দাউদকান্দি উপজেলা
দাউদকান্দি উপজেলা বাংলাদেশের কুমিল্লা জেলার একটি প্রশাসনিক এলাকা।
দাউদকান্দি | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে দাউদকান্দি উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩২′৬″ উত্তর ৯০°৪৩′১৩″ পূর্ব / ২৩.৫৩৫০০° উত্তর ৯০.৭২০২৮° পূর্বস্থানাঙ্ক: ২৩°৩২′৬″ উত্তর ৯০°৪৩′১৩″ পূর্ব / ২৩.৫৩৫০০° উত্তর ৯০.৭২০২৮° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
আয়তন | |
• মোট | ২১০.২১ বর্গকিমি (৮১.১৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৬৮,৪২৭ |
• জনঘনত্ব | ৮০০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১৯ ৩৬ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তনসম্পাদনা
দাউদকান্দি উপজেলার উত্তর-পশ্চিমে মেঘনা নদী ও মেঘনা উপজেলা, উত্তরে তিতাস উপজেলা, পূর্বে মুরাদনগর উপজেলা, দক্ষিণ-পূর্বে চান্দিনা উপজেলা ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলা, দক্ষিণে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা, দক্ষিণ-পশ্চিমে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা এবং পশ্চিমে মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকাসম্পাদনা
দাউদকান্দি উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম দাউদকান্দি থানার আওতাধীন।
- দাউদকান্দি উত্তর
- দাউদকান্দি দক্ষিণ (দাউদকান্দি পৌরসভা প্রতিষ্ঠার ফলে ইউনিয়ন পরিষদ কার্যক্রম বর্তমানে বিলুপ্ত)
- সুন্দলপুর
- বারপাড়া
- গৌরীপুর
- জিংলাতলী
- ইলিয়টগঞ্জ উত্তর
- ইলিয়টগঞ্জ দক্ষিণ
- মালিগাঁও
- মোহাম্মদপুর পশ্চিম
- মারুকা
- বিটেশ্বর
- গোয়ালমারী
- পদুয়া
- পাঁচগাছিয়া পশ্চিম
- দৌলতপুর
ইতিহাসসম্পাদনা
১৫৬৪ খ্রিষ্টাব্দে সোলেমান কররানী বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেন এবং সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন। সোলেমান কররাণীর মৃত্যুর পর তার ছোট পুত্র দাউদকাররাণী সম্রাট আকবরের কর্তৃত্ব অস্বীকার করে।তারপর তিনি নিজের নামাংকিত মুদ্রা চালু করেন এবং নিজেকে বাংলার শাসক হিসাবে ঘোষণা করেন। ১৫৭৬ খ্রিষ্টাব্দে জুলাই মাসে সম্রাট আকবরের সাথে এক যুদ্ধে দাউদকাররাণী মৃত্যুবরণ করেন। কথিত আছে যে, দাউদকাররাণীর নামানুসারেই 'দাউদকান্দির'নামকরণ করা হয়। অন্য এক সূত্র হতে জানা যায় তাৎকালীন ব্রিটিশ পার্লামেন্টের আদেশক্রমে ১৭৭৮ খ্রিঃ মিঃজেঃস রেনেল কর্তৃক তৈরী বৃৃটিশ অধূষিত বাংলা ও বিহারের মানচিত্রে 'ডেভিড স্কাডি' নামক স্থানের নির্দেশনা রয়েছে। ইংরেজরা 'দাউদ' নামকে 'DEVID' এবং 'কান্দিকে' 'SKENDI' উল্লেখ করেছেন।[২]
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
দর্শনীয় স্থানসম্পাদনা
- দাউদকান্দি গোমতী সেতু
- ঐতিহ্যবাহি বানিয়া পাড়া জামে মসজিদ
- শ্রীরায়েরচর দরগা বাড়ী- পদুয়া।
- দাউদকান্দি ঈদগাহ (বিশ্বরোড)
- জারিফ আলী পার্ক (দাউদকান্দি)
- জুরানপুর কমপ্লেক্স,বৈকালী ব্রিজ
অর্থনীতিসম্পাদনা
যোগাযোগ ব্যবস্থাসম্পাদনা
রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলিস্থান পার্ক এর দক্ষিণ দিক থেকে সরাসরি দাউদকান্দি গৌরীপুরের বাস আছে অথবা রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সরাসরি দাউদকান্দির বাস আছে।
জনপ্রতিনিধিসম্পাদনা
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৩] | সংসদ সদস্য[৪][৫][৬][৭][৮] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৪৯ কুমিল্লা-১ | মেঘনা উপজেলা এবং দাউদকান্দি উপজেলা | মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া | বাংলাদেশ আওয়ামী লীগ |
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে দাউদকান্দি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জুন, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ [ http://daudkandi.comilla.gov.bd/node/31952/-দাউদকান্দির-ইতিহাস- ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে http://daudkandi.comilla.gov.bd/node/31952/-দাউদকান্দির-ইতিহাস- ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে]
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিভ্রমণে দাউদকান্দি উপজেলা সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |