড কাজিয়ারা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সুন্দর। ২০১৬-২০২১ সালের মধ্যে ব্যাপক উন্নয়ন হয়। ধন্যবাদ ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজী কে তাহার প্রচেষ্টায় কাজিয়ার যোগাযোগ ব্যবস্হা এত সুন্দর হয়েছে।
খাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনা- নায়েরগাঁও বাজার
- আশ্বিনপুর বাজার
- ঘোড়াধারী মিয়াজী তিন রাস্তার মোড়
- কাজিয়ারা তালতলা বাজার
- লাক বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনা*নাঁয়েরগাঁও লঞ্চ ঘাট
*খিদিরপুর ঠাকুর বাড়ীর খোলা মাঠ।
*মেহারনের প্রচিন স্কুল ভবন
*ঘোড়াধারী মিয়াজী দীঘির পার ও ছাড়া বাড়ী
*তাতখানা নদীর পার
ো
- ঘোড়াধারী মিয়াজী দীঘির পার ও ছাড়াবাড়ী
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা১। আব্দুস সালাম মৃধা (চেয়ারম্যান)
২। গোলাম রাববানী দেওয়ানজী ১নং প্যানেল চেয়ারম্যান
৩। মোঃ উজ্জ্বল তালুকদার
৪। আঃ হাই মজুমদার
৫। আলাউদ্দিন
৬। সহিদ
৭। সফিক
৮। শাহআলম
৯। ভরত দাস
১০। রুবেল ২নং প্যানেল
১১। পারুল রানী
১২। মুক্তা
১৩।কুলছুমা ৩নং প্যানেল
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০।
- ↑ http://nayergaonsouthup.chandpur.gov.bd/
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |