নারায়ণপুর পৌরসভা
নারায়ণপুর পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার অন্তর্গত একটি পৌরসভা।
নারায়ণপুর | |
---|---|
পৌরসভা | |
নারায়ণপুর পৌরসভা | |
বাংলাদেশে নারায়ণপুর পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২২′ উত্তর ৯০°৪৬.৫′ পূর্ব / ২৩.৩৬৭° উত্তর ৯০.৭৭৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | মতলব দক্ষিণ উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৫ জুলাই ২০১০ |
আয়তন | |
• মোট | ৯.২ বর্গকিমি (৩.৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪৯,০৬৮ |
• জনঘনত্ব | ৫,৩০০/বর্গকিমি (১৪,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৯৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬৪০ |
আয়তন
সম্পাদনানারায়ণপুর পৌরসভার আয়তন ৯.২ বর্গ কিলোমিটার (২,২৭৩ একর)।
জনসংখ্যা
সম্পাদনানারায়ণপুর পৌরসভার মোট জনসংখ্যা ৪৯,০৬৮ জন। এর মধ্যে পুরুষ ২৪,৫০০ জন এবং মহিলা ২৪,৫৬৮ জন। মোট পরিবার ৬,৫৪৫টি। লোক সংখ্যার ঘনত্ব ৬,২৯১ (প্রতি বর্গ কিলোমিটারে)। মোট ভোটার সংখ্যা ২১,৯৭১ জন (পুরুষ-১০,৪৯০ জন এবং মহিলা-১১,৪৮১ জন)।
অবস্থান ও সীমানা
সম্পাদনামতলব দক্ষিণ উপজেলার পূর্বাংশে নারায়ণপুর পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে খাদেরগাঁও ইউনিয়ন ও উপাদী উত্তর ইউনিয়ন, দক্ষিণে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন ও কালচোঁ উত্তর ইউনিয়ন এবং পূর্বে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন ও সহদেবপুর পশ্চিম ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
সম্পাদনাচাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ২৪টি মৌজা নিয়ে ২০১০ সালের ১৫ জুলাই পৌরসভা ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।[১] ২০১৩ সালের ৩০ এপ্রিল মন্ত্রণালয় এ পৌরসভার গেজেট প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।[২] কিন্তু পৌরসভার বৈধতা চ্যালেঞ্জ করে তৎকালীন ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার হাইকোর্টে রিট আবেদন করেন। ফলে উচ্চ আদালত একই বছরের ২ মে দুই মাসের জন্য এবং পরে ১৪ জুলাই অনির্দিষ্টকালের জন্য পৌরসভার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। এছাড়া ইউপি চেয়ারম্যান এবং দুই ইউপি সদস্যসহ মোট আটজনের বিরুদ্ধে পৌরসভার ভিত্তিপ্রস্তর ভাঙার অভিযোগ এনে মামলা করা হলে চেয়ারম্যান ও দুই সদস্য আত্মগোপন করেন। ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আদালতের নির্দেশ অনুসারে পৌরসভা বাতিল করে ইউনিয়ন পরিষদ বহাল রাখা হয়েছে।[৩]
পরবর্তীতে ২০২১ সালের ১০ জানুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার ও রাজিক আল জলিলের বেঞ্চে নারায়ণপুর পৌরসভা বহাল রাখার ব্যাপারে রায় দেয়া হয়।[৪]
প্রশাসনিক এলাকা
সম্পাদনামতলব দক্ষিণ উপজেলার ২টি পৌরসভার (মতলব পৌরসভা ও নারায়ণপুর পৌরসভা) মধ্যে অন্যতম একটি পৌরসভা হলো নারায়ণপুর পৌরসভা।
নারায়ণপুর পৌরসভায় ৯টি ওয়ার্ড (২৪ টি গ্রাম, ২৪ টি মৌজা) রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম মতলব দক্ষিণ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ।
শিক্ষা
সম্পাদনানারায়ণপুর পৌরসভার সাক্ষরতার হার ৯৩%।
- নারায়ণপুর ডিগ্রি কলেজ
- নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দঃ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়
- নারায়ণপুর পপুলার মহিলা উচ্চ বিদ্যালয়
- ডাকিটারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আল-বারাকা মডেল স্কুল
- কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা
- কালিকাপুর উচ্চবিদ্যালয়
- কাশিমপুর পূরন উচ্চ বিদ্যালয়
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নারায়ণপুর পৌরসভা হওয়ায় আনন্দিত এলাকাবাসী"। bdnews24.com। বিডি নিউজ ২৪। ২৮ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চাঁদপুরের নারায়ণপুরকে পৌরসভা ঘোষণা"। banglanews24.com। বাংলা নিউজ ২৪। ২৮ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০।
- ↑ "পৌরসভা বাতিল, চলছে না ইউপি কার্যক্রমও"। prothomalo.com। প্রথম আলো। ২০ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০।
- ↑ "মতলবের নারায়ণপুর পৌরসভা বহাল"। dailynayadiganta.com। দৈনিক নয়াদিগন্ত। ১২ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১।