মতলব দক্ষিণ থানা
চাঁদপুর জেলার একটি থানা
মতলব দক্ষিণ থানা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ উপজেলার একটি থানা।
মতলব দক্ষিণ | |
---|---|
থানা | |
মতলব দক্ষিণ থানা | |
বাংলাদেশে মতলব দক্ষিণ থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২০′৪৫″ উত্তর ৯০°৪২′৪৩″ পূর্ব / ২৩.৩৪৫৮৩° উত্তর ৯০.৭১১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | মতলব দক্ষিণ উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৮৫৮ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রতিষ্ঠাকাল
সম্পাদনা১৮৫৮ খ্রিষ্টাব্দে তৎকালীন মতলব খাঁর হাট মতলবগঞ্জ থানা নামে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে মতলব উত্তর উপজেলা মতলব উপজেলা থেকে আলাদা করা হলে এ থানা মতলব দক্ষিণ থানা নামে পরিচিতি লাভ করে।
প্রশাসনিক এলাকাসমূহ
সম্পাদনামতলব দক্ষিণ উপজেলার ২টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মতলব দক্ষিণ থানার আওতাধীন।
- ১নং নায়েরগাঁও উত্তর
- ২নং নায়েরগাঁও দক্ষিণ
- ৩নং খাদেরগাঁও
- ৪নং নারায়ণপুর (নারায়ণপুর পৌরসভা প্রতিষ্ঠার ফলে ইউনিয়ন পরিষদ কার্যক্রম বর্তমানে বিলুপ্ত)
- ৫নং উপাদী উত্তর
- ৬নং উপাদী দক্ষিণ