ধনাগোদা নদী

বাংলাদেশের নদী

ধনাগোদা নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লাচাঁদপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৪১ কিলোমিটার, গড় প্রস্থ ২২৯ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ধনাগোদা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ১১।[]

ধনাগোদা নদী
Dhanagoda River
দেশ বাংলাদেশ
জেলাসমূহ কুমিল্লা, চাঁদপুর
উৎস মেঘনা নদী
মোহনা মেঘনা নদী
দৈর্ঘ্য ৪১ কিলোমিটার (২৫ মাইল)

উৎপত্তি ও প্রবাহ

সম্পাদনা

ধনাগোদা নদীটি চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে প্রবহমান মেঘনা আপার নদী থেকে উৎপত্তি লাভ করেছে। অতপর নদীটি একই উপজেলার ফরাজিকান্দি ইউনিয়ন অবধি প্রবাহিত হয়ে পুনরায় মেঘনা আপার নদীতে পতিত হয়েছে।[]

বিপুল জলরাশি, মৎস্য ও প্রাণিকূলের বিশাল সম্ভারে সমৃদ্ধ এ নদী। সড়ক পথে বা নৌ পথে এখানে আসা যায়। মতলব উঃ ও মতলব দঃ এর মাঝে বিভক্তকারী এ নদী। মতলব ফেরী ঘাট একটি দর্শনীয় স্থান। ধনাগোদা নদীর উত্তর তীরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেড়ী বাঁধ নির্মাণ করা আছে। এই বেড়ী বাঁধ বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হয়।[]

খালসমূহ

সম্পাদনা

মতলব দক্ষিণ উপজেলা ও আশেপাশের অঞ্চলের বিভিন্ন খাল ধনাগোদা নদীর সাথে সংযুক্ত।

প্রথমে আসে জমজম খালের কথা। জমজম খালটি মতলব দক্ষিণ উপজেলার দগরপুর গ্রাম হতে শুরু করে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজার ও চাঁদপুর সদর উপজেলার মধুরোড রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে গিয়ে আলগী গ্রামের নিকট ডাকাতিয়া নদীতে গিয়ে মিশে যায়। ধনাগোদা নদীতে সংযুক্ত সাচার খালটি বিতারা, তেতৈয়া, কোমরকাশা হয়ে কচুয়া পৌর বাজারের (মূল বাজার) পশ্চিম পাশ ঘেঁষে উপজেলার দক্ষিণ অঞ্চলের কড়ইয়া, কালোচোঁ হয়ে কাঁঠালী গ্রামের কাছে এসে বোয়ালজুড়ি খালের সাথে মিশে হাজীগঞ্জের নিকট ডাকাতিয়া নদীর সঙ্গে যুক্ত হয়েছে।[]

বোয়ালজুড়ি খালটি ধনাগোদা নদীর মাছুয়াখাল প্রান্ত থেকে নারায়ণপুর বাজার হয়ে মেহারন, চারতভাঙ্গা, ধড্ডা হয়ে হাজীগঞ্জের নিকট ডাকাতিয়া নদী পর্যন্ত বিস্তৃত।[]

নৌ যোগাযোগ ও পারাপার

সম্পাদনা

মেঘনা নদীর পাশাপাশি এক সময় ধনাগোদা নদীই ছিল মতলব উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। ধনাগোদা নদীর লঞ্চ যোগাযোগ ব্যবস্থা মতলব দক্ষিণ উপজেলাকে ঢাকানারায়ণঞ্জ শহরের সাথে যুক্ত করে। বর্তমানেও সীমিত আকারে এ নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল ও লঞ্চ যোগে যাত্রী পারাপার করা হয়।[]

মতলব উত্তর ও মতলব দক্ষিণ তথা চাঁদপুরের সাথে ঢাকার সড়ক পথে যোগাযোগ সহজ করার জন্য ধনাগোদা নদীর উপর দুইটি সেতু নির্মাণ করা হয়। একটি শ্রীরায়েরচর সেতু অপরটি মতলব সেতু । শ্রীরায়েরচর সেতুটি মতলব উত্তর উপজেলার বাংলাবাজার এবং কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শ্রীরায়েরচরকে যুক্ত করে।[]

মতলব বাজার সংলগ্ন পূর্ব দিকে মতলব সেতুর দৈর্ঘ্য ৩০৪ দশমিক ৫১ মিটার। মতলব সেতুর নির্মাণ কাজ ২০১৫ সালের জানুয়ারিতে শুরু হয় এবং ২০১৯ সালের ১ জানুয়ারি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।[]

পরিবেশ বিপর্যয় ও মৎস্য শিকার

সম্পাদনা

ধনাগোদা নদী থেকে স্থানীয়ভাবে ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘন করে বিভিন্ন স্থানে বেড়া দিয়ে মাছ শিকার করা হয়।[] ধনাগোদা নদী নাব্যতা হারিয়ে দিন দিন সরু হয়ে যাচ্ছে। এর সঙ্গে দখল-দূষণে সংকটের মুখে একদিকে যেমন পরিবেশ বিপর্যয় ঘটছে, তেমনি হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। ধনাগোদা নদী থেকে গত এক দশকে হারিয়ে গেছে ২০ প্রজাতির মাছ।[] ধনাগোদা নদীর তীরে বালু মহল গড়ে উঠায় পরিবেশ দূষিত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী।[১০]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৩০৩। আইএসবিএন 984-70120-0436-4 
  2. "মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পরিচিতি" (পিডিএফ)www.bwdb.gov.bd। ১ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ জুন ২, ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "পরিবেশ দূষণসহ ব্যাহত ফসল উৎপাদন"আলোকিত বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০২ 
  4. "কচুয়ায় ব্যবসায়ীদের নষ্ট হওয়া বর্জ্য আবর্জনা দিয়ে খাল ভরাট"Focus Mohona (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০১। ২০২১-০১-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০২ 
  5. "মতলব দক্ষিণ উপজেলার নদ-নদী"matlabsouth.chandpur.gov.bd। ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২, ২০২০ 
  6. "একনেকের বৈঠকে মতলব সেতুর অনুমোদন লাভ"। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "মতলব সেতুতে যান চলাচল শুরু"। ৬ জানুয়ারি ২০১৯। ২০১৯-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০২ 
  8. "ধনাগোদা নদী, ৫০ স্থানে বেড়া দিয়ে মাছ শিকার"। www.prothomalo.com। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০১৬ 
  9. "চাঁদপুরে দখল-দূষণে নদী বেহাল"চ্যানেল আই। ২০১৯-০৫-১৯। ২০১৯-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০২ 
  10. "মতলবে নদী দখল করে চলছে বালুর ব্যবসা ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা"মানব খবর। ২০২০-০১-২৫। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০২