সহদেবপুর পশ্চিম ইউনিয়ন

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার একটি ইউনিয়ন

সহদেবপুর পশ্চিম বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলার একটি ইউনিয়ন

সহদেবপুর পশ্চিম
ইউনিয়ন
৫নং সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ
সহদেবপুর পশ্চিম চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সহদেবপুর পশ্চিম
সহদেবপুর পশ্চিম
সহদেবপুর পশ্চিম বাংলাদেশ-এ অবস্থিত
সহদেবপুর পশ্চিম
সহদেবপুর পশ্চিম
বাংলাদেশে সহদেবপুর পশ্চিম ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২২′৫২″ উত্তর ৯০°৪৮′৪৭″ পূর্ব / ২৩.৩৮১১১° উত্তর ৯০.৮১৩০৬° পূর্ব / 23.38111; 90.81306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলাকচুয়া উপজেলা, চাঁদপুর উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

সহদেবপুর পশ্চিম ইউনিয়নের আয়তন ৪,৫৯৩ একর।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সহদেবপুর পশ্চিম ইউনিয়নের জনসংখ্যা ২৬,৩২৪ জন। এর মধ্যে পুরুষ ১২,২৮৮ জন এবং মহিলা ১৪,০৩৬ জন। মোট পরিবার ৫,৪৯৬টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

কচুয়া উপজেলার পশ্চিমাংশে সহদেবপুর পশ্চিম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বিতারা ইউনিয়ন, পূর্বে পালাখাল মডেল ইউনিয়ন, দক্ষিণে কাদলা ইউনিয়ন এবং পশ্চিমে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ননায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

সহদেবপুর পশ্চিম ইউনিয়ন কচুয়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬০নং নির্বাচনী এলাকা চাঁদপুর-১ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সহদেবপুর পশ্চিম ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৫%।[১]

দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয় সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে সরাসরি সুরমা বাসে করে পালাখাল বাসস্ট্যান্ড এ নামতে হবে অথবা  ঢাকা থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের গৌরিপুর এর আমিরাবাদ থেকে সিএনজি করে পালাখাল বাসস্ট্যান্ড থেকে ৩ কিলোমিটার দক্ষিন পশ্চিম দিকে ইউনিয়ন টি আপনি পেয়ে যাবেন।

খাল ও নদী সম্পাদনা

হাট-বাজার সম্পাদনা

.নন্দনপুর বাজার .আলিয়ারা বাজার .তুলপাই বাজার

দর্শনীয় স্থান সম্পাদনা

১। হযরত দারাশাহ(র) এর মাজার শরিফ। এটি ইউনিয়নের দারাশাহী তুলপাই গ্রামে অবস্থিত। ২। কালা মোস্তফা (র) এর মাজার শরিফ। এটি ইউনিয়নের সহদেবপুর গ্রামে অবস্থিত।

জনপ্রতিনিধি সম্পাদনা

আব্দুস সামাদ ইউপি চেয়ারম্যান (২০১৪-২০১৯),

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা